সুমন আহম্মেদঃ
বিএনপি না বুঝেই সরকারের করা আইনকে কালো আইন মনে করে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানে জাতীয় সংসদে যে আইন পাস হয়েছে সেটিকে ‘কালো আইন’ বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপিকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, ওনারা আইন বুঝুক আর না বুঝুক- যেটাই আমরা করি সেটাই ওনাদের কাছে কালো আইন মনে হয়। আমি ওনাদের বলব- এই আইনটা পড়তে, বুঝতে। তারপর যেন ওনারা মন্তব্য করেন।

নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে করে আখাউড়ায় আসেন আইনমন্ত্রী।

এ সময় আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
###

বিএনপি না বুঝেই কালো আইন মনে করে : আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া):
আখাউড়ায় প্রতিবন্ধী ও অসহায় দুস্থদের জামা কাপড় দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ঝরাপাতা। গতকাল শনিবার দুপুরে আখাউড়ার খালাজুড়া মাঠে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ঝরাপাতার বর্ষপূতি উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ, বাহার মালদার, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম। ঝরাপাতার উপদেষ্টা শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তৃতা করেন, ঝরাপাতার উপদেষ্টা আজিজুল ইসলাম জুয়েল, সাংবাদিক ফজলে রাব্বি, জালাল হোসেন মামুন, আসিনুর রহমান, ঝরাপাতার প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসাইন, ঝরাপাতার তানিয়া আক্তার ও সুফিয়া আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া, প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. বেল্লাল, সাংবাদিক কাজী মফিকুল ইসলাম সুহিন, তাজবীর আহমেদ, রতন পারভেজ, ঝরপাতার মামুন খান, সুমন ভূইয়া, মাখরুমা মিমি, এ্যানি আক্তার, ইয়ামিন ভূঁইয়া। পরে অতিথিরা ঝরাপাতার বর্ষপূর্তিতে কেক কাটেন ও প্রতিবন্ধী, অসহায় দুস্থদের মাঝে জামা কাপড় বিতরণ করেন।

সাফল্যের ২য় বর্ষে ঝরাপাতা প্রতিবন্ধিদের পাশে

সুমন আহম্মেদঃ
আজমপুর, টানপাড়া রেল ক্রসিং এ ট্রেনের নিচে পড়ে বৃদ্ধ মহিলা পা কাটা পড়েছে।
আজ বিকালে ঢাকা অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে গুরুত্ব ভাবে আহত হয়েছে ফুলচান বেগম(৭৫)। তখন দুর্ঘটনায় মহিলাটির ডান পা শরীল থেকে আলাদা হয়ে যায়। তিনি আখাউড়া উপজেলার টানপাড়া গ্রামের মৃত কমল মিয়ার স্ত্রী।

আহত ফুলচান এখন অসুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অর্থোপিডিক্স বিভাগে ভর্তি আছে।

জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সাইদুর রহমান বলেন- রোগীর অবস্থা আশংকাজনক, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।প্রচুর রক্তক্ষরণ হয়েছে রোগির। তাই এখন রোগিকে রক্ত দিলে তাকে বাচানো সম্ভব হবে।
###

ঢাকামুখী জয়ন্তিকা এক্সপ্রেসের চাপায় পা হারিয়েছে বৃদ্ধ মহিলা–

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডঃ আনিসুল হকের পিতা অ্যাডঃ সিরাজুল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কোরআনখানি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখায়্যাত হোসেন নয়নের পরিচালনায় সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা সেলিম ভূইয়া, আব্দুল হালিম হেলাল, ড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, উপজেলা যুবলীগ নেতা আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, মনির খান প্রমুখ।

এদিকে প্রয়াত সিরাজুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তদানে উৎসাহ দিতে সেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘আত্মীয়’ গণস্বাক্ষর ও কমপোর্ট ডায়াগনস্টিক সেন্টার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন করে।
###

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর অ্যাডঃ সিরাজুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

সুমন অহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবীর হাত থেকে নিজের শিশু কন্যাকে বাঁচাতে আকুতি জানিয়েছেন অসহায় এক মা। নিজের অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে ওই মাদকসেবীর সাথে বিয়ে দিতে রাজী না হওয়ায় মাদকসেবী আবদুল্লাহ তার মেয়েকে জোর করে বিয়ে করতে চায়। বিয়ে না দিলে মেয়েকে মেরে ফেলার ও মেয়ের সাথে আবদুল্লাহর ছবি যুক্ত করে ফেসবুকে ছবি ছড়িয়ে দেয়ারও হুমকি দেয়।

