স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে এরা মারা যান। মৃত ব্যক্তিদের মধ্যে দুইজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়, তিনজন নবীনগর উপজেলায় ও একজনের বাড়ি আখাউড়া উপজেলায়। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের ফেসবুক পেইজে এই তথ্য দেয়া হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪১৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ১৫৪জন, নাসিরনগর উপজেলায় ১২জন, সরাইল উপজেলায় ৫জন, আশুগঞ্জ উপজেলায় ৭জন, বিজয়নগর উপজেলায় ৮জন, নবীনগর উপজেলায় ১১০জন, আখাউড়া উপজেলায় ৭জন, কসবা উপজেলায় ৭৯জন ও বাঞ্চারামপুর উপজেলায় ৩১জন রয়েছেন।

ফেসবুক পেইজে আরো বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এপর্যন্ত ৮৫১৮জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪৯২১জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টানে আছেন ২২৭ জন, হাসপাতালের আইসোলেশনে আছেন ৬৮জন, সেলফ আইসোলেশনে আছেন ৩৪১৩ জন ও এ পর্যন্ত মারা গেছেন ১১৬ জন।

এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোঃ একরামউল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন৷

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে ৬ জনের মৃত্যু


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাস সংক্রমণ। এমতাবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ। ফলে হাসপাতালে মাঝে মাঝে দেখা যায় অক্সিজেন সংকট।

করোনাভাইরাসের সংকটাপন্ন অবস্থায় রোগীদেরকে অক্সিজেন সেবা দিকে মাউশির সাবেক মহাপরিচালক ও ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুনের নেতৃত্বে শিক্ষকদেরকে নিয়ে গড়ে উঠা “পাশে আছি আমরা” এর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালকে ১২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ ওয়াহীদুজ্জামানের কাছে এই অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস. এম শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ হামজা মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহেদুল ইসলাম, “পাশে আছি আমরা” সংগঠনের সমন্বয়কারী এস.আর.এম ওসমান গনি সজীব, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রানা নুরুস শামস, ডাঃ ফয়েজুর রহমান ফয়েজ, ডাঃ খোকন দেবনাথ, ডাঃ ইনজামামুল হক সিয়াম প্রমুখ৷

এ ব্যাপারে সংগঠনের সমন্বয়ক এস.আর.এম ওসমান গনি সজীব বলেন, মাউশির সাবেক মহাপরিচালক ও ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুনের নেতৃত্বে শিক্ষকদেরকে নিয়ে গড়ে উঠা “পাশে আছি আমরা” সংগঠনটি করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকেই অসহায় মানুষের জন্য কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অক্সিজেন সংকট থাকায় সোমবার দুপুরে হাসপাতালের রোগীদের জন্য সংগঠনের পক্ষ থেকে ১২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। এ ধরণের মানবিক কাজ অব্যাহত থাকবে৷

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) ডাঃ মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, হাসপাতালে ১২টি সিলিন্ডার দেয়ার জন্য পাশে আছি আমরা সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। তাদের দেয়া এই ১২টি সিলিন্ডার হাসপাতালের জন্য অনেক বড় কিছু। কারণ আমাদের হাসপাতালে বর্তমানে ২০০টি সিলিন্ডার আছে। আরো প্রায় ১০০ সিলিন্ডার প্রয়োজন ছিলো। সেগুলো আসতে আরো এক সপ্তাহ সময় লাগবে। অক্সিজেন সংকট মুহুর্তে এই সিলিন্ডারগুলো রোগীদের জন্য অনেক উপকারে আসবে। এভাবে যদি অন্য কোনো সংগঠন আমাদের সাহায্য করতে চায় তাহলে আমরা তা গ্রহণ করবো।

এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, গত জুলাই মাস থেকে করোনা মহামারী সংক্রমণ অনেকাংশে বেড়েছে। এতে করে আমাদের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন খুবই গুরুত্বপূর্ন। আর্তমানবতার সেবায় “পাশে আছি আমরা” সংগঠন এগিয়ে এসেছে। এভাবে যদি সবাই এগিয়ে আসেন তাহলে আমরা করোনা মোকাবিলা সহজেই করতে পারব।

