স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে মাঠে নেমেছে পাঁচ শতাধিক পুলিশ।
সোমবার দুপুর ১২টার পর থেকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা মহড়ার মাধ্যমে শহরের দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য কাজ শুরু করেন। পরে পর্যায়ক্রমে শহরের বাণিজ্যিক বিতান, শপিংমলগুলো বন্ধ করে দেয়া হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান এবং ঔষধের ফার্মেসী ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে। মাস্ক ছাড়া কাউকে চলাফেরা করতে দেয়া হচ্ছেনা।

শহরে যানবাহন চলাচলে নিয়ন্ত্রন করার জন্যে প্রবেশ পথগুলোতে চেকপোষ্ট বসানো হয়েছে। মহাসড়ক গুলোতে গণপরিবহন বন্ধ থাকলেও রিকসা, প্রাইভেটকার, ইজিবাইক, ট্রাকসহ পন্যবাহী যানবাহন চলাচল করছে স্বাভাবিক নিয়মে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আগামী বুধবার পর্যন্ত সরকার ঘোষিত সীমিত পরিসরে লকডাউনে আমরা কাউকে অপ্রয়োজনে বাসা থেকে বের হতে দেব না। পুলিশের পক্ষ থেকে নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। তিনি সকলকে আতংকিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মুহাম্মদ শাহীন জানান, পুলিশের পক্ষ থেকে জেলার ১১৬টি পয়েন্টে ৫ শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছেন। যেকোনো মূল্যে সরকার ঘোষিত বিধি নিষেধ বাস্তবায়ন করা হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন জানান, কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে পুরো জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২টি মোবাইল কোর্ট বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। এছাড়া অতিরিক্ত ৬জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে দায়িত্ব পালনে প্রস্তুত রাখা হয়েছে। যারা স্বাস্থ্যবিধি অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে।

এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লাহ জানান, এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৪ হাজার ১৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ৩৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ৬২ জন মারা গেছেন।

বর্তমানে জেলায় সেভ আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ৩শ ৬৪ জন, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি আছেন ২০ জন। তাদের সকলেই হালকা এবং মাঝারি আকারের সর্দি-জ্বর, সাধারন উপসর্গে আক্রান্ত। তিনি জেলার সকল নাগরিকদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।

ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে নেমেছে ৫ শতাধিক পুলিশ


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা ও নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কসবা পৌর সভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর ভুঁইয়া, ডাঃ অরূপ পাল, কসবা প্রেসক্লাবের সভাপতি আবদুল হান্নান, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশিদ ঢালী, ইউপি চেয়ারম্যান কবির আহমদ খান, ইয়াকুব আলী ভুঁইয়া, এস.এম মান্নান জাহাঙ্গীর, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আঃ রহিম ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।

কসবায় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে রোববার দিনব্যাপী খাঁচায় মাছ চাষে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে।

খাঁচায় মৎস্য চাষের অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি বেজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ একোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পের আওতায় নাসিরনগর উপজেলার ২০ সদস্যের একটি দল ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পশ্চিম পাইকপাড়া তিতাস নদীতে খাঁচায় মাছ চাষের একটি খামার পরিদর্শন করেন।

এ সময় খাঁচার মৎস্য চাষী অসীম দাস তার প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন।
তিতাস নদীতে খাঁচায় মৎস্য চাষে অভিজ্ঞতা বিনিময় সফরে অংশগ্রহন করেন জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুদ্দিন, সদর উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা মুরাদ মিয়া, ক্ষেত্র সহকারী শরীফা বেগম,তুষার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় খাঁচায় মাছ চাষ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় সফর


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক অর্জনের স্বীকৃতিস্বরূপ “ জেলা পর্যায়ে” শুদ্ধাচার পুরষ্কার প্রদান ও আলোচনা সভা শনিবার (২৬ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক অর্জনের স্বীকৃতিস্বরুপ চারজনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন প্রধান অতিথি হিসেবে তাদের হাতে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (্ইউএনও) নূর-এ-আলম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান ও জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় সহকারী কাম উচ্চমান সহকারী মোঃ শাহজাদা খান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মাহমুদ আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ বড়–য়া প্রমুখ। একই অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারী মোঃ ফজলু মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় চারজনকে শুদ্ধাচার পুরষ্কার প্রদান


