সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিভিল সার্জনের নোটিশ পেয়ে উধাও হয়ে গেছেন ভুয়া চিকিৎসক কামাল উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে এম.বি.বি.এস চিকিৎসক পরিচয় দিয়ে সরাইলের মনোয়ারা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগীদেরকে চিকিৎসা সেবা দিতেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সিভিল সার্জন ডাঃ মোঃ শাহআলম গত ১ অক্টোবর (স্মারক নং-সিএসবি/শা-৩/২০১৯/১২০৫৪) চিকিৎসক কামাল উদ্দিনকে একটি নোটিশ প্রদান করেন।

নোটিশে বলা হয় “ উপযুক্ত বিষয়ের আলোকে আপনাকে জানানো যাইতেছে যে, আপনি মনোয়ারা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সরাইল ব্রাহ্মণবাড়িয়া রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। আপনার চিকৎসা সেবার স্ব-পক্ষে সকল সনদপত্রের মূলকপি প্রেফসনাল পরীক্ষা সমূহের মূল মার্কশীটসহ ফটোকপি অত্র কার্যালয়ে প্রয়োজন। এমতাবস্থায় আগামী ০৬/১০/২০১৯ইং তারিখে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে দুপুর ১১টার সময় আপনার বিএমডিসি রেজিষ্ট্রেশনসহ অন্যান্য সকল সনদপত্রের মূলকপি ও ফটোকপিসহ স্ব-শরীরে হাজির হওয়ার জন্য বলা হইল।

কিন্তু সিভিল সার্জনের নোটিশ পেয়ে গত ৬ অক্টোবর কাগজপত্র নিয়ে সিভিল সার্জনের কার্যালয়ে হাজির হননি ভূয়া চিকিৎসক কামাল উদ্দিন।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোঃ শাহআলম বলেন, চিকিৎসক কামাল উদ্দিনের সকল কাগজপত্রের সাথে মনোয়ারা হাসপাতালের পরিচালককে কামাল উদ্দিনকে নিয়োগ দেয়ার কাগজপত্র, হাসপাতালের লাইসেন্স নিয়ে আসার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু ভুয়া চিকিৎসক কামাল উদ্দিন উপস্থিত হননি এবং মনোয়ারা হাসপাতালের পরিচালক কামাল উদ্দিনের নিয়োগপত্র দেখাতে পারেনি এবং হাসপাতালের লাইসেন্স ও কাগজপত্র নবায়ন ছিলনা।

তিনি বলেন, হাসপাতালের পরিচালককে ভুয়া চিকিৎসক কামাল উদ্দিন যাতে মনোয়ারা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারসহ সরাইলের কোন ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, কোন ফার্মেসীতে বসলে তাকে (সিভিল সার্জন) অথবা আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য বলা হয়। যদি কোন প্রতিষ্ঠান কামাল উদ্দিনকে বসায় তাহলে সেই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে তিনি জানান।                                                              ###

সিভিল সার্জনের নোটিশ পেয়ে সরাইলে ভুয়া চিকিৎসক উধাও!

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে ওসমান মিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার বিকালে উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে । শিশু ওসমান মিয়া কুন্ডা গ্রামের বজলুর রহমানের ছেলে।

পরিবারের লোকজন জানান, সোমবার বিকেলে বাড়ির লোকদের অজান্তে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে যায় ওসমান । পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
###

নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনুমানিক ২০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবতীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ৮টায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় বিটঘর গ্রামের একটি জমির কাদামাটিতে মস্তকবিহীন একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাত ৮টার দিকে পুলিশ তার লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ওই যুবতীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই যুবতীর পরিচয় জানার চেষ্টা চলছে।
###

সরাইলে যুবতীর মস্তকবিহীন লাশ উদ্ধার

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোরদের ফুলবল খেলায় সৃষ্ট বিবাদের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের কয়েকটি ঘর ভাংচুর করা হয়। উপজেলার চুন্টা ইউনিয়নের বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ উভয় পক্ষের জনপ্রতিনিধি সহ উভয় পক্ষের ৩০ জন সালিসকারককে থানায় বসে বিষয়টি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। আজ (গতকাল) সন্ধ্যায় থানায় বসার কথা রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বড়াইল গ্রামের বাগবাড়ির কিশোর ছেলেরা দু’ভাগে বিভক্ত হয়ে গত শনিবার গ্রামের পূর্ব পাশের মাঠে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে উভয় পক্ষের ছেলেরা প্রথমে বাকবিতন্ডা ও হাতহাতিতে জড়িয়ে পড়ে। উপস্থিত স্থানীয়রা বিষয়টি তাৎক্ষনিক নিস্পত্তির চেষ্টা করেন। এ ঘটনার জের ধরেই গত সকালে ইউপি সদস্য জনাব আলী ও তার প্রতিবেশী আব্দুল জব্বারের লোকজন লাঠি সোঠা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ১০টা থেকে তারা বাড়ি ঘরের সরু রাস্তার উপর ধাওয়া পাল্টা ধাওয়া চালায়। এ সময় বেশ কয়েকটি বসতঘর ভাংচুরের ঘটনাও ঘটে।