পাশে আছি আমরা” সংগঠনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ১২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার সকালে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ. এইচ মাহবুব আলমের সঞ্চালনায় সভায় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগ ঘোষিত কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাসভবনে দ্বিতীয় বারের মতো অগ্নি সংযোগ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

সভা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সভায় করোনাভাইরাসে আক্রান্ত জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন ও তাঁর পরিবারবর্গ এবং জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন সহ করোনায় আক্রান্ত সকল নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের জন্য দোয়া করা হয়।

জাতীয় শোক উদযাপনে সদর উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট, পিসিআর ল্যাব, ভেন্টিলেটর ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় করোনায় আক্রান্ত রোগীরা কাংখিত সেবা পাচ্ছেন না। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকগণ। হাসপালগুলোতে অক্সিজেন সংকট থাকায় করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ব্রাহ্মণবাড়িয়া গড়ে উঠেছে ৫টি স্বেচ্ছাসেবী সংগঠন।

স্বেচ্ছাসেবী সংগঠনগুলো হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড, বঙ্গবন্ধু অক্সিজেন সেবা, বাউনবাইরার কতা অক্সিজেন ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ অক্সিজেন সেবা, ও আমরাই ব্রাহ্মণবাড়িয়া।

গত ২০ জুলাই ১৭টি সিলিন্ডার নিয়ে “ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড”, ২৮ জুলাই ৩৬টি সিলিন্ডার নিয়ে ফেসবুক ভিত্তিক সংগঠন বাউনবাইরার কথা উদ্যোগে “বাউনবাইরার কতা অক্সিজেন ব্যাংক”, ২৯ জুলাই ১৭টি সিলিন্ডার নিয়ে শহর ছাত্রলীগের উদ্যোগে “বঙ্গবন্ধু অক্সিজেন সেবা”, ২৯ জুলাই ৩৮টি সিলিন্ডার নিয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে “জেলা ছাত্রলীগ অক্সিজেন সেবা”, ও ৩১ জুলাই ১০টা সিলিন্ডার নিয়ে ফেসবুক ভিত্তিক সংগঠন “ আমরাই ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে “ ফ্রি অক্সিজেন সেবা” দিয়ে তাদের কার্যক্রম শুরু করে৷

বিভিন্ন সংগঠনের উদ্যোগে রোগীদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়ায় রোগীরা সুবিধা পাচ্ছে। অপরদিকে অক্সিজেন সেবা নিয়ে জনগণের মধ্যে স্বস্থি ফিরে এসেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০ জুলাই ১৭টি সিলিন্ডার নিয়ে যাত্রা করা ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড রোববার পর্যন্ত ২০জন রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করেছে। এর মধ্যে ২জন রোগীকে দুইবার সিলিন্ডার রিফিল করে দিয়েছে।

২৮ জুলাই ৩৬টি সিলিন্ডার নিয়ে যাত্রা করা “বাউনবাইরার কতা অক্সিজেন ব্যাংক” রোববার বিকেল পর্যন্ত ২৭ জন রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করেছে। এর মধ্যে চারজন রোগীর সিলিন্ডার ৪ বার রিফিল করে দিয়েছে।

২৯ জুলাই ১৭টি সিলিন্ডার নিয়ে যাত্রা করা “বঙ্গবন্ধু অক্সিজেন সেবা” রোববার বিকেল পর্যন্ত ২৬জন রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করেছে।

২৯ জুলাই ৪৫টি সিলিন্ডার নিয়ে যাত্রা করা “জেলা ছাত্রলীগ অক্সিজেন সেবা” রোববার বিকেল পর্যন্ত ৭৬জন রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করেছে এবং ৩১ জুলাই ১০টা সিলিন্ডার নিয়ে ফেসবুক ভিত্তিক সংগঠন “ আমরাই ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে “ ফ্রি অক্সিজেন সেবা” রোববার বিকেল পর্যন্ত ৩জনকে অক্সিজেন সেবা প্রদান করেছে।

