botvনিউজ:

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করছেন। মনোনয়ন প্রত্যাশীদের বেশীর ভাগই মনোনয়ন পেতে এখন ঢাকায় দলীয় নেতাদের সাথে লবিং করছেন।

ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা ইতিমধ্যেই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গতকাল বুধবার গনভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সাথে মনোনয়ন প্রত্যাশীদের স্বাক্ষাতকার অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮১জন প্রার্থী। গত শুক্রবার থেকে গত রবিবার পর্যন্ত প্রার্থীরা ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ৮১ প্রার্থীর মধ্যে অর্ধেকের মতো প্রার্থীর মাঠ পর্যায়ে কোন যোগাযোগ নেই। ছিলনা প্রচার-প্রচারণাও।

৬ টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া -৫-(নবীনগর) আসনে। এখানে প্রার্থী সংখ্যা ২৪জন। সবচেয়ে কম প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-৬-(বাঞ্চারামপুর) আসনে। এখানে প্রার্থী সংখ্যা ৭ জন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনে ১৩জন, ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনে ১৯জন, ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনে ১০জন, ব্রাহ্মণবাড়িয়া-৪-( কসবা-আখাউড়া) আসনে ৯জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রার্থীদের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডঃ ফজিলাতুন নেসা বাপ্পী ব্রাহ্মণবাড়িয়া-১ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) ঃ-
এই আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডঃ ফজিলাতুন নেসা বাপ্পী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, সাবেক মন্ত্রী অ্যাডঃ ছায়েদুল হকের সহধর্মিনী দিলশাদ আরা বেগম চিনু, কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা এম.এ করিম, যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ এহসান, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম আলমগীর, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষেদের নাসিরনগর উপজেলা সাধারণ সম্পাদক আদেশ চন্দ্র দেব, কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক এমবি কানিজ, ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাধারন সম্পাদক মোঃ আলী আশরাফ, বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগের সহ-সভাপতি প্রকৌশলী মোঃ ইখতেশামুল কামাল ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রাখেশ চন্দ্র সরকার।

ব্রাহ্মণবাড়িয়া-২-( সরাইল-আশুগঞ্জ) ঃ-
এই আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডঃ ফজিলাতুন্নেছা বাপ্পী, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য জোবেদা খাতুন পারুল, ধানমন্ডি থানা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমেদ দুলাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন মঈন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান রতন, সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডঃ নাজমুল হোসেন, সরাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা অ্যাডঃ কামরুজ্জামান আনসারী, সরাইল উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডঃ আশরাফ উদ্দিন মন্তু, সরাইল উপজেলা আওয়ামীলীগ নেতা অ্যাডঃ সৈয়দ তানবীর হোসেন কাউছার, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্ল¬াহ মিয়া, যুগ্ম আহবায়ক হানিফ মুন্সী, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনিছুর রহমান, সাবেক যুগ্ম-সচিব ফরহাদ রহমান মাক্কী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেত্রী সাদেকা বেগম ও সাংবাদিক জালাল মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর)ঃ-
এই আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল আলম, সাবেক সচিব মিজানুর রহমান, সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, আওয়ামীলীগ নেতা মোঃ আলমগীর, সাবেক ছাত্রনেতা আশরাফ উদ্দিন লিমন, মোঃ শামসুদ্দোহা, জহিরুল ইসলাম রতন, ও মোছাঃ আসমা বেগম।

ব্রাহ্মণবাড়িয়া-৪- (কসবা-আখাউড়া)ঃ
এই আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডঃ আনিসুল হক এম.পি, সাবেক সংসদ সদস্য অ্যাডঃ মোঃ শাহ আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নারায়ণ সাহা মণি, যুবলীগের কেন্দ্রীয় নেতা শ্যামল কুমার রায়, কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামসুল হক, অ্যাডঃ আবু আমজাদ, অ্যাডঃ আলমগীর, জি এইচ এম কাজল।

ব্রাহ্মণবাড়িয়া-৫- ( নবীনগর)ঃ-
এই আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল, কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা এবাদুল করিম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা এ কে এম মমিনুল হক সাঈদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সমবায় ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সদস্য জাকির হোসেন, মোঃ সাঈফুর রহমান, কবির আহমেদ ভূঁইয়া, মোঃ হেলাল উদ্দিন, অ্যাডঃ খোরশেদ আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম টিপু, নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক নুরুন্নাহার বেগম, যুগ্ম আহবায়ক মাহমুদা আক্তার শিউলি, ইতালি ও সুইডেন প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সিরাজরুল হক রানা, আওয়ামী লীগ সমর্থক খন্দকার এনামুল নাছির, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলামিনুল হক ও মাঈন উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম জাকারিয়া, রসুল-াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শেখ আবুল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক জহির উদ্দিন সিদ্দিক টিটু, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদা মুত্তাকিমা এবং কেন্দ্রীয় যুব মহিলালীগের পরিবেশ বিষয়ক সম্পাদক তাহরিমা হক সুক্তি।

