সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশ হেফাজতে মো. বাবুল মিয়া (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে গ্রেপ্তারের ঘন্টাখানেক পরই তিনি মারা যান। বাবুল মিয়া উপজেলার কুইয়ারপুর গ্রামের চন্দ্রপাড়ার লাল খানের ছেলে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির আহমেদ জানান, রবিবার বেলা পৌণে দুইটার দিকে বাবুল মিয়াকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। থানার কাছাকাছি নিয়ে আসার পর তিনি অসুস্থবোধ করলে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাবুল মিয়া জেলার বিজয়নগর থানায় দায়ের হওয়া ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী।

তিনি আরো জানান, নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী আজগর সন্ধ্যায় পরিবারের সদস্যদের সামনে ওই ব্যক্তির লাশের সুরতেহাল রিপোর্ট তৈরি করেন। ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
###

নাসিরনগরে পুলিশ হেফাজতে ডাকাতি মামলার আসামীর মৃত্যু

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে বুলডোজার দিয়ে বাড়ির সীমানা প্রাচীর গুড়িয়ে দেয়ার ঘটনায় আল্লাহর উপর বিচার ছেড়ে দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হারুণ-আল-রশিদ।

সোমবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কাউকে দোষারোপ করছি না। আমি আল্লাহ ও আইনের উপর বিচার ছেড়ে দিলাম।’

সংবাদ সম্মেলনে তিনি জানান, ক্ষতিগ্রস্ত ক্লিনিকের জায়গাটি ১৯৫৬ সালের ৩১ মার্চ তাঁর মা ক্রয়সূত্রে মালিক হন। ওই বাড়ির ভেতর দিয়ে হাসপাতালের ময়লা যাওয়ার ড্রেনটি পাকা করে দেয়ার শর্তে ১৯৬৯ সালের ৮ অক্টোবর চিরস্থায়ী বন্দোবস্ত দেয় পৌরসভা। ১৯৮৮ সালে মায়ের কাছ থেকে দান সূত্রে তিনি মালিক হন। এখানে জেলা পরিষদের কোনো জায়গা নেই।

সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান মোল্লা কচি, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য শেষে হারুণ অর রশিদ সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে তারা শহরের চিহ্নিত ও প্রভাবশালী ভুমিদস্যু। ভাঙচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে আমি এর ক্ষতিপূরণ দাবি করছি।’ ঘটনার পর বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করায় তিনি সাংবাদিকদের প্রশংসা করেন।

উল্লেখ্য গত ১৩ আগস্ট গভীর রাতে বুলডোজার দিয়ে সদর হাসপাতালের সামনে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হারুণ আল রশিদের মালিকানাধীন ভবনের ভাড়াটিয়া প্রতিষ্ঠান মডার্ণ এক্সরে ও প্যাথলজি ক্লিনিকের সীমানা প্রাচীর গুড়িয়ে দেয়া হয়। লুটপাট চালানো হয় ওই ক্লিনিকে। এ ঘটনায় মামলা হলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।

এর আগে সীমানা প্রাচীর ভেঙ্গে জনসাধারণের চলাচলের জন্য খুলে দিতে ব্রাহ্মণবাড়িয়ার শিশু চিকিৎসক মো. জাকারিয়া গত ৩ জুলাই পৌরসভার কাছে আবেদন করার পরই এ ঘটনা ঘটে। হারুণ-আল-রশিদের জায়গার পিছনেই ডাঃ জাকারিয়ার তত্ববধানে ডাঃ জাকারিয়া মা ও শিশু জেনারেল হাসপাতাল নির্মান হওয়ার কথা রয়েছে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় সীমানা প্রাচীরে বুলডোজার আল্লাহর উপর বিচার ছেড়ে দিলেন সাবেক প্রতিমন্ত্রী

