সুুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে সাংবাদিকদের জন্য সিআরসি, সিডও এবং মীনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেন্ডার বিশেষজ্ঞ আবদুল্লাহ শাহরিয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমুল আহসান।
প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন প্রতিনিধি অংশ নেন। আজ শুক্রবার শেষ হবে এই কর্মশালা।
###
Leave a Reply