botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারীর উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বুধবার সকালে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। রিসোর্স পারসন হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক অরবিন্দ দত্ত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা শিক্ষা অফিসার আবদুস সামাদ আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।

কর্মশালায় বক্তারা বলেন, জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। নারীর উন্নয়ন ছাড়া একটি দেশের উন্নয়ন সম্ভব নয়। তারা বলেন, শিশুদেরকে পরিচর্যা করতে হবে। শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে একটি সুন্দর দেশ গড়া সম্ভব নয়।

কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
###

শিশু ও নারীর উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত

botv নিউজ:

আজ শনিবার বাংলা নববর্ষ ১৪২৫। পহেলা বৈশাখের উৎসবকে সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-১৪- এর ভৈরব ক্যাম্পের উদ্যোগে মহাসড়কে সন্ত্রাস বিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের খাটিহাতা বিশ্বরোড মোড়ে এই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার নেতৃত্ব দেন র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। এ সময় অতিরিক্ত ক্যাম্প কমান্ডার চন্দন কুমার দেবনাথ সহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

মহড়া চলাকালে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মাহফুজুর রহমান বলেন, শনিবার পহেলা বৈশাখ। এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে বৈশাখী উৎসব, মেলা অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে কোন গোষ্ঠী যাতে কোন ধরনের নাশকতা না করতে পারে এ জন্য র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা তৎপর থাকবেন। এজন্যই মহড়া হচ্ছে।
###

পহেলা বৈশাখ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে র‌্যাবের মহড়া অনুষ্ঠিত

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির উদ্যোগে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ৮দিনব্যাপী বৈশাখী উৎসব  শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ৮দিনব্যাপী বৈশাখী উৎসব উদ্বোধন করেন।

বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মোঃ আবু তাহের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার,

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর ভূইয়া, সনাকের জেলা সভাপতি জেসমিন খানম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস.আর.এম উসমান গণি সজীব।

স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন। বক্তব্য রাখেন সাইফুল ইসলাম। মেলায় বিভিন্ন দেশীয় পন্য নিয়ে ২৫টি স্টল বসে।
###

সাহিত্য একাডেমির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ৮দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

 

botv নিউজ:

১৪ এপ্রিল (শনিবার) ব্রাহ্মণবাড়িয়ার কৃতি কন্যা, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও নারী মুক্তিযোদ্ধা দিলারা হারুনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে আজ শনিবার সকালে পৌর এলাকার শেরপুরে মরহুমার কবরে ফাতেহা পাঠ, কোরখানখানি ও এতিমদের মাঝে খাবার পরিবেশন করা হবে। তার আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য ২০১২ সালের ১৪ এপ্রিল বিকেলে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তিনি ইন্তেকাল করেন।
###

আজ সাবেক সংসদ সদস্য দিলারা হারুনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইল গ্রামে অবস্থিত সাহেরা-গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিতা ভূইয়ার অপসারন দাবিতে  সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস নায়ার কবির।

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মহিউদ্দিন খান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল- মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম,

জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন হেলাল, বিশিষ্ট সাংবাদিক মুনজুরুল আলম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ আকন্দ।

বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর মুরাদ খান, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা আক্তার, সাংবাদিক ইব্রাহিম খান সাদাত, দক্ষিন মৌড়াইল জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াসিন, শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল খান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ জালাল হোসেন খোকা, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর কিন্তু কবিতা ভূইয়া যে ধরনের বেপরোয়া ও অশোভন আচরণ করছে তার মতো শিক্ষক যে বিদ্যালয়ে থাকবে সেই বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হবে। তিনি ২৪ ঘন্টার মধ্যে কবিতা ভূইয়াকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় থেকে অপসারন করার দাবি জানান।

অনুষ্ঠানে বক্তাদের দাবির প্রেক্ষিতে বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ আকন্দ বলেন, সহকারি শিক্ষক কবিতা ভূইয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। শিক্ষা কমিটির জরুরী সভা করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
###

শিক্ষকের অপসারণ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অভিভাবক সমাবেশ

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্র, ৮ বছরের এক শিশু বলাৎকারের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে ওই শিশুকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

জেলা সদর হাসপাতালে শিশুটির মা সাংবাদিকদের জানান, তার স্বামী মানসিক ভারসাম্যহীন। তিনি পরিবার পরিজন নিয়ে ঘাটুরা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। গত শনিবার বেলা ১১টার দিকে তার ছেলে স্কুলে যাওয়ার পথে একই এলাকার হৃদয় মিয়া তাকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে ডেকে নিয়ে বলাৎকার করে। পরে বাড়িতে এসে তার ছেলে সব কিছু খুলে বলে ও অসুস্থ্য হয়ে পড়ে। রবিবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের চিকিৎসক মোঃ আলী জানান, শিশুটির চিকিৎসা চলছে। ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা শেষে বলাৎকারের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ বছরের শিশু বলাৎকারের শিকার

botvনিউজ:

