botvনিউজ:

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সত্য দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সকালে উপজেলার রাজাপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আরিফুল আমীন জানান, নরসিংদীর রায়পুরা উপজেলার গোপাল দাসের ছেলে সত্য দাস আজমপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় বিজিবি’র হাতে আটক হন। তাকে আখাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে মামলা দেয়া হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে।
###

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা আখাউড়ায় আটক ১

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় এক জামায়াতে ইসলামীর নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার মধ্যরাতে পৌর এলাকার কাজীপাড়া মৌলভীহাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মাওলানা কুতুব উদ্দিন-(৫২)। তিনি জেলার সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলার কুট্টাপাড়া গ্রামের মাওলানা মোহাম্মদ আলীর ছেলে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন নাশকতার মামলায় কুতুব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের আমীর গ্রেপ্তার

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের বাংলাদেশ অংশের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল সোমবার বিকেল পাঁচটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ নির্মাণ কাজের উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনা, প্রায় ৬৭৮ কোটি টাকা ব্যয়ে ৫৩ কিলোমিটার দীর্ঘ মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলওয়ে সেকশনের পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে।
আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প উদ্বোধন উপলক্ষে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও আখাউড়ার তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তারের সাথে কথা বলেন।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং আখাউড়া-আগরতলা রেলপথ স্থাপনের চুক্তি স্বাক্ষর করেন। প্রায় ৪৭৭ কোটি টাকার এই প্রকল্পের সিংহভাগ অর্থের যোগান দিচ্ছে ভারত।

আখাউড়া-আগরতলা রেলপথ মোট ১৫ কিলোমিটার। এর মধ্যে আগরতলা অংশে পাঁচ কিলোমিটার আর বাকি ১০ কিলোমিটার আখাউড়া অংশে। রেলপথটি আগরতলা রেলওয়ে স্টেশন থেকে নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন হয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে শেষ হবে।

সূধী সমাবেশে পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামসুজ্জামান, আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল ও আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
###

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন করলেন দুই প্রধানমন্ত্রী

 

botvনিউজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রফতানি বাণিজ্যে নতুন সংকট দেখা দিয়েছে। ‘চাঁদার দাবিতে’ রফতানি হওয়া পণ্য আটকে দিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কয়েকজন নেতা। এর ফলে গত বুধবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রফতানি হওয়া সব মাছ পচে গেছে।

এদিন বন্দর দিয়ে রফতানি হওয়া মাছ, সিমেন্ট ও তুলাসহ অন্যান্য পণ্য সন্ধ্যা পর্যন্ত আগরতলা বন্দরে আটকে রেখেছিলেন বিজেপি নেতারা। পরে আলোচনার মাধ্যমে রাতে পণ্যগুলো বন্দর থেকে ছাড়া হয়। তবে স্থায়ী সমাধান না হওয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য আমদারি রফতানি বন্ধ রেখেছে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দর শুল্ক স্টেশন ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, গত বুধবার সকালে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মিলিয়ে ১০ টন ৪৯০ কেজি মাছ ভারতে রফতানি করা হয়। সারাদিন বন্দরে আটকে থাকায় সবগুলো মাছই পচে গেছে। এর ফলে ভারতীয় ব্যবসায়ীদের পাশাপাশি নিজেদের লোকসানের কথাও জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা।

এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের সঙ্গে চাঁদা নিয়ে বিজেপি এবং কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেয়া কিছু নেতার সমস্য চলছে। এর ফলে তারা আমাদের রফতানি করা পণ্য বন্দরে আটকে দিয়েছিলেন। বিষয়টি নিয়ে আমরা আলোচনার পর বুধবার রাতে পণ্যবোঝাই ট্রাকগুলো বন্দর থেকে ছাড়া হয়। তবে সারাদিন আটকে থাকায় মাছগুলো পচে গেছে। তাই আজ (বৃহস্পতিবার) আমরা আমদানি-রফতানি বন্ধ রেখেছি। বিষয়টি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরা কোন ধরনের আমদানি- রফতানি করবো না।
###

আখাউড়া স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি রফতানি বন্ধ

botvনিউজ:

আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের বাংলাদেশ অংশের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১০ সেপ্টেম্বর সোমবার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজের উদ্বোধন করার কথা রয়েছে।

