সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঔষধ প্রশাসন এবং বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

ঔষধ প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া জেলার তত্ত্বাবধায়ক বাদল শিকদারের নেতৃত্বে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কুমারশীল মোড়, হাসপাতাল রোড, জেল রোড ও ছাতিপট্টি এলাকার বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালানো হয়।

অভিযানকালে হাসপাতাল রোডের মুশকিল আসান ফার্মেসী, খেয়াম ফার্মেসী সহ ২০টি ফার্মেসী থেকে আনুমানিক ২৫ হাজার টাকা মূল্যের মেয়াদোর্ত্তীণ ঔষধ অপসারণ করা হয়। অভিযানকালে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি, ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি সভাপতি জহিরুল হক এবং সাধারন সম্পাদক আবু কাউছার উপস্থিত ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেয়া ঔষধ প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার তত্ত্বাবধায়ক বাদল শিকদার জানান, প্রথমদিনের অভিযানে ফার্মেসীর মালিকদেরকে সতর্ক করা হয়েছে। অচিরেই বড়ধরনের অভিযান পরিচলনা করা হবে। তাতে জেল জরিমানার বিধান থাকবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ফার্মেসীতে অভিযান ॥ মেয়াদোর্ত্তীন ঔষধ অপসারণ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কাল বৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ বি.এম ফরহাদ হোসেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় ও গতকাল বুধবার দুপুরে তিনি এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্থরা তাদের দুর্দশার কথা তুলে ধরে সহায়তা কামনা করেন।
এ সময় বিএম ফরহাদ হোসেন এমপি ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য সংশিষ্টদের নির্দেশ দেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা লতিফ হোসেন, সৈয়দ লিযাকত আব্বাস টিপুসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত সোমবার সন্ধ্যায় নাসিরনগরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে উপজেলার ভলাকুট ইউনিয়ন, চাতলপাড় ইউনিয়ন, গোয়ালনগর ইউনিয়ন, বুড়িশ্বর ইউনিয়ন, ফান্দাউক ইউনিয়ন, সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাচঁশতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। উপড়ে ও ভেঙ্গে যায় বিদ্যুতের ৩৫টি খুটি, অসংখ্য গাছপালা।
###

বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ফরহাদ হোসেন এমপি

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক অসহায় ও গরীব মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির।

প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকুল্লাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ.এম জাকারিয়া ও কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।

অনুষ্ঠানে তিন শতাধিক অসহায় মানুষের হাতে চাল, ডাল, চিনি, তেল, ছোলা, দুধ, ট্যাং ও সেমাই তুলে দেয়া হয়।
###

ব্রাহ্মণবাড়িয়ায় তিন শতাধিক দরিদ্রের পাশে মজিদ-নাহার ফাউন্ডেশন

সুমন আহম্মেদঃ

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেছেন, স্কুল পর্যায়ে ছাত্রীদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্টের বিকল্প হতে পারে না। মার্শাল আর্টে ব্রাহ্মণবাড়িয়ার স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপত্তার শক্তি হিসেবে কাজ করবে। মার্শাল আর্টের বিভিন্ন কৌশল জানা থাকলে একটি মেয়ে প্রাথমিকভাবে যে কোন পরিস্থতির মোকাবেলা করতে পারবে এবং নিজেকে রক্ষা করতে পারবে।

তিনি গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা কে.বি.উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় লোকাল গভর্ণ্যান্স প্রজেক্ট (এলজিএসপি-৩) এর কর্মসূচীর আওতায় ছাত্রীদের আত্মরক্ষার কৌশল অর্জনে চার মাসব্যাপী মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ১০০টি ইউনিয়নের প্রতিটি স্কুলের ছাত্রীদের এই মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

চলতি বছরে জেলার ৫ হাজার ছাত্রীকে এই মার্শাল আর্ট প্রশিক্ষণ দেয়া হবে। এই কৌশলের মাধ্যমে নিজেরা যেন নিজেকে রক্ষা করতে পারে সেই জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দূর-রে-শাহনেওয়াজ, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রশান্ত বৈদ্য, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে প্রশিক্ষকরা উপস্থিতদের মার্শাল আর্টের বিভিন্ন কলা-কৌশল করে দেখান।

কোরিয়ার বিখ্যাত মার্শাল আর্ট সংগঠন তাইকোয়ান্ডো এর নামে ব্রাহ্মণবাড়িয়ার মার্শাল আর্ট সংগঠন তাইকোয়ান্ডো এর কোচ নুজুবা ইসলাম খানের তত্ত্বাবধানে ১৬ জনের একটি টিম আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয়ের ৩০ জন ছাত্রীকে ৪ মাস এই প্রশিক্ষণ দেবেন।
###

