জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর অ্যাডঃ সিরাজুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডঃ আনিসুল হকের পিতা অ্যাডঃ সিরাজুল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কোরআনখানি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখায়্যাত হোসেন নয়নের পরিচালনায় সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা সেলিম ভূইয়া, আব্দুল হালিম হেলাল, ড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, উপজেলা যুবলীগ নেতা আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, মনির খান প্রমুখ।

এদিকে প্রয়াত সিরাজুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তদানে উৎসাহ দিতে সেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘আত্মীয়’ গণস্বাক্ষর ও কমপোর্ট ডায়াগনস্টিক সেন্টার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন করে।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..