আফগানিস্তানে মাদ্রাসার অনুষ্ঠানে বিমান হামলায় শতাধিক কিশোর কোরআনে হাফেজ হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিশ্ব সুন্নী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে কেন্দ্রীয় নেতা সুফী আহমেদ শাহ মোরশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, কেন্দ্রীয় তো মাঈন উদ্দিন টিটু, সাইফ ইকবাল, সালমা সাফিরাহ প্রমুখ।

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ গ্রহন করে। মানববন্ধনে বক্তারা বলেন, আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে মার্কিন মদদপুষ্ট আফগান সেনাদের হেলিকপ্টার থেকে বোমা বর্ষণে নবীন হাফেজদের নৃশংস হত্যকান্ডের আর্ন্তজাতিক তদন্ত

ও দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সিরিয়া, আরকান, ফিলিস্তিন, ইয়েমেন এবং দুনিয়ার সর্বত্র খুন-জুলুম-ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব বিবেককে সোচ্চার হওয়ার আহবান জানান।
###

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব সুন্নী আন্দোলনের বিক্ষোভ-মানববন্ধন

botvনিউজ:

সঞ্চয় সপ্তাহ উপলক্ষে  শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে  শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জাতীয় সঞ্চয় ব্যুরোর উদ্যোগে পৌর ভবন প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম।

বক্তব্য রাখেন জাতীয় সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরনে সকলকে এগিয়ে আসতে হবে। সকলকে সঞ্চয় করতে হবে এবং সঞ্চয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে হবে।
###

সঞ্চয় সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি-আলোচনা সভা

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে ষ্টেশনে আন্তঃনগর চারটি ট্রেনের যাত্রা বিরতি সহ ট্রেনের টিকিট কালোবাজারী বন্ধের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।  সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে জেলা নাগরিক কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে জেলা নাগরিক কমিটির সভাপতি ডাঃ বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাবিবুল্লাহ্, জেলা সম্মিলিত সাংস্কৃতি জোটের আহবায়ক আবদুন নূর, প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী,

ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল-আমীন শাহীন, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাধারন সম্পাদক সাদেকুর রহমান, মুক্তিযোদ্ধা আশরারুন নবী মোবারক, আইন কলেজের শিক্ষার্থী কাকন আক্তার, জেনি আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশন হচ্ছে দেশের পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ত রেলওয়ে ষ্টেশন। এই ষ্টেশন থেকে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ঢাকা-চট্টগ্রাম-সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে আসা যাওয়া করে। এ অবস্থায় ট্রেনের সংখ্যা কম থাকার পাশপাশি আসন সংখ্যাও বরাদ্ধ কম রয়েছে।

বক্তারা বলেন, এসব সংকটের পরেও প্রতিটি ট্রেনের টিকেট সপ্তাহ খানেক আগেই চোরাকারবারীদের হাতে চলে যাওয়ার কারণে তিনগুন বেশি টাকা দিয়ে ট্রেনের টিকিট ক্রয় করতে হচ্ছে। এতে যাত্রীদের অর্বনীয় দুর্ভোগ পোহাতে হয়।

বক্তারা ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথে চলাচল কারী, কালনী এক্সপ্রেস, সূবর্ণ এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বিজয় এক্সপ্রেস সহ চারটি ট্রেনের যাত্রা বিরতির দাবি জানান। নতুবা কঠোর আন্দোলনের ঘোষনা দেন।

মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ সাধারন মানুষ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অংশ গ্রহন করেন।
###

টিকিট কালোবাজারী বন্ধের দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির দুই নেতাকে জড়িয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপত্তি জানাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। গত শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলার সাংবাদিকদেরকে নিয়ে ফেসবুকে করা আপত্তিকর মন্তব্যগুলো মুছে নেয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সাংবাদিকদের বিরুদ্ধে মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৯ মার্চ একটি জাতীয় দৈনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ‘মাদক ছড়িয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে উল্লেখ করা হয়, এসবের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ ও বর্তমান সাধারন সম্পাদক

শাহাদাৎ হোসেন শোভন জড়িত। প্রকাশিত এ সংবাদের জন্য পত্রিকাটির জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেনকে দোষারোপ করে বিভিন্ন ধরণের হুমকি ধামকি দেয়া হয়। এ অবস্থায় বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী ফেসবুকে সাংবাদিকদেরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

(৩১মার্চ )অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পাঠানো প্রতিবাদ পত্র ইতিমধ্যেই ওই পত্রিকায় ছাপা হয়েছে। (১এপ্রিল)রবিবার  স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছেও একটি লিখিত আবেদন করা হবে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্যও দাবি তোলা হয় ছাত্রলীগের পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ন ভিত্তিহীন। মাদক ব্যবসার সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনঃ তদন্তের জন্য দাবি জানান।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক ছাড়াও সিনিয়র সহ-সভাপতি সুজন দত্ত, সহ-সভাপতি শামীম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক নাঈম বিল্লাহ, সাবেক দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
###

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপত্তি জানালেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ

ফেসবুকে আমরা..