botvনিউজ:

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মোঃ ছোয়াব আহমেদ হৃতুল ২৭৬৮ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে উপ-নিবার্চনের রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্চন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষনা করেন । মোঃ ছোয়াব আহমেদ হৃতুল (নৌকা)পেয়েছেন ৬০৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রহমত আলী (মোটরসাইকেল) পেয়েছেন ৩৩১৩ ভোট। তৃতীয় স্থানে ১৮৪১ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ সামসুল আরেফিন (আনারস)। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২‘শ ২১ জন ।

উল্লেখ্য,গোর্কণ ইউনিয়নের চেয়ারম্যান হাসান খান গত ২০ ডিসেম্বর এক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূণ্য হয়।

###

নাসিরনগরে গোর্কণ ইউপির উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ছোয়াব আহমেদ হৃতুল বিজয়ী

botvনিউজ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মহান একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “অ্যাডভোকেট আব্বাস উদ্দিন গোল্ডকাপ শর্ট সার্কেল” ক্রিকেট টুর্ণামেন্টে’র ফাইনাল খেলা গত বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণশাসন যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত “ক্রিকেট টুর্ণামেন্টে’১৬টি দল অংশ গ্রহণ করে। জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী ফারুকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বসির আল হেলাল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়েজ আহমেদ চিশতি, সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় ব্রাহ্মণশাসন একাদশ বনাম নুরপুর একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে নুরপুর একাদশ ৪ উইকেটে জয়লাভ করে। খেলায় মোঃ আলমগীর ম্যান অব দ্যা ম্যাচ এবং রেজাউল হক ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।
###

নাসিরনগরে শর্ট সার্কেল“ক্রিকেট টুর্ণামেন্টে’র ফাইনাল অনুষ্ঠিত

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় বাশঁ, কলা গাছ ও কাগজ দিয়ে তৈরি শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় শিক্ষার্থীরা। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল।

উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজে কোন শহীদ মিনার না থাকায় বাঁশ আর সাদা কাপড় দিয়ে তৈরি অস্থায়ী শহীদ মিনার বানিয়ে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

গত ২৪ বছর আগে কলেজটি প্রতিষ্ঠা হলেও এখনও কলেজে শহীদ মিনার তৈরির কোন উদ্যোগ গ্রহন করেনি কলেজ কর্তৃপক্ষ।

চাতলপাড় ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ মনির হোসেন বলেন, ভাষা আন্দোলনের ৬৭ বছর পরও যদি ছোট ছোট শিক্ষার্থীরা শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানাতে না পারে তাহলে তারা শহীদ মিনারের মর্মকথা জানবে কিভাবে? এই বিষয়টির দিকে শিক্ষামন্ত্রণালয়ের সুদৃষ্টি দেয়া জরুরী বলে মনে করেন এই শিক্ষক।

চাতলপাড় কলেজের অধ্যক্ষ মোঃ ওমর আলী বলেন, কলেজে আটশতাধিকের বেশি শিক্ষার্থী রয়েছে। প্রতিবছর বাশেঁর তৈরি একটি অস্থায়ী শহীদ মিনারে কলেজের শিক্ষার্থীরা ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে থাকে।

এ ছাড়াও উপজেলার অধিকাংশ প্রাথমিক ও মাধ্যমিক এবং মাদ্রাসায় শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা কলা গাছ, বাঁশ অথবা কাগজ দিয়ে তৈরি শহীদ মিনার বানিয়ে মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১২৬টি সরকারি প্রাথমিক, একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,১৬টি মাধ্যমিক বিদ্যালয়, দুটি স্কুল এন্ড কলেজ ও দুইটি কলেজসহ ছয়টি আলিয়া মাদ্রাসা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র তিনটি কলেজ, ১০টি মাধ্যমিক ও ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার আছে। বাকি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শহীন মিনার নেই। এমনকি উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও শহীদ মিনার নেই।
###

নাসিরনগরে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কলাগাছ-বাঁশ-কাগজের তৈরি শহীদ মিনারে শিক্ষার্থীদের শ্রদ্ধা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষনা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় দিনব্যাপী “কৃষক প্রশিক্ষন” বুধবার অনুষ্ঠিত হয়।

অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোহাম্মদ আবু নাছের।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিন্ময় করের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আকতার হোসেন ভুইয়া। দিনব্যাপী প্রশিক্ষনে ৬০ জন কৃষক-কৃষানি অংশগ্রহন করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে ভিয়েতনাম থেকে আনা উন্নত জাতের নারিকেল চারা বিতরণ করা হয়।
###

নাসিরনগরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

botvনিউজ:

আগামী ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচন। তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।

