botvনিউজ:
গত শুক্রবার বিকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নব-নির্বাচিত জেলা কমিটির পরিচিতি সভা খ্রীষ্টান মেমোরিয়াল হাসপাতালে অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা দিলীপ কুমার নাগ এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদ্যোৎ রঞ্জন নাগ।
সভার বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য ডাঃ ডিউক চৌধুরী, মুক্তিযোদ্ধা অ্যাড. হরে কৃষ্ণ ভৌমিক (মিন্টু), ডাঃ সুখেন্দ বিকাশ তালুকদার, মুক্তিযোদ্ধা সুনীল দেব, বাবু জহর লাল সাহা, সুভাষ চন্দ্র পাল, সব্যসাচী পাল, প্রবীণ কুমার দেব, অ্যাডঃ যতন শর্মা, এলবার্ট হীরক বৈদ্য, আখাউড়া উপজেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা বিধান দাস, অ্যাডঃ প্রণব কুমার দাস উত্তম,
বাবু স্বপন দেব, নাসিরনগর উপজেলার পক্ষে দিলীপ কুমার দত্ত, প্রাণেশ শর্মা, মিস নন্দিতা সেন, খোকন কান্তি আচার্য্য, অ্যাডঃ সুবাস দেবনাথ, উমা পাল, মুক্তিযোদ্ধা সুবোধ দাস, প্রমুখ।
বক্তারা সোহরাওয়ার্দী উদ্যানে মহা সমাবেশের ঘোষিত ৫ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের জন্য আহবান জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতিগত ধর্মীয় সংখ্যালঘুদের উপর সকল ধরণের নির্যাতন, নিপীড়ন বন্ধের জন্য ও জোর দাবি জানান। (প্রেস বিজ্ঞপ্তি)
###
Leave a Reply