সুমন আহম্মেদঃ
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় সাচ্চু মিয়া-(৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। গত বুধবার গভীর রাতে উপজেলার সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাচ্চু মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের আব্দুল বারিক মিয়ার ছেলে। তিনি সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বেকারীতে কাজ করতেন।

হাইওয়ে পুলিশ জানায়, বুধবার গভীর রাতে বাই সাইকেলযোগে সাচ্চু মিয়া আশুগঞ্জ থেকে সোহাগপুরে যাওয়ার পথে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের বড় ভাই বাছির মিয়া জানান, বাইসাইকেল যোগে সোহাগপুর কর্মস্থলে যাওয়ার পথে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান তার ভাইকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ ব্যাপারে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছি। ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে।
###

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কংগ্রেসকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে বিজয়নগর উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিকেলে উপজেলার মির্জাপুরে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ও ভূপেষ চৌধরী গণগ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ।

বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাধারন সম্পদক আবু সাঈদ খান, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, সদর উপজেলার সভাপতি অ্যাডভোকেট মোঃ নাসির মিয়া।

সম্মেলনে বক্তারা সামাজিক নায্যতা, সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গনতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান। বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে দেশে উন্নয়ন হয়েছে তাতে কোন সন্দেহ নেই। তবে দেশের সম্পদ মুষ্ঠিমেয় লোকের কাছে কেন্দ্রীভূত হয়েছে। যার ফলে উন্নয়নের পাশাপাশি ব্যাপক বৈষম্যের সৃষ্টি হচ্ছে। গ্রাম এবং শহরের মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে। বক্তারা বলেন,

স্বাধীন মত প্রকাশের জন্য পিটুনী দিয়ে হত্যা গনতন্ত্রের জন্য ভয়ংকর। বক্তারা বলেন, সমাজ পরিবর্তনের লড়াইয়ে ওয়ার্কার্স পার্টির কোন বিকল্প নেই। মুক্তিযুদ্ধের চেতনার বিকল্প শক্তি হিসেবে ওয়ার্কার্স পার্টিকে গড়ে তুলতে হবে।
###

বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
স্কুল কলেজ চলাকালিন সময়ে শিহ্মার্থীদের বিভিন্ন স্থানে অবাদে চলাফেরা ও আড্ডা দেওয়া বন্ধে অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।

গত বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দিঘীর ময়দানে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেলথানাপুলিশের ভারপ্রাপ্ত র্কমর্কতা(ওসি) সেলিম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।এসময় কাউকে আটক না করা হলে ও বিভিন্ন বয়সী তরুণ-তরুণীকে সর্তক করা হয়েছে।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মোঃ সেলিম উদ্দিন জানান, স্কুল কলেজ ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন স্থানে গিয়ে আড্ডা দিয়ে তরুণ সমাজ যাতে বিপথে না যায় এজন্য এই নজরদারির ব্যবস্থা করা হয়েছে। শিহ্মার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের এ অভিযান। আমরা বেশ কয়েকজনকে প্রাথমিকভাবে সর্তক করেছি। পরর্বতীতে তাদের দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে পিতা-মাতাকে সন্তানদের প্রতি আরো বেশি নজর দিতে আহ্বান জানান তিনি।
এসময় তিনি আরো বলেন শহরের বিভিন্ন রেস্তুরা, হোটেল, বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হবে।
এর আগে রোববার সকালে শহরের ফারুকী র্পাকে এ অভিযান পরিচালনা করা হয়। এসময়ও বিভিন্ন বয়সী ছেলে-মেয়েকে সর্তক করা হয়েছে।

এ বিষয়ে জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযুশ কান্তি আর্চায জানান, স্কুল ফাঁকি দিয়ে আড্ডাবাজি মেনে নেওয়া যায় না। পুলিশের এ উদ্দ্যোগে আমি সাধুবাদ জানাই।
তবে অবসর সময়ে ছেলে মেয়েদের স্বাধীন ভাবে চলাফেরা যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে নজর রাখতে হবে।

তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ব্যাপক প্রশংসায় ভাসছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতার সেলিম উদ্দিন।

এমন পদক্ষেপ আরো প্রয়োজন বলে মনে করেন অভিভাবকগন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা বন্ধে পুলিশের অভিযান

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা বিক্রি নিয়ে চাঁদা না দেওয়ায় হামলার শিকার হয়েছে দুইভাই।
আজ সকাল এগারোটায় সুলতানপুর যুব উন্নয়ন প্রশিহ্মন গেইটের সামনে প্রায় ৩৭ শতাংশ জায়গা মাপ দিয়ে বর্তমান জায়গার মালিকের কাছে বুঝিয়ে দিতে গেলে সন্ত্রাসীরা চাঁদার জন্য হামলা করেন।আহতরা হলেন- আলম -৩৩, মান্নান-৪২। আহত দুইজন সুলতানপুর উত্তরপাড়া, হাজারীবাড়ির মৃত আব্দুল সোবহানের ছেলে।