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের নব-গঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সম্প্রতি সাবেক হয়ে যাওয়া আহবায়ক কমিটির নেতারা। নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে রোববার দুপুরে আশুগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাবেক কমিটির আহবায়ক মোঃ জিয়াউদ্দিন খন্দকার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ জিয়াউদ্দিন খন্দকার বলেন, ২০১৪ সালের ১৯ অক্টোবর তাদের কমিটি অনুমোদন হয়। কমিটির প্রতি নির্দেশনা ছিলো উপজেলার ইউনিয়ন কমিটিগুলোর সম্মেলন করা। তিনি বলেন, আমরা ইউনিয়নের কমিটিগুলো করে উপজেলা সম্মেলন করার জন্য কাউন্সিলরদের তালিকা কেন্দ্রীয় যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমানের কাছে জমা দেই। কেন্দ্র থেকে আমাদেরকে জেলা যুবলীগের সাথে সমন্বয় করে সম্মেলনের তারিখ নির্ধারণের নির্দেশনা দেয়া হয়। পরে জেলার সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে গিয়ে কেন্দ্রীয় নির্দেশনার কথা অবহিত করলে তারা সম্মেলনের তারিখ দিতে গড়িমসি করেন।

মোঃ জিয়াউদ্দিন খন্দকার আরো বলেন, জেলা যুবলীগ ১৬ বছরেও সম্মেলন করতে পারেনি। তাই আমরা চার বছরে কেন সম্মেলন করতে পারলাম না, এমন অভিযোগে আমাদের কমিটি বিলুপ্ত করা জেলা যুবলীগের স্বেচ্ছাচারী আচরণ। তিনি বলেন, কোন প্রকার কারণ না দর্শিয়ে আমাদের কমিটি বহাল থাকা অবস্থায় নতুন কমিটি দেয়া সম্পূর্ণভাবে যুবলীগের গঠনতন্ত্র পরিপন্থী।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, উপজেলার নতুন আহবায়ক কমিটি বিএনপি ও জাতীয় পার্টি পরিবারের অনুপ্রবেশকারীদের নিয়ে গঠন করা হয়েছে। তিনি আগামী ৩১ আগস্টের মধ্যে এই কমিটি বাতিলের দাবি জানান। কমিটি বাতিল না করা হলে লাগাতার আন্দোলন কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শাহীন আলম বকসী, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি কামাল মুন্সি, সাধারণ সম্পাদক আবু মুছা ও যুবলীগ নেতা হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস বলেন, জেলা যুবলীগ হচ্ছে একটা নির্বাচিত কমিটি। আর আশুগঞ্জ উপজেলা কমিটি ছিলো আহবায়ক কমিটি। আহবায়ক কমিটির মেয়াদ থাকে মাত্র তিন মাস।
তিনি বলেন, আমরা কেন্দ্রের নির্দেশে আশুগঞ্জে যুবলীগের নতুন যে আহবায়ক কমিটি দিয়েছি সেটাই বৈধ কমিটি।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ অক্টোবর তিন মাসের জন্য গঠিত ৩৩ সদস্যের আহবায়ক কমিটি প্রায় পাঁচ বছরেও সম্মেলন করতে না পারার কারণে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে গত ২৪ জুলাই মোঃ সাইফুর রহমান মনিকে আহবায়ক ও আতাউর রহমান কবিরকে যুগ্ম আহবায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।
###

আশুগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সুমন আহম্মেদঃ
গুরুতর অসুস্থ বাংলানিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মেহেদী নূর পরশ’র সুস্থ্যতার জন্য বিশেষ মোনাজাত অনুিষ্ঠত হয়েছে।

রোববার (২৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি’র উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভির সম্পাদক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মধ্যপাড়া শান্তিবাগ ‘মসজিদে আমীর’র খতিব মাওলানা এরশাদ।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লার সভাপতিতে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভির প্রকাশক রোকন আমিন খান মিশু, দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়, আবরণি আবৃত্তি র্চচা কেন্দ্রের প্রশিক্ষক শারমিন সুলতানা, দৈনিক আমার সময়’র প্রতিনিধি সুমন আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভির হেলাল আহমেদ, জুবায়ের আহমেদ ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিল্পব হোসেন প্রমুখ।

