botvনিউজ:

জন্মাষ্টমী উপলক্ষে রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে র‌্যালি বের হয়। পৌর এলাকার আনন্দময়ী কালিবাড়ী থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলার আখাউড়ায় র‌্যালির উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ও নাসিরনগরের গৌর মন্দিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
###

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি

 

botvনিউজ:

আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি, সাংবাদিক সুবর্ণা নদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনজুরুল আলম।

সাংবাদিক নজরুল ইসলাম শাহাজাদার পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ আরজু, আ.ফ.ম. কাউছার এমরান, আবদুন নূর, মফিজুর রহমান লিমন, ইসহাক সুমন, মনির হোসেন টিপু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক সুবর্ণা নদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
###

সাংবাদিক সুবর্ণা নদীর হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায়

 

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ দুপুর ২টা থেকে পৌর এলাকার শিমরাইলকান্দি শ্মশানঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে পৌর এলাকার মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত গিয়ে শেষ হবে।

দুপুর দুইটায় প্রধান অতিথি থেকে তিতাস নদীর শিমরাইল কান্দি শ্মশানঘাটে নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীর রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) মোঃ মোশারফ হোসেন, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌফিকুর রহমান তপু, পৌর মেয়র মিসেস নায়ার কবির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। নৌকা বাইচে জেলার বিভিন্ন এলাকার ১০টি নৌকা অংশ গ্রহণ করবে বলে জানা গেছে। তবে শেষ সময়ে প্রতিযোগী নৌকার সংখ্যা আরো বাড়তে পারে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এদিকে নৌকা বাইচকে সফলে ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছে জেলা প্রশাসন। শহরের গুরুত্বপূর্ন স্থানগুলোতে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। শহর ও আশপাশ এলাকায় ব্যাপক পোষ্টারিং ও মাইকিং করা হয়েছে। তিতাস নদীকে (প্রতিযোগীতার স্থল) পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।

এদিকে নৌকা বাইচ সফলে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। গত বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সহযোগীতা কামনা করেন। প্রেসক্লাব সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, হাজার বছরের বাঙালি সংস্কৃতির ইতিহাসে নৌকা বাইচ প্রতিযোগীতা লক্ষ মানুষের অন্যতম আনন্দ উৎসব। সারা বছর মানুষ ব্যাকুলভাবে নৌকা বাইচ প্রতিযোগীতার জন্য অপেক্ষা করে। তিনি বলেন, এবারের প্রতিযোগীতায় ১০/১১টি নৌকা অংশ গ্রহণ করবে। আইনশৃংখলা নিয়ন্ত্রনে পুলিশের একাধিক টীম কাজ করবে। প্রতিযোগীতার দিন সিভিল সার্জনের মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও ডুবুরী দল থাকবে। কোন অবস্থাতেই প্রতিযোগীতার স্থলে প্রশাসনের অনুমতি ব্যতীত কোন নৌকা প্রবেশ করতে দেওয়া হবেনা। তিনি নৌকা বাইচ প্রতিযোগীতা সফল করতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচ প্রতিযোগীতা বন্ধ ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত কয়েক বছর ধরে নিয়মিতভাবেই নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় শহরে বিনোদনের তেমন কোনো জায়গা না থাকায় নৌকাবাইচকে ঘিরে ইতোমধ্যেই শহরবাসীর মধ্যে উৎসব আমেজের সৃষ্টি হয়েছে। প্রতি বছরই নৌকা বাইচ প্রতিযোগীতা দেখতে তিতাস নদীর দুই তীরে লাখো মানুষ ভিড় জমান।
###

আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় সদর আসনের (সদর ও বিজয়নগর) প্রয়াত সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুর স্মরণে একটি তোরণ নির্মান করা হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল বাসস্ট্যান্ডের সামনে এই তোরনটি নির্মান করা হয়।

সোমবার দুপুর ১২টায় নব-নির্মিত তোরণটির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম। এ সময় রামরাইল বাসস্ট্যান্ড থেকে সোহাতা গ্রামে যাওয়ার প্রধান সড়কটি লুৎফুল হাই সাচ্চুর নামে নামকরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সচিব মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশীদ প্রমুখ।

উল্লেখ্য, অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চু ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য থাকাবস্থায় গত ২০১০ সালের ২২ নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ৪০ বছরেরও বেশি সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ৭০’র নির্বাচনে গণপরিষদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক সাংসদ লুৎফুল হাই সাচ্চুর নামে তোরণ উদ্বোধন

botvনিউজ:

স্বাধীনতার কবি শামসুর রাহমান সম্মাননা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন। এ বছর সম্মাননা গ্রহন করেন ভারতের ত্রিপুরা রাজ্যের কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেশ্বর ভট্টাচার্য।

গত শুক্রবার রাতে স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে শামসুর রাহমান স্মরণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কবি শামসুর রাহমানের জীবন ও কর্মের উপর আলোচনা, সম্মাননা প্রদান, আবৃত্তি প্রতিযোগিতার সনদপত্র বিতরণ, কবিতা পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান।

সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের পরিচালনা এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক আবদুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, সাধারণ সম্পাদক ডা. অরুনাভ পোদ্দার, মুক্তিযোদ্ধা আছরারুন্নবী মোবারক, ত্রিপুরার সংস্কৃতিকর্মী মনীষ চক্রবর্ত্তী, তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মোঃ মনির হোসেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় শামসুর রাহমান সম্মাননা প্রদান

