সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এলাকায় আধিপত্য বিস্তার ও জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ৪/৫ টি বাড়ি-ঘর ভাংচুর করে প্রতিপক্ষের লোকেরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৫ রাউন্ড টিয়ার সেল এবং ৩১ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তেরকান্দা গ্রামের ইউপি সদস্য ফজলু মিয়ার গোষ্ঠীর লোকজনের সাথে একই এলাকার নাজিম উদ্দিনের গোষ্ঠীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে উভয়পক্ষের বিভিন্ন মামলা চলমান।
পুরানো বিরোধের জের ধরে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ফজলু মেম্বারের লোকজন প্রতিপক্ষ নাজিম উদ্দিনের গোষ্ঠীর লোকদের বাড়িতে হামলার চেষ্টা করে।

পরে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ৩০জন আহত হয়। এ সময় প্রতিপক্ষের ৫টি বাড়ি ভাংচুর করে দাঙ্গাবাজরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৩১ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে এবং ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে ৩১ রাউন্ড শর্টগানের গুলি এবং ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, সংঘর্ষে উভয়পক্ষের ৩০জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
###

জায়গা জমি নিয়ে বিরোধের জের সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সহ আহত-৩০

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে জেলা সদরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ৩১২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩১১জন পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪২জন। পাশের হার শতকরা ৯৯ দশমিক ৬৮ ভাগ।

এছাড়া জেলা সদরের গভঃ মডেল গালর্স হাই স্কুল থেকে ২১২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২১০ জন পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৯জন। পাশের হার শতকরা ৯৯ দশমিক ০৬ ভাগ।

জেলা সদরের সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩১৮ জন পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৬জন। পাশের হার শতকরা ৯৮ দশমিক ৭৬ ভাগ।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ থেকে ২২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২১৭ জন পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৪জন। পাশের হার শতকরা ৯৭ দশমিক ৩১ ভাগ।

আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ১৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৮১ জন পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩জন। পাশের হার শতকরা ৯৮ দশমিক ৯১ ভাগ।

ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে ২২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২১৩ জন পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০ জন। পাশের হার শতকরা ৯৪ দশমিক ৬৭ ভাগ।

রামকানাই হাই একাডেমী থেকে ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৫০ জন পাশ করেছে। এই স্কুল থেকে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। পাশের হার শতকরা ৮৯ দশমিক ২৯ ভাগ।

নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় থেকে ২৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২২০ জন পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ০৯জন। পাশের হার শতকরা ৯১ দশমিক ৬৭ ভাগ।

আনন্দময়ী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ১৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৬৯ জন পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ০২ জন। পাশের হার শতকরা ৮৫ দশমিক ৩৫ ভাগ।

সদর উপজেলার চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয় থেকে ১৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৩২ জন পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ০৪ জন। পাশের হার শতকরা ৯০ দশমিক ৪৩ ভাগ।

বিদ্যালয়ের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন বলেন, ফলাফলে আমরা সন্তুষ্ট। তিনি বলেন, পরীক্ষা চলাকালে আমাদের একজন ছাত্র অসুস্থ্য হয়ে পরীক্ষা দিতে না পারায় আমরা শতভাগ অর্জন করতে পারিনি। আগামী দিনে ফলাফল যাতে আরো ভালো হয় সেদিকে আমরা খেয়াল রাখব।
###

এস.এস.সি পরীক্ষার ফলাফল ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় শীর্ষে

সুমন আহম্মেদঃ

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের কয়েকটি মার্কেট ও ফুটপাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের মসজিদ রোডে অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতকে দেখেই ফুটপাতের দোকানী তার পঁচা খেজুর ফেলে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত আনুমানিক ৬৫ কেজি খাবার অনুপযোগী পঁচা খেজুর জব্দ করে শহর খালে সেই খেজুর ধ্বংস করা হয়। পরে ভ্রাম্যমান আদালত আনন্দ বাজার অভিযান চালিয়ে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খেজুর বিক্রির দায়ে ভাসমান বিক্রেতা শহরতলীর বিবাসারের আবুল হোসেন-(২৫) কে এক হাজার টাকা জরিমানা করেন ও ভবিষ্যতের জন্য তাকে সর্তক করেন। পরে ভ্রাম্যমান আদালত আনন্দ বাজারের জালাল এন্টারপ্রাইজ নামক চালের দোকানে প্লাষ্টিকের বস্তায় চাল পাওয়ার দায়ে দোকানীকে জালাল উদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে তাকে পাটের বস্তায় চাল রাখায় নির্দেশ দেন।

