botvনিউজ:

আগামী ১৯ জানুয়ারী শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন। ওইদিন ব্রাহ্মণবাড়িয়ায় ১২ থেকে ৫৯ মাস বয়সি চার লাখ ৬৬ হাজার এবং ছয় থেকে ১১ মাস বয়সি প্রায় ৫৬ হাজার শিশুকে “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

গতকাল বুধবার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার।

প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, ১৯ জানুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ৪৫৬টি টিকাদান কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুলোতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ০৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৬ হাজার ১৯২জন শিশুকে একটি নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস ৪ লাখ ৬৬ হাজার ৮৯৪জন শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

এজন্য জেলার ২ হাজার ৪শত ৫৬টি টিকাদান কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে চার হাজার ৯শত ১২জন স্বেচ্ছাসেবক এবং ৩২০জন সুপারভাইজার কাজ করবেন। প্রেস ব্রিফিংয়ে ডাঃ সুবল চন্দ্র সাহাসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
###

প্রেসব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন এ ক্যাপসুল খাবে সোয়া পাঁচ লাখ শিশু

botvনিউজ:

আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা নাগরিক সমাজের সভাপতি হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন। তিনি আগামী নির্বাচনে জেলা আওয়ামীলীগ থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী।

বিশিষ্ট শালিসকারক তাজ মোহাম্মদ ইয়াছিন নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের দু’বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি। তিনি গত কয়েকদিন ধরে সদর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন। গত রবিবার সকালে তিনি পৌর এলাকার ফুলবাড়িয়া, বিরাসার, মেড্ডা, তিতাসপাড়ায় গণসংযোগ করেন। এ সময় তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

সন্ধ্যায় তিনি খৈয়াসার জামে মসজিদের বার্ষিক মাহফিলে যোগদান করে উপস্থিত সকলের কাছে দোয়া চান। এছাড়া তিনি দারমা মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেন এবং উপস্থিত মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া এখন আওয়ামীলীগের দূর্গ। নৌকার ঘাটি। ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, তিনবারের নির্বাচিত সাংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি,

জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সহযোদ্ধা হয়ে আমি আপনাদের সেবা করতে চাই। তিনি বলেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। এই উন্নয়নের ধারাবাহিকতার সহযোগী হতে আমি সকলের কাছে দোয়া ও সহযোগীতা চাই।

###

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাজী তাজ মোহাম্মদ ইয়াছিনের ব্যাপক গণসংযোগ

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে চলছে বালুর ব্যবসা। প্রশাসনের নাকের ডগায় এই বালুর ব্যবসা চললে পুলিশ নির্বিকার। এতে করে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা জানান, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিজিপি ক্যাম্পের প্রধান গেইট এলাকায় প্রভাবশালীরা সড়কের উপর রেখে দীর্ঘদিন ধরে বালির ব্যবসা করে আসছে। এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাড়িউড়া মহাসড়কে রেখে অবাধে বালির ব্যবসা করছেন আরেকটি সিন্ডিকেট।

এছাড়াও সরাইল-নাসিরনগর সড়কের জিল্লুকদার পাড়া ব্রীজের দু’পাশে সড়কের উপর বালু রেখে ব্যবসা করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এতে করে সড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসা বলেন, সড়কের উপর বালু রাখা সম্পূর্ণ বে-আইনি। এমনকি সরকারি জায়গায় ও কোন কিছু বৈধ অনুমতি ছাড়া রাখা যাবে না। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হবে।
###

সরাইলে মহাসড়কের উপর অবৈধ বালুর ব্যবসা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অটোরিকশার সড়ক দখল, মাদক ও জুয়ার ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা। সে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ ধরে সিজারিয়ার অপারেশন বন্ধ থাকা এবং ১ বছর ধরে চালকের সমস্যার কারনে এ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে না পারায় রোগীদের চরম হতাশার কথা ও ওঠে আসে আলোচনায়।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আইন-শৃংখলা কমিটির সদস্যরা।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি খরচে নির্মিত দুটিষ্ট্যান্ড থাকা সত্বেও সরাইল সদরের বকুলতলা ও শহীদ মিনার এলাকায় যত্রতত্র ভাবে সিএনজি চালিত অটোরিকশা গুলো পার্কিং করিয়ে রাখা হয়। সড়কের উপর অঘোষিত ষ্ট্যান্ড তৈরী করা হয়েছে। ফলে নিয়মিতই এ সড়কে যানজট লেগে থাকে। অটোরিকসার চালকরা কারো কথা শুনেন না, উল্টো পথচারীদের সাথে অশোভন আচরন করে।