ভিডিও কনফারেন্স উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এক সুধী সমাবেশ আয়োজনেরও কথা রয়েছে। ওই সুধী সমাবেশে বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রীও উপস্থিত থাকতে পারেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। ভিডিও কনফারেন্স উপলক্ষে সাইট পরিদর্শন করতে গত ১ সেপ্টেম্বর আখাউড়ায় এসে তিনি সাংবাদিকদেরকে এসব তথ্য জানান।

আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পটি নির্মাণ হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
প্রথমদিকে পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে।

২০১৬ সালের ৩১ জুলাই একই প্রকল্পের ভারতের আগরতলা অংশে কাজের উদ্বোধন করেন বাংলাদেশের রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক, ভারতের রেলপথ মন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু। ইতিমধ্যেই ভারতের অংশে রেলপথ নির্মাণের কাজ অনেক দূর এগিয়েছে।

এদিকে বাংলাদেশের অংশে ৫৬.৩৬ এক জমি অধিগ্রহন প্রক্রিয়া শেষে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তরও করা হয়েছে বলে গত সোমবার জানিয়েছেন আখাউড়ার সহকারি কমিশনার (ভূমি) জেসমিন সুলতানা। জুন মাসে অধিগ্রহন ও হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানিয়েছেন তিনি।

আখাউড়া থেকে আগরতলার রেললাইনের দৈর্ঘ্য হবে মোট ১৫ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশের অংশে ১০ কিলোমিটার ও ভারতের অংশে পাঁচ কিলোমিটার। আখাউড়া থেকে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন হয়ে মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর পর্যন্ত হবে বাংলাদেশের রেললাইন। ওপারে নিশ্চিন্তপুর হয়ে রেললাইন যাবে আগরতলায়। রেললাইন নির্মাণে অধিকাংশ টাকাই ব্যয় করবে ভারত।
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য মতে, এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৯৮০ কোটি রুপি। এর মধ্যে ভারতের পাঁচ কিলোমিটার অংশের জন্য ৫৮০ কোটি রুপি ও বাংলাদেশ অংশের ১০ কিলোমিটারের জন্য ৪০০ কোটি রুপি (৪৭৭ কোটি ৮১ লাখ টাকা)। রেললাইন নির্মাণে ভারত থেকে অনুদান হিসেবে পাওয়া গেছে ৪২০ কোটি ৭৫ লাখ টাকা। অবশিষ্ট ৫৭ কোটি টাকা বাংলাদেশের সরকারি কোষাগার থেকে ভূমি অধিগ্রহনসহ বিভিন্ন খাতে ব্যয় হচ্ছে।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান গত রবিবার জানান, আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের বাংলাদেশ অংশের কাজ আগামী ১০ সেপ্টেম্বর উদ্বোধন হবে বলে জানিয়েছেন রেলপথ সচিব। দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন উপলক্ষে আখাউড়ায় একটি অনুষ্ঠানেরও আয়োজন করবে রেলওয়ে কর্তৃপক্ষ।
###

আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প ১০ সেপ্টেম্বর কাজের উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী

botvনিউজ:

জন্মাষ্টমী উপলক্ষে রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে র‌্যালি বের হয়। পৌর এলাকার আনন্দময়ী কালিবাড়ী থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলার আখাউড়ায় র‌্যালির উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ও নাসিরনগরের গৌর মন্দিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
###

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি

botvনিউজ:

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, আওয়ামীলীগ সব সময় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে আর বিএনপি সব সময় ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। তিনি বলেন, মেশিনের (ইভিএম) উপর ভর করে নয়, আওয়ামীলীগ সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আমরা জনগণের উপর ভর করি, জনগণের ভোটে আমরা নির্বাচিত হবো।

তিনি আজ দুপুরে সকালে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীরবাজারে জনগনের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, পাকিস্তান এবং বাংলাদেশের আমলে আওয়ামীলীগ বার বার জনগণের সরাসরি ভোটে ক্ষমতায় এসেছে আর বিএনপি ষড়যন্ত্র করে প্রাসাদে বসে বসে ক্ষমতায় আসে।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথা বলেন, যার সাথে সত্যের কোনো মিল নেই। ওনি (ফখরুল) বলেছেন, আমরা মেশিনের (ইভিএম) উপর ভর করেছি। ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আওয়ামীলীগ সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং জনগণ প্রত্যক্ষভাবে ভোট দিয়েছে আর বিএনপি সবসময় ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে।

