সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অপহরণ চক্রের হাত থেকে দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরনকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের টেকানগর গ্রাম থেকে তাদেরকে উদ্ধার ও চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত যুবকরা হলেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার জন্মেজয় গ্রামের মোশারফ হোসেনের ছেলে মোঃ ওমর ফারুক-(৩০) এবং একই উপজেলার উসহি গ্রামের পাপন-(২৫)।

গ্রেপ্তারকৃতরা হলেন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর গ্রামের আবদুল আজিজের ছেলে সোহেল মিয়া-(৪০), কিশোরগঞ্জ জেলার বাঙ্গালপাড়া উপজেলার অস্টগ্রামের আবদুল খালেকের ছেলে আবদুর রাজ্জাক টিটু-(৩৫), নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের ইউসুফ আলীর ছেলে মন্তাজ মিয়া-(৪৫) এবং নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের একরাম হোসেনের ছেলে জুলহাস মিয়া-(৪৫)। এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন জানান, উদ্ধারকৃত দুই যুবকের সাথে মোবাইল ফোনের মাধ্যমে অপহরণকারীদের বন্ধুত্ব হয়। এই বন্ধুত্বের সুযোগ নিয়ে অপহরণকারীরা তাদেরকে মোবাইল ফোনে নাসিরনগরে বেড়াতে আসতে বলেন। তাদের কথা মতো দুই যুবক গত ২৯ জুলাই নাসিরনগরে আসলে তাদেরকে আটক করে ফেলে অপহরণকারীরা।

গত মঙ্গলবার সকালে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমদের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপন দাবি তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে আসতে বলে।

এ ঘটনায় ওমর ফারুকের পরিবার গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করলে গফরগাঁও থানা পুলিশ বিষয়টি নাসিরনগর থানা পুলিশকে অবহিত করেন। পরে নাসিরনগর থানার পরিদর্শক করিব হোসেন ভিকটিমের পরিবারের সাথে কথা বলে অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য ফাঁদ পাতেন।

বুধবার বিকেলে অপহরণকারীরা মুক্তিপনের টাকা নেয়ার জন্য টেকানগর গ্রামে গেলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদের তথ্যানুযায়ি আটকে রাখা দুই যুবকে উদ্ধার করা হয়। পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
###

নাসিরনগরে চার অপহরণকারী গ্রেপ্তার ॥ দুই যুবক উদ্ধার

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোরসালিন নামে ১০ বছর বয়সি শিশু সন্তানকে হত্যার পর ছেলেধরা বলে গুজব ছড়াতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে বাবা মোঃ মোশাহিদ মিয়া-(৩৫)। গত রোববার রাতে উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক পিতা মোশাহিদ মিয়াকে গ্রেফতার করেছে। মোশাহিদ চিহ্নিত মাদকাসেবী। নিহত মোরসালিন ধরমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

এ ঘটনায় নিহতের মা হাসিনা আক্তার বাদি হয়ে গতকাল সোমবার দুপুরে নাসিরনগর থানায় মামলা দায়ের করেছে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির আহমেদ বলেন, মোশাহিদ একজন চিহ্নিত মাদকাসেবী। সে দুটি বিয়ে করেছে। বড় স্ত্রীর সাথে তার বনিবনা ছিলনা। গত কয়েকদিন ধরে সে বড় স্ত্রী হাসিনা আক্তারের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে। এই সুযোগে রোববার সন্ধ্যায় মোশাহিদ তার বড় স্ত্রীর ছেলে মোরসালিনকে ঘর থেকে ডেকে বাড়ির পাশের কবরস্থানের কাছে নিয়ে গলা কেটে হত্যা করে।

রাত নয়টার দিকে মোশাহিদ বাড়িতে এসে বলতে থাকে তার ছেলেকে ছেলে ধরা নিয়ে গেছে। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে। পরে বাড়ির পাশে কবরস্থানের ডোবায় কচুরিপানাতে লুকিয়ে রাখা মোরসালিনের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।

পরিদর্শক (তদন্ত) কবির আহমেদ আরো বলেন, ধারণা করা হচ্ছে, স্ত্রীর প্রতি প্রতিশোধ নিতে কিংবা কোনো প্রতিপক্ষকে ফাঁসাতে সে এ ধরণে কাজ করেছে। ব্লেড কিংবা অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে ও শ্বাসরোধে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনায় নিহতের মা হাসিনা আক্তার বাদি হয়ে গতকাল সোমবার দুপুরে নাসিরনগর থানায় মামলা দায়ের করেছে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
###

