ডেক্স রিপোর্টঃ
আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে । রবিবার মনোনয়নপত্র যাছাই-বাছাই করে ৫জন প্রার্থীর প্রার্থীতা বৈধতা ঘোষনা করা হয়েছে।
উপ-নিবার্চনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম আজাদ যাছাই-বাছাই শেষে ৫জন প্রার্থীর নাম মনোনয়ন বৈধ বলে ঘোষনা করেন।
বৈধ প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছোয়াব আহমেদ হৃতুল, জাতীয় পার্টি মনোনীত কামরুল হাসান খাঁন, নির্দলীয় এ.কে.এম সাইফুর রহমান, মোঃ রহমত আলী ও সামসুল আরেফিন।
উপজেলা নির্বাচন অফিসার ও উপ-নির্বাচনে রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার এবং ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান খান গত ২০ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হলে চেয়ারম্যানের পদটি শূণ্য হয়।
Leave a Reply