সাড়ে ১১টার দিকে উভয় পক্ষই কিছুটা পিছু হটে। ততক্ষণে উভয় পক্ষের অন্তত ১৫ জন লোক আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় কয়েকটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে হাজির হয় সরাইল থানা পুলিশ। পুলিশ দু’পক্ষের ৩০ জনের নাম তালিকাভুক্ত করেছেন। তাদের প্রত্যেককে সন্ধ্যায় থানায় বসে সৃষ্ট সংঘর্ষের বিষয়টি তাড়াতাড়ি নিস্পত্তি করার নির্দেশ দেয়।
সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নূরুল হক বলেন, বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।
###

ফুটবল খেলায় বিবাদের জের সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-১৫

 

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামীলীগের একাংশের সংবাদ সম্মেলনে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বাঁধা দিয়েছে পুলিশ। বাঁধার কারনে তরিঘরি করে সংবাদ সম্মেলন শেষ করতে বাধ্য হন আয়োজকরা।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও প্রয়াত সাবেক সাংসদ অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুর মৌলভীপাড়ার বাসভবনে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কর্তব্যরত সাংবাদিকদের সাথেও অশোভন আচরন করেন।

সম্প্রতি জেলার বিজয়নগর উপজেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ ও ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৫ নেতাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের প্রস্তাবের প্রতিবাদে রোববার দুপুর ১২টায় জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি লুৎফুল হাই সাচ্চুর বাসভবন প্রাঙ্গনে ওই ৫ নেতার পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে দল থেকে বহিষ্কারের প্রস্তাবকৃত নেতা আমানুল হক সেন্টু লিখিত বক্তব্য পাঠ করার সময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ. বি.এম মশিউজ্জামানের নেতৃত্বে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংবাদ সম্মেলনে বাঁধা প্রদান করেন। এ সময় পুলিশের সাথে সংবাদ সম্মেলন আহবানকারীদের তুমুল বাকবিতন্ডা হয়। পুলিশের বাঁধার মুখে তরিঘরি করে সংবাদ সম্মেলন শেষ করতে বাধ্য হয় আয়োজকরা। সংবাদ সম্মেলন চলাকালে সদর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) শিমুল পারভেজ সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সচিব মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনারা আলম, জেলা কৃষক লীগের সভাপতি কাউসার আহমেদ প্রমুখ।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বিগত জেলা পরিষদ নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর বিরোধীতা করায় জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মিনারা আলম ও জেলা শ্রমিকলীগের সভাপতি কাউছার আলমকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের দাবি জানায় দলের তৃণমূলের নেতা-কর্মীরা।

সদ্য অনুষ্ঠিত জেলার বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন, সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের সম্মেলনে নেতারা এই ৫ নেতার বহিষ্কার দাবি করে কাউন্সিলের সর্বসম্মতভাবে প্রস্তাব গ্রহণ করে ও কাউন্সিলদের সুপারিশ জেলা আওয়ামীলীগের কাছে প্রেরণ করে।

এর আগেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় ওই ৫ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কারের জন্য সর্বসম্মতভাবে প্রস্তাব করা হয়। এই ৫ নেতার মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একই সময়ে এবং একই স্থানে ছাত্রলীগ ও আওয়ামীলীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের কর্মসূচী ঘোষনা করায় আইন-শৃংখলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়। তিনি বলেন, সাংবাদিকদের সাথে পুলিশের ভুল বুঝাবুঝি হয়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান বলেন, একই সময়ে ও একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচী ঘোষনা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে সেখানে আমরা গিয়েছিলাম।
###

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগের একাংশের সংবাদ সম্মেলনে পুলিশের বাঁধা!

