সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের কনিষ্ঠ ভ্রাতা আসাদ সরকার (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। গত রোববার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যায় তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়ার পথে রাত ৮টায় নরসিংদী এলাকায় তিনি শেষ নিঃ শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই কন্যা, দুইপুত্র পরিবার-পরিজনসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।
সোমবার বাদ জোহর সদর উপজেলার আদমপুর নিজ গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নামাজে জানাযায় জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল,
পৌর আওয়ামীলীগের সভাপতি মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম ভূইয়া, মোঃ বাবুল মিয়া, সাদেকুর রহমান শরীফ, জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক হাজী মোঃ মহসিন, সদর বিআরডিবির সাবেক চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, পৌর সভার প্যানেল মেয়র ফেরদৌস মিয়া, মুক্তিযোদ্ধা মুরাদ খানসহ জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধাসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। এদিকে আসাদ সরকারের মৃত্যুতে তাঁর নামাজে জানাযা ও দাফন কার্যে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।
###