নাসিরনগরে ছেলেকে হত্যার পর ছেলেধরা গুজব ॥ পিতা গ্রেপ্তার

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গ্রামীণফোনের দুরন্ত উপহার প্রদান উৎসবে বিজয়ী ব্যবসায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে নাসিরনগর সদরের অফিসপাড়ায় গ্রামীফোন লিমিটেডের ডিস্ট্রিবিউশন হাউজে দুরন্ত উপহার প্রদান উৎসবে বিজয়ী ৯৫ জন ব্যবসায়ীকে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে গ্রামীণফোন এরিয়া ম্যানেজার সাব্বির মারুফ,সিনিয়র টেরিটোরি ম্যানেজার মোহাম্মদ হোসেন,টেরিটোরি ম্যানেজার মোহাম্মদ আবু দাউদ,চৌধুরী এন্টারপ্রাইজের সত্বাধিকারী ডিস্ট্রিবিউটর শরীফুজ্জামান চৌধুরী সুমন,চৌধুরী এন্টারপ্রাইজের সুপারভাইজার কমল চন্দ্র দাস ও গ্রামীণফোন কাস্টমার কেয়ার প্রতিনিধি অসিত দাসসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
###

নাসিরনগরে গ্রামীণ ফোনের দুরন্ত উপহার উৎসব অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা বজলুল হককে প্রত্যাহার করার পর এবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার তাকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে তাকে কারণ দর্শানোরও নোটিশ দেওয়া হয়েছিল।

গত ১৩ জুন বৃহস্পতিবার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান স্বাক্ষরিত আদেশে বলা হয়, “ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বজলুল হকের বিরুদ্ধে দুর্নীতি ও শৃংখলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে এ কার্যালয়ের ১২/০৬/২০১৯ তারিখের ১০৩২ নং স্বারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জবাব দাখিল করেন। জবাবটি সন্তোষজন ও যুক্তিগ্রাহ্য বিবেচিত না হওয়ায় এবং অভিযোগটি গুরুতর বিবেচনায় এতদ্বারা ্অদ্য ১৩/০৬/২০১৯ তারিখ বজলুল হক, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা, নাসিরনগর সদর ইউনিয়ন ভূমি অফিস, নাসিরনগর,

ব্রাহ্মণবাড়িয়াকে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(ঘ)(ই) উপধারার বিধান মোতাবেক তাকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক যাবতীয় সুবিধাদি প্রাপ্য হবেন”।

এ ব্যাপারে গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান, নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা বজলুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগ তদন্ত করে প্রমানিত হলে তার বিরুদ্ধে চুড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা বজলুল হকের দুর্নীতির বিরুদ্ধে ও তার শাস্তির দাবিতে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা। পরে ওইদিনই বজলুল হককে প্রত্যাহার করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
###

অবশেষে সাময়িক বরখাস্থ হলেন নাসিরনগরের সেই ভূমি কর্মকর্তা বজলুল হক

সুমন আহম্মেদঃ
ঘুষ, অনিয়ম ও দুর্নীতি অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বজলুল হককে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার দুপুরে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ভূমি সহকারি কর্মকর্তা বজলুল হকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার পর পরই অভিযুক্ত বজলুল হককে প্রত্যাহার করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মনোরঞ্জন গোপ, সুমন গোপ, মিহির দেব, অলি মিয়া, আলাল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা পরিষদ কার্যালয়ের ভবনে ডিজিটাল সাইবোর্ড রয়েছে- ‘দুর্নীতিমুক্ত উপজেলা প্রশাসন’। অথচ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ, অনিয়ন ও দুর্নীতি ছাড়া কোনো কাজ হয় না। বক্তারা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বজলুল হকের বিচার ও শাস্তি দাবির করেন।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল কবীর কার্যালয়ে না থাকায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ বিল্লাল মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা নূন্যতম ২০ হাজার টাকা ছাড়া কোনো জায়গার খারিজ দলিল করেন না। আর কাগজপত্রে ত্রুটি থাকলে তিনি (ভূমি সহকারি কর্মকর্তা) পাঁচ গুন টাকা আদায় করেন। অথচ বাংলাদেশ সরকার কর্তৃক ভূমির খারিজের ফি এক হাজার ১৫০ টাকা। তাঁরা বলেন, চুড়ান্ত বিএস খতিয়ান আসার পরও দাগে সামান্য ভুল থাকলে জমির মালিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন তিনি। টাকা না দিলে তিনি কোনো কাজ করেন না এবং কাগজপত্র আলমারিতে তালাবদ্ধ করে রেখে দেন। বক্তারা বলেন, দুইশত টাকার খাজনার চেকের জন্য তিনি ৫ হাজার টাকা নিয়ে থাকেন। ভিপি জমির নামজারীর জন্য তাকে দেড় লাখ টাকা দিতে হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তাৎক্ষনিকভাবে অভিযুক্ত বজলুল হককে প্রত্যাহার করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
###

ঘুষ-অনিয়ম ও দুর্নীতি অভিযোগে নাসিরনগরে ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রত্যাহার

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাবার সাথে অভিমান করে নয়ন দাস (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

গত রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত নয়ন ওই এলাকার রেবতি দাসের ছেলে ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

এলাকাবাসী জানান, কিছুদিন আগে নয়নের মা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। মায়ের মৃত্যুর পর সংসারের রান্নাসহ যাবতীয় কাজের দায়িত্ব এসে পড়ে নয়নের ওপর। এরপর থেকে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায়ই বাদানুবাদ হতো।