আশুগঞ্জে স্কুল পর্যায়ে ছাত্রীদের মার্শাল আর্টের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র রমজান মাস পল্লী বিদ্যুতের সেবার মাস উপলক্ষে ফেরি করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ ও মিটার পৌঁছে দিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি।

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির নাসিরনগর সাব-জোনাল অফিসের উদ্যোগে রোববার সকালে নাসিরনগর উপজেলায় আলোর ফেরিওয়ালার কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মোঃ শাহজাহান তালুকদার।

এ সময় ডিজিএম (টেকনিকেল) প্রকৌশলী জাহাঙ্গীর আলম, এজিএস মোঃ আনোয়ার হোসেন, নাসিরনগর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (নিপুর) হিমেল কুমার সাহা, জুনিয়র প্রকৌশলী আবদুল্লাহ বাকী, ওয়ারিং পরিদর্শক মোঃ মানিক মিয়া ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর পল্লী বিদ্যুৎ সমিতির, নাসিরনগর সাব-জোনাল অফিসের ৫৩ জন কর্মকর্তা-কর্মচারী জিপগাড়ি, পিকআপ, অটোরিকসায় করে মিটার, সার্ভিস তার, বোর্ড ও সংযোগের প্রয়োজনীয় আবেদন ফরমসহ উপজেলার বুড়িশ্বর, পূর্বভাগ ও চাপরতলা ইউনিয়নে প্রায় ১৯১ টি মিটার স্থাপন করেন।

নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়া উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের নাসির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না। আলোর ফেরিওয়ালায় আবেদন করার সাথে সাথেই আমার ঘরে মিটার স্থাপনসহ অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পাই।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মোঃ শাহজাহান তালুকদার বলেন, পবিত্র রমজান মাস পল্লী বিদ্যুতের সেবার মাস উপলক্ষে আলোর ফেরিওয়ালা কার্যক্রমের মাধ্যমে কোন বিড়ম্বনা ছাড়াই গ্রাহকরা বিদ্যুৎ সংযোগ পাবেন। এতে কোন দুর্নীতির সুযোগ নেই। বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য কাউকে কোনো টাকা প্রদান না করার জন্য তিনি গ্রাহকদের অনুরোধ জানান।
###

নাসিরনগরে পল্লী বিদ্যুতের “আলোর ফেরিওয়ালার উদ্বোধন

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর নব-নির্মিত বিপনী বিতানের শো-রুম উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকাল ১০টায় শহরের জেল রোডে শো-রুমের উদ্বোধন করেন পুনাক চট্টগ্রাম রেঞ্জের সভানেত্রী শারমিন আক্তার খান।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান, বিপিএম (বার), পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, পুনাক ব্রাহ্মণবাড়িয়ার সভানেত্রী উম্মে সালমা মুন্নি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আলমগীর কবিরসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাগন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুনাক চট্টগ্রাম রেঞ্জের সভানেত্রী শারমিন আক্তার খান বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) একটি জনকল্যাণমূলক পুলিশের প্রতিষ্ঠান। পুনাক বিপণি বিতানে পুলিশের তৈরী পণ্য সামগ্রী বিক্রয় করা হবে। বিক্রিত পণ্যের লভ্যাংশ গরীবদের আর্থ-সামাজিক উন্নয়ন ও পিছিয়ে পড়া নারীদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় পুনাক বিপনি বিতানের যাত্রা শুরু

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চার ভারতীয় নাগরিকসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, দুইটি ওয়াকিটকি, পাঁচ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে কসবা উপজেলার কুটি বাজারের মা প্লাজার আলিফ হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা বড় ধরণের অপরাধ কর্মকান্ড ঘটাতে জড়ো হয়েছিলো কি-না সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের বিশালঘরের নেতাজি নগরের শ্যামল দেবনাথের ছেলে র্ণজিত দেবনাথ-(২৩), উত্তর ত্রিপুরার ধর্মনগরের রতি রঞ্জন চৌধুরীর ছেলে নির্মলেন্দু চৌধুরী-(৩২), বাদার ঘাটের সুনীল সরকারের ছেলে শংকর সরকার-(৩১) ও রাজনগরের অবনী দাসের ছেলে বিমল দাস-(৩৩), বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মান্দারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাসিবুল হাসান অনিক-(১৯) এবং আখাউড়া উপজেলার বনগজ গ্রামের আহম্মদ হোসেনের ছেলে আমজাদ হোসেন শাওন-(২২)।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, দুইটি ওয়াকিটকি, পাঁচ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মোঃ আব্দুল করিম ও কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক বলেন, গ্রেপ্তারকৃতরা অপরাধী চক্রের সাথে জড়িত বলে মনে হচ্ছে। তবে তারা একেকজন একেক ধরণের কথা বলছে। তাই তাদেরকে জিজ্ঞাসাবাদ না করে স্পষ্ট করে বলা যাচ্ছে না।

তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে কুটি বাজারের মা প্লাজার আলিফ হোটেলের তিনতলার কক্ষে ওই ছয়জন অবস্থান করছিল বলে পুলিশের কাছে খবর আসে। এ অবস্থায় সেখানে নজরদারি বাড়ানো হয়। আজ দুপুরে (শনিবার) অভিযান চালিয়ে ওই তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
###

কসবায় চার ভারতীয়সহ ছয় জন গ্রেপ্তার ॥ পিস্তল-পাইপগান উদ্ধার

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্রেতা সেজে মাংসের দোকানে গিয়ে ভয়ঙ্কর চিত্র দেখলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম শরিফুল হক। পরে তিনি দোকান গুলোকে আর্থিক জরিমানা করেন।

জানা গেছে, শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম শরিফুল হক সাধারণ ক্রেতা সেজে উপজেলা সদরের সড়ক বাজারের সবকটি গরুর মাংসের দোকান ঘুরে দাম এবং মান পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে আখাউড়া থানা পুলিশ ও স্যানেটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলামকে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয় দোকানগুলোতে।

অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালত দেখতে পায় ভয়ঙ্কর চিত্র। মেয়াদোত্তীর্ণ মাংসকে তাজা বলে চালানোর জন্য গরুর পুরনো রক্ত মেশানো হতো মাংসে। আর মহিষের মাংসকে গরুর মাংস বলে ক্রেতারে কাছে বিক্রি করা হতো।

অভিযান চলাকালে মাংসের দোকানের রেফ্রিজারেটর থেকে বোতলভর্তি গরুর পুরনো রক্ত জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দোকান গুলোর রেফ্রিজারেটর খুলতেই সবার চোখ যেন ছানাবড়া! রেফ্রিজারেটরে বোতলজাত করে রাখা হয়েছে গরুর পুরনো রক্ত। পরে বোতলভর্তি রক্ত জব্দ করে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ এবং গরুর নামে মহিষের মাংস বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইনে ওইসব দোকানগুলোকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ মাংস জব্দ এবং তৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক সাংবাদিকদের জানান, পরবর্তীতে এসব অপরাধের প্রমাণ পেলে কঠিন শাস্তির ব্যাপারে দোকান মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান পুরো রমজান মাসজুড়ে চলবে বলেও জানান তিনি।
###

আখাউড়ায় ক্রেতা সেজে মাংসের বাজারে ম্যাজিস্ট্রেট ॥ দেখলেন ভয়ঙ্কর চিত্র!

সুমন আহম্মেদঃ

চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে মোঃ শাহজালাল ওরফে আব্দুল্লাহ। সে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র। শাহজালাল কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় যুগ্ম ভাবে প্রথম স্থান অধিকার করে।

শাহজালাল এই ফলাফলের জন্য তার মা, বাবা ও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। কৃতি শিক্ষার্থী শাহজালাল ব্রাহ্মণবাড়িয়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সুপার ক্রিসেন্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহেদ মিয়া (বাবুল) ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নার্সিং ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর মোহছেনা বেগমের ছেলে। শাহজালাল সকলের কাছে দোয়া প্রার্থী।

###

এসএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম স্থান অধিকার করেছে শাহজালাল

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দ দূষনরোধে বিভিন্ন যানবাহন থেকে হাইড্রোলিক হর্ণ অপসারন শুরু হয়েছে। জেলা ট্রাফিকের উদ্যোগে বুধবার সকাল থেকেই শহরের ৪টি পয়েন্টে এই অভিযান শুরু হয়। প্রথম দিনে প্রায় দুই হাজার অটোরিকসা থেকে হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়েছে বলে জানান সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মোঃ সরওয়ার হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বুধবার সকাল থেকেই জেলা শহরের কুমারশীল মোড়, কাউতলি বাস স্ট্যান্ড, থানা ব্রিজ ও কোর্ট রোড এলাকায় হাইড্রোলিক হর্ন অপসারণে পৃথক পৃথক অভিযানে নামে ট্রাফিক। অভিযান চলাকালে অটোরিকশার হাইড্রোলিক হর্নের সংযোগ কেটে দেয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে টি.আই সরওয়ার হোসেন বলেন, হাইড্রোলিক হর্ন অপসারণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। প্রথমে অটোরিকশার হাইড্রোলিক হর্ন অপসারণ করা হচ্ছে। এরপর ধাপে ধাপে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের হাইড্রোলিক হর্ন অপসারণ করা হবে।
###

শব্দ দূষন রোধে ব্রাহ্মণবাড়িয়ায় যানবাহনের হাইড্রোলিক হর্ণ অপসারণ শুরু

ফেসবুকে আমরা..