ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিষ্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।সোমবার দুপুরে ইংরেজি দৈনিক অবজারভারের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আয়েশা আহমেদ লিজা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিকেলে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলায় আয়েশা আহমেদ লিজা অভিযোগ করেন, একটি বে-সরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন। এ মন্তব্য সকল নারী সাংবাদিকদের জন্য অবমাননাকর হয়েছে।

বাদিপক্ষের আইনজীবী তানবীর ভূঁইয়া সাংবাদিকদের জানান, ৫০০/৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার আসামী মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতকে অনুরোধ করা হয়। আদালত বিকেলে দেয়া এক আদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..