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় সমীর বণিক-(৪৫) নামে এক স্বর্ণশিল্পীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সমীর বনিক হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি শায়েস্তাগঞ্জে একটি স্বর্ণের দোকানের কারিগর (শিল্পী) ছিলেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ মহাসড়কের পাশে ফেলে দেয়া হয়েছে। তিনি বলেন, নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় স্বর্ণশিল্পীর লাশ উদ্ধার

botvনিউজ:

আগামী ২২ আগষ্ট অনুষ্ঠিতব্য পবিত্র ঈদুল আযহায় কোরবানীর পশুর বর্জ্য নিষ্কাশনে জনসচেতনতা বৃদ্ধিতে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও প্রচারিযান অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে সকালে স্থানীয় লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। এ সময়ে জনসচেতনতা বিষয়ক বিভিন্ন প্রচার পত্র বিলি করা হয়।

সকালে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আয়েশা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবীর, পৌর কাউন্সিলর মুরাদ খান, সাংবাদিক আল আমীন শাহীন প্রমুখ।
###

কোরবানীর পশুর বর্জ্য নিষ্কাশনে জনসচেতনতা বৃদ্ধিতে

 

botvনিউজ:

সাংবাদিকতার বাতিঘর, দেশবরেণ্য সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এর প্রয়ানে গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক শোক সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই বরেণ্য এই সাংবাদিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় শোক সভায় বরেণ্য এই সাংবাদিকের কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোহাম্মদ আরজু, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, দৈনিক তিতাসকন্ঠের সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম মোল্লা, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি, এনটিভির স্টাফ রিপোর্টার শিহাবুদ্দিন বিপু, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আকরাম, সংবাদ প্রতিদিনের মনির হোসেন ও বাংলাদেশ প্রতিদিনের মোশারফ হোসেন বেলাল প্রমুখ ।

শোকসভায় সাংবাদিকবৃন্দ প্রয়াত এই সাংবাদিকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা জগতের অপূরনীয় ক্ষতি হয়েছে। প্রয়াত এই সাংবাদিকের দেখানো পথ অনুসরণ করে বাংলাদেশের সাংবাদিকতাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকগন। শোক সভায় প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
###

সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের প্রয়ানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে শোকসভা অনুষ্ঠিত

botvনিউজ:

১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় আলোচনা সভার শুরুতেই ১৫ আগষ্টে জাতির জনক সহ শাহাদাৎবরণকারীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, প্রেস ক্লাব কল্যাণ ফান্ডের আহবায়ক সৈয়দ মোহাম্মদ আকরাম, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর মহানুভবতা এবং দেশপ্রেমের বিভিন্ন অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট শাহাদাৎবরনকারীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
###

জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

 

botvনিউজ:

আগামী ২২ আগষ্ট পবিত্র ঈদ-উল আযহা। ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার কোরবানীর পশুর হাটগুলো জমতে শুরু করেছে।
পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় সাড়ে ১৪ হাজার খামারে লক্ষাধিক কোরবানীর পশু প্রস্তুত করা হচ্ছে। খামারগুলোতে চলছে পশু হৃষ্টপুষ্ট করনের কাজ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খামারগুলোতে নজরদারী রাখা হচ্ছে যাতে করে ক্যামিক্যালের মাধ্যমে কোরবানির পশু মোটা তাজা করা না হয়।খামারীদের দাবি দেশে পর্যাপ্ত পরিমানে কোরবানির পশু রয়েছে। কোরবানী উপলক্ষে ভারত বা অন্য কোন দেশ থেকে যদি পশু আমদানি করা হয় তাহলে হুমকির মুখে পড়বে দেশীয় খামারীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় প্রায় সাড়ে ১৪ হাজার খামার রয়েছে। এসব খামারে কোরবানীর জন্য প্রস্তুত রাখা হয়েছে ১ লাখ ৪ হাজার ৭ শ ৩৫ টি গবাদি পশু।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে গত বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১ লাখ ৮১ হাজার পশু কোরবানি করা হয়। এবছরও সমপরিমান কোরবানির পশুর চাহিদা রয়েছে।

তবে খামারীরা বলছেন, চাহিদার অনুপাতে পর্যাপ্ত কোরবানির পশু মজুদ রয়েছে। এসব কোরবানীর পশুকে প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করনের জন্য খামারীরা প্রশিক্ষন নিয়ে দিন-রাত কাজ করছেন। কোরবানীর জন্য প্রস্তুত করা গবাদী পশুগুলোকে ঘাষ, খড়, খৈল, ভুষিসহ দেশীয় খাবারের মাধ্যমে হৃষ্টপুষ্ট করা হচ্ছে। খামারীরা জানায়, জেলায় যে পরিমান গবাদি পশু আছে তা দিয়েই কোরবানীর চাহিদা মেটানো সম্ভব।

এ ব্যাপারে সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের আবুল বাশার জানান, কোরবানীর ঈদে বিক্রি করার জন্য তিনি গত এক বছর ধরে ১৬ গরু লালন পালন করছেন। তিনি জানান, গরুগুলোকে শুধুমাত্র ঘাষ, খড়, খৈল ও ভূষি খাওয়ান তিনি।

এ ব্যাপারে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গণেশ চন্দ্র মন্ডল বলেন, ক্যামিক্যালের মাধ্যমে কোরবানির পশু যাতে মোটা তাজা করা না হয় সে ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে। তিনি বলেন, ক্যামিকেলের ব্যবহার রোধে নিয়মিত পর্যবেক্ষনের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে গবাদী পশু মোটা তাজা করনের জন্য খামারীদের প্রয়োজনীয় প্রশিক্ষন দেয়া হয়েছে।
###

 

খামারে কোরবানীর জন্য প্রস্তুত করা হয়ছেে লক্ষাধকি গরু

ফেসবুকে আমরা..