প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোঃ রাফি উদ্দিন, সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ.টি.এম মনিরুজ্জামান সরকার ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ শরীফুজ্জামান চৌধুরী সুমন। এরা তিনজন তিন প্রজন্মের প্রার্থী। প্রার্থীদের নিয়ে নাসিরনগরে চলছে ব্যাপক আলোচনা। কে হবেন নৌকার মাঝি, কে পাবেন দলীয় মনোনয়ন এই আলোচনা এখন দলীয় নেতা-কর্মীদের মুখে মুখে।

প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোঃ রাফি উদ্দিন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ছাত্র রাজনীতির মধ্যে দিয়েই রাজনীতিতে তার হাতেখড়ি।

১৯৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যয়নকালেই তিনি ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি গত ২৭ বছর ধরে সফলতার সাথে উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। দলীয় কর্মকান্ডের পাশাপাশি তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে যুক্ত আছেন।

তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কোন নির্বাচনে অংশ নেননি। রাজনীতিতে সক্রিয় থাকলেও বর্তমানে তিনি শারিরীকভাবে অসুস্থ্য বলে জানা গেছে। বার্ধক্যজনিত নানা রোগে তিনি ভুগছেন বলে দলীয় নেতা-কর্মীরা জানান।

এ ব্যাপারে ডাঃ রাফিউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ৪৬ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত আছেন, দলের দুঃসময়ে দলের হাল ধরে রেখেছেন তবে কোন নিবার্চনে প্রার্থী হননি। তিনি বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের অনুরোধে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দলীয় মনোনয়ন পেয়ে তিনি নির্বাচনে জয়ী হতে পারলে তিনি নাসিরনগরের উন্নয়ন ও মানুষের জন্য কাজ করবেন।

প্রার্থীদের মধ্যে এ.টি.এম মনিরুজ্জামান সরকার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পড়ার সময় ছাত্রলীগের মাধ্যমেই তিনি তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। নিজ এলাকায় তিনি খুবই জনপ্রিয় ব্যক্তি। তিনি উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদে দু’বার চেয়ারম্যান নির্বাচিত হন। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরীকে হারিয়ে তিনি প্রথমবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হান্নানকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এ.টি.এম মনিরুজ্জামান সরকার।

গত ১৫ বছর ধরে সফলতার সাথে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

তৃণমূল থেকে উঠে আসা এ.টি.এম মনিরুজ্জামান সরকার দলীয় নেতা-কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। উপজেলার সকল ইউনিয়নেই রয়েছে তার শক্তিশালী অবস্থান। গত ৫ বছরে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে সাধারণ জনগনের কাছে একটা শক্ত অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছেন।

দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে মনিরুজ্জামান সরকার বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনের জন্য কাজ করেছি। এলাকায় উন্নয়ন করেছি। দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা তাঁর পক্ষে আছেন দাবি করে তিনি বলেন, দলীয় মনোনয়ন পেয়ে তিনি নির্বাচনে জয়ী হতে পারলে তিনি জনগনের প্রত্যাশার সাথে মিল রেখে নাসিরনগরকে একটি আধুনিক নাসিরনগর হিসেবে গড়ে তুলবেন।

প্রার্থীদের মধ্যে মোঃ শরীফুজ্জামান চৌধুরী সুমন বাংলাদেশ ছাত্রলীগ নাসিরনগর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক। তিনি তৃতীয় প্রজন্মের প্রার্থী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা এলাকার যুব সমাজের কাছে খুবই জনপ্রিয়। রাজনীতির পাশাপাশি তিনি এলাকায় সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত আছেন।

দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মোঃ শরীফুজ্জামান চৌধুরী সুমন বলেন, দলের তৃণমূলের নেতা-কর্মীদের অনুপ্রেরনা ও আগ্রহেই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। তিনি বলেন, দলীয় মনোনয়ন পেয়ে তিনি নির্বাচনে জয়ী হতে পারলে তিনি নাসিরনগরকে সুন্দরভাবে গড়ে তুলবেন।

###

উপজেলা পরিষদ নির্বাচন নাসিরনগর তিন প্রজন্মের তিন প্রার্থী ॥ কে হচ্ছেন নৌকার মাঝি ?

botvনিউজ:

আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন প্রার্থী। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত ছোয়াব আহমেদ হৃতুল-(নৌকা), জাতীয় পার্টি মনোনীত কামরুল হাসান খাঁন-(লাঙ্গল), নির্দলীয় প্রার্থী মোঃ রহমত আলী-(মোটর সাইকেল) এবং নির্দলীয় প্রার্থী সামসুল আরেফিন-(আনারস)।

প্রার্থীরা রয়েছেন শেষ মুহুর্তের প্রচার-প্রচারনায়। প্রার্থীরা ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। জনগনের দোয়া, ভোট ও সহযোগীতা চাচ্ছেন। ইউনিয়নের সর্বত্র শোভা পাচ্ছে প্রার্থীদের পোষ্টার। ৪জনই প্রার্থীই উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহনের ব্যবস্থা করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

