প্রেসব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন এ ক্যাপসুল খাবে সোয়া পাঁচ লাখ শিশু

botvনিউজ:

আগামী ১৯ জানুয়ারী শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন। ওইদিন ব্রাহ্মণবাড়িয়ায় ১২ থেকে ৫৯ মাস বয়সি চার লাখ ৬৬ হাজার এবং ছয় থেকে ১১ মাস বয়সি প্রায় ৫৬ হাজার শিশুকে “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

গতকাল বুধবার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার।

প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, ১৯ জানুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ৪৫৬টি টিকাদান কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক গুলোতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ০৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৬ হাজার ১৯২জন শিশুকে একটি নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস ৪ লাখ ৬৬ হাজার ৮৯৪জন শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

এজন্য জেলার ২ হাজার ৪শত ৫৬টি টিকাদান কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে চার হাজার ৯শত ১২জন স্বেচ্ছাসেবক এবং ৩২০জন সুপারভাইজার কাজ করবেন। প্রেস ব্রিফিংয়ে ডাঃ সুবল চন্দ্র সাহাসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..