খোজ নিয়ে জানা যায়- গত দুইমাস আগে সুলতানপুর ৩নং ওর্য়াডের মেম্বার রিপন এর কাছে আবদুল মান্নান প্রায় ৩৭ শতাংশ জায়গা বক্িির করেন ৯০ লক্ষ টাকার বিনিময়ে।
আজ জায়গা মাফ দেওয়ার সময় আজ প্রায়- (১০-১৫) জন ঘটনাস্থলে গিয়ে চাঁদা চাই। তারপর আব্দুল মান্নান এর ছোট ভাই আলম চাঁদা দিতে রাজী না হওয়ায় আমির হাজারী(৫৫) আলমকে রানদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন। এসময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে আব্দুল মান্নান হামলার শিকার হয়।
আহত আবস্থায় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাদেরকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।

আব্দুল মান্নান বলেন- প্রায় সময় জায়গা বিক্রি বাবদ চাঁদা চেয়ে যাচ্ছিল আমির হাজারী(৫৫), লং হাজারী(৬০), রফিক হাজারী(৩৮), জমসেদ হাজারী(৬০), জহর হাজারী(৫৮), সামেনা বেগম(৪০)সহ প্রায় ১০-১৫ জন। তিনি আরোও বলেন- আমি তাদের বরিুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি। আমরা পুিলশ ও সাংবাদিকদের সহযোগিতা চাই।
###

চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত একই পরিবারের দুই ভাই-

সুমন আহম্মেদঃ
সন্তান জন্মের পর পৃথিবীর সব চেয়ে নিরাপদ আশ্রয়স্থল মা বাবার কোল। কিন্তু কিছু ক্ষেএে সেই মা বাবার কোল নিরাপদ নয় এমনটাই প্রমান করলো অজ্ঞাত এক মহিলা । সন্তান জন্ম দেয়ার পর ভোর হতেই হাসপাতালে নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেছেন মা।

মা পালানোর পর অসুস্থ নবজাতককে চিকিৎসা দিয়ে যাচ্ছে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল কতৃপক্ষ । নবজাতকের সব কিছু বিবেচনা করে মঙ্গলবার নবজাতক শিশুটেিক ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ, সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও হাসপাতালের যৌথ সহযোগিতায় নবজাতকটিকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৩ই অক্টোবর রাত ১১.০০ টায় কে বা কারা র্গভবতী এক অজ্ঞাত মহিলাকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে রেখে চলে যায় তারপর হাসপাতালের চর্তুথ শ্রেণীর র্কমচারী মোতাহের হোসেন সেন্টু গাইনী বিভাগে ভর্তি করিয়ে চিকিৎসা দেয় । হাসপাতালের ভর্তিরত অজ্ঞাত মহিলা গাইনী বিভাগে ১৪ই অক্টোবর ভোররাত ৩.০০ ঘঃ একটি ফুটফুটে ছেলে বাচ্চার জন্ম দেয় । ওইদিন ভোরেই শিশুটিকে রেখে উধাও হয়ে যান মা।

সদর মডেল থানার এস আই নারায়ণ বলেন, নবজাতক শিশুটিকে রেখে মা উধাও হয়ে যাওয়ার পর আমরা পুিলশ সদস্যরা সবাই মিলে শিশুটির দেখাশুনা করি। হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন এর সার্বিক সহযোগিতায় অসুস্থ শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ মঙ্গলবার শিশুটি শিশু কনসালটেন্ট ডাঃ মোন ইকবাল হোসেন দেখে চিকিৎসা দিচ্ছেন এবং শিশুটি এখন অনেকটা সুস্থ আছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন বলেন- নবজাতকের কথা শোনে আমি আজ সকালেই তার খোজখবর নেয় তারপর সদর মডেল থানা পুলিশকে ও সমাজ সেবা অফিসার মাহমুদকে জানায়। তারপর নবজাতকের খাবার, পোষাক, ব্যবস্থা করি এবং এখন শিশুটি আমাদের হেফাজতে আছে। তিনি আরোও বলেন যদি কেউ শিশুটি নিতে ইচ্ছে পোষণ করে তাহলে সদর উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে হবে৷
###

নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেল মা-

সুমন আহম্মেদঃ
ব্যাপক উৎসাহ-উদীপনার মধ্যে দিয়ে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌর সভার ১২টি কেন্দ্রে ইভিএম’র মাধ্যমে চলে ভোট গ্রহণ। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ব›িদ্ধতা করেন ১১জন, ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৩ জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর পদে ১৪ জন।

নির্বাচনে ৬৭২৫ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিব শংকর দাস (নৌকা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান মেয়র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মাঈনুদ্দিন মাঈনু ( মোবাইল ফোন) পেয়েছেন ৪২২০ ভোট, অপর প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ বশির আহমেদ সরকার পলাশ (কম্পিউটার) পেয়েছেন ৩৭৫১ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী হাজী মোঃ শাহাব উদ্দিন (ধানের শীষ) পেয়েছেন ২১৬৮ ভোট।

