botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। ‘ব্যবস্থাপনা’ ক্যাটাগরিতে স্বীকৃতি স্বরূপ মঙ্গলবার ইউএনও’র হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়ায় যোগদানের পর ইউএনও শামছুজ্জামান বেশ কিছু সামাজিক, সাংস্কৃতিকসহ নানা উন্নয়ন কর্মকান্ড করে প্রশংসা ব্যাপক কুড়ান। তিনি শিল্পকলা একাডেমিকে পুরোদমে চালু করাসহ আখাউড়ায় ‘চিরসবুজ সংঘ’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটান। যেখানে প্রতিদিন সকালে এক ঘন্টা ব্যায়াম করানো হয়।

এছাড়া তিনি নাটকের জন্য ‘রণাঙ্গন থিয়েটার’ ও ফটোগ্রাফারদের নিয়ে ‘ফ্রেম রণাঙ্গন’ নামে সংগঠন করেন। এছাড়া আখাউড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে চাঙ্গা করতে তিনি বিভিন্ন কার্যক্রম হাতে নেন।
###

ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আখাউড়ার শামছুজ্জামান

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের আগরতলায় ফিরে গেছে ভারত থেকে আসা মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মোটর র‌্যালিটি গত মঙ্গলবার বিকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে মোটর র‌্যালিটি ভারতের আগরতলায় ফিরে যায়।

এর আগে গত রবিবার ( ১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে মোটর র‌্যালিটি বাংলাদেশে প্রবেশ করে। র‌্যালিতে ১০টি মোটর কার রয়েছে। ভারতের কলিঙ্গ মোটর স্পোটর্স ক্লাবের ৩২ জন সদস্য এই র‌্যালিতে অংশ নেয়।

এর আগে গত মঙ্গলবার বিকেল ৩টায় মোটর র‌্যালিটি আখাউড়া স্থলবন্দরে পৌছলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরীফ আমীন সহ ইমিগ্রেশন কর্মকর্তারা র‌্যালিটিকে অভ্যর্থনা জানান।

কলিঙ্গ মোটর স্পোটর্স ক্লাবের সভাপতি অরুন ভাটিয়া জানান, মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রণালয়ের সহযোগিতায় কলিঙ্গ মোটর স্পোটর্স ক্লাব এই র‌্যালির আয়োজন করে।

গত ৪ ফেব্রুয়ারি দিল্লী থেকে র‌্যালিটি যাত্রা শুরু করে। আগামী ২৪ ফেব্রুয়ারি মায়ানমারের ইয়াঙ্গুনে গিয়ে র‌্যালিটি শেষ হবে। তিনি আরো বলেন, মহাত্মা গান্ধীর অহিংস ও শান্তির বাণী ছড়িয়ে দেওয়া ও নিরাপদে গাড়ি চালনার বার্তাও প্রচার করা র‌্যালির উদ্দেশ্য।
###

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে গেছে মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকীর মোটর র‌্যালি

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চার ফার্মেসীকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী বাইন হীরা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.টি.এম মোর্শেদের নেতৃত্বে উপজেলার আড়াইসিধা বাজারে এই অভিযান চালানো হয়।

এ সময় দোকানে মেয়াদোর্ত্তীন ঔষধ রাখা, স্যাম্পল বিক্রি ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে ঔষধ বিক্রি করার দায়ে চারটি ফার্মেসীকে বিভিন্ন ধারা অনুযায়ী ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার ঔষধ তত্তাবধায়ক মোঃ বাদল শিকদার উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা বলেন, উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
###

ভ্রাম্যমান আদালতের অভিযান আশুগঞ্জে চার ফার্মেসীকে জরিমানা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসএসসির ভূয়া প্রশ্নপত্র সরবরাহের দায়ে মোঃ সোহাগ মিয়া-(১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আখাউড়ার শিবনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ মিয়া ওই গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে। সোহাগ আখাউড়া দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

সোমবার বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক প্রেসব্রিফিংয়ে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক চন্দন দেবনাথ সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সোহাগ ভূয়া আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসএসসির অগ্রিম প্রশ্নপত্র বিক্রয়ের স্ট্যাটাস দেন। পরে তার মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে তারা তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সোহাগ সাংবাদিকদের জানায়, গত বছরের জেএসসি পরীক্ষা দেওয়ার সময় সে এভাবে প্রতারিত হয়েছিল। কৌতুহল ও প্রলোভন থেকেই সে এই কাজ করেছে বলে সে স্বীকার করেছে। সোহাগ জানায়, প্রশ্নপত্র বিক্রি করে সে দুই হাজার ৫শত টাকা পেয়েছে।
###