ভ্রাম্যমান আদালত চলাকালে সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ শফিকুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়–য়া বলেন, ভোক্তা অধিকার আইনে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খেজুর বিক্রির দায়ে এবং পাটের ব্যাগ ব্যবহার না করে প্লাষ্টিকের বস্তায় রেখে চাল বিক্রির দায়ে দুই দোকানীকে তিনহাজার টাকা জরিমানা ও দুটি মামলা দায়ের করা হয়। আনুমানিক ৬৫ কেজি খাবার অনুপযোগী ও পঁচা খেজুর জব্দ করে ধ্বংস করা হয়। তিনি বলেন, রমজান মাসে প্রতিদিনই ভ্রাম্যমান আদালতের অভিযান চলবে।
###

ভ্রাম্যমান আদালতের অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় ২ দোকানীকে জরিমানা ॥ ৬৫ কেজি পচা খেজুর জব্দ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক নার্সেস দিবস ও মিডওয়াইফ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল চত্বর থেকে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা- খানের নেতৃত্বে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

পরে জেলা সদর হাসপাতালের ডাঃ মিলন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাহআলম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন নার্সদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সবাই মহান পেশায় আছেন। আপনারা সুভাগ্যবান প্রতিদিন মানুষের সেবা করছেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
###

আর্ন্তজাতিক নার্সেস দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সাথে আইন-শৃংখলা বিষয়ক মত বিনিময় করেছেন পুলিশ সুপার আনোয়ার হোসেন খাঁন রোববার দুপুর ১২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আনোয়ার হোসেন খান।

সভায় পুলিশ সুপার আনোয়ার হোসেন খাঁন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে সবাই মিলে একটি নীতিমালা করতে হবে। শহরের ছিনতাইরোধে সকলকে সর্তক থাকতে হবে। কোন মানুষ যাতে হয়রানির শিকার হতে না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।

মতবিনিময় সভায় অন্যানেতর মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি আজিজুল হক, জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি মোঃ শাহআলম সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীদের সাথে আইন-শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জঙ্গিবাদ, মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করেছে উপজেলার দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এক সভায় শিক্ষার্থীরা জঙ্গিবাদ, মাদক, যৌন হয়রানি, বাল্য বিবাহ, ধর্ষণকে লাল কার্ড ও দেশপ্রেম এবং সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও লাল সবুজ উন্নয়ন সংঘ কুমিল্লা দক্ষিন জেলার সাধারণ সম্পাদক সোহরাব সজীবের পরিচালনায় অনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আরিফুল আমীন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহি ও সদস্য রাকিবুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রসুল আহমদ নিজামী শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, ধুমপান অথবা মাদক সেবন না করতে এবং ছেলের ২১ বছর ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার পরামর্শ দেন। পরে তিনি শিক্ষার্থীদেরকে শপথ বাক্য পাঠ করান।
###

আখাউড়ায় জঙ্গিবাদ, মাদক ও ধর্ষণকে শিক্ষার্থীদের লাল কার্ড

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ছয়তলা বিশিষ্ট জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।শনিবার বেলা ১১টায় পৌর এলাকার মেড্ডা বয়েজ হোম এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্থানীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি হিসেবে জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর হাসান তাপস, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোকতাদির চৌধুরী এমপি বলেন, ঘূর্ণিঝড় ফণী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, বিএনপি জানতই না যে, তাদের সংসদ সদস্যরা শপথ নিবেন। হঠাৎ করে লন্ডন থেকে সাজাপ্রাপ্ত আসামির নির্দেশে নাকি সবাই শপথ নিয়েছেন। আবার যিনি বিএনপি সংসদ সদস্যদের শপথ নেয়ার অনুমতি দিয়েছেন তিনি আবার শপথ নেননি। বিএনপির এ এক অদ্ভুত লীলাখেলা বলে মন্তব্য করেন তিনি।
###