এ সময় আইনমন্ত্রীর সাথে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম ভূইয়া, সেলিম ভূইয়া, আইনমন্ত্রীর সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কাওছার জীবন, দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিনসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ঢাকা থেকে ট্রেনযোগে আখাউড়ায় আসেন। পরে উপজেলার গাজীর বাজার, ছয়গড়িয়া, রাজেন্দ্রপুর ও কর্ণেলবাজারে সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
###

আখাউড়ায় ঈদ শুভেচ্ছা বিনিময়কালে আইনমন্ত্রী আনিসুল হক

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে ফের আমদানি-রফতানি শুরু হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছয় দিনের ছুটি শেষে সোমবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হয়। দিকে ৬দিন পর আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে আসে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিককারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদুল আযহা উপলক্ষে গত ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটি শেষে সোমবার সকাল থেকে আবারো আমদানি-রফতানি শুরু হয়। তিনি বলেন, সকাল থেকে মাছ, প্লাস্টিক ও সিমেন্টবোঝাই কয়েকটি ট্রাক ভারতে প্রবেশ করেছে।

আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক আতিকুল ইসলাম জানান, ঈদের ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
###

ঈদুল আযহার ছুটি শেষে আখাউড়া স্থল বন্দরে আমদানি-রফতানি শুরু

botvনিউজ:

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ১৫ আগস্টের রাত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক রাত। তিনি বলেন,ফের আওয়ামী লীগ ক্ষমতায় এলে আমেরিকায় পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনী রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এ নিয়ে আমেরিকা সরকারের সাথে আলোচনা ফলপ্রসু হয়েছে।

তিনি মঙ্গলবার দুপুরে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আখাউড়া সিরাজুল হক মুক্তমঞ্চে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনীদের কবে দেশে ফিরিয়ে আনা হবে সেটা নিয়ে সবার কৌতুহল। পোষা পাখি উড়ে যাওয়ার পর সেই পাখিকে যদি ফেরানো কষ্ট হয়, তাহলে বঙ্গবন্ধুর খুনীদের ফেরানো কত কষ্টকর আপনারা বুঝেন। তবে আমেরিকায় থাকা রাশেদ চৌধুরীকে ফেরানোর ব্যাপারে আমেরিকা সরকারের সাথে আলোচনা ফলপ্রসু হয়েছে।

তিনি বলেন, আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় এলে রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা হবে। আর কানাডায় থাকা নূর চৌধুরীকেও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে কানাডায় আইন আছে- যদি কোনো দেশে অন্যায়ের জন্য মৃত্যুদন্ড সাজা হয় তাহলে তাকে সে দেশে পাঠানো হয় না। তারা শাস্তি হিসেবে মৃত্যুদন্ড মানেনা।

তিনি জিয়াউর রহমানের সমালোচনা করে বলেন, জিয়াউর রহমান ৬ বছর ক্ষমতায় ছিলেন। তিনি খুনী মোস্তাককে ফুটবলের মতো লাথি দিয়ে মসনদে বসেছিলেন। বঙ্গবন্ধুর খুনীদের তিনি বিদেশে চাকরি দিয়েছিলেন। পরে তাকেও গুলিতে ঝাঁঝরা হতে হয়েছে।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নত হোক বিএনপি চায় না। শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল করেছেন সেটা বিএনপি চায় না। তারা চায় বাংলাদেশে পাকিস্তান হোক।

শোক সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সেলিম ভূইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়ছার জীবন প্রমুখ।
###

আখাউড়ায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আইনমন্ত্রী আনিসুল হক এমপি

 

botvনউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার থেকে শুরু হচ্ছে শাহ্ সৈয়দ আহম্মেদ গেছুদারাজ (রঃ) প্রকাশ খড়মপুর শাহপীর কল্লা শহীদ মাজারের ওরস শরীফ।

সপ্তাহব্যাপি এই ওরসে আগামী ১৪ আগস্ট আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ওরসকে কেন্দ্র করে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ওরস উপলক্ষে মাজার এলাকা ও শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপি মেলা বসবে।

মাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ছালেহ নেওয়াজ খান খাদেম জানান, ইতিমধ্যেই ভক্ত আশেকানরা মাজারে আসতে শুরু করেছেন।

###

আখাউড়ায় আজ শুরু হচ্ছে খড়মপুর মাজারের ৭দিনব্যাপী ওরস মোবারক

ফেসবুকে আমরা..