রাত ৮টায় ভোট গননা শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান মেয়র পদে অ্যাডভোকেট শিব শংকর দাসকে বে-সরকারিভাবে নির্বাচিত ঘোষনা করেন।

এদিকে ভোট গ্রহণ চলাকালে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান, নবীনগর উপজেলা নির্বাহী (ইউএনও) মোহাম্মদ মাসুমসহ সংশ্লিষ্টরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এ পৌরসভার এটা দ্বিতীয় নির্বাচন।
###

নবীনগর পৌর সভার নির্বাচন আওয়ামীলীগ মনোনীত অ্যাডভোকেট শিব শংকর দাস মেয়র নির্বাচিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে আখাউড়া রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকা থেকে ওই ব্যক্তির মাথা, বাম হাত ও ডান পায়ের গোড়ালির অংশ পুলিশ উদ্ধার করা হয়। তবে শরীরের বাকি অংশ পাওয়া যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার পুলিশ জানায়, সকালে রেলওয়ে জংশনের দক্ষিণ আউটার সিগন্যাল (বাগানবাড়ি এলাকায়) এর কাছে এক ব্যক্তির খন্ডিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানলে পুলিশ ঘটনাস্থলে গেয়ে খন্ডিত লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের বিচ্ছিন্ন অংশ (মাথা, বাম হাত ও পায়ের গোড়ালি) উদ্ধার করে। তিনি বলেন, লাশের অবশিষ্ট অংশ খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি বলেন, নিহত লোকটি কোন শ্রমিক। রেললাইনে বসে থাকাবস্থায় সকালের কোন ট্রেনের নিচে সে কাটা পড়েছে।
###

আখাউড়ায় খন্ডিত লাশ উদ্ধার

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের কনিষ্ঠ ভ্রাতা আসাদ সরকার (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। গত রোববার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যায় তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়ার পথে রাত ৮টায় নরসিংদী এলাকায় তিনি শেষ নিঃ শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই কন্যা, দুইপুত্র পরিবার-পরিজনসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।

সোমবার বাদ জোহর সদর উপজেলার আদমপুর নিজ গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নামাজে জানাযায় জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল,

পৌর আওয়ামীলীগের সভাপতি মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম ভূইয়া, মোঃ বাবুল মিয়া, সাদেকুর রহমান শরীফ, জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক হাজী মোঃ মহসিন, সদর বিআরডিবির সাবেক চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, পৌর সভার প্যানেল মেয়র ফেরদৌস মিয়া, মুক্তিযোদ্ধা মুরাদ খানসহ জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধাসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। এদিকে আসাদ সরকারের মৃত্যুতে তাঁর নামাজে জানাযা ও দাফন কার্যে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।
###

আল-মামুন সরকারের কনিষ্ঠ ভ্রাতা আসাদ সরকারের ইন্তেকাল

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সম্পর্কে খোঁজ নিলেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স (রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নিযুক্ত মিশনের অস্থায়ী প্রধান) কিজেং ওয়াং চং। গতকাল শনিবার সকালে বন্দর পরিদর্শনে এসে তিনি খোঁজ নেন। একই সঙ্গে এই বন্দরের সঙ্গে নৌ পথের যোগাযোগ বিষয়েও তিনি সংশ্লিষ্টদের কাছে জানতে চান।

কিজেং ওয়াং চং সকালে আখাউড়া এসে বন্দরের বিভিন্ন কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি জানতে চান এ বন্দর দিয়ে কি কি পণ্য আমদানি-রপ্তানি হয়। বন্দরের সুযোগ সুবিধা কি রকম। স্থলবন্দরের কাছের নৌ-বন্দর সম্পর্কেও তিনি খোঁজ নেন। এ সময় তিনি বাংলাদেশ-ভুটানের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো বৃদ্ধি করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. আব্দুল করিম, ওসি রসুল আহমেদ নিজামীসহ অন্যান্যরা ওই কর্মকর্তাকে স্বাগত জানান। স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়িরা ভুটানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
###

আখাউড়া স্থলবন্দরের বাণিজ্য সম্পর্কে খোঁজ নিলেন ভুটানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ বোতল স্কাফ এবং মাদক বিক্রির ১৬ হাজার ৭৩০ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গত শুক্রবার শুক্রবার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজার এবং উপজেলার ফতেপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার কাশীনগরের মোঃ জুয়েল মিয়া-(২২), নলগরিয়া গ্রামের মোঃ আনোয়ার হোসেন-(১৯) এবং পেটুয়াজুরী গ্রামের সুভেল মিয়া- (৩২)।

র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশী করে ৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ বোতল স্কাফ এবং মাদক বিক্রির ১৬ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
###

বিজয়নগরে তিন মাদক ব্যবসায়ী আটক

ফেসবুকে আমরা..