সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আবৃত্তি শিল্পী শরীফ মুহাম্মদ সাঈম স্মরণে শুক্রবার শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বেলা ১১টায় স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে তিনদিনের শোক কর্মসূচীর অংশ হিসাবে এই শোক মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে শোক মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে গিয়ে শেষ হয়।

পরে তিতাস আবৃত্তি সংগঠনের সমন্বয়ক রোকেয়া দস্তগীরের সভাপতিত্বে ও সহকারি পরিচালক উত্তম কুমার দাসের সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নন্দিতা গুহ, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সম্পাদক এটিএম ফয়েজুল কবীর, নাগরিক ফোরাম সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, খেলাঘর আসর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মোঃ মনির হোসেন, সহকারি পরিচালক বাছির দুলাল, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ সদস্য সচিব হৃদয় কামাল,

রক্তদানকারী সংগঠন আত্মীয় পরিচালক সমীর কুমার চক্রবর্তী, আবরনি আবৃত্তিচর্চা কেন্দ্রের পরিচালক শারমিন সুলতানা, জেলা ছাত্রলীগ যুগ্ম-সম্পাদক মোমিন মিয়া প্রমুখ।

উল্লেখ্য গত ২২ মে দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয় শরীফ মুহাম্মদ সাঈম।
###

আবৃত্তি শিল্পী শরীফ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় শোক মিছিল অনুষ্ঠিত

সুুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে সাংবাদিকদের জন্য সিআরসি, সিডও এবং মীনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেন্ডার বিশেষজ্ঞ আবদুল্লাহ শাহরিয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমুল আহসান।

প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন প্রতিনিধি অংশ নেন। আজ শুক্রবার শেষ হবে এই কর্মশালা।
###

পি আই বি ”র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

সুুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত দিয়ে ১০জন পুরুষ, নারী ও শিশুকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধারণা করা হচ্ছে তারা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদেরকে বিএসএফ ফিরিয়ে নেয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার ভোরে কসবা উপজেলার ধ্বজনগর সীমান্তের কাঁটাতার দিয়ে দুইজন পুরুষ, দুইজন নারী ও ছয়জন শিশুকে “জোরপূর্বক” বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে বিএসএফ।

তবে বিজিবি সদস্যরা তৎপর থাকায় রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তে ঢুকতে পারেনি। তারা অবস্থান নেয় দুই দেশের সীমান্তের শূণ্যরেখায়।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইকবাল হোসেন জানান, এ ঘটনায় সীমান্তে টহল জোরদারের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। বিষয়টি নিয়ে দুপুরে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকের পর ১০জনকে ফিরিয়ে নেয় বিএসএফ।

এর আগেও গত জানুয়ারী মাসে কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ জন রোহিঙ্গা নাগরাককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। পরে আবার তাদেরকে ভারতে ফিরিয়ে নেয় তারা।
###

কসবা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইনের চেষ্টা বিএসএফ’র

সুমন আহম্মেদঃ
আগামী ১৮ জুন পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা ও বাঞ্চারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গত মঙ্গলবার প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনে রিটার্নিং অফিসার এবং স্ব-স্ব উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্যে বিজয়নগর উপজেলায় ১২ জন এবং বাঞ্চারামপুর উপজেলায় ৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
বিজয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়া, আওয়ামীলীগের বিদ্রোহী অ্যাডভোকেট ফজলুল হক, স্বতন্ত্র সৈয়দ মাঈনুদ্দিন, মোজাম্মেল হোসেন, নাছিমা লুৎফুর রহমান ও এনামুল কবির। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মৃনাল চৌধুরী লিটন, মাহমুদুর রহমান মান্না, আদেল মোহাম্মদ জাহাঙ্গীর ও শাহনেওয়াজ তারেক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুননাহার এবং সাবিত্রী রানী।
বাঞ্ছারামপুর উপজেলায় চেয়ারম্যান পদে ১জন, ভাইস চেয়ারম্যান পদে ১জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলাম বকুল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার এবং খাদিজা আক্তার।

বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার এবং বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
###

পঞ্চম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় ১৬ প্রার্থী

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা ছাত্রলীগ নেতা শরীফ মুহাম্মদ সাঈম-(২৫) নিহত হয়েছেন। এ সময় নয়ন -(২২) নামে অপর মোটর সাইকেল আরোহী আহত হয়।