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াত তিন সাংবাদিককে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় তাদেরকে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রয়াত সাংবাদিকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার প্রথম দৈনিক সংবাদপত্র “ দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল হোসেন, জেলা থেকে প্রকাশিত “দৈনিক আজকের হালচাল’র প্রকাশক ও সম্পাদক আবেদুল হক আবেদ এবং প্রেসক্লাবের সাবেক সদস্য মোঃ আক্তার হোসেন।

প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ আরজু, সৈয়দ মিজানুর রেজা, মনজুরুল আলম, আ. ফ. ম. কাউসার এমরান, রিয়াজ উদ্দিন জামি ও আবদুন নূর। প্রয়াত সাংবাদিক পরিবারের পক্ষে বক্তব্য রাখেন নুরুল হোসেনের সহধর্মীনি ও ‘দৈনিক ব্রাহ্মণবাড়িয়া’র সম্পাদক দেওয়ান ফয়জুন নাহার।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, ‘প্রয়াত নুরুল হোসেন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতায় একজন পথিকৃৎ ছিলেন। তার মধ্যে নীতি-আদর্শ ছিল। তার আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মের সাংবাদিকদের মানুষের জন্য দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। এছাড়া প্রয়াত আবেদুল হক আবেদ একজন সংবাদপত্রসেবী হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতায় অবদান রেখে গেছেন। প্রয়াত আক্তার হোসেন প্রথম জীবনে সাংবাদিকতা ও পরে শিক্ষকতা পেশায় অবদান রেখে গেছেন।

প্রয়াত তিন সাংবাদিককে ‘মরনোত্তর সম্মাননা স্মারক’ প্রদানের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব একটি নতুন ধারার সৃষ্টি করেছে, একটি ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লে¬খ্য, আলহাজ্ব নূরুল হোসেন চলতি বছরের ২৬ মার্চ, মোঃ আক্তার হোসেন ২৮ জানুয়ারি ও আবেদুল হক আবেদ ২০১৮ সালের ২৪ ডিসেম্বর ইন্তেকাল করেন।
###

প্রেসক্লাবের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত তিন সাংবাদিককে মরণোত্তর সম্মাননা প্রদান

সুমন আহম্মেদঃ

মহান মে দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জামাই-শ্বশুর দলের নিয়ে কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার শ্রম কল্যান কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগীতায় জামাই দলকে ১ পয়েন্টে হারিয়ে শ্বশুরদল পক্ষ বিজয়ী হন। খেলায় ৫ পয়েন্ট পান জামাই দল, ৬ পয়েন্ট পান শ্বশুরদল।

আশুগঞ্জের নির্মান শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগীতার আয়োজন করে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের মধ্যে পুরষ্কার বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।

উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বশির মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল হায়দার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল, শ্রম কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ নব লিলা দাস,

সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গোলাপ, ফিরোজ মিয়া কলেজের উপাধক্ষ্য আহমদ উল্লাহ খন্দকার, সংগঠনের সাধারন সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
###

মহান মে দিবসে আশুগঞ্জে জামাই-শ্বশুরের কাবাডি প্রতিযোগীতা

 

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম মাসিক সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম।

উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ডাঃ মোঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নাসিরনগর উপজেলাকে এগিয়ে নিতে সকলকে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগনকে সহযোগিতা করতে হবে।

সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগন ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন সভাকক্ষে পৌছলে সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
###

নাসিরনগর নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা

ফেসবুকে আমরা..