উল্লেখ্য, জ্বর ও ফুসফুসে সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে র্বতমানে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের নিবিড় পরির্চযা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক মেহেদী নূর পরশ। এর আগে ১৬ আগস্ট তিনি জ্বরে আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২০ আগস্ট তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে র্ভতি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকায় এনে প্রথমে একটি ক্লিনিকে এবং পরে কাকরাইলস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে র্ভতি করা হয়। সেখানে পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসকরা জানান, তার ডেঙ্গু জ¡েরর আলামত পরিলক্ষিত হয়েছে, তাছাড়া তার ফুসফুসে পানি জমেছে, কিডনী ও প্রস্রাবে ইনফেকশানসহ তার শ্বাসকষ্টও রয়েছে।

এর আগে গত শুক্রবার (২৩ আগস্ট) পরশের আরোগ্য কামনা করে শুক্রবার বাদ জুমা জেলা জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও শহরের বেশ কয়েকটি মসজিদে দোয়ার আয়োজন করেছেন তার সহর্কমীরা।
###

বাংলানিউজের মেহেদীর শারীরিক সুস্থ্যতার জন্য বিশেষ মোনাজাত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি চাল বিক্রি করে টাকা ফেরত দিয়েছেন এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। অভিযুক্ত ওই চেয়ারম্যানকে পদত্যাগ কিংবা আইনি প্রক্রিয়ার কোনো একটা পথ বেছে নেয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

অভিযুক্ত ওই চেয়ারম্যান হলেন উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল ভূঁইয়া। এলাকার ক্ষোভের মুখে ওই চেয়ারম্যান বিক্রি করা চালের ৪৩ হাজার টাকা গত শুক্রবার আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজলের কাছে ফেরত দেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়ার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়। বন্যার্তদের সাহায্যার্থে কয়েক দফায় মনিয়ন্দ ইউনিয়নের জন্য ১০ টন চাল বরাদ্দ হয়। কিন্তু ওই পরিমাণ চাল বিতরণের মতো ক্ষতি ওই এলাকায় হয় নি। এই সুযোগটিই কাজে লাগান চেয়ারম্যান। এলাকায় আলোচনা হয়, চেয়ারম্যান অন্তত চার-পাঁচ টন চাল আত্মসাত করেছেন। এ অবস্থায় মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান আলমগীর ভূঁইয়া সংশ্লিষ্ট এক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হককেও অবহিত করা হয়। ওই চেয়ারম্যানকে পদত্যাগ করা কিংবা আইনী প্রক্রিয়ার কোনো একটা পথ বেছে নেয়ার জন্য বলতে উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়রকে নির্দেশ দেন মন্ত্রী। এ অবস্থায় মন্ত্রীর নির্দেশ পেয়ে চেয়ারম্যানকে কথাটা জানিয়ে দেন মেয়র। গত শুক্রবার মেয়রের কাছে চাল বিক্রির ৪৩ হাজার টাকা দিয়ে যান চেয়ারম্যান।

খালেকুজ্জামান আলমগীর ভূঁইয়া জানান, মেয়রের কাছে চেয়ারম্যান কিছু টাকা ফেরত দিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। ওই চেয়ারম্যান গত বছরও চাল বিতরনে নানা ধরণের অনিয়ম করেন বলে তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা গত শনিবার সন্ধ্যায় বলেন, চাল বিক্রির খবরটি বিভিন্নভাবে জানতে পারি। ওই চেয়ারম্যান পৌরসভার মেয়রের কাছে টাকা ফেরত দিয়েছেন বলে জানতে পেরেছি।

আখাউড়া পৌরসভার মেয়র মোঃ তাকজিল খলিফা বলেন, ‘ইউএনও’র কাছে দেয়ার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল ভূঁইয়া আমার কাছে শুক্রবার ৪৩ হাজার টাকা দিয়ে গেছেন। রবিবার ওই টাকা ইউএনও’র কাছে বুঝিয়ে দেয়া হবে।’

