botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য,ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রূপকার,বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন,আজকের শিশু কিশোরদের নিয়ে আমাদের নানা স্বপ্ন, এই শিশু কিশোরদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমী নাগরিক ও দেশের উন্নয়ন যোদ্ধা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিশু কিশোর উদ্দেশ্যে বলেন, যা কিছু সুন্দর কল্যাণকর সেই কাজ করতে হবে ,দেশকে ভালবাসতে হবে এবং সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর আয়োজনে বিরাসারস্থ বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কাউট পল্লীতে ৪ র্থ জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী দিনে মহা তাঁবু জলসায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস এর সভাপতি জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পেীর সভা মেয়র মিসেস নায়ার কবীর,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেলা স্কাউস এর সহ সভাপতি কামাল মোহাম্মদ রাশেদ.জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক,লায়ন্সের সাবেক জেলা গভর্ণর লায়ন ফিরোজুর রহমান ওলিও প্রমুখ। স্কাউটস এর সহকারী কমিশনার আল আমীন শাহীনের সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্যরাখেন জেলা স্কাউটস এর সম্পাদক অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজল।

প্রধান মহা তাঁবু জলসায় অগ্নি প্রজ্জ্বলন করেন এবং শিশু কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটান । অনুষ্ঠানে কাব স্কাউটসরা সাংস্কৃতিক আয়োজন পরিবেশন করেছে।

###

প্রত্যেক শিশু কিশোরকে দেশের সুন্দর মানুষ হতে হবে- মোকতাদির চৌধুরী এমপি

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সেবার মান নিয়ে বহু দিন ধরে সাধারন মানুষের প্রচুর অভিযোগ থাকলেও কোন আমলে তা সমাধান করা হয়নি।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশের বন্ধ থাকা কমিউনিটি ক্লিনিক চালুর মাধ্যমে সাধারন জনগনের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিচ্ছে। সেই সকল দিক বিবেচনা করে বাংলাদেশ আজ মধ্য আয়ের দেশে রূপান্তরিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের বহুমূখি উন্নয়ন করা সম্বব।
তিনি গতকাল  মঙ্গলবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ডা. মিলন সভা কক্ষে সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, হাসপাতালের সেবার মান উন্নয়নে ডাক্তারদের মানব সেবার ভূমিকায় কাজ করতে হবে। প্রাইভেট রোগি না দেখে হাসপাতালের ওয়ার্ডে ভতি রোগিদের সেবা দানে সকল ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন বহিরাগত দালাল ও দালালচক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা করা হবে এবং সদর হাসপাতালের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দালাল নির্মূল করা হবে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেনের পরিচালনায় সভায় অন্যান্য উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পৌরসভার মেয়র নায়ার কবির, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির , বিএমএ’র সভাপতি ডাঃ ফখরুজ্জামান ভূইয়া, সাধারন সম্পাদক ডা: মো আবু সাঈদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ইফতেহার মাসুম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন,
মোঃ হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড.তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া মহিলা পরিষদের সভানেত্রী নন্দিতা গুহ, জেলা আওয়ামী লীগ নেতা জায়েদুল হক, জেলা নাগরিক কমিটির সভাপতি ডাঃ মোঃ বজলুর রহমান প্রমূখ।
                                                          ###

হাসপাতালের সেবার মান উন্নয়নে ডাক্তারদের ভূমিকায় রাখতে হবে,মোকতাদির চৌধুরী এমপি

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসএসসির ভূয়া প্রশ্নপত্র সরবরাহের দায়ে মোঃ সোহাগ মিয়া-(১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আখাউড়ার শিবনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ মিয়া ওই গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে। সোহাগ আখাউড়া দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

সোমবার বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক প্রেসব্রিফিংয়ে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক চন্দন দেবনাথ সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সোহাগ ভূয়া আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসএসসির অগ্রিম প্রশ্নপত্র বিক্রয়ের স্ট্যাটাস দেন। পরে তার মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে তারা তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সোহাগ সাংবাদিকদের জানায়, গত বছরের জেএসসি পরীক্ষা দেওয়ার সময় সে এভাবে প্রতারিত হয়েছিল। কৌতুহল ও প্রলোভন থেকেই সে এই কাজ করেছে বলে সে স্বীকার করেছে। সোহাগ জানায়, প্রশ্নপত্র বিক্রি করে সে দুই হাজার ৫শত টাকা পেয়েছে।
###

