নাসিরনগরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রদর্শনী অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম।

উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্তা রানী বিশ্বাসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিসুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার।

এসময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা -কর্মচারী,খামারীরাসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে খামারী ও উদ্যোক্তাদের ২৬ স্টল অংশগ্রহন করে। পরে অতিথিরা প্রদর্শনী পরিশর্দন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..