উপজেলা নিবার্চন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি জানান, ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২শ ২১ জন।

উল্লেখ্য গত ২০ ডিসেম্বর এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান খান সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূণ্য হয়।
###

আগামী ২৮ ফেব্রুয়ারি নাসিরনগরের গোর্কণ ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ নিবার্চনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চান প্রবীন রাজনীতিবিদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ।

নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ি আগামী ৩১ মার্চ এই উপজেলায় নিবার্চন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মতামতের ভিত্তিতে নাসিরনগর উপজেলা থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রাফি উদ্দিন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান সরকার ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শরীফুজ্জামানের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে।

এদিকে কেন্দ্রে নাম পাঠানোর পর থেকেই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ উপজেলা পরিষদ নিবার্চনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন।

১৯৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যয়নকালেই ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। গত ২৭ বছর ধরে তিনি সফলতার সাথে উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
দলীয় কর্মকান্ডের পাশাপাশি এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে ভূমিকা রাখছেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ৪৬ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আছি। কোন নিবার্চনে প্রার্থী হইনি। কিন্তু এবার তৃণমূল নেতা-কর্মীদের অনুরোধে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, দলের সকল স্তরের নেতা-কর্মীরা তার পক্ষে আছেন। তিনি বলেন, আমি এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে চাই।
###

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান প্রবীন নেতা রাফিউদ্দিন

 

ডেক্স রিপোর্টঃ 

আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে । রবিবার মনোনয়নপত্র যাছাই-বাছাই করে ৫জন প্রার্থীর প্রার্থীতা বৈধতা ঘোষনা করা হয়েছে।

উপ-নিবার্চনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম আজাদ যাছাই-বাছাই শেষে ৫জন প্রার্থীর নাম মনোনয়ন বৈধ বলে ঘোষনা করেন।

বৈধ প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছোয়াব আহমেদ হৃতুল, জাতীয় পার্টি মনোনীত কামরুল হাসান খাঁন, নির্দলীয় এ.কে.এম সাইফুর রহমান, মোঃ রহমত আলী ও সামসুল আরেফিন।

 

উপজেলা নির্বাচন অফিসার ও উপ-নির্বাচনে রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার এবং ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান খান গত ২০ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হলে চেয়ারম্যানের পদটি শূণ্য হয়।

২৮শে ফেব্রুয়ারী নাসিরনগর গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন দুই আওয়ামীলীগ নেতা। গতকাল শনিবার সকালে নাসিরনগর প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে তারা নিজেদের প্রার্থীতা ঘোষনা করেন।

প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ নেতা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরী এবং উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্টাচার্য।

প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নির্মল চন্দ্র চৌধুরী বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে সকলের সহযোগিতায় জনগনের কল্যানে তিনি কাজ করবেন। অপর দিকে সংবাদ সম্মেলনে অপর মনোনয়ন প্রত্যাশী অরুন জ্যোতি ভট্টাচার্য বলেন, দলীয় মনোনয়ন পেয়ে তিনি নির্বাচিত হতে পারলে নাসিরনগরকে ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তুলবেন।
###

নাসিরনগরে সংবাদ সম্মেলনে দুই আওয়ামীলীগ নেতার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষনা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাধারণ মানুষের বাড়ি বাড়ি ভ্যানে করে পল্লী বিদ্যুৎ সংযোগ ও মিটার পৌঁছে দিতে আলোর ফেরিওয়ালা কার্যক্রম শুরু হয়েছে।

“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির নাসিরনগর সাব-জোনাল অফিসের উদ্যোগে উপজেলা সদরের কুলিকুন্ডা গ্রামে এই ভ্রাম্যমাণ ফেরিওয়ালার উদ্বোধন করা হয়। নাসিরনগর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় প্রকৌশলী আবদুল্লাহ বাকী, ওয়ারিং পরিদর্শক মোঃ মানিক মিয়াসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এখন থেকে বিদ্যুৎ অফিসে না গিয়ে এই ভ্রাম্যমাণ ফেরিওয়ালা থেকে মিটার সংযোগসহ সকল সুবিধা পাওয়া যাবে। গ্রাহকের প্রয়োজনীয় কাগজপত্র উপস্থিত থাকলেই তাৎক্ষণিকভাবে মিলবে এই সেবা।

এজিএম মোঃ নজরুল ইসলাম জানান, আলোর ফেরিওয়ালার মাধ্যমে বিদ্যুৎ এলাকা ও বাড়ি ঘরে স্বল্পসময়ে বিদ্যুৎ সংযোগ দেয়া আমাদের অঙ্গীকার। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য কাউকে কোনো টাকা প্রদান না করার জন্য তিনি গ্রাহকদের প্রতি অনুরোধ করেন।
###

নাসিরনগরে আলোর ফেরিওয়ালার কার্যক্রম শুরু

ফেসবুকে আমরা..