বুধবার দুপুর পৌনে দুইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার খৈয়াসার গ্রামের মোঃ শাহজাহানের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার দুপুরে শরীফ ও তার বন্ধু নয়ন মোটর সাইকেলযোগে জেলা সদর থেকে সরাইল-বিশ্বরোড যাওয়ার পথে মোটর সাইকেলটি সুহিলপুর এলাকায় পৌছে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে শরীফ ও নয়ন আহত হয়। আশংকাজনক অবস্থায় তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হোসেন সরকারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
###

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূইয়া চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

গত সোমবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক পিপিএম(বার) আনুষ্ঠানিকভাবে মফিজ উদ্দিনের হাততে সম্মাননা স্বারক ও ক্রেষ্ট তুলে দেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খাঁন, বিপিএম (বার), পিপিএম উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর সরাইল থানায় যোগদান করেন মফিজ উদ্দিন। এর আগে তিনি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিচারে তিনি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
###

সরাইলের ওসি মফিজ উদ্দিন চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ধান ক্রয়ে ভর্তুকিসহ কৃষকের স্বার্থ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্সপার্টি বিজয়নগর উপজেলা শাখা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর থেকে লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির বিজয়নগর উপজেলা সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুব মৈত্রীর আহবায়ক সম্পাদক সঞ্জয় পোদ্দার, কৃষক কুদ্দুস মিয়া, রায় মোহন চৌধুরী।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাম পর্যায়ে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত না করা হলে কৃষক বাঁচবেনা। কৃষককে বাঁচাতে হলে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। প্রতিটি ইউনিয়নে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার জন্য ক্রয় কেন্দ্র খুলতে হবে। বক্তারা বিদেশ থেকে চাল আমদানী বন্ধের জন্য প্রধান মন্ত্রীর কাছে দাবি জানান।
###

ধান ক্রয়ে ভর্তুকিসহ কৃষকের স্বার্থ রক্ষার দাবিতে বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।রোববার সকালে সদর উপজেলার রামরাইলে জেলা প্রশাসন, খাদ্য অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবির নাথ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবু নাসের। পরে ১১ জন কৃষকের কাছ প্রতিকেজি ২৬ টাকা দরে ( প্রতিমন ১০৪০ টাকা) ১১ মেঃ টন ধান কেনা হয়। ধান সংগ্রহ অভিযান চলবে ৩১ আগষ্ট পর্যন্ত। চলতি বছর কৃষকদের কাছ থেকে সরাসরি ৩হাজার ১৬৫ মেঃ টন ধান কেনা হবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

 

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ সাত বছর পর শিকলমুক্ত হয়েছে প্রতিবন্ধী শিশু বাদল। খবর পেয়ে গত শনিবার দুপুরে পুলিশ পৌর এলাকার মৌলভীপাড়ার বাসায় গিয়ে শিশু বাদলকে শিকল মুক্ত করেন। তবে তার ভবিষ্যত কি হবে সে বিষয়ে কোনো সুরাহা হয় নি।

শিশু বাদলের বয়স ৯ বছর। বাদলের জন্মের তিন মাস পরই চলে যায় তার বাবা মোঃ রিপন মিয়া। বাবা চলে যাওয়ার দুই বছর পর চলে যায় তার মা মোমেনা বেগম। বর্তমানে দাদীর কাছেই থাকে বাদল।

বাদলের দাদী জানান, মানসিক প্রতিবন্ধী বলে বাদলকে দিনের বেলা শেকলে বেঁধে এবং রাতের বেলা মুক্ত করা হয়।

সরেজমিনে গিয়ে পরিবারের লোকজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রায় ১০ বছর আগে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মোঃ রিপন মিয়ার সাথে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের মোমেনা বেগমের বিয়ে হয়। বিয়ের বছর খানেক পর জন্ম হয় বাদলের। মাত্র তিন মাস বয়সে বাদলকে ফেলে চয়ে যান তার বাবা রিপন মিয়া। দাদী শাহানা ও মা মোমেনা কষ্টে শিষ্টে বাদলকে বড় করে তুলতে থাকেন। বয়স বাড়তে থাকলে বাদলের প্রতিবন্ধকতার বিষয়টিও ধরা পড়ে। বাদল কথা বলতে পারতো না। এছাড়া সে বেশ চঞ্চল।

