জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের মাতার দাফন অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের মাতা সৈয়দা শাহেরুন নেসার নামাজে জানাযা ও দাফন গতকাল বুধবার জেলার নাসিরনগর উপজেলার নাসিরপুরে অনুষ্ঠিত হয়।

বুধবাদ বাদ জোহর নাসিরপুর সাহেব বাড়ি জামে মসজিদ মাঠে মরহুমার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযা শেষে নাসিরপুর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

নামাজে জানাযায় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এর আগে গত মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর বকশি বাজার নিজ বাসায় বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৬ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..