এ ব্যাপারে বাউনবাইরার কতা গ্রুপের এডমিন ও অক্সিজেন ব্যাংকের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান এমিল বলেন, রোববার বিকেল পর্যন্ত তারা ২৭জন রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়েছেন। এর মধ্যে চারজন রোগীকে তিনবার রিফিল করে দিয়েছেন।

তিনি বলেন, তারা শুধু পৌর এলাকাতেই কাজ করছেন। তাদের সিলিন্ডারের সংখ্যা বাড়লে তারা উপজেলাভিত্তিক কার্যক্রম শুরু করবেন। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো করোনা রোগীদের মধ্যে অক্সিজেন সেবা প্রদান শুরু করার পর জনগণের মধ্যে অক্সিজেন নিয়ে স্বস্থি ফিরে এসেছে।

এ ব্যাপারে জেলা যুবমৈত্রীর আহবায়ক ও ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের আহবায়ক অ্যাডভোকেট মোঃ নাসির মিয়া বলেন, তারা রোববার বিকেল পর্যন্ত ২০জন রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়েছেন। এর মধ্যে ২জন রোগীকে দুইবার সিলিন্ডার রিফিল করে দিয়েছেন। তিনি বলেন, ফোন পাওয়া মাত্রই আমরা রোগীর বাড়িতে সিলিন্ডার পৌছে দেই।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বলেন, রোববার বিকেল পর্যন্ত তারা ৭৬জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন।

এ ব্যাপারে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাংবাদিক আবদুন নূর বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বিনামূল্যে বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সেবা দেয়া নিঃসন্দেহে একটি ভালো কাজ। এতে করে সাধারণ মানুষের মধ্যে অক্সিজেন নিয়ে আস্থা ফিরে এসেছে। হাসপাতালগুলোতেও রোগীর চাপ কমছে। তিনি অসহায় মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আল-মামুন সরকার বলেন, স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান আশাব্যঞ্জক কাজ। তিনি বলেন, এতে জনগণের মধ্যে অক্সিজেন নিয়ে আস্থা ফিরে এসেছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) ডাঃ মোহাম্মদ ওয়াহীদুজ্জামান হাসপাতালে অক্সিজেন সংকটের কথা স্বীকার করে বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যেই হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করা হবে। ইতিমধ্যেই ভারত থেকে আসা ট্যাংকি ঢাকায় এসেছে পৌছেছে।

তিনি বলেন, হাসপাতালে দুইশত অক্সিজেন সিলিন্ডার আছে আরো একশত সিলিন্ডারের জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেয়া হয়েছে। তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান শুরু করা একটি ভালো উদ্যোগ। এতে করে মানুষের মধ্যে অক্সিজেন নিয়ে স্বস্থি ফিরে এসেছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ একরামউল্লাহ বলেন, করোনাকালে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেভাবে বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সেবা দিচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। তিনি বলেন, এতে করে জনগণের মধ্যে অক্সিজেন পাওয়া নিয়ে আস্থা ফিরে এসেছে। হাসপাতালগুলোতেও রোগীর চাপ কমেছে।

তিনি বলেন, আশাকরি আগামী ১ সপ্তাহের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু করা যাবে। এটি চালু হলে করোনায় আক্রান্ত রোগীরা আরো ভালো সেবা পাবেন।

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বিনামূল্যে অক্সিজেন সেবা অব্যাহত, জনমনে স্বস্থি


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় রহস্যময় অগ্নিকান্ডে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আল-মামুন সরকারের বাসভবন ভষ্মীভূত হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টায় শহরের ফুলবাড়িয়ায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।

এতে বাসার ভেতরে থাকা ফ্রিজ, টেলিভিশন, এসিসহ সকল আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনাকে নাশকতা বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

