botvনিউজ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মহান একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “অ্যাডভোকেট আব্বাস উদ্দিন গোল্ডকাপ শর্ট সার্কেল” ক্রিকেট টুর্ণামেন্টে’র ফাইনাল খেলা গত বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণশাসন যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত “ক্রিকেট টুর্ণামেন্টে’১৬টি দল অংশ গ্রহণ করে। জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী ফারুকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বসির আল হেলাল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়েজ আহমেদ চিশতি, সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ব্রাহ্মণশাসন একাদশ বনাম নুরপুর একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে নুরপুর একাদশ ৪ উইকেটে জয়লাভ করে। খেলায় মোঃ আলমগীর ম্যান অব দ্যা ম্যাচ এবং রেজাউল হক ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।
###
Leave a Reply