রোববার সন্ধ্যার পরও বাবা ছেলের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর বাবা ঘর থেকে বের হয়ে গেলে রাত ৯ টার সময় ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে নয়ন।

সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার নগেন্দ্র বলেন, আত্মহত্যা করার জন্য গলায় রশি বেঁধে ঝুলতে থাকে নয়ন। এ সময় রশি ছিঁড়ে পড়ে গিয়ে তার মাথা থেকে রক্তক্ষরণ হয় এবং তার জিহবা কেটে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের পর লাশ বাড়িতে এনে দাহ করার ব্যবস্থা করা হয়েছে।
###

বাবার সাথে অভিমান করে নাসিরনগরে স্কুল ছাত্রের আত্মহত্যা

সুমন আহম্মেদঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ইউনিয়নের কুন্ডা ইউনিয়নের ১ হাজার ৪শ ৭০টি অসহায় ও গরীব পরিবারের মধ্যে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার কুন্ডা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল কবির চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুন্ডা ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম, ট্যাক অফিসার ও রির্সোস কর্মকর্তা শাহজাহান ভুইয়াসহ ইউপি সদস্যগণ।
###

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাসিরনগরে দরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

গত শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল কবিরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার ফান্দাউক ও আক্তারনগর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা এবং ৮ কেজি খাবার অনুপযোগী পচাঁ খেজুর জব্দ করা হয়। এ সময় বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকায় ইউএনও প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সর্তক করে দেন ও নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশ দেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল কবির জানান, ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
###

ভ্রাম্যমান আদালতে অভিযান নাসিরনগরে ব্যবসায়ীদের জরিমানা

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কাল বৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ বি.এম ফরহাদ হোসেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় ও গতকাল বুধবার দুপুরে তিনি এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্থরা তাদের দুর্দশার কথা তুলে ধরে সহায়তা কামনা করেন।
এ সময় বিএম ফরহাদ হোসেন এমপি ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য সংশিষ্টদের নির্দেশ দেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা লতিফ হোসেন, সৈয়দ লিযাকত আব্বাস টিপুসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত সোমবার সন্ধ্যায় নাসিরনগরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে উপজেলার ভলাকুট ইউনিয়ন, চাতলপাড় ইউনিয়ন, গোয়ালনগর ইউনিয়ন, বুড়িশ্বর ইউনিয়ন, ফান্দাউক ইউনিয়ন, সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাচঁশতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। উপড়ে ও ভেঙ্গে যায় বিদ্যুতের ৩৫টি খুটি, অসংখ্য গাছপালা।
###

বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ফরহাদ হোসেন এমপি

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র রমজান মাস পল্লী বিদ্যুতের সেবার মাস উপলক্ষে ফেরি করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ ও মিটার পৌঁছে দিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি।

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির নাসিরনগর সাব-জোনাল অফিসের উদ্যোগে রোববার সকালে নাসিরনগর উপজেলায় আলোর ফেরিওয়ালার কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মোঃ শাহজাহান তালুকদার।

এ সময় ডিজিএম (টেকনিকেল) প্রকৌশলী জাহাঙ্গীর আলম, এজিএস মোঃ আনোয়ার হোসেন, নাসিরনগর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (নিপুর) হিমেল কুমার সাহা, জুনিয়র প্রকৌশলী আবদুল্লাহ বাকী, ওয়ারিং পরিদর্শক মোঃ মানিক মিয়া ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর পল্লী বিদ্যুৎ সমিতির, নাসিরনগর সাব-জোনাল অফিসের ৫৩ জন কর্মকর্তা-কর্মচারী জিপগাড়ি, পিকআপ, অটোরিকসায় করে মিটার, সার্ভিস তার, বোর্ড ও সংযোগের প্রয়োজনীয় আবেদন ফরমসহ উপজেলার বুড়িশ্বর, পূর্বভাগ ও চাপরতলা ইউনিয়নে প্রায় ১৯১ টি মিটার স্থাপন করেন।

নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়া উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের নাসির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না। আলোর ফেরিওয়ালায় আবেদন করার সাথে সাথেই আমার ঘরে মিটার স্থাপনসহ অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পাই।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মোঃ শাহজাহান তালুকদার বলেন, পবিত্র রমজান মাস পল্লী বিদ্যুতের সেবার মাস উপলক্ষে আলোর ফেরিওয়ালা কার্যক্রমের মাধ্যমে কোন বিড়ম্বনা ছাড়াই গ্রাহকরা বিদ্যুৎ সংযোগ পাবেন। এতে কোন দুর্নীতির সুযোগ নেই। বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য কাউকে কোনো টাকা প্রদান না করার জন্য তিনি গ্রাহকদের অনুরোধ জানান।
###

নাসিরনগরে পল্লী বিদ্যুতের “আলোর ফেরিওয়ালার উদ্বোধন

ফেসবুকে আমরা..