সভায় বক্তারা বলেন, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ঋষিবাড়িতে নিয়মিত চোলাই মদ উৎপাদন করা হচ্ছে। এই মদ দেশের বিভিন্ন জেলায় পাচার করা হচ্ছে।
বক্তারা বলেন, সম্প্রতি সরাইলে বিভিন্ন ওরস ও মেলার নামে জুয়া ভয়াবহ রূপ ধারণ করেছে। জুয়ার টাকাকে কেন্দ্র করে সম্প্রতি উপজেলার শাহবাজপুরে সাকিব নামের এক কিশোর খুন হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম মোসা এবং সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নূরুল হক চোলাই মদ ও জুয়ার বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
###

সরাইলে আইনশৃঙ্খলা সভায় অটোরিকশা মাদক জুয়া নিয়ে উদ্বেগ

botvনিউজ:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদ্য ঘোষিত অ্যাড-হক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গত ১০ জানুয়ারি এস.জি (ইউ.এ)-১৮৪৪/১৯ স্বারকে সোসাইটির মহাসচিব মোঃ ফিরোজ সালাহ উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে নব-গঠিত অ্যাড-হক কমিটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

পত্রে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্মারক নং- এস.জি (ইউ.এ)-১৮৪৪/১৯ তারিখ ০৮ জানুয়ারি,২০১৯ সার্কুলার মূলে গঠিত ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী অ্যাড-হক কমিটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। এর আগে গত ৮জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট কার্যকরী কমিটির ১০ সদস্য বিশিষ্ট অ্যাড-হক কমিটি ঘোষনা করা হয়েছিল।
###

ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের অ্যাড-হক কমিটির কার্যক্রম স্থগিত

 

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার বহুল কাঙ্খিত ভারতীয় ভিসা সেন্টার চালু হয়েছে। পৌর এলাকার খৈয়াসারে এই ভিসা কেন্দ্র চালু করা হয়। রবিবার সকাল ৮টা থেকে এই কেন্দ্রে ভিসা প্রত্যাশীদের আবেদন জমা নেয়া শুরু হয়।

প্রতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিসা প্রত্যাশীদের আবেদন ও পাসপোর্ট জমা নেয়া হবে। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পাসপোর্ট বিতরণ কার্যক্রম। আবেদন জমা দেয়ার ৭ কর্মদিবস পর পাসপোর্ট বিতরণ করা হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বহুল কাঙ্খিত এই সেন্টার চালু হওয়ায় স্বস্তি ফিরছে ভিসা প্রত্যাশীদের মনে। কেননা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে প্রতিদিন শত শত যাত্রী ভারতে যায়। ফলে ভিসা পাওয়ার জন্য তাদেরকে যেতে হতো বিভাগীয় শহরে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় ভিসা সেন্টার চালু হওয়ায় তাদেরকে আর বিভাগীয় শহরে যেতে হবেনা।

এ ব্যাপারে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বশীল কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজী হননি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন বলেন, রবিবার সকালে শহরের খৈয়াসারে ভারতীয় ভিসা কেন্দ্রটি চালু হয়। প্রথমদিনেই কেন্দ্রে বেশ কিছু আবেদন জমা পড়ে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা সেন্টার চালু

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিআইডির সোর্স হারুন মিয়া হত্যাকান্ডের বিচার দাবিতে রবিবার মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের স্বাধীনতা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খান, সহ-সভাপতি সোহরাব হোসেন, কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন প্রমুখ। মানববন্ধনে নিহতের স্ত্রী হাসিনা বেগম, ছেলে আলমগীর মিয়া, মেয়ে হাফসাসহ তার স্বজনরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হারুন মিয়া মাদক ব্যবসায়ীদের ও চোরাকারবারীদের তথ্য আইন-শৃংখলাবাহিনীর কাছে সরবরাহ করতো। সেজন্য তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। বক্তারা সুষ্ঠু তদন্তসাপেক্ষে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাস বলেন, আমরা মামলাটির তদন্ত করছি। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য হারুন মিয়া-(৫৫) কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সোর্স হিসেবে কাজ করতেন। গত ৫ সেপ্টেম্বর কসবা উপজেলার কালতা ও চকবস্তা এলাকার মাঝামাঝি স্থানে রেললাইনের পাশ থেকে হারুনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