খোঁজ নিয়ে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের কর্মসূচী চলাকালে গত ২৮ মার্চ হেফাতের ইসলামের নেতা-কর্মীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের পৌর এলাকার ফুলবাড়িয়ার বাসভবনটি পেট্টোল ঢেলে ও গান পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ করে। অগ্নিকান্ডে বাসভবনটি সম্পূর্ন ভস্মীভূত।

সম্প্রতি পুড়ে যাওয়া বাড়িটির সংস্কার কাজ শেষে বাসায় নতুন আসবাবপত্র, ফ্রিজ, টিভি, সোফাসেট ও এসি লাগিয়ে বাসযোগ্য করা হচ্ছিল। বৈদ্যুতিক সংযোগ ও গ্যাস সংযোগ দেয়ার কাজ বাকি ছিলো।

শনিবার দুপুর পৌনে ১টার দিকে বাসার পূর্ব দিকের একটি রুমে আগুন লাগে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ বাড়িতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে আনুমানিক ১০ লাখ টাকার মূল্যের বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোঃ শাহীন, সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বলেন, বাড়িতে এখনো বিদ্যুত ও গ্যাস সংযোগ দেয়া হয়নি। এই বাড়িতে রান্না-বান্নাও হয়না। তিনি বলেন, এটি নিঃসন্দেহে একটি নাশকতার ঘটনা।

জনৈক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ফেসবুকে তার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। শুক্রবার রাতেও নজরুল ইসলাম এই বাড়িটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। তিনি তার সন্দেহের তীর নজরুল ইসলামের দিকেই ছুড়েন।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ব্রাহ্মণবাড়িয়ার পরিদর্শক মোনায়েম বিল্লাহ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বাইরের কিছু থেকে আগুন লেগেছে। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। বিষয়টি আমরা তদন্ত করছি।

এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের তদন্ত রিপোর্ট হাতে পেয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এ ব্যাপারে অভিযুক্ত ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি কি এই কাজ করতে পারি? আমি সব সময়ই নাশকতার বিরুদ্ধে। আমি যারা নাশকতা করেছে তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে অগ্নিকাণ্ড, নাশকতার দাবি


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সংকটাপন্ন রোগীদেরকে ফ্রি অক্সিজেন সেবা দিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে চালু হয়েছে বিনামূল্যে অক্সিজেন সেবা। ৩৮টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে শুক্রবার বিকেলে জেলা ছাত্রলীগ তাদের কর্মকান্ড শুরু করে। শনিবার বিকেল পর্যন্ত তারা ২২জন রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করে।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়ি থেকে ফোন পাওয়া মাত্র ছাত্রলীগের নেতা-কর্মীরা সিলিন্ডার নিয়ে চলে যাচ্ছেন ওই বাড়িতে। চিকিৎসা সেবার জন্য জেলা ছাত্রলীগের হট লাইনে ৩০টি মোবাইল নাম্বার দেয়া হয়। ছাত্রলীগের নেতা-কর্মীদের চারটি গ্রুপে ভাগ করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সার্বক্ষণিক এই কার্যক্রম তদারকি করছেন।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। রোগী অনুপাতে হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত অক্সিজেন। করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী যাতে অক্সিজেনের জন্য কষ্ট না করেন সেজন্য ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর পরামর্শ ও আর্থিক সহায়তায় তারা বিনামূল্যে এই অক্সিজেন সেবা চালু করেছেন। র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ব্যক্তিগতভাবে ২০টি সিলিন্ডার প্রদান করেছেন ও বাকী ১৮টি সিলিন্ডার তারা বিভিন্ন দানশীল ব্যক্তির আর্থিক সহায়তায় কিনেছেন।

শোভন আরোও বলেন, শনিবার বিকেল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলায় তারা ২২জন রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করেছেন। ছাত্রলীগ মানুষের কল্যাণে রাজনীতি করে। জাতির যে কোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগ পাশে থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের বিনামূল্যে অক্সিজেন সেবা চালু


