স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকাল ৮টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
পরে পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌরসভার পক্ষে পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ও সদর উপজেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া।
অতিথিবৃন্দের শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রীয় সালাম অনুষ্ঠিত ও সাধারণ মানুষের অংশ গ্রহণে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্ট শাহাদাৎবরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পরে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বঙ্গবন্ধুর প্রতিকৃতি উম্মুক্ত করে দেয়া হয়।

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, খুনি জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধুর হত্যার সাথেই জড়িত ছিল তা নয়, তিনি বাংলাদেশের স্বাধীনতা ও আইনের শাসনেও বিশ্বাস করতেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বাংলাদেশের প্রতিনিধি হিসাবে বিভিন্ন দেশের কুটনৈতিক মিশনে চাকরি দিয়ে জিয়াউর রহমান সেটা বুঝিয়ে দিয়েছেন।
রোববার সকালে আখাউড়া উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি আরও বলেন, আমরা বড় হয়েছি বঙ্গবন্ধুর আদর্শে। কিন্তু যারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করেছিল তারা চেয়েছিল বঙ্গবন্ধুর রক্ত মুছে দিলেই বাংলাদেশের মানুষকে পাকিস্তানের পথে ফিরিয়ে নিতে পারবে।  শেখ হাসিনা সরকারের অঙ্গীকার বঙ্গবন্ধুসহ সকল হত্যাকান্ডের বিচার করা হবে।  আমি আপনাদের কথা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ধরে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরীন সফিক আলেয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ জমশিদ শাহ প্রমুখ।

আখাউড়ায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আইনমন্ত্রী 


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদাৎ বরণকারী জাতির পিতার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় ৫ হাজার পবিত্র কোরআন শরীফ খতম দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এদারায়ে তালিমিয়্যাহ (দ্বীনি শিক্ষাবোর্ড) ও জেলার শীর্ষ উলামায়ে কেরামদের উদ্যোগে এই কোরআন খতমের আয়োজন করা হয়।

মাদরাসার অধ্যক্ষ মুফতি মোবারকউল্লাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আরকাম আল ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাজিদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, জেলা জামে মসজিদের খতিব মাওলানা ছিবগাতুল্লাহ নূর, মাওলানা আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য কাচন মিয়া, জেলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি মোবারক উল্লাহ।

এ ব্যাপারে মাওলানা সাজিদুর রহমান বলেন, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নির্মমভাবে হত্যা করা হয়। তাঁদের আত্মার মাগফেরাত কামনায় ৫ হাজার কোরআন শরীফ খতম দেওয়া হয়েছে। জেলা এদারায়ে তালিমিয়্যাহ’র অধিনস্থ ১৬১টি কওমী মাদরাসা, ৫০০টি মহিলা মাদরাসা ও অন্যান্য মাদরাসাগুলোর ছাত্র-শিক্ষকরা এই খতম আদায় করেন।

জাতির জনকের শাহাদাৎ বার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার পবিত্র কোরআন খতম

নাসিফ জাবেদ নীলয়, ব্রাহ্মণবাড়িয়া 
ব্রাহ্মণবাড়িয়ায় আ ব র নি আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে৷ রবিবার সন্ধ্যা ৭টায় সংগঠনের নির্বাহী পরিচালকের বাসভবনে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়৷
বিনম্র শ্রদ্ধা ও বিশেষ প্রার্থনার আয়োজন করেন সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ।
শ্রদ্ধা জ্ঞাপন ও বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত,  জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগর সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভির স্টাফ রিপোর্টার নাসিফ জাবেদ নীলয়৷
মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আশিকুর রহমান৷
এ ছাড়াও সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হেলাল আহমেদ, মোহাম্মদ বিল্লাল হোসেন, সাইফুল আজিজ সোহেল, মোঃ সোহেল মিয়া, ওমর আহমেদ, ইশতিয়াক হাসান আলিফ প্রমুখ৷

আ ব র নি’র উদ্যোগে ১৫ আগস্টের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বিশেষ প্রার্থনার আয়োজন 


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যদিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী টাউন খালের নাব্যতা ফেরাতে সামাজিক সংগঠন “নোঙর” এর উদ্যোগে দিনব্যাপী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় খালের থানা ঘাট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীর উদ্বোধন শুরু হয়৷

অভিযান কর্মসূচীর উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।

নোঙর জেলা কমিটির সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “নোঙর” বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সুমন শামস।

বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, বিশিষ্ট বাচিক শিল্পী প্রভাষক মোঃ মনির হোসেন, নোঙর জেলা কমিটির সাধারণ সম্পাদক খালেদা মুন্নী প্রমুখ৷

