সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের প্রয়ানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে শোকসভা অনুষ্ঠিত

 

botvনিউজ:

সাংবাদিকতার বাতিঘর, দেশবরেণ্য সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এর প্রয়ানে গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক শোক সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই বরেণ্য এই সাংবাদিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় শোক সভায় বরেণ্য এই সাংবাদিকের কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোহাম্মদ আরজু, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, দৈনিক তিতাসকন্ঠের সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম মোল্লা, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি, এনটিভির স্টাফ রিপোর্টার শিহাবুদ্দিন বিপু, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আকরাম, সংবাদ প্রতিদিনের মনির হোসেন ও বাংলাদেশ প্রতিদিনের মোশারফ হোসেন বেলাল প্রমুখ ।

শোকসভায় সাংবাদিকবৃন্দ প্রয়াত এই সাংবাদিকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা জগতের অপূরনীয় ক্ষতি হয়েছে। প্রয়াত এই সাংবাদিকের দেখানো পথ অনুসরণ করে বাংলাদেশের সাংবাদিকতাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকগন। শোক সভায় প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..