botvনিউজ:
নবাগত জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে সততা ও নিষ্ঠার সাথে কর্তব্য কাজ পালন করতে হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান সদর উপজেলা পরিষদের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, কাজের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তিনি সকল কর্মকান্ডে সদর উপজেলা পরিষদকে সহযোগীতার আশ্বাস দেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোহেল রানা, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, ডাঃ মোহিনী বেগম। মতবিনিময় সভায় সদর উপজেলার প্রতিটি দপ্তরের প্রধানগন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান সদর উপজেলা কমপ্লেক্সে পৌছলে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
###
Leave a Reply