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের বিনামূল্যে অক্সিজেন সেবা অব্যাহত রয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ব্রিগেডের পক্ষ থেকে চারটি সিলিন্ডার রোগীর বাড়িতে পৌঁছে দেয়া হয়।

রোগীর স্বজনদের কাছ থেকে ফোন পেয়ে সংগঠনটির নেতৃবৃন্দ নিজেরা এসব সিলিন্ডার রোগীর বাড়িতে পৌঁছে দেন।

এদিকে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়ে সংগঠনকে আরো ১ সিলিন্ডার প্রদান করেছেন মেরিনের চিফ অফিসার মোঃ আবু বাকের স্বপন।

শনিবার বিকেলে পাইকপাড়ার টিউলিপ গার্ডেনের নিচতলায় ব্রিগেডের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট মোঃ নাসির মিয়ার কাছে তিনি এই সিলিন্ডার হস্তান্তর করেন। এ নিয়ে ব্রিগেডের অক্সিজেন সিলিন্ডারে সংখ্যা দাঁড়িয়েছে ১৫ তে। আরো অক্সিজেন সিলিন্ডার পাওয়ার আশা করছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সিলিন্ডার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরি বাপ্পী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সময় টিভির ব্যুরো চিফ উজ্জল চক্রবর্তী, প্রেস ক্লাবের সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ মুজিবুর রহমান খাঁন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার বর্দ্ধন, ব্রিগেডের যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ খান, যুগ্ম আহবায়ক কাজি তানবীর মাহমুদ, সদস্য সচিব মোঃ ফরহাদুল ইসলাম পারভেজ, বাছির মিয়া, মোঃ আরমান উদ্দিন, মুহয়ী শারদ প্রমুখ।

সিলিন্ডার হস্তান্তরকালে ব্রিগেডের আহবায়ক অ্যাডভোকেট নাসির মিয়া বলেন, তাদের এই সেবা অব্যাহত থাকবে। সেবামূলক এ কাজে সহযোগিতার জন্য ব্রিগেডের পক্ষ থেকে সকলের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ব্রিগেডের সেবামূলক এ কাজের প্রশংসা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের অক্সিজেন সেবা অব্যাহত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে ও দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশনে ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত দু’জনই পুরুষ। তাদের একজনের বয়স ৬০ বছর ও অপরজনের বয়স ৮৩ বছর।

এনিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৯৭ জন মৃত্যুবরণ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মোঃ এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৫ ও ২৮ জুলাই তারা আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। তিনি বলেন, হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৫০ জনের বেশি করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে মোট ৭৩২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ৪৪৬১ জন করোনাভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরিস্থিতিতে রোগীর বাড়িতে গিয়ে করোনা সংক্রমণে আক্রান্ত রোগীদেরকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানকারী সংগঠন “ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড” কে দুইটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন দুইজন দানশীল ব্যক্তি।

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকপাড়ার বাসিন্দা ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক নেতা মোঃ পারভেজ ও পৌর এলাকার উত্তর মৌড়াইলের বাসিন্দা কাতার প্রবাসী মোঃ রাসেল মিয়া সংগঠনের কার্যালয়ে এসে (পশ্চিম পাইকপাড়ার টিউলিপ ভবন) সংগঠনের আহবায়ক ও জেলা যুবমৈত্রীর আহবায়ক অ্যাডভোকেট মোঃ নাসির মিয়ার হাতে সিলিন্ডার দুটি হস্তান্তর করেন।

একই অনুষ্ঠানে শহরের সূর্যমুখী কিন্ডার গার্টেনের শিক্ষিক নিগার সুলতানা নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।

সিলিন্ডার ও নগদ টাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ব্রিগেড তদারক কমিটির সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক ও ভাসানী চর্চা কেন্দ্রের সংগঠক সাংবাদিক আবদুন নূর, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্যোত নাগ, ওয়ার্কাস পার্টির শহর কমিটির সভাপতি মোঃ নাসির মিয়া, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার বর্দ্ধন, খেলাঘর আসর জেলা শাখার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, ওস্তাদ আলাউদ্দিন খাঁ বিগ্রেডের যুগ্ম আহবায়ক কাজী তানভির আহমেদ, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী, এপেক্স ক্লাব অব তিতাসের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।