এ অবস্থায় দুই বছর বয়সি বাদলকে দাদীর কাছে তুলে দিয়ে চলে যায় মা মোমেনা। এর পর থেকে অনেকটা দিশাহীন হয়ে পড়েন দাদী শাহানা বেগম। স্বামী না থাকায় শাহানা বেগমের উপরই বর্তায় নাতি বাদলকে দেখাশোনায়। তিনি অন্যের বাড়িতে কাজ করেন। এ থেকে যে আয় হয় তা থেকেই বাদলকে নিয়ে চলতেন। তবে বাদলের চিকিৎসা করানোর মতো অর্থ তাঁর কাছে ছিলো না। প্রতিবেশী কেউ কেউ আর্থিকভাবে সাহায্য করে বাদলের চিকিৎসা করিয়েছেন। তবে এতেও বাদলের কোনো উন্নতি হয় নি।

দাদী শাহানা জানান, প্রায় নয় বছর আগে তার ছেলে রিপন কিছু না বলেই নিরুদ্দেশ হয়ে যায়। এরপর বছর সাতেক আগে তার ছেলে বৌ চলে যায়। শাহানা অন্যের বাড়িতে কাজ করে জীবন-যাপন করতেন। তবে কারো বাড়িতে তার মানসিক প্রতিবন্ধী নাতিকে নিয়ে যাওয়া সম্ভব হতো না। আবার বাড়িতে রেখে গেলেও বাদল এদিক-ওদিক ছুটে যেতো। যে কারণে গত সাত বছর ধরেই বাদলকে তিনি আটক করে বাইরে রাখেন।
প্রথমে তিনি রশি দিয়ে বেধে রাখতেন। বয়স বাড়ার পর আর রশিতে কাজ হয় না। রশি ছিড়ে ফেলতো বাদল। এ অবস্থায় কয়েক বছর ধরে তাকে শিকল দিয়ে তিনি বেধে রাখেন। আর্থিক সামর্থ না থাকায় নাতিকে উন্নত চিকিৎসা করাতে পারছেন না।

প্রতিবেশি সরুফা বেগম বলেন, ‘ছোট বেলাতেই ছেলেটির বাবা আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যায়। পরে তার মাও চলে যায়। এ অবস্থায় দাদী তাকে দেখাশুনা করে। তিনি গরীব মানুষ। কাজ করে খায়। যে কারণে বাদলকে শিকলে বেধে রেখে যান তিনি।
প্রতিবেশী আল-আমিন চৌধুরী জানান, বাদলের দাদী অনেকটা অসহায়। তাকে অন্যের বাড়ি কাজ করতে হয়। যে কারণে নাতিকে নিয়ে তিনি বেশ বিপাকে আছেন। সরকারি কোনো সাহায্য সহযোগিতা পেলে হয়তো বাদলের কোনো একটা গতি হতো।

পৌর এলাকার উত্তর পৈরতলা গ্রামের মোঃ নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি বলেন, ‘শিশুটির দাদীকে দোষ দিয়ে লাভ নেই। তিনিও অসহায় হয়ে পড়েছেন। শিশুটি মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাকে নিয়ে তিনি কুলিয়ে উঠতে পারছেন না। চিকিৎসার জন্য আমি মাঝে মাঝে কিছু টাকা শিশুর দাদীকে দিয়েছি। একবার আমি নিজে গিয়েও ঢাকা থেকে চিকিৎসা করিয়ে আনি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম জানান, খবর পেয়ে তিনি ওই বাড়িতে ছুটে যান। প্রথমে তিনি শিশুটিকে শিকলমুক্ত করেন। কেননা, এ বিষয়টি খুবই অমানবিক। এখন সবার সাথে আলোচনা করে ওই শিশুটির চিকিৎসা করানো ও তার দাদীকে পুনর্বাসনের ব্যবস্থা করা যায় কি-না ভেবে দেখা হচ্ছে।
###

দীর্ঘ ৭ বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় শিকলমুক্ত হলো প্রতিবন্ধী শিশু বাদল

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

গত শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল কবিরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার ফান্দাউক ও আক্তারনগর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা এবং ৮ কেজি খাবার অনুপযোগী পচাঁ খেজুর জব্দ করা হয়। এ সময় বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকায় ইউএনও প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সর্তক করে দেন ও নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশ দেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল কবির জানান, ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
###

ভ্রাম্যমান আদালতে অভিযান নাসিরনগরে ব্যবসায়ীদের জরিমানা

ফেসবুকে আমরা..