এসএসসির ভূয়া প্রশ্নপত্র সরবরাহের দায়ে,আখাউড়ায় কিশোর গ্রেপ্তার

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় হালিমা আক্তার-(৩) নামে এক শিশুর লাশ উদ্ধারের ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে শিশু হালিমা হত্যাকা-ের রহস্য উদঘাটন করেছে পুলিশ।

সাংসারিক কাজ নিয়ে শিশু হালিমার মা খাদিজা বেগমের সাথে শ্বশুর-শাশুড়ির বিরোধ ও দেবর হেলালের কুপ্রস্তাবে খাদিজা বেগম রাজী না হওয়ায় চাচা হেলাল মিয়ার হাতে শিশু হালিমা খুন হয়। শিশু হালিমা ভাদুঘর গ্রামের মুন্সিহাটির রাজমিস্ত্রি আমির হোসেনের মেয়ে।

সোমবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন এই তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় হালিমার চাচা হেলাল মিয়া-(২৬) এবং তার সহযোগী রুবেল মিয়াকে -২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত হেলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের মুন্সিহাটির ফরিদ মিয়ার ছেলে এবং রুবেল একই গ্রামের ভূইয়াপাড়ার আরফুজ মিয়ার ছেলে।
এ ঘটনায় নিহতের মা খাদিজা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন বলেন, পুলিশের কাছে গ্রেপ্তারকৃত হেলাল হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। তিনি জানান, হালিমার লাশ উদ্ধারের পরপরই আমরা হত্যা রহস্য উদঘাটনের তদন্ত শুরু করি। তদন্তের প্রধান বিষয় ছিল হালিমার মায়ের সাথে কারো সম্পর্ক আছে কি না। সেটি তদন্ত করতে গিয়েই আমরা জানতে পারি হালিমার মাকে তার চাচা হেলাল মিয়া মাস খানেক আগে কুপ্রস্তাব দিয়েছিলেন। এ নিয়ে দুই পরিবারের ঝগড়াও হয়েছে। এর পর থেকেই হেলাল প্রতিশোধ পরায়ন হয়ে উঠে। শিশু হালিমাকে হত্যার পরিকল্পনা করে সে। গত ১২/১৫দিন আগে হালিমাকে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার পরিকল্পনা করে হেলাল, কিন্তু পরিবেশ অনুকূলে না থাকায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে হেলাল জানিয়েছে, হালিমাকে হত্যার প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর সে হত্যার বিকল্প পরিকল্পনা হিসেবে তার সহযোগী রুবেলকে সাথে নিয়ে ৪/৫ দিন আগে হত্যাকা-ের ঘটনাস্থল পরির্দশন করে।

ঘটনার দিন (২ ফেব্রুয়ারি) হালিমাকে কোলে করে হেলাল বাড়ির বাইরে নিয়ে যায়। হালিমাকে এক প্যাকেট চিপস্ কিনে দিয়ে বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি বহুতল ভবনের পাশে নিয়ে যায়। সেখানে হালিমাকে শ্বাসরোধ করে হত্যা করে হেলাল। এ সময়  নির্বিঘ্নে হত্যাকান্ড- সংগঠিত করার জন্য রুবেল পাহারা দিয়েছিল।

এর আগে গত শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ভাদুঘর গ্রামের ভূইয়াপাড়া মহল্লার একটি বহুতল ভবনের পাশ থেকে হালিমার লাশ উদ্ধার করে পুলিশ। এদিন সকালে বাড়ি থেকে নিখোঁজ হয় হালিমা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ, জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) ইমতিয়াজ আহম্মেদ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু হালিমা হত্যাকান্ডের রহস্য উদঘাটন ॥ চাচার দায় স্বীকার

botvনিউজ:

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ( অধ্যয়ন ও প্রশিক্ষণ) ও যুগ্ম সচিব মোঃ ইলিয়াছ ভূইয়া বলেছেন, সাংবাদিকতা হচ্ছে সংবাদ পরিবেশন, সাংবাদিক হচ্ছে সমাজের বিবেক। তিনি সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে পিআইবির উদ্যোগে তিনদিনব্যাপী গনমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অনুসন্ধ্যানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইলিয়াছ ভূইয়া আরো বলেন, সাংবাদিকতা হচ্ছে এমন একটি পেশা যেখান থেকে কিছু সময়ের জন্য বিচ্যুত হওয়ার সুযোগ নেই, বিচ্যুত হলে সাংবাদিকতার জীবনের মৃত্যু হবে। তিনি বলেন, সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা থাকতে হবে, আবার সৃজনশীলতা থাকতে হবে।

