ঢাকামুখী জয়ন্তিকা এক্সপ্রেসের চাপায় পা হারিয়েছে বৃদ্ধ মহিলা–

সুমন আহম্মেদঃ
আজমপুর, টানপাড়া রেল ক্রসিং এ ট্রেনের নিচে পড়ে বৃদ্ধ মহিলা পা কাটা পড়েছে।
আজ বিকালে ঢাকা অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে গুরুত্ব ভাবে আহত হয়েছে ফুলচান বেগম(৭৫)। তখন দুর্ঘটনায় মহিলাটির ডান পা শরীল থেকে আলাদা হয়ে যায়। তিনি আখাউড়া উপজেলার টানপাড়া গ্রামের মৃত কমল মিয়ার স্ত্রী।

আহত ফুলচান এখন অসুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অর্থোপিডিক্স বিভাগে ভর্তি আছে।

জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সাইদুর রহমান বলেন- রোগীর অবস্থা আশংকাজনক, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।প্রচুর রক্তক্ষরণ হয়েছে রোগির। তাই এখন রোগিকে রক্ত দিলে তাকে বাচানো সম্ভব হবে।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..