তবে মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল ভূঁইয়া এ অভিযোগ অস্বীকার করেন। তিনি টাকা ফেরত দেন নি বলে জানান। এ বিষয়ে ফোনে না বলে সামনা সামনি বিস্তারিত বলবেন জানিয়ে কথা বলতে রাজি হন নি।
###

আখাউড়ায় সরকারি চাল বিক্রি করে টাকা ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

সুমন অহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৮২ বোতল ফেন্সিডিল, ৭ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ১ লাখ ৬১ হাজার টাকা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত শনিবার সকালে উপজেলার খিরনাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন খিরানাল গ্রামের দুলাল মিয়া- (৩৫) এবং একই গ্রামের সুমন মিয়া- (২৬)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাব সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদের কাছ থেকে ২৮২ বোতল ফেন্সিডিল, ৭ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।
###

বিপুল পরিমান মাদকসহ কসবায় দুই মাদক ব্যবসায়ী আটক

সুমন অহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক তিনটি ধর্ষনের ঘটনায় তিন ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়া, সদর উপজেলার ঘাটুরা এবং আশুগঞ্জ উপজেলার বগইর গ্রামে পৃথক তিনটি ধর্ষনের ঘটনা ঘটে। বিয়ের প্রলোভন দেখিয়ে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গনধর্ষণ, কিশোরীকে অপহরণ করে নিয়ে জোরপূর্বক ধর্ষণ এবং দুধ বিক্রি করতে গিয়ে ১১ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়। পৃথক তিনটি ঘটনায় পুলিশ তিনজন ধর্ষককে গ্রেপ্তার করেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেন্সিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের এইচ. এস. সি প্রথম বর্ষের ছাত্রী গত ২০ আগস্ট বিকালে তার প্রেমিকের সাথে পৌর এলাকার গোকর্ণঘাট গ্রামে ঘুরাফেরা করে বাড়িতে ফেরার পথে পৈরতলা এলাকার মোখলেছ মিয়া-(৩৫) নামে এক যুবক তার সহযোগীদের নিয়ে ওই কলেজ ছাত্রীকে তুলে নিয়ে যায়। পরে পৌর এলাকার ছয়বাড়িয়া গ্রামের একটি প্রজেক্ট এলাকায় নিয়ে মোখলেছ ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

অপর দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের চতুর্থ শ্রেণীর এক শিশু গত বৃহস্পতিবার বেলা ১১টার সময় একই গ্রামের ঠিকাদার কাজী পাভেলের বাড়িতে দুধ বিক্রি করতে গেলে কাজী পাভেল তাকে ধর্ষণ করে। গত শুক্রবার রাতে পুলিশ ধর্ষক কাজী পাভেলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদি হয়ে কাজী পাভেলের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। কাজী পাভেল ঘাটুরা গ্রামের কাজী বাড়ির মরহুম আনু মিয়ার ছেলে। গতকাল শনিবার সকালে পুলিশ কাজী পাভেলকে আদালতে সোপর্দ করে।

অপরদিকে আশুগঞ্জ থানায় দায়েরকৃত মামলা থেকে জানা গেছে, আশুগঞ্জ উপজেলার মৈশার গ্রামের কালাম মিয়ার ছেলে ইমন বুধবার রাতে তার প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার বগৈর এলাকার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে তার বন্ধুরাও ওই কিশোরীকে ধর্ষণ করে। শুক্রবার সকালে তারা মুমূর্ষু অবস্থায় ওই কিশোরীকে রিকশায় তুলে দেয়। পরে তাকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ প্রধান অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করে গতকাল শনিবার সকালে আদালতে প্রেরণ করে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ আলম জানান, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন। প্রধান অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করে গতকাল শনিবার আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্তকারি কর্মকর্তা মোঃ সেলিম জানান, কলেজ ছাত্রীকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত উত্তর পৈরতলা গ্রামের মুখলেছকে গত শুক্রবার গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আতিকুর রহমান জানান, ঘাটুরা গ্রামে শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্ত কাজী পাভেলকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। সদর হাসপাতালে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ধর্ষনের ঘটনায় তিন ধর্ষক গ্রেপ্তার ॥ থানায় মামলা দায়ের

