সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সম্পর্কে খোঁজ নিলেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স (রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নিযুক্ত মিশনের অস্থায়ী প্রধান) কিজেং ওয়াং চং। গতকাল শনিবার সকালে বন্দর পরিদর্শনে এসে তিনি খোঁজ নেন। একই সঙ্গে এই বন্দরের সঙ্গে নৌ পথের যোগাযোগ বিষয়েও তিনি সংশ্লিষ্টদের কাছে জানতে চান।
কিজেং ওয়াং চং সকালে আখাউড়া এসে বন্দরের বিভিন্ন কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি জানতে চান এ বন্দর দিয়ে কি কি পণ্য আমদানি-রপ্তানি হয়। বন্দরের সুযোগ সুবিধা কি রকম। স্থলবন্দরের কাছের নৌ-বন্দর সম্পর্কেও তিনি খোঁজ নেন। এ সময় তিনি বাংলাদেশ-ভুটানের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো বৃদ্ধি করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. আব্দুল করিম, ওসি রসুল আহমেদ নিজামীসহ অন্যান্যরা ওই কর্মকর্তাকে স্বাগত জানান। স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়িরা ভুটানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
###
Leave a Reply