ব্রাহ্মণবাড়িয়া-৬- (বাঞ্ছারামপুর)ঃ
এই আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল খায়ের দুলাল, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক সাঈদ আহমেদ বাবু ও বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা কামাল।

এদিকে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, যেসব আসনে মনোনয়নপত্র বেশি কেনা হয়েছে সেখানে নেতৃত্ব শূন্যতা রয়েছে, সেখানে যত বড় নেতাই হোক না কেন, তারা পার্টিকে অর্গানাইজ করতে পারে নাই। এটা তাদের নেতৃত্ব শূন্যতার প্রমাণ। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্ষমতায় আসলে অনেক পদ ক্রিয়েট করা হবে, সেখানে সবাইকে একমোডেট করা হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে জরিপ চালিয়েছি। এর ভিত্তিতে মনোনয়ন দেয়া হবে। কোনো প্রার্থীর প্রতি ভোটারের সমর্থন আছে, সেটা বিবেচনায় নেয়া হবে। শেখ হাসিনা বলেন, ‘জরিপে যারা এগিয়ে থাকবেন তাদেরকে মনোনয়ন দেয়া হবে। সেখানে ছোট নেতা, বড় নেতা দেখা হবে না। যাকে মনোনয়ন দেব তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নইলে বিপদ হবে। ক্ষমতায় আসছি মনে করে নিজেদের মধ্যে যে আসন খাওয়া-খাওয়ির মনোভাব তা পরিহার করতে হবে।’ তিনি বলেন, যে প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রার্থীতা বিরোধিতা ও প্রার্থীর বিপক্ষে বিরোধিতা করা হলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলের যারা ইতোমধ্যে নির্বাচিত হয়ে আছেন তাদেরকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হবে না। প্রার্থীর নিজ নিজ যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক ত্যাগ-তীতিক্ষা থাকতে হবে। জনসম্পৃক্ত হতে হবে।
###

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটযুদ্ধের আগে মনোনয়নযুদ্ধ

botvনিউজ:

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কবি, গীতিকার, নাট্যকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অধ্যাপক এ কে এম হারুনুর রশিদের ১৩তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী, জেলা শিল্পী সংসদ ও তিতাস আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে স্মরনসভা অনুষ্ঠিত হবে।

তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ৮টায় পৌর এলাকার শেরপুর কবরস্থানে পুষ্পস্তবক অর্পন ও সকাল সাড়ে ১০টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে কথা-কবিতায় অধ্যাপক এ কে এম হারুনুর রশিদকে স্মরণ করা হবে।
###

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক এ কে এম হারুনুর রশিদের ১৩তম মৃত্যুবার্ষিকী

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামে আব্দুল হাকিম মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আব্দুল হাকিম মিয়া স্মৃতি পরিষদ এই টুর্নামেন্টের আয়োজন করে।

সুলতানপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে সুলতানপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে সুলতানপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহসভাপতি মো. এলাজত খাঁনের অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুল্লাহ বাহার।

সুলতানপুর গ্রামের বিশিষ্ট ক্রীড়ামোদী শেখ সোরাফ জালালীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুলতানপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু মুছা আনছারী, বিশিষ্ট সমাজ সেবক কাজী সেলিম, হলি ল্যাব হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু কাউছার, সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন আহম্মেদ মাস্টার, সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সী।

আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে এলইডি টেলিভিশন এবং রানার আপ দলকেও ছোট সাইজের এলইডি টেলিভিশন তুলে দেন।

উল্লেখ্য, এই টুর্নামেন্ট ২০১৭ সালে শুরু হয়। এতে মোট ৩২টি দল অংশ নেয়। গতকাল মঙ্গলবার ফাইনাল পর্বের খেলার আয়োজন করে কর্তৃপক্ষ।
###

সুলতানপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: ব্রাহ্মণবাড়িয়া একাদশ চ্যাম্পিয়ন

botvনিউজ:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার সকালে শহরের কুমারশীল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে পাইকপাড়া মোড় এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ। সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তিসহ গনতন্ত্র ফিরিয়ে আনতে দলের পক্ষ থেকে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারি দেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

botvনিউজ:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪-(কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন চান আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ মোসলিম উদ্দিন। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই আসনে নিজের প্রার্থীতা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রকৌশলী মোসলিম উদ্দিন বলেন, তিনি ২০০৯ সালে আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। বর্তমানেও দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ২০০৯ সালে দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে দলের নেতা-কর্মীদের সু-সংগঠিত করেছেন। ২০১৪ সালে দলের মনোনয়নে আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি বলেন, এই আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বছরের পর বছর ধরে কানাডায় অবস্থান করায় দলের নেতা-কর্মীদের মধ্যে চরম হতাশা দেখা দেয়। তখন থেকেই তিনি দলের হাল ধরেন। রাজনৈতিক কারনে জেল-জুলুমের শিকার নেতা-কর্মীদের পাশে দাড়িয়েছেন, তাদেরকে সাধ্যমতো সহযোগীতা করছেন। তিনি বলেন, এলাকায় তিনি একজন সৎ ব্যক্তি হিসেবে পরিচিত। দলমত নির্বিশেষে এলাকার লোকজন তাঁকে ভালোবাসেন। দলীয় নেতা-কর্মীরা তাকে নির্বাচন করার ব্যাপারে উৎসাহিত করেছেন।

সংবাদ সম্মেলনে প্রকৌশলী মোসলিম উদ্দিন কারাগারে থাকা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা এবং সাজা প্রত্যাহার, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, বর্তমান নির্বাচন কমিশন পুনঃগঠন এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করে সকল দলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরীর দাবি জানান।

সংবাদ সম্মেলনে প্রকৌশলী মোসলিম উদ্দিন আরো বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া-৪-(কসবা-আখাউড়া) আসনে দলের মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমার কর্মকা- মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি বিজয়ী হয়ে দলকে কসবা-আখাউড়ার আসনটি উপহার দিতে চাই। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে তিনি কাজ করবেন বলেও জানান প্রকৌশলী মোসলিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জালাল উদ্দিন জালু, মোঃ সেলিম মিয়া,উপজেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শহিদ ভূইয়া, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন সাজু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পারুল বেগম, সহ-সভাপতি বিলকিস আক্তার, সাংগঠনিক সম্পাদক জোহরা খাতুনসহ বিএনপির ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
###

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন চান প্রকৌশলী মোসলিম উদ্দিন

botvনিউজ:

জাতীয় সংসদে পাস হওয়া “সড়ক পরিবহন আইন-২০১৮ এর কয়েকটি ধারা সংশোধন সহ ৮ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টার “কর্মবিরতি” ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে।

৪৮ ঘন্টা কর্মবিরতির প্রথমদিনে রবিবার সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মবিরতি শুরু করে সড়ক পরিবহন শ্রমিকরা। এতে করে ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ভাদুঘর বাস আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে দূরপাল্লার কোন যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। এছাড়া পৌর এলাকার মেড্ডা বাসষ্ট্যান্ড থেকে আভ্যন্তরীন রুটেও লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। বাসের সাথে রবিবার ট্রাক চলাচলও করেনি।

ফলে কমিল্লা-সিলেট মহাসড়ক ও ঢাকা-সিলটে মহাসড়কে সিএনজি অটোরিক্সা ও ইজিবাইক ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ফলে যাত্রীরা পড়েছে বিপাকে। গণ পরিবহনের অভাবে যাত্রীরা চড়া দামে অটোরিকসা, ইজিবাইকসহ ছোটখাটো যানবাহনে চলাচল করতে বাধ্য হচ্ছে।

এদিকে কর্মবিরতির প্রথমদিনে রবিবার ভোর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় সহ বিভিন্ন পয়েন্টে বিভিন্ন পরিবহনের শ্রমিকরা অবস্থান নেয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনিছুর রহমান চৌধুরী জানান, দুর্ঘটনা ঘটলে জামিন অযোগ্য ধারা, ৫ লাখ টাকা জরিমানা সহ ৩০২ ধারায় শ্রমিকদের মৃত্যুদন্ডের বিধান রেখে জাতীয় সংসদে “সড়ক পরিবহন আইন-২০১৮ পাস হয়েছে। তিনি বলেন, এমনিতেই আমরা প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকিতে থাকি। এ অবস্থায় আমরা ফাঁসির দড়ি গলায় নিয়ে গাড়ী চালাতে চাইনা। সরকার আগে মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনুক। তিনি বলেন, তাদের দাবি মানা না হলে ৭২ঘন্টা এমনকি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হবে।

এদিকে ৪৮ ঘন্টার কর্মবিরতির ফলে যাত্রীরা পড়েছে সীমাহীন দুর্ভোগে। গণ পরিবহনের অভাবে যাত্রীরা চড়া দামে অটোরিকসা, ইজিবাইকসহ ছোটখাটো যানবাহনে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

ঢাকাগামী যাত্রী আমানুর রহমান, রাকেশ দাস, রোজিনা রহমান জানান, এভাবে পরিবহন ধর্মঘট ডাকায় আমরা এখন বিপাকে পরেছি। ট্রেন ছাড়া কোনো উপায় নেই। আমরা এর প্রতিকার চাই।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হানিফ কর্মবিরতিকে সমর্থন করে বলেন, শ্রমিক গাড়ি না চালালেতো আমরা তাদের উপর জোর করতে পারিনা। তিনি বলেন, আশা করি সরকার আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যাটির দ্রুত সমাধান করবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের ৪৮ ঘন্টার কর্মবিরতি শুরু ॥ যাত্রীরা বিপাকে

botvনিউজ:

নবাগত জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে সততা ও নিষ্ঠার সাথে কর্তব্য কাজ পালন করতে হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান সদর উপজেলা পরিষদের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, কাজের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তিনি সকল কর্মকান্ডে সদর উপজেলা পরিষদকে সহযোগীতার আশ্বাস দেন।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোহেল রানা, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, ডাঃ মোহিনী বেগম। মতবিনিময় সভায় সদর উপজেলার প্রতিটি দপ্তরের প্রধানগন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান সদর উপজেলা কমপ্লেক্সে পৌছলে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
###

সদর উপজেলা পরিষদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান

botvনিউজ:

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের অরক্ষিত স্মৃতি চিহ্নগুলো সংরক্ষনের কাজ শুরু করেছেন নবাগত জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি পৌর এলাকার পুনিয়াউটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিতরন বিভাগ (ওয়াপদা) কম্পাউন্ডে পাকিস্তানী সেনাদের ক্যাম্প ও ব্যাংকারটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সংস্কারের মাধ্যমে সংরক্ষনের কাজ শুরু করেন। মহান স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের ধরে নিয়ে ওই ক্যাম্পে নির্যাতন করা হতো।

এ সময় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান উপস্থিত সাংবাদিকদেরকে বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় এখানে পাকিস্তানী সেনাদের নির্যাতনের ঘটনা অনেকেই স্বচক্ষে দেখেছেন। এসব স্মৃতি চিহ্ন সংরক্ষন করার জন্যে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী সেনারা আমাদের দেশে যে বর্বর এবং জঘন্যতম হত্যাকান্ড চালিয়েছিলো এগুলো হলো সেই নিদর্শন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর জন্যেই আমাদের এই প্রয়াস।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযুদ্ধের গবেষক কবি জয়দুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের স্থাপনা গুলো অরক্ষিত ছিলো। আজ নবাগত জেলা প্রশাসক মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গুলো সংরক্ষনের উদ্যোগ গ্রহণ করায় আমরা তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সামছুজ্জামানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের অরক্ষিত স্মৃতিচিহ্ন সংরক্ষনের কাজ শুরু

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বে-সরকারি ক্লিনিকের ছাদ থেকে চারদিনের শিশু পুত্রকে ছুড়ে ফেলে হত্যার পর মা সীমা আক্তারের-(২৫) ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনার ৪দিন পর গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুম ইফতেখারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অপর দুই সদস্য হলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ এষনা পাল ও জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আজহারুর রহমান তুহিন। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সিভিল সার্জন ডাঃ নিশীত নন্দী মজুমদার কমিটি গঠনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, আগামী তিন দিনের মধ্যে কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে গত ১৯ অক্টোবর সকাল সাড়ে ৮টার জেলা সদরের পুরাতন জেল রোডস্থ পাঁচতলা বিশিষ্ট বে-সরকারি ক্লিনিক “দি ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার ও স্পেশালাইজ্ড হাসপাতাল” এর ছাদ থেকে নিজের চারদিন বয়সী ছেলে সন্তানকে নিচে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যার পর মার সীমা আক্তারও লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।

আত্মহত্যাকারী সীমা আক্তার আখাউড়া উপজেলার কল্যানপুর গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে ও সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের লেবানন প্রবাসী মোঃ মনির হোসেনের স্ত্রী। গত এক বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল।

ক্লিনিক সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর বিকেলে প্রসববেদনা জনিত কারনে ল্যাব এইড হাসপাতালের পার্শ্ববর্তী লাইফ কেয়ার শিশু ও জেনারেল হাসপাতাল নামে একটি বে-সরকারি ক্লিনিকে ভর্তি হন সীমা আক্তার। ওইদিন রাতেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তান জন্ম দেন তিনি। ১৯ অক্টোবর হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার কথা ছিল সীমার।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি, তবে লাইফ কেয়ার শিশু ও জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতককে নিয়ে মায়ের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।সোমবার দুপুরে ইংরেজি দৈনিক অবজারভারের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আয়েশা আহমেদ লিজা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিকেলে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলায় আয়েশা আহমেদ লিজা অভিযোগ করেন, একটি বে-সরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন। এ মন্তব্য সকল নারী সাংবাদিকদের জন্য অবমাননাকর হয়েছে।

বাদিপক্ষের আইনজীবী তানবীর ভূঁইয়া সাংবাদিকদের জানান, ৫০০/৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার আসামী মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতকে অনুরোধ করা হয়। আদালত বিকেলে দেয়া এক আদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিষ্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফেসবুকে আমরা..