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাল্যবিয়ে প্রতিরোথে মানববন্ধন ও র‌্যালি করেছে শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার সকালে ইউরোপীয় ইউনিয়য়নের অর্থায়নে ও উপজেলার দেওড়া মিতালী সমাজ কল্যাণ সমিতির সহায়তায় এই র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকালে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে র‌্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কের দু’পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন শেষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলাত খাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন। ম্যাপ সদস্য মেহেদি হাসান রজতের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, প্রেসক্লাবের সম্পাদক ও মিতালীর সভাপতি মোহাম্মদ মাহবুব খান বাবুল, সহকারি প্রধান শিক্ষক মোঃ আয়ুবুর রহমান, সহকারি শিক্ষক মোঃ আক্তার হোসেন, মোঃ ইউনুছুল হক, শিক্ষার্থী মোঃ ইয়াছির আরাফাত।

আলোচনা সভায় বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধে সকলকে এক সাথে কাজ করার আহবান জানিয়ে বলেন, বাল্যবিয়ে দেশ ও জাতির জন্য বিরাট হুমকি। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদের খুতবায়, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সমূহে বাল্যবিয়ের ক্ষতিকর বিষয় গুলো নিয়ে আলোচনা অব্যাহত রাখার অনুরোধ করেন তারা।
###

বাল্যবিয়ে প্রতিরোধে সরাইলে শিক্ষার্থীদের র‌্যালি-মানববন্ধন


সুমন আহম্মেদঃ
বাংলা নিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি তরুণ সাংবাদিক মেহেদী নূর পরশ ফুসফুসে সংক্রমন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে সে কাকরাইলস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রয়েছে। পরশ শহরের পীরবাড়ি এলাকার ব্যবসায়ী নূর মিয়ার ছেলে।

তাঁর দ্রুত সুস্থতা কমানায় সকলের কাছে দোয়া কামনা করেছে তার পরিবার ও স্বজনরা। এদিকে তার আরোগ্য কামনা করে আজ শুক্রবার বাদ জুম্মা জেলা জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তার সকল শুভাকাঙ্খীকে উপস্থিত থেকে তার রোগমুক্তি কামনা করে দোয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও পরশের রোগমুক্তি চেয়ে শহরের বেশ কয়েকটি মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
###

সাংবাদিক পরশের রোগমুক্তি চেয়ে দোয়া কামনা

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শুক্রবার সকালে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে শহরের প্রধান মন্দির আনন্দময়ী কালীবাড়ী থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আনন্দময়ী কালীবাড়ীতে এসে শেষ হয়।

র‌্যালিতে রঙ-বে-রঙের পোষাক পড়ে সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

র‌্যালিতে অংশ গ্রহণকারী ব্রাহ্মণবাড়িয়া কালভৈরব মন্দিরের প্রধান পুরোহিত নারায়ন চক্রবর্তী ও ইস্কন ভক্তিবৃক্ষ নাম হট্টের সভাপতি প্রবীর দাস জানান, ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে জন্ম গ্রহণ করেন। তিনি দুষ্টের দমন ও শিষ্টের পালন সহ সকলের মঙ্গল কামনা করার জন্যেই এই ধরাধামে অবতার রূপে অবতীর্ন হয়ে ছিলেন।

এ ব্যাপারে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেষ রঞ্জন রায় বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করেছি। তিনি শান্তিপূর্ন পরিবেশে র‌্যালিসহ উৎসব পালন করতে পারায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

ফেসবুকে আমরা..