এসএসসির ভূয়া প্রশ্নপত্র সরবরাহের দায়ে,আখাউড়ায় কিশোর গ্রেপ্তার

 

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় এ্যামোনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্লান্টের বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ পুড়ে গেছে।

\গতকাল বুধবার বিকাল ৪টায় কারখানার এ্যামোনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারের দ্বিতীয় তলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্লান্টের বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, বেশ কয়েকদিন আগ থেকেই কারাখানার এ্যামেনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারে ত্রুটি দেখা দেয়। এটি মেরামত করার জন্য কারখানার উৎপাদন বন্ধ ছিল।

 

গতকাল বুধবার বিকাল ৪টার দিকে কারখানার এ্যামোনিয়া প্লান্টের দ্বিতীয় তলায় কাজ করার সময় সিনগ্যাস কমপ্রেসারে অতিরিক্ত তাপমাত্রার কারনে ও তেলের রিজার্ভার লিকেজ হয়ে আগুন লেগে যায়। তাৎক্ষনিকভাবে আগুন কমপ্রেসারের চারদিকের বিভিন্ন যন্ত্রাংশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কারখানার নিজস্ব ফায়ার সার্ভিসের একটি টিম তাৎক্ষনিকভাবে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মোঃ আওসাদ মিয়া বলেন, বর্তমানে কারখানার আগুন নিয়ন্ত্রনে রয়েছে। এ্যামোনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারে অতিরিক্ত তাপমাত্রা ও তেলের রিজার্ভার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

এ ব্যাপারে আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম আকন্দ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রনে রয়েছে। তেমন ক্ষয়-ক্ষতি হয়নি। নাশকতা কিনা তা খতিয়ে দেখা হবে। তিনি সাংবাদিকদের কারখানার ভেতরে যেতে না দেয়াকে দুঃখজনক বলে অভিহিত করেছেন।
###

আশুগঞ্জ সার কারখানার এ্যামোনিয়া প্লান্টে অগ্নিকান্ড

 

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রলীগের উদ্যোগে উপজেলার সব কয়টি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ ও জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলনে গণসচেতনতা সৃষ্টি, জাতীয় সংগীত শুদ্ধ সুরে গাওয়া কর্মসূচির উদ্বোধন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এম.পি।

গত শুক্রবার সন্ধ্যায় আখাউড়া উপজেলা পরিষদ মাঠে আওয়ামী লীগের উদ্যোগে মন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী ছাত্রলীগের দেয়া পতাকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মৌসুমী আক্তারের হাতে তুলে দেন। এ সময় মন্ত্রী এই কর্মসূচির প্রশংসা করেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু ও সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন জানান, সম্প্রতি তাদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কারণে একটি ভালো কর্মসূচির চিন্তা করেন তাঁরা। এরই মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকির সময় এসে যায়। এ অবস্থায় তাঁরা পতাকা বিতরণ, সঠিকভাবে পতাকা উত্তোলনে গণসচেতনতা,

শুদ্ধ সুরে জাতীয় সংগীত গাওয়া কর্মসূচি হাতে নিয়েছেন। এরই অংশ হিসেবে মন্ত্রীর মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। চলতি সপ্তাহেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পতাকা বিতরণ করা হবে ও গণসচেতনার তৈরির কর্মসূচি শুরু করা হবে।
###

উদ্বোধন করে প্রশংসা আইনমন্ত্রীর আখাউড়ায় জাতীয় পতাকা ও সংগীত নিয়ে ছাত্রলীগের কর্মসূচি

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা রেলপথ নির্মান প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সোমবার দুপুরে প্রকল্প কাজের অগ্রগতি দেখতে ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পরির্দশন করেছেন।

ইন্ডিয়ান রেলওয়ের ডিএস (এসবি) শ্রী হিতেশ যুগেন্দ্র লাল রাজপাল, আখাউড়া-আগরতলা রেল প্রকল্পের উপদেষ্টা শ্রী তরুণ হরিয়া, কর্মকর্তা শ্রী গৌরব গান্ধি ও ইউএস (ডিপিএ-১) মিস সেলনি সাহাই নামে ৪জনের এই প্রতিনিধিদল আখাউড়া-আগরতলা রেলপথের আখাউড়া গঙ্গাসাগর থেকে সীমান্ত গ্রাম শিবনগর পর্যন্ত এই প্রকল্পের ৭ কিলোমিটার এলাকা ঘুরে দেখেন এবং কাজের বিভিন্