সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে আখাউড়া রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকা থেকে ওই ব্যক্তির মাথা, বাম হাত ও ডান পায়ের গোড়ালির অংশ পুলিশ উদ্ধার করা হয়। তবে শরীরের বাকি অংশ পাওয়া যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার পুলিশ জানায়, সকালে রেলওয়ে জংশনের দক্ষিণ আউটার সিগন্যাল (বাগানবাড়ি এলাকায়) এর কাছে এক ব্যক্তির খন্ডিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানলে পুলিশ ঘটনাস্থলে গেয়ে খন্ডিত লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের বিচ্ছিন্ন অংশ (মাথা, বাম হাত ও পায়ের গোড়ালি) উদ্ধার করে। তিনি বলেন, লাশের অবশিষ্ট অংশ খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি বলেন, নিহত লোকটি কোন শ্রমিক। রেললাইনে বসে থাকাবস্থায় সকালের কোন ট্রেনের নিচে সে কাটা পড়েছে।
###
Leave a Reply