এসময় সিলিন্ডার প্রদানকারীরা জানান, ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড মানুষের কল্যাণে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করছে। তারা যেন আরো অধিক মানুষের পাশে দাড়াঁতে পারে, মানবিক কর্মকান্ডে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারে তাই আমাদের এই প্রয়াস।

ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে পাশে দাঁড়িয়েছেন ব্যবসায়ী-প্রবাসী

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সংকটাপন্ন রোগীদেরকে ফ্রি অক্সিজেন সেবা দিতে ফেসবুক ভিত্তিক সংগঠন “বাউনবাইরার কতা ও হেল্পলাইন ব্রাহ্মণবাড়িয়া গ্রুপ” এর উদ্যোগে চালু হয়েছে “বাউনবাইরার কতা অক্সিজেন ব্যাংক” সেবা।
বৃহস্পতিবার সকালে পৌর এলাকার দক্ষিণ মোড়াইলে “ নিঃশ্বাস নিবে ব্রাহ্মণবাড়িয়া” এই শ্লোগানকে সামনে রেখে ২০টি সিলিন্ডার নিয়ে তাদের এই সেবাদান কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাউনবাইরার কতা গ্রুপের এডমিন ও অক্সিজেন ব্যাংকের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান এমিল, অক্সিজেন ব্যাংকের সমন্বয়কারী সোহেল রানা, বাউনবাইরার কতা গ্রুপের এডমিন মোঃ আরিফুল ইসলাম মোল্লা, রনি খান, সাইফুল ইসলাম, জুবায়ের হায়দার রিয়েল, মোশাররফ হোসেন, সাইফুল জুয়েল, মাহবুব আলম উজ্জ্বল, আতিকুর রহমান, গোলাম কায়সার কিবরিয়া প্রমুখ।

বাউনবাইরার কতা গ্রুপের এডমিন ও অক্সিজেন ব্যাংকের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান এমিল এবং অক্সিজেন ব্যাংকের সমন্বয়কারী সোহেল রানা ভূইয়া বলেন, করোনাভাইরাসের ভয়ঙ্কর পরিস্থিতিতে নাকাল ব্রাহ্মণবাড়িয়াবাসী। রোগী অনুপাতে হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত অক্সিজেন। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদেরকে সংকটময় মুহুর্তে ফ্রি অক্সিজেন সেবা দেয়ার লক্ষ্যেই চালু করা হয়েছে “বাউনবাইরার কতা অক্সিজেন ব্যাংক”।

তারা বলেন, প্রাথমিকভাবে আমরা ২০টি সিলিন্ডার ও ৫০জন স্বেচ্ছাসেবী নিয়ে কার্যক্রম শুরু করেছি। আমাদের লক্ষ কমপক্ষে ১০০টি সিলিন্ডার দিয়ে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে ফ্রি অক্সিজেন সেবা দেয়া। আমাদের এই সেবাদান কর্মসূচীতে অর্থের যোগান দিচ্ছেন দেশ-বিদেশে থাকা গ্রুপের শুভাকাঙ্খী, দানশীল ব্যক্তি, পরিচিত ও-অপরিচিত মানুষজন। তারা বলেন, তাদের চারটি হটলাইন নম্বর ২৪ ঘন্টা খোলা থাকবে। হটলাইনে ফোন করে করোনা আক্রান্ত যে কেউ বিনামূল্যে অক্সিজেন সেবা নিতে পারবেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চার জনকে তারা ফ্রি অক্সিজেন সেবা দিয়েছেন।

ফেসবুক ভিত্তিক সংগঠন “ বাউনবাইরার কতা” এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি অক্সিজেন সেবা চালু

ফেসবুকে আমরা..