স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পঁচা খাবার বিক্রির দায়ে “ ভাই ভাই হোটেল” নামে এক হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হাসান নবীনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হাসান বলেন, নবীনগর বাজারের ভাই ভাই হোটেলে পঁচা মাছ ও বাসি তরকারি রান্না করে বিক্রি করে এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় হোটেল মালিক তার অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং হোটেলে থাকা পঁচা ও বাসি তরকারি ধ্বংস করা হয়।

নবীনগরে পঁচা খাবার বিক্রির দায়ে এক হোটেলকে জরিমানা


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আজ সকালে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে ও স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়। অবহিতকরণ সভায় সরকারি কর্মকর্তা,চিকিৎসক ও সাংবাদিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেডিকেল টেকনোলজিষ্ট(ইপিআই) শাখাওয়াত হোসেন সভায় জানান, ৫ জুন থেকে আগামী ১৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত উপজেলার ১৩টি ইউনিয়নে ৩১৩টি টিকাদান কেন্দ্র থেকে (৬মাস থেকে ৫৯ মাস পর্যন্ত) ৪৮ হাজার ৯‘শ ৭৪ জন শিশুকে ভিটামিন‘এ’ ক্যাপসুল খায়ানো হবে। এজন্য উপজেলায় টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য কর্মীসহ ৬২৬ জন সেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।

জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নাসিরনগরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

২০২১-২২ অর্থ বছরের বাজেটকে শিক্ষা বিরোধী ও বাজেটকে শিক্ষা বিরোধী ও বাজেটকে শিক্ষাকে পণ্য এবং শিক্ষার্থীদেরকে ভোক্তা বানানোর বাজেট হিসেবে আখ্যায়িত করে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষাখাতে বাজেটের ২৫ শতাংশ, জিডিপির আট শতাংশ বরাদ্দ দেয়া এবং বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ১৫ শতাংশ ভ্যাট বাতিলের দাবিও জানানো হয়। আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র মৈত্রীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ খাঁন, সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট মোঃ নাসির মিয়া, বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড দীপক চৌধুরী বাপ্পী, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, জেলা যুব মৈত্রীর সদস্য সচিব কমরেড ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্র মৈত্রীর কার্যকরি সদস্য মুহুয়ি শারদ, তানিয়া সুলতানা ঊষা, আয়াসুল ইসলাম আসিফ, স্কুল বিষয়ক সম্পাদক রূপম ধর, মেহেদী, হোসাইন ইসলাম জয় প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার বানিজ্যিকরণ বন্ধ করতে হবে। বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দ করতে হবে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে হবে।

মানববন্ধনে বক্তারা জাতীয় বাজেটে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষ বরাদ্দ রাখার দাবি জানানো হয়।

শিক্ষাখাতে বাজেট বাড়ানো ও ভ্যাট প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রমৈত্রীর মানববন্ধন


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বে-সরকারি হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার আহমেদ হাসপাতালে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া শিশুর নাম ওবায়েদ। তার বয়স ৪৭ দিন। শিশু ওবায়েদ নবীনগর উপজেলার মাঝিকাড়া গ্রামের কাউসার মিয়ার ছেলে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে শিশু ওবায়েদকে নিয়ে আহমেদ হাসপাতালে যান শিশুর মা সাবিনা আক্তার। চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাম করার বলেন। সাবিনা আক্তার তার ছেলে নিয়ে আল্ট্রাসনোগ্রাম কক্ষে ঢোকার আগে শিশুটিকে তার পাশে বসা অপরিচিত এক মহিলার কোলে দিয়ে যান। পরে আল্ট্রাসনোগ্রাম কক্ষ থেকে বেরিয়ে দেখেন ওই মহিলা সেখানে নেই। হাসপাতাল ও আশপাশে অনেক খোঁজ করেও ওই মহিলাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ বলেন, শিশু চুরি হওয়ার খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধারের জন্য চেষ্টা করছে।