এ ঘটনায় প্রথমে আদালতে এবং পরবর্তীতে ৩ ডিসেম্বর ১০ নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন হারুনের স্ত্রী হাসিনা বেগম।
###

হারুন মিয়া হত্যার বিচার দাবিতে কসবায় মানববন্ধন অনুষ্ঠিত

 

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনে আবিধি লঙ্ঘন করছেন পরিচালক প্রার্থী, ঝুমুর হোটেলের সত্বাধিকারী আব্দুল মালেক।
চেম্বারের নির্বাচনে অংশ নেওয়া কোন প্রার্থী বিজ্ঞাপন দিতে পারবে না এ মর্মে এক এর (ক) ধারায় যে বিধি রয়েছে, এর তোয়াক্কা না করে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন দৈনিক পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে   নিজ পোস্টারের বিজ্ঞাপন প্রচার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, যা উল্লিখিত ধারার পরিপন্থী।
পরিচালক পদের এ প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডের দি ঝুমুর হোটেল এন্ড রেস্টুরেন্টের সত্বাধিকারী। এছাড়া তার রয়েছে গ্র্যান্ড এ মালেক নামে চাইনিজ ও আবাসিক হোটেল ব্যবসা। হোটেল ব্যবসায় সফল এ ব্যাক্তি নিজ নামে করেছেন একটি কনভেনশন সেন্টারও।  সম্প্রতি তার অাবাসিক হোটেলে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছিল। জেলার কেন্দ্রীয় মসজিদ ঘেঁষা এ প্রতিষ্ঠানের দেহ ব্যবসার ভিডিও ভাইরাল হওয়ায় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
এ বিষয়ে চেম্বার নির্বাচনের পরিচালক প্রার্থী, আব্দুল মালেক জানান, নির্বাচনে বিজ্ঞাপন প্রচার করে নির্বাচনী প্রচারণা বিষয়ে আমি অবগত ছিলাম না,নির্বাচনের আচরন বিধি লঙ্ঘন হয়ে থাকলে  এ রকম ভুল আর হবে না।
এবিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও পৌর মেয়র নায়ার কবির বলেন, কোন প্রার্থী নির্বাচনের আচরন বিধি লঙ্ঘন  করলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ মেয়াদের নির্বাচনে স্বাধীনতা পরিষদের ব্যানারে ২নং ব্যালটে পরিচালক পদে নির্বাচন করছে হোটেল ব্যবসায়ী আব্দুল মালেক।
                                                          ###

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার নির্বাচন পরিচালক প্রার্থী মালেকের আচরণবিধি লঙ্ঘন

botvনিউজ:

দৈনিক কালের কণ্ঠের ১০ জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় পত্রিকাটির পাঠক সংগঠন শুভ সংঘের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গভ. মডেল গার্লস হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশ নেয়। এ সময় শিশুদেরকে নিয়ে ১০ পাউন্ডের একটি কেক কাটা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারন সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটু, সময় টিভির ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী, সাংবাদিক খন্দকার মো. শফিকুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চয়ন বিশ্বাস, ইফতেয়ার রিফাত, বাহাদুর আলম, মাজহারুল করিম অভি, প্রণয় সাহা প্রমুখ।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৩৬ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর। কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু’র উপস্থাপনায় এ সময় শুভ সংঘের সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, ‘কালের কণ্ঠ মানেই ব্যতিক্রম কিছু। প্রতিনিয়তই ভালো সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অংশ নেয়। এরই অংশ হিসেবে এমন ধরণের প্রতিযোগিতা আয়োজন করেছে। কালের কণ্ঠ আরো এগিয়ে যাবে।’

###

প্রতিষ্ঠাবার্ষিকিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘কালের কণ্ঠ মানেই ব্যতিক্রম কিছু’

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জনসভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর সভার মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, মোঃ মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন, মোঃ শাহআলম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানুর ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন প্রমুখ।

###

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ফেসবুকে আমরা..