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনুমানিক ২০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবতীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ৮টায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় বিটঘর গ্রামের একটি জমির কাদামাটিতে মস্তকবিহীন একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাত ৮টার দিকে পুলিশ তার লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ওই যুবতীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই যুবতীর পরিচয় জানার চেষ্টা চলছে।
###

সরাইলে যুবতীর মস্তকবিহীন লাশ উদ্ধার

সুুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কবি ও কবিতা বিষয়ক সংগঠন “কবির-কলম” এর সাহিত্য চক্র ও অনলাইন প্রতিযোগীতায় নির্বাচিত মাসিক সেরা কবিদের সম্মাননা গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্তরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আল আমীন শাহীন।

“কবির কলমের” সভাপতি কবি সুমন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি হুমায়ন কবির সোহেল এর পরিচালনায় উক্ত সাহিত্য চক্রে আলোচনায় অংশ গ্রহণ করেন সাবেক ছাত্রলীগ নেতা অপু সারওয়ার খান, বিশিষ্ট সঙ্গিত শিল্পী হৃদয় কামাল, “কবির কলমরে” সিনিয়র সহ-সভাপতি কবি মনিরুল ইসলাম শ্রাবণ, সদস্য কবি এম এম ইকরাম, কবি তাহমিদ অনি নিলয়, কবি ইফতেখারুল হক সোহান, কবি রতন মিয়া, কবি ফাহিম মুনতাসির প্রমুখ।

সভায় প্রধান আলোচক এর বক্তব্যে কবি আল আমীন শাহীন ব্রাহ্মণবাড়িয়ার অমর কথা সাহিত্যিক অদ্বৈত মল্ল বর্মণ এর জীবন ও কর্ম এবং তাঁর অমর সাহিত্য “তিতাস একটি নদীর নাম ” উপন্যাসের বিভিন্ন চরিত্র ও ঘটনা সম্পর্কে আলোকপাত করেন। তিনি তাঁর বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস-ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রতির মেলবন্ধনের ধারাবাহিকতায় রক্ষায় কবির কলমের তরুণ কবিগণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

পরে অতিথিবৃন্দ “কবির কলমের” অনলাইন কবিতা প্রতিযোগিতায় যৌথভাবে নিবার্চিত মাসিক সেরা দুই কবি কবি এম এম ইকরাম ও কবি তাহমিদ অনি নিলয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
###

কবির কলমের সাহিত্য চক্র ও সেরা কবিদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ সকাল সোয়া সাতটার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সকাল নয়টার এ রিপোর্ট লেখার সময় ট্রেনটির উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। উদ্ধার কাজ শেষ করতে আরো ঘন্টা দু’য়েক সময় লাগতে পারে বলে ধারণা পাওয়া গেছে। রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিরা দুর্ঘটনা কবলিত স্থানে অবস্থান করছেন।

আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. সেতাফুর রহমান জানান, আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার মুহুর্তে সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙ্গে গিয়ে ট্রেনটির চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয় নি।

আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় ঘটবে না। কেননা, ওই পথে বেলা একটার আগে আর কোনো ট্রেন নেই। উদ্ধার কাজ শেষ করতে ঘন্টাখানেকেরও বেশি সময় লাগবে বলে তিনি জানান।
###

আখাউড়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত সিলেট-চট্টগ্রাম যোগাযোগ বন্ধ

ফিরোজুর রহমান ওলিওকে কেন্দ্রীয় আওয়ামীলীগের শোকজ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা এবং সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য, ফিরোজুর রহমান ওলিওকে দলীয় নির্দেশ অমান্য করে ৫ম উপজেলা নির্বাচনে “ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ এবং দল বিরোধী নানাবিধ তৎপরতাসহ দলীয় আদর্শ ও শৃংখলা ভঙ্গের অভিযোগে” বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্রের ৪৭(ক) ধারার বিধানমতে তাঁর বিরুদ্ধে “ কেন গঠনতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা” মর্মে ২১ দিনের মধ্যে কেন্দ্রীয় অফিসে লিখিত জবাব দাখিল করতে দলের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত নির্দেশ জারি করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)

###

দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করায়

সুমন আহম্মেদঃ
হত্যা মামলায় কারান্তরীণ সাংবাদিক জহির রায়হানকে দেখতে জেলা কারাগারে গেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি কারাগারে যান। জহির রায়হান বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক।

কারাগারের বিধি অনুযায়ী এমপি বুলবুল সাংবাদিক জহির রায়হানের সঙ্গে সাক্ষাত করে তার খোঁজ-খবর নেন। পরে জহির রায়হান হত্যা মামলায় তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে এমপিকে অবহিত করেন। হত্যা মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে দেন এমপি বুলবুল।

এ সময় এমপি বুলবুলের সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়ার বাদল ও এমপি বুলবুলের ব্যক্তিগত সহকারী মোক্তার হোসেন শিকদার প্রমুখ।

উল্লেখ্য, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে গোষ্ঠিগত দাঙ্গার জেরে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সংগঠিত জোড়া খুনের মামলায় গত ৬ সেপ্টেম্বর জেলা শহরের কাউতলি এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তাকে গ্রেফতার করে। তিনি এই মামলার ৯৩ নম্বর আসামি।
###

সাংবাদিককে দেখতে কারাগারে গেলেন এমপি

ফেসবুকে আমরা..