নবীনগরে হাসপাতাল থেকে শিশু চুরি


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার ১১টি চোরাই মোটর সাইকেলসহ চোরাই মোটর সাইকেল চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই মোটর সাইকেল কেনা-বেচার নগদ ২ লাখ ৭০ হাজার ৮শত টাকা, ১০টি মোটর সাইকেলের নাম্বার প্লেট এবং ৪টি ওয়াটার পাম্প মোটর উদ্ধার করা হয়। গত ৪৮ ঘন্টায় (শনিবার ও রোববার) সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোটর সাইকেল চোর চক্রের মূল হোতা, সদর উপজেলার সুলতানপুর গ্রামের খানপাড়ার মোঃ নাছির-(২৩), তার সহযোগী পৌর এলাকার কান্দিপাড়ার সুমন মিয়া-(২৭), আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর হাজী বাড়ির ওমর সানি প্রকাশ শিমুল-(২৫), সদর উপজেলার শিলাউর গ্রামের মোঃ নাঈম-(২০), সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর গ্রামের আলমগীর চৌধুরী-(৩০), একই এলাকার নূরুল আমিন ওরফে রুহুল আমিন চৌধুরী-(২৯) একই ইউনিয়নের দক্ষিণ জগতসার গ্রামের মিজান মিয়া-(২৮) ও মাওলানা মোঃ কাউছার মিয়া-(৫০) ও সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উড়শিউড়া গ্রামের হোসেন মিয়া-(৪০)।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পৌর এলাকার কান্দিপাড়া থেকে মোটর সাইকেল চোর চক্রের সদস্য সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রের মূল হোতা নাসিরকে গ্রেপ্তার করা হয় এবং নাসিরের কাছ থেকে ৬টি চোরাই মোটর সাইকেল, ১০টি মোটর সাইকেলের নাম্বার প্লেইট এবং ৪টি পাম্প উদ্ধার করা হয়। পরে নাসিরের দেয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় (সুলতানপুর, বাসুদেব ও মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন গ্রাম) অভিযান চালিয়ে আরো ৫টি মোটর সাইকেলসহ ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, মোটর সাইকেল চোর চক্রের সদস্যরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকাসহ অন্যান্য জেলা থেকে সহযোগীদের নিয়ে মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে সেগুলো স্বল্পমূল্যে ক্রয়-বিক্রয় করে থাকে। জেলায় মোটর সাইকেল চোর চক্রের আরও কয়েকটির সন্ধান আমরা পেয়েছি। তাদেরকেও দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ চোরাই মোটর সাইকেলসহ ৯ চোর গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পছন্দ করা মেয়ে প্রেমিকার সাথে বিয়েতে সম্মতি না দেয়ায় ফাঁসিতে ঝুলে আশরাফুল ইসলাম (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রাতে উপজেলার বড়তল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ওই গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে। পেশায় তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার অটোরিকশা চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন আশরাফুল ইসলাম। বাড়িতে এসে বাবাকে একটি পছন্দ করা মেয়ের কথা জানান। পরে সে মেয়েকে বিয়ের করবে বলে জানান। এ বিয়েতে বাবা সম্মতি না দেওয়া রাগ করে নিজের ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। পরে রাতে অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় জানালারছিদ্র দিয়ে আশরাফুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকার সাথে বিয়ে না দেয়ায় যুবকের আত্মহত্যা


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
হেফাজতের তান্ডবে (গত ২৬ মার্চ) ধ্বংসপ্রায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটি সংস্কারপূর্বক দ্রুত সংস্কার করে দ্রুত ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিতের জন্য ১৫দিনের আল্টিমেটাম দিয়েছে সন্ত্রাস বিরোধী মঞ্চ, ব্রাহ্মণবাড়িয়া। নতুবা রেললাইন অবরোধ করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়েছে।

আজ বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এই ঘোষনা দেয়া হয়। এ সময় তান্ডবের ইন্ধনদাতা জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি মোবাবর উল্লাহসহ হেফাজতের শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রয়লব্দ অর্থ দিয়ে ক্ষতিগ্রস্থ জাতীয় সম্পদ সংস্কারের দাবি জানানো হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট,ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাংবাদিক আবদুন নূরের সভাপতিত্বে ও বাচিক শিল্পী মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর রেজা শাহজাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার বর্দ্ধন, ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কমিটির সহ-সভাপতি আবু হোরায়রাহ, জেলা যুব মৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ ।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, তান্ডবের ঘটনায় আপীল বিভাগের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে পুলিশ সুপারের ভূমিকাসহ ব্রাহ্মণবাড়িয়ার তান্ডবের সকল বিষয় তদন্তপূর্বক প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয়।

আগামী ১৫ দিনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন না থামলে রেলপথ অবরোধের ঘোষণা


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম।

উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্তা রানী বিশ্বাসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিসুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার।

এসময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা -কর্মচারী,খামারীরাসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে খামারী ও উদ্যোক্তাদের ২৬ স্টল অংশগ্রহন করে। পরে অতিথিরা প্রদর্শনী পরিশর্দন করেন।

নাসিরনগরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রদর্শনী অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিসুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) এটিএম আরিচুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলামসহ চিকিৎসক,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় বলেন, (৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত) প্রতিদিন সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত উপজেলার ১৩টি ইউনিয়নে ৩১৩টি টিকাদান কেন্দ্র থেকে (৬মাস থেকে ৫৯ মাস পর্যন্ত) ৪৮ হাজার ৯‘শ ৭৪ জন শিশুকে ভিটামিন‘এ’ ক্যাপসুল খায়ানো হবে। এজন্য উপজেলায় টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য কর্মীসহ ৬২৬ জন সেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।

নাসিরনগরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ফাতেমা খাতুন-(২১) নামে এক যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (৩ জুন) রাত নয়টার দিকে পৌর এলাকার দাতিয়ারা ওয়াপদা কলোনীর ভেতরের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত ফাতেমা জেলার নাসিরনগর উপজেলার শ্যামনগর গ্রামের কুদরত আলীর মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ফাতেমা পৌর শহরের উত্তর মৌড়াইলের একটি বাড়িতে ভাড়া থেকে শহরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ওয়াপদা কলোনীর ভেতরের পুকুর পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে স্বজনরা তার লাশ সনাক্ত করে। তিনি বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ভিক্ষুকের লাশ উদ্ধার

ফেসবুকে আমরা..