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহ্যবাহী টাউন খালটি দিন দিন অস্তিত্বহীন হয়ে যাচ্ছে। খালটি খনন করে এর নাব্যতা ফিরিয়ে আনা নৌ-চলাচলের ব্যবস্থা করতে জেলাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও জেলা পরিষদ কোন কার্যকর ভূমিকা পালন করেনি।

বক্তারা আরও বলেন, ইতিমধ্যেই খালের দুইপাড়ের বেশ কিছু অংশ দখল করে ফেলেছে প্রভাবশালীরা। এছাড়াও শহরের বিভিন্ন হোটেল রেস্তোরা, শহরের বিভিন্ন মার্কেটের ময়লা আবর্জনা ও বর্জ্য রাতের বেলা খালে ফেলার কারণে খালটি আস্তে আস্তে ড্রেইনে পরিণত হচ্ছে।

বক্তারা ঐতিহ্যবাহী খালটি রক্ষা করতে খালের পাড়ের অবৈধ দখলবাজদের উচ্ছেদ, খনন করে এর নাব্যতা ফিরিয়ে আনা ও খালের বিভিন্ন অংশে থাকা অবৈধ সাঁকো অপসারণ করে নৌ-চলাচলের ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানান।

উল্লেখ্য ঐতিহ্যবাহি ব্রাহ্মণবাড়িয়া টাউন খালটি তিতাস নদীর টানবাজার এলাকা থেকে শুরু হয়ে শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পৌর এলাকার গোকর্ণ ঘাট দিয়ে পুনরায় তিতাস নদীতে মিলিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার টাউন খালের নাব্যতা ফেরাতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বালিবাহী ট্রাক্টরের চাপায় মাহমুদা আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদা আক্তার নোয়াগাঁও গ্রামের নাছির মিয়ার মেয়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে গেছে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে বালুবাহী একটি ট্রাক্টর লালপুর-নোয়াগাঁও গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশু মাহমুদা বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান বলেন, দূর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আশুগঞ্জে ট্রাক্টর চাপায় শিশু নিহত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাকালীন সময়ে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আর্থিক সহযোগীতার চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই চেক বিতরণ করা হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, জেলা তথ্য অফিসার মোঃ আসাদুজ্জামান কাওসার। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

অনুষ্ঠানে প্রধান অতিথির মোকতাদির চৌধুরী এমপি বলেন, মানবিক দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে কাজ করে যাচ্ছেন। এই করোনাকালীন সময়ে কৃষক থেকে শুরু করে সকলেই ক্ষতিগ্রস্থ হয়েছেন। এর মধ্যে সাংবাদিকদের অসহায়ত্ব অন্য জায়গায়। কারণ সাংবাদিকের পক্ষে যে কোন কাজ করা সম্ভব হয় না। আবার নিজের কাজটা ছেড়ে দেয়াও সম্ভব হয় না। এখানে থাকাটা মানেই প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে থাকা।

তিনি বলেন, এই চেক কোনো ত্রাণ বা অনুদান নয়, এটা রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি মানুষের খোঁজ রাখা। এই অনুদান তারই অংশ।

পরে তিনি জেলায় কর্মরত ৪০ জন সাংবাদিকের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক তুলে দেন৷ অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চেক গ্রহণকারী সাংবাদিকগণ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহযোগীতার চেক বিতরণ


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে বৃক্ষরোপণ ও চারা বিতরণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ লোকমান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাহি, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ আশিক, সদস্য আলাউদ্দিন সাবেরি, নুসরাত জাহান তাসিন ও রাকিব সাদি প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ১শত ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। আগামী তিন মাস সারা দেশে এই কার্যক্রম চলবে। এ বছর সারা দেশে ১ লাখ গাছের চারা বিতরণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় লাল সবুজের গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ১৫ আগষ্টের কালো রাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে তাঁর স্বপ্নকে মুছে ফেলতে চেয়েছিলো খুনীরা। পাশাপাশি তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ও মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু এ দেশের মানুষের মুখে হাসি দেখতে চেয়েছিলেন।

বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতিমূলক সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী মোঃ আজহারুল ইসলাম, মোঃ রুহুল আমিন ভূঁইয়া বকুল, কসবা পৌরসভার মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী প্রমুখ।

কসবায় জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভায় আইনমন্ত্রী আনিসুল হক


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় শামীম মিয়া (১৯) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরউড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শামীম তার মোটর সাইকেল নিয়ে সুলতানপুরে বোনের বাড়িতে যায়। দুপুর ১টার দিকে ফেরার পথে রাধিকা এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে শামীম মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

ফেসবুকে আমরা..