সমাজের অসঙ্গতি তুলে ধরা, টার্গেট গ্রুপকে নাড়া দেয়া সাংবাদিকদের কাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ ইলিয়াছ ভূইয়া আরো বলেন, নদীতে পানি বয়ে যায়, সেখানে কচুরীপানা থাকবেই তাই বলা যাবেনা নদীতে কচুরী পানা বয়ে যাচ্ছে। যেনতেন কাজ করার পেশা সাংবাদিকতা নয়।

প্রথম দিনে আরো প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পিআইবির সহকারি প্রশিক্ষক তানিয়া পারভীন। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলোক্ট্রনিক মিডিয়ার ৩৫জন অংশ নেন।
###

সাংবাদিকতা হচ্ছে এমন একটি পেশা যেখান থেকে কিছু সময়ের জন্য বিচ্যুত হওয়ার সুযোগ নেই

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় নেতা-কর্মীদের শ্রদ্ধা আর ভালোবাসায় মধ্যে দিয়ে ১১ ছাত্রলীগ নেতাসহ ১২জনের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে গতকাল সোমবার সকালে পৌর শহরের বঙ্গবন্ধু স্বয়ারের সামনে জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও নিহত ছাত্রনেতাদের স্মৃতিরক্ষায় নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শোভনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াসিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার,
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়াসহ আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, এই দুর্ঘটনা মর্মান্তিক, দুঃখজনক, হৃদয়বিদারক। দূর্ঘটনায় আমরা হারিয়েছি ১২টি তাজা তরুন প্রাণ ও জেলার শ্রেষ্ঠ সন্তানদের। তারা কোনো নেশা বা বিভিন্ন অপরাধমূল কাজে জড়িত ছিল না। নিহত ছাত্রনেতারা কোন পদ-পদবীর চিন্তা করে নি উল্লেখ করে তিনি বলেন তারা দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন, নিহত ছাত্রনেতারা একটি সুন্দর দেশের স্বপ্ন দেখতো। তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে
হবে। তাদের শূন্যতা এবং তাদের স্বপ্ন বর্তমান ছাত্রলীগ নেতা -কর্মীদের পুরণ করতে হবে।
পরে নিহত ১২ ছাত্রলীগ নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আওয়ামীলী উলামা সমন্বয় পরিষদের সভাপতি মাওলানা আবদুল্লাহ।আলোচনা সভার আগে নিহত ছাত্রনেতাদের স্মৃতিরক্ষায় নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে প্রধান অতিথি সহ আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামীলীগ নেতা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পির সফর সঙ্গী হয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সলিলদিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ১১ ছাত্রলীগ নেতাসহ ব্রাহ্মণবাড়িয়ার ১২ সন্তান।
এরা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মেহেদী আলম শান্ত-(৩১), ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক এজিএস আরিফুল ইসলাম বাবু-(৩০), জেলা ছাত্রলীগ নেতা শওকত হোসেন লিয়েন-(২৮), মোর্শেদ আলম-(২৯), শাহজাহান রহমতুল্লাহ রুমেল-(২৮), অ্যাডভোকেট জিয়াউল আমিন রিয়াদ-(২৯), শেখ রায়হান উদ্দিন-(২৮), হাফেজ আব্দুল্লাহ মাসুদ তানভীর-(২৯), মোঃ ইমরানুর রেজা ইমরান-(২৮), নূরুল আসিফ চৌধুরী-(২৮) ও মিজানুর রহমান-(৩৫)। পরদিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোঃ আলমগীর-(২৮)। সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এখনো পঙ্গুত্ব বরন করছেন জেলা ছাত্রলীগ জাহিদ হোসেন পাভেল।
১২ ছাত্র-নেতার স্মৃতিকে ধরে রাখার জন্য শহরের কেন্দ্রস্থল বঙ্গবন্ধু স্কয়ারে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় একটি স্মৃতি সৌধ।
                                                        ###
4 Attachments

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ ছাত্রলীগ নেতার অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

 

botvনিউজ:

কাল ৪ ফেব্রুয়ারি সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জন্য শোকাবহ দিন। সড়ক দূর্ঘটনায় নিহত ১১ ছাত্রলীগ নেতাসহ ১২জনের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী। দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে জেলা ছাত্রলীগ।

কর্মসূচীর মধ্যে রয়েছে কাল সোমবার বেলা ১১টায় স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে ১২ শহীদ ছাত্রনেতার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

উল্লেখ্য ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামীলীগ নেতা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পির সফর সঙ্গী হয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সলিলদিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ১১ ছাত্রলীগ নেতাসহ ব্রাহ্মণবাড়িয়ার ১২ সন্তান।

এরা হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মেহেদী আলম শান্ত-(৩১), ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক এজিএস আরিফুল ইসলাম বাবু-(৩০), জেলা ছাত্রলীগ নেতা শওকত হোসেন লিয়েন-(২৮), মোর্শেদ আলম-(২৯), শাহজাহান রহমতুল্লাহ রুমেল-(২৮), অ্যাডভোকেট জিয়াউল আমিন রিয়াদ-(২৯), শেখ রায়হান উদ্দিন-(২৮), হাফেজ আব্দুল্লাহ মাসুদ তানভীর-(২৯), মোঃ ইমরানুর রেজা ইমরান-(২৮), নূরুল আসিফ চৌধুরী (২৮) ও মিজানুর রহমান-(৩৫)। পরদিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোঃ আলমগীর-(২৮)। সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এখনো পঙ্গুত্ব বরন করছেন জেলা ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন পাভেল।

১২ ছাত্র-নেতার স্মৃতিকে ধরে রাখার জন্য শহরের কেন্দ্রস্থল টি.এ.রোডের মনুমেন্টের পাশে (মঠের গোড়ায়) ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মান করা হয় একটি স্মৃতি সৌধ।
###

সড়ক দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার ১১ ছাত্রলীগ নেতার অষ্টম মৃত্যুবার্ষিকী কাল

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশে বই মেলা-যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রবিবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, এ বছর ও একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তক অর্পন করা হবে।

পাশাপাশি স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে সপ্তাহব্যাপী একুশে বই মেলার আয়োজন করা হবে। এ জন্যে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। জাতীয় এই দিবসটি পালনে কোনো ধরনের ত্রুটি যেনো না থাকে এ ব্যাপারে সংশি¬ষ্ট সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি। প্রস্তুতিমূলক সভায় সরকারী পদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
###

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

ডেক্স রিপোর্টঃ 

আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে । রবিবার মনোনয়নপত্র যাছাই-বাছাই করে ৫জন প্রার্থীর প্রার্থীতা বৈধতা ঘোষনা করা হয়েছে।

উপ-নিবার্চনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম আজাদ যাছাই-বাছাই শেষে ৫জন প্রার্থীর নাম মনোনয়ন বৈধ বলে ঘোষনা করেন।

বৈধ প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছোয়াব আহমেদ হৃতুল, জাতীয় পার্টি মনোনীত কামরুল হাসান খাঁন, নির্দলীয় এ.কে.এম সাইফুর রহমান, মোঃ রহমত আলী ও সামসুল আরেফিন।

 

উপজেলা নির্বাচন অফিসার ও উপ-নির্বাচনে রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার এবং ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান খান গত ২০ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হলে চেয়ারম্যানের পদটি শূণ্য হয়।

২৮শে ফেব্রুয়ারী নাসিরনগর গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

botvdনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সালাউদ্দিন মিয়া-(৩৫)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুল্লা গ্রামে। আহতদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, সকালে সরাইল উপজেলার বিশ্বরোড থেকে যাত্রীবাহি সিএনজিচালিত একটি অটোরিকসা অটোরিক্সা জেলা সদরের দিকে আসার সময় নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকসার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকসা যাত্রী সালাউদ্দিন মিয়া ঘটনাস্থলেই নিহত এবং অপর তিন যাত্রী আহত হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ এবং দুর্ঘটনা কবলিত অটোরিকসা দুটো উদ্ধার করে খাঁটিহাতা হাইওয়ে থানায় নিয়ে যায় এবং আহতদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হোসেন সরকারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় দুই অটোরিকসার মুখোমুখী সংঘর্ষে নিহত-১

ফেসবুকে আমরা..