এ ঘটনায় তিনি (মেয়ের মা) গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে তার মেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে ও ওই নারীর সাথে কথা বলে জানা গেছে, জেলার আখাউড়া পৌর এলাকার বাসিন্দা ওই নারী তার স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তার দুই মেয়েকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শহরের দক্ষিণ মৌড়াইলে ভাড়া বাসায় বসবাস করছেন।

ওই নারীর বড় মেয়ে ২০১৮ সালে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের ছাতিয়ান গ্রামের আলী আকবরের ছেলে মোঃ আব্দুল্লাহ আল-মামুন তাকে কুপ্রস্তাব দিতো। এক পর্যায়ে সে তার শিশু কন্যাকে বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু আব্দুল্লাহ আল-মামুন মাদকাসক্ত হওয়ায় ও তার মেয়ের বিয়ের বয়স না হওয়ায় তিনি বিয়ে দিতে রাজি হন নি।

এক পর্যায়ে আব্দুল্লাহ’র হুমকি-ধামকির মুখে মেয়েটি স্কুল যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু এতেও পিছু ছাড়ে নি আব্দুল্লাহ। বিভিন্ন সময়ে আত্মীয় স্বজনের মাধ্যমে সে পুনরায় বিয়ের প্রস্তাব দেয়। কোন অবস্থাতেই ওই মেয়ের মাকে রাজী করাতে না পেরে আবদুল্লাহ তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করাসহ অশ্লীল ছবি ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয়।

এমনকি গত ১০ অক্টোবর আব্দুল্লাহ তার মোবাইল ফোন থেকে ওই স্কুল ছাত্রীর মায়ের মোবাইল ফোনে অশ্লীল ছবি পাঠায়।

এ ঘটনায় মেয়ের মা গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আব্দুল্লাহ, তার বাবা ও মা, সহযোগি অনিক, অয়ন এবং ওই নারীর বোন নুপুর বেগমসহ সাতজনকে আসামী করা হয়। তবে গতকাল শনিবার দুপুর নাগাদ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয় নি।

এ ব্যাপারে থানায় অভিযোগকারী ওই মেয়ের মা বলেন, মাদক সেবীর কাছে আমার মেয়েকে আমি বিয়ে দিবো না। এছাড়া আমার মেয়ের বিয়ের বয়সও হয় নি। কিন্তু তারা (ছেলে পক্ষ) আমার মেয়েকে জোর করে বিয়ে করিয়ে নিতে চায়। বিয়ে না দিলে মেরে ফেলবে বলেও হুমকি দিচ্ছে। তিনি বলেন, মেয়েকে নিয়ে বিপাকে আছি। মেয়ের সাথে ওই ছেলের (আবদুল্লাহ) ছবি যুক্ত করে ফেসবুকে ছবি ছড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হচ্ছে। প্রশাসনের কাছে গিয়েও কোনো সুরাহা পাইনি।

তিনি বলেন, এর আগে তার মেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ছেলেপক্ষকে ডেকে এনে সতর্ক করে দেন। ছেলেপক্ষ আর বাড়াবাড়ি করবেনা বলে ইউএনওকে আশ্বস্থ করেন। এর পরেও ওই ছেলে আমার মেয়েকে আবার বিরক্ত করায় তিনি পুনরায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে গেলে নির্বাহী অফিসার তাকে এ বিষয়ে থানায় মামলা দায়ের করার পরামর্শ দেন ও থানার ওসিকে মোবাইল ফোনে বলে দেন।

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল্লাহ আল-মামুনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই মেয়ের সাথে আমার পারিবারিকভাবে বিয়ের আলাপ চলছিল। মেয়ের পরিবার ১০ লাখ টাকা কাবিন করানোর কথা বলায় বিয়ে হয় নি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন শনিবার দুপুরে বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এক এস.আই কে দায়িত্ব দেয়া হয়েছে।’ বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে তিনি জানান।
###

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবীর হাত থেকে শিশু কন্যাকে রক্ষায় মায়ের আকুতি

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ওমর ফারুক (৪২) গতকাল শুক্রবার ভোরে তারাগনের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)।

বাদ জুমা তারাগন মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। আইনমন্ত্রী আনিসুল হক এম.পি জানাজার সময় মোবাইল ফোনে বক্তব্য রাখেন। আখাউড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রীসহ আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
###

ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ওমর ফারুকের ইন্তেকাল

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে আখাউড়া রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকা থেকে ওই ব্যক্তির মাথা, বাম হাত ও ডান পায়ের গোড়ালির অংশ পুলিশ উদ্ধার করা হয়। তবে শরীরের বাকি অংশ পাওয়া যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার পুলিশ জানায়, সকালে রেলওয়ে জংশনের দক্ষিণ আউটার সিগন্যাল (বাগানবাড়ি এলাকায়) এর কাছে এক ব্যক্তির খন্ডিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানলে পুলিশ ঘটনাস্থলে গেয়ে খন্ডিত লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের বিচ্ছিন্ন অংশ (মাথা, বাম হাত ও পায়ের গোড়ালি) উদ্ধার করে। তিনি বলেন, লাশের অবশিষ্ট অংশ খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি বলেন, নিহত লোকটি কোন শ্রমিক। রেললাইনে বসে থাকাবস্থায় সকালের কোন ট্রেনের নিচে সে কাটা পড়েছে।
###

আখাউড়ায় খন্ডিত লাশ উদ্ধার

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সম্পর্কে খোঁজ নিলেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স (রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নিযুক্ত মিশনের অস্থায়ী প্রধান) কিজেং ওয়াং চং। গতকাল শনিবার সকালে বন্দর পরিদর্শনে এসে তিনি খোঁজ নেন। একই সঙ্গে এই বন্দরের সঙ্গে নৌ পথের যোগাযোগ বিষয়েও তিনি সংশ্লিষ্টদের কাছে জানতে চান।

কিজেং ওয়াং চং সকালে আখাউড়া এসে বন্দরের বিভিন্ন কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি জানতে চান এ বন্দর দিয়ে কি কি পণ্য আমদানি-রপ্তানি হয়। বন্দরের সুযোগ সুবিধা কি রকম। স্থলবন্দরের কাছের নৌ-বন্দর সম্পর্কেও তিনি খোঁজ নেন। এ সময় তিনি বাংলাদেশ-ভুটানের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো বৃদ্ধি করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. আব্দুল করিম, ওসি রসুল আহমেদ নিজামীসহ অন্যান্যরা ওই কর্মকর্তাকে স্বাগত জানান। স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়িরা ভুটানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
###

আখাউড়া স্থলবন্দরের বাণিজ্য সম্পর্কে খোঁজ নিলেন ভুটানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা তাঁর এক বক্তব্যে সামাজিক সংগঠনের অনুষ্ঠান আয়োজনে মিলনায়তনের ভাড়া নিজ আয় থেকে দিবেন বলে ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার তিনি জানান, মিলনায়তন ভাড়া নেয়ার নিয়ম রয়েছে। এক্ষেত্রে তিনি সামাজিক সংগঠনের ভাড়া নিজ থেকে সরকারি কোষাগারে জমা দিবেন।

দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ‘হাসিমুখ’ নামে একটি সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে কেক কাটা, বৃক্ষ বিতরণ, দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও তাহমিনা আক্তার।
এ সময় জানানো হয়, আয়োজক সংগঠনটির সদস্যরা সবাই শিক্ষার্থীরা। নিজেদের পড়ার খরচ থেকে বাঁচানো টাকায় তাঁরা শিশুদের বিভিন্নভাবে সহযোগিতা করে। এক্ষেত্রে মিলনায়তনের ভাড়া দেয়া তাঁদের পক্ষে কষ্টসাধ্য হয়ে যায়।

সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু’র সভাপতিত্বে ও মো. মনির হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রসুল আহমেদ নিজামী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহবুদ্দিন বেগ শাপলু। অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন। পরে শতাধিক শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
###

আখাউড়ায় শুভ উদ্যোগ মিলনায়তনের ভাড়া দিবেন ইউএনও!

সুমন আহম্মেদঃ
আইনমন্ত্রী এড. আনিসুল হক বলেন, আবরারের ঘটনা অত্যন্ত দু:খজনক এবং মর্মান্তিক। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলামের এক মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, বিএনপির দায়িত্বজ্ঞানহীন নেতারা সব ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বক্তব্য দেন। বিএনপির কর্মকান্ড দেশবাসী জানেন। এখন ওরা যে বেসুরা গান গাইছেন, জনগণ তাতে কান দিবে না। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা এ দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বিএনপি আইনের শাসন নষ্ট করেছিল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
এর আগে সকাল সোয়া দশটায় আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় এসে পৌঁছেন আইনমন্ত্রী আনিসুল হক।

###

আবরার হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে: আখাউড়ায় আইনমন্ত্রী

ফেসবুকে আমরা..