সুমন আহম্মেদঃ
সরাইলে প্রতিপক্ষের হামলায় আহত আবুল কালাম -(২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উপজেলার নোয়াগাঁও গ্রামের করম আলীর ছেলে কালামের মৃত্যুর সংবাদে বাড়িঘর ছেড়ে পালিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত ৭ আগষ্ট ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রামের নাসির উদ্দিন ও রায়েছ মিয়ার গোষ্ঠীর লোকজনের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় থানায় মামলাও হয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৭ আগষ্ট গ্রামের দুইদল কিশোরের খেলায় অংশ গ্রহন করতে চায় আবুল কালাম। এতে কিশোরদের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। কালাম নাসির উদ্দিনের গোষ্ঠীর লোক। পরে লায়েছ গোষ্ঠীর কয়েকজন লোক হামলা চালিয়ে কালাম গুরুতর আহত করে। কালামকে দ্রুত জেলা সদর হাসাপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ওদিকে হামলার ঘটনার জের ধরে উভয় গোষ্ঠীর লোকজন দুই ঘন্টারও অধিক সময় ধরে সংঘর্ষ চালায়। পরিস্থিতি সামাল দেয় থানা পুলিশ। এতে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। হাসপাতালের ভর্তির পর সপ্তাহ দিন চিকিৎসা শেষে কালাম বাড়িতে আসে।

এরপর যখন সমস্যা হত তখনই তিনি ছুটে যেতেন চিকিৎসকের কাছে। এভাবে নিয়মিতই চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। আহত হওয়ার এক মাসেরও অধিক সময় পর গত শুক্রবার হঠাৎ কালাম অসুস্থ্য হয়ে পড়েন। তাকে নিয়ে স্বজনরা রওনা দেন জেলা সদর হাসপাতালে। পথিমধ্যে মারা যান আবুল কালাম। হামলায় আহত হওয়ায় হত্যার অভিযোগ ওঠে কালামের পরিবার থেকে। কালামের গোষ্ঠীর লোকজন কিছুটা উত্তেজিত হয়ে পড়ে। লাশটি থানায় নিয়ে যায় পুলিশ। আর নাসির উদ্দিনের গোষ্ঠীর লোকজন ঘরে তালা ঝুলিয়ে দ্রুত সটকে পড়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটো বলেন, ময়না তদন্তের জন্য কালামের লাশটি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। প্রতিবেদন পাওয়ার পর আগের দায়ের করা মামলাই হত্যা মামলায় রুপ নিতে পারে।
###

সরাইলে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা তাঁর এক বক্তব্যে সামাজিক সংগঠনের অনুষ্ঠান আয়োজনে মিলনায়তনের ভাড়া নিজ আয় থেকে দিবেন বলে ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার তিনি জানান, মিলনায়তন ভাড়া নেয়ার নিয়ম রয়েছে। এক্ষেত্রে তিনি সামাজিক সংগঠনের ভাড়া নিজ থেকে সরকারি কোষাগারে জমা দিবেন।

দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ‘হাসিমুখ’ নামে একটি সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে কেক কাটা, বৃক্ষ বিতরণ, দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও তাহমিনা আক্তার।
এ সময় জানানো হয়, আয়োজক সংগঠনটির সদস্যরা সবাই শিক্ষার্থীরা। নিজেদের পড়ার খরচ থেকে বাঁচানো টাকায় তাঁরা শিশুদের বিভিন্নভাবে সহযোগিতা করে। এক্ষেত্রে মিলনায়তনের ভাড়া দেয়া তাঁদের পক্ষে কষ্টসাধ্য হয়ে যায়।

সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু’র সভাপতিত্বে ও মো. মনির হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রসুল আহমেদ নিজামী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহবুদ্দিন বেগ শাপলু। অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন। পরে শতাধিক শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
###

আখাউড়ায় শুভ উদ্যোগ মিলনায়তনের ভাড়া দিবেন ইউএনও!

