এসএসসির ভূয়া প্রশ্নপত্র সরবরাহের দায়ে,আখাউড়ায় কিশোর গ্রেপ্তার

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসএসসির ভূয়া প্রশ্নপত্র সরবরাহের দায়ে মোঃ সোহাগ মিয়া-(১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আখাউড়ার শিবনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ মিয়া ওই গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে। সোহাগ আখাউড়া দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

সোমবার বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক প্রেসব্রিফিংয়ে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক চন্দন দেবনাথ সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সোহাগ ভূয়া আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসএসসির অগ্রিম প্রশ্নপত্র বিক্রয়ের স্ট্যাটাস দেন। পরে তার মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে তারা তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সোহাগ সাংবাদিকদের জানায়, গত বছরের জেএসসি পরীক্ষা দেওয়ার সময় সে এভাবে প্রতারিত হয়েছিল। কৌতুহল ও প্রলোভন থেকেই সে এই কাজ করেছে বলে সে স্বীকার করেছে। সোহাগ জানায়, প্রশ্নপত্র বিক্রি করে সে দুই হাজার ৫শত টাকা পেয়েছে।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..