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশী বাঁধা উপেক্ষা করে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক নিষিদ্ধের ঘোষনা বাতিলসহ আট দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন।
রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়।

দাবিগুলো হচ্ছে অবিলম্বে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক নিষিদ্ধের গোষনা বাতিল করা, বুয়েটের প্রস্তাবিত রিকশা বডি, উন্নত গতি নিয়ন্ত্রক ও ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স প্রদান করা, চালকদের প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স এবং সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকসহ সকল শ্রমজীবি শ্রেনীর মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা, যানজট নিরসনে জেলা শহরের মেড্ডা থেকে ভাদুঘর পর্যন্ত তিতাস নদীর পাড় দিয়ে নতুন রাস্তা নির্মান, শহরের মৌলভীপাড়া থেকে পুনিয়াউট বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা প্রশস্ত করা, প্রত্যেক জনবহুল এলাকায় রিকশা, ভ্যান ও ইজিবাইকের জন্য স্ট্যান্ড নির্মানর, পৌর এলাকা ও পৌর এলাকা সংলগ্ন রিকশা ও রিকাশা চালকের লাইসেন্স এবং ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চালানোর অধিকার দেয়া।

সদর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আহবায়ক নূরুল আলম ও সদস্য সচিব সাহেদ মিয়া বলেন, রোববার দুপুরে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক নিষিদ্ধের ঘোষণা বাতিলের দাবিতে শহর থেকে একটি মিছিল নিয়ে কাউতলী স্টেডিয়াম মার্কেটে এলাকায় গেলে পুলিশ মিছিলে বাঁধা দেন। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ব্যানার নিয়ে যায়। পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়েছে। পরে সংগঠনের পক্ষ থেকে দুই-তিনজন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁনের কাছে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন।

সদর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, করোনার কারণে দেশের সকল শ্রেনীর মানুষ বিপদজনক সময় পার করছেন। প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। দেশের প্রায় দেড় কোটি মানুষ করোনার কারনে কর্মহীন হয়ে পড়েছে। প্রতিনিয়তই আয়ের পথ সংকুচিত হচ্ছে এবং ব্যয়ের পথ প্রশস্ত হচ্ছে। এই দুঃসময়ে দেশের সবচেয়ে বড় স্বনিয়োজিত শ্রমজীবী সেক্টর ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকদের কর্মহীন করার মতো গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত বহাল থাকলে নতুন করে বেকার হবে আরো কোটি মানুষ। এই পরিবহনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ওয়ার্কশপ, ব্যবসা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ক্ষুদ্র শিল্প কারখানা। ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক একটি শতভাগ পরিবেশ বান্ধব পরিবহন। সরকারে উচিত এ পরিবহনকে আরও উন্নত ও সুশৃঙ্খল করা। কিন্তু তা না করে সরকার এই পরিবহনকে উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন । তাই সদর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আট দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনসমাগম করে তাদের মিছিল করতে নিষেধ করা হয়েছে। তবে কোনো ধাক্কাধাক্কির ঘটনা ঘটেনি।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের কাছে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুকুরে ডুবে মোহাম্মদ জুনায়েদ-(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে।

মৃত জুনায়েদ বিষ্ণুপুর গ্রামের কালু মিয়ার ছেলে।

মৃতের চাচা আলমাস মিয়া বলেন, দুপুরে জুনায়েদ স্থানীয় একটি মাদরাসার পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয় একজন দেখে তার পরিবারের লোকদের খবর দিলে পরিবারের লোকজন গিয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা নূর স্বর্ণার সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, জুনায়েদকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সে মারা যায়।

বিজয়নগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের একটি পাটক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে স্থানীয়রা হরিপুর ইউনিয়নের একটি পাট ক্ষেতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি অর্ধেক পচে গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

নাসিরনগরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বৃক্ষরোপন অভিযান উপলক্ষে বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়েছে।  শনিবার সকালে পৌর ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়–য়া, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর হরিলাল দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, পরিবেশের ভারসাম্য আমরা যে ভাবে নষ্ট করছি আজকের এই বৃক্ষরোপন এটি আমাদের দেশকে আমাদের জাতিকে রক্ষা করবে। সেই সাথে বিশ্বের পরিবেশে যে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে সেটা রোধেও কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করি। তিনি বলেন, বনায়ন ও বৃক্ষরোপন কার্যক্রমে আমাদের সকলের অংশগ্রহনে পৃথিবী আরো সবুজময় হয়ে উঠবে। তিনি দলমত নির্বিশেষে সকলকে বৃক্ষরোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা আহবান জানান।

এর আগে গত শুক্রবার বিকেলে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ চত্বরে বৃক্ষরোপন করেন। খোঁজ নিয়ে জানা গেছে পর্যায়ক্রমে ব্রাহ্মণবাড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় বনায়ন ও বৃক্ষরোপন কার্যক্রম শুরু


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে সামিউল হক নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামে এই ঘটনা ঘটে।

শিশু সামিউল ওই এলাকার প্রবাসী আলমগীর মিয়ার ছেলে।

পরিবারের লোকজন জানায়, দুপুরে সামিউল বাড়ির উঠানে খেলাধূলা করছিল। এ সময় তার মা হালিমা বেগম রান্না করছিলেন। রান্না শেষে হালিমা বেগম দেখেন সামিউল উঠানে নেই। পরে বাড়ির পাশে পুকুরে সামিউলের লাশ ভাসতে দেখে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম জানান, হাসপাতালে নেয়ার আগেই শিশুটি মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারী চালিত রিকশা ও ইজিবাইক বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার সকাল ১১টায় জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্দোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড আবু সাঈদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এ্যাডঃ কাজী মাসুদ আহমেদ, জে. এস. ডি সাধারণ সম্পাদক এ্যাডঃ তৈমুর রেজা শাহজাদ, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আবুল কালাম নাঈম, জেলা জাসদের আহবায়ক প্রবীর চৌধুরী রিপন, সাম্যবাদী দলের সভাপতি শাহনুর ইসলাম, জেলা যুব মৈত্রীর আহবায়ক এ্যাডঃ মোঃ নাসির, সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি সামসুল আলম, সহসাধারণ সম্পাদক ফিরোজ পাটোয়ারী, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসীর, সাধারণ সম্পাদক সানাউর রহমান, রিকশা চালক খান মোঃ জয়নাল আবেদীন, মোঃ জজ মিয়া প্রমূখ।

সভায় বক্তারা শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করাসহ বন্ধ মিল কল কারখানা চালু করা এবং শ্রমজীবী মানুষের জন্য সারা বছর ব্যবস্থা চালু করার দাবি জানান। মহামারী করোনার বিপর্যয়ের কারণে শ্রমজীবী মানুষ অনেক কষ্টে দিন যাপন করছে। আবারও লকডাউন আসলে শ্রমজীবী মানুষ অসহায় হয়ে পড়বে। তাই তাদের সরকারি প্রণোদনা, ভাল সামগ্রী সহ সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে।

এছাড়া এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই সিদ্ধান্তের ফলে সারাদেশে প্রায় সাড়ে তিন কোটি শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়বে। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় শ্রমজীবী মানুষ রাজপথে আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হবে।

এসময় বক্তারা ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ কোকিল টেক্সটাইল মিল চালু করা সহ নতুন শিল্প কল কারখানা স্থাপনের দাবী জানিয়ে সদর হাসপাতালের সকল অনিয়ম দূর্নীতি বন্ধ করা এবং পৌরসভায় রাস্তাঘাট মেরামত করারও দাবী জানান।

ব্যাটারী চালিত রিকশা ও ইজিবাইক বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের মানববন্ধন

ফেসবুকে আমরা..