botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন দুই আওয়ামীলীগ নেতা। গতকাল শনিবার সকালে নাসিরনগর প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে তারা নিজেদের প্রার্থীতা ঘোষনা করেন।
প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ নেতা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরী এবং উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্টাচার্য।
প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নির্মল চন্দ্র চৌধুরী বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে সকলের সহযোগিতায় জনগনের কল্যানে তিনি কাজ করবেন। অপর দিকে সংবাদ সম্মেলনে অপর মনোনয়ন প্রত্যাশী অরুন জ্যোতি ভট্টাচার্য বলেন, দলীয় মনোনয়ন পেয়ে তিনি নির্বাচিত হতে পারলে নাসিরনগরকে ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তুলবেন।
###
Leave a Reply