স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পঁচা খাবার বিক্রির দায়ে “ ভাই ভাই হোটেল” নামে এক হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হাসান নবীনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হাসান বলেন, নবীনগর বাজারের ভাই ভাই হোটেলে পঁচা মাছ ও বাসি তরকারি রান্না করে বিক্রি করে এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় হোটেল মালিক তার অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং হোটেলে থাকা পঁচা ও বাসি তরকারি ধ্বংস করা হয়।
Leave a Reply