ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা সেন্টার চালু

 

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার বহুল কাঙ্খিত ভারতীয় ভিসা সেন্টার চালু হয়েছে। পৌর এলাকার খৈয়াসারে এই ভিসা কেন্দ্র চালু করা হয়। রবিবার সকাল ৮টা থেকে এই কেন্দ্রে ভিসা প্রত্যাশীদের আবেদন জমা নেয়া শুরু হয়।

প্রতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিসা প্রত্যাশীদের আবেদন ও পাসপোর্ট জমা নেয়া হবে। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পাসপোর্ট বিতরণ কার্যক্রম। আবেদন জমা দেয়ার ৭ কর্মদিবস পর পাসপোর্ট বিতরণ করা হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বহুল কাঙ্খিত এই সেন্টার চালু হওয়ায় স্বস্তি ফিরছে ভিসা প্রত্যাশীদের মনে। কেননা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে প্রতিদিন শত শত যাত্রী ভারতে যায়। ফলে ভিসা পাওয়ার জন্য তাদেরকে যেতে হতো বিভাগীয় শহরে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় ভিসা সেন্টার চালু হওয়ায় তাদেরকে আর বিভাগীয় শহরে যেতে হবেনা।

এ ব্যাপারে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বশীল কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজী হননি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন বলেন, রবিবার সকালে শহরের খৈয়াসারে ভারতীয় ভিসা কেন্দ্রটি চালু হয়। প্রথমদিনেই কেন্দ্রে বেশ কিছু আবেদন জমা পড়ে।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..