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কৃতি সন্তান, উপজেলার ভূবন গ্রামের বাসিন্দা, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রজোওয়ান আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে যান।

শুক্রবার সকালে ঢাকার উত্তরা ৭নং সেক্টর পার্কের জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে দ্বিতীয় নামাজে জানাযা এবং বাদ জুম্মা ভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে ভূবন পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরের নামাজে জানাজায় জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি জিয়াউল হক মৃধা, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজামান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন। নামাজে জানাজা শেষে মরহুমের কফিনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পাঞ্জলী অর্পণ করা হয়।ল্লেখ্য, প্রবীন রাজনীতিবিদ রেজোওয়ান আহমেদ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসন থেকে একাধিবার জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
###

শোক সংবাদ রেজোওয়ান আহমেদ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের শরীফ চৌধুরীর ছেলে রাজীব চৌধুরী-(৩৮) ও গাজীপুর জেলার সদর উপজেলার উত্তর হাইলপুর গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে দোলন সরকার-(৩৬)। নিহতরা বনবিভাগ, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

কুমিল্লা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নূরুল কবীর জানান, বৃহস্পতিবার সকালে রাজীব ও দোলন মোটর সাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে নিয়মিত টহলে বিশ্বরোডের দিকে যাওয়ার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার ঘাটুরা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দোলন মারা যায়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা রাজীবকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে। পরে ঢাকায় নেয়ার পথে বিশ্বরোড এলাকায় রাজিবও মারা যায়।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দোলনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ গিয়াস উদ্দিন বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের রুবেল মিয়া হত্যা মামলার পলাতক আসামী শহীদ মিয়া-(৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহীদ মিয়া হত্যা মামলার পর থেকেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
###

নাসিরনগরে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

সুমন আহম্মেদঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা “ভ্যাকসিন হিরো”-উপাধিতে ভূষিত হওয়ায় বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন কাচারী প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে পথসভায় মিলিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য পরিদর্শক সমিতির সভাপতি আব্দুল বাসিদের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক নিলুফা ইয়াসমিন, জেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি আরশাদুল ইসলাম, নাসিরনগর উপজেলার সভাপতি ফিরোজ আহম্মদ, সরাইল উপজেলার সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক জহির উদ্দিন শিহাব, কসবা উপজেলা সভাপতি জামাল উদ্দিন, আশুগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক মোঃ মামুন, মহিলা নেত্রী তানিয়া আক্তার, সদর উপজেলা সভাপতি রুবেল মিয়া, সাধারন সম্পাদক নাজির আহমেদ প্রমুখ।
###

প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো উপাধিতে ভূষিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ র‌্যালি-পথসভা

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত তিনটার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামের কাচারী মোড়ের একটি চায়ের দোকানে।

মৃতরা হলেন বায়জিদ মিয়া-(১৮) ও মোঃ আলমগীর হোসেন-(২০)। তারা দু’জন সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের বাড়ি শ্রীরামপুর গ্রামের পূর্ব পাড়ায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বায়জিদ ও আলমগীর শ্রীরামপুর গ্রামের পূর্বপাড়া কাচারীমোড়ের একটি চায়ের দোকানে কাজ করতো। মঙ্গলবার রাতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দেখে তারা এসে দোকানে ঘুমিয়ে পড়ে। রাত তিনটার সময় দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে যায় এবং আগুনে দগ্ধ হয়ে বায়জিদ ও আলমগীর ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায়ের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
###

গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন হয়ে নবীনগরে চাচা-ভাতিজার মৃত্যু

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পর্যটন সম্ভাবনার বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক (বাণিজ্যিক) মোঃ আব্দুস সামাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী।

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন, সাংবাদিক, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।
###

পর্যটন সম্ভাবনার বিষয়ে বিজয়নগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের মাতা সৈয়দা শাহেরুন নেসার নামাজে জানাযা ও দাফন গতকাল বুধবার জেলার নাসিরনগর উপজেলার নাসিরপুরে অনুষ্ঠিত হয়।

বুধবাদ বাদ জোহর নাসিরপুর সাহেব বাড়ি জামে মসজিদ মাঠে মরহুমার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযা শেষে নাসিরপুর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

নামাজে জানাযায় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এর আগে গত মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর বকশি বাজার নিজ বাসায় বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৬ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
###

জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের মাতার দাফন অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
আইনমন্ত্রী এড. আনিসুল হক বলেন, আবরারের ঘটনা অত্যন্ত দু:খজনক এবং মর্মান্তিক। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলামের এক মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, বিএনপির দায়িত্বজ্ঞানহীন নেতারা সব ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বক্তব্য দেন। বিএনপির কর্মকান্ড দেশবাসী জানেন। এখন ওরা যে বেসুরা গান গাইছেন, জনগণ তাতে কান দিবে না। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা এ দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বিএনপি আইনের শাসন নষ্ট করেছিল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
এর আগে সকাল সোয়া দশটায় আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় এসে পৌঁছেন আইনমন্ত্রী আনিসুল হক।

###

আবরার হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে: আখাউড়ায় আইনমন্ত্রী

ফেসবুকে আমরা..