সুুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত দিয়ে ১০জন পুরুষ, নারী ও শিশুকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধারণা করা হচ্ছে তারা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদেরকে বিএসএফ ফিরিয়ে নেয় বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার ভোরে কসবা উপজেলার ধ্বজনগর সীমান্তের কাঁটাতার দিয়ে দুইজন পুরুষ, দুইজন নারী ও ছয়জন শিশুকে “জোরপূর্বক” বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে বিএসএফ।
তবে বিজিবি সদস্যরা তৎপর থাকায় রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তে ঢুকতে পারেনি। তারা অবস্থান নেয় দুই দেশের সীমান্তের শূণ্যরেখায়।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইকবাল হোসেন জানান, এ ঘটনায় সীমান্তে টহল জোরদারের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। বিষয়টি নিয়ে দুপুরে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকের পর ১০জনকে ফিরিয়ে নেয় বিএসএফ।
এর আগেও গত জানুয়ারী মাসে কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ জন রোহিঙ্গা নাগরাককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। পরে আবার তাদেরকে ভারতে ফিরিয়ে নেয় তারা।
###
Leave a Reply