botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৭দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের তিতাস নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃতের নাম আব্দুর রহমান-(৩২)। তিনি মজলিশপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে।
মৃতের পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, গত ৩১ ডিসেম্বর নিখোঁজ হয় আবদুর রহমান। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধ্যান মিলেনি।রবিবার সকালে স্থানীয়রা তিতাস নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবদুর রহমান মানুসিক ভারসাম্যহীন ছিল বলে তার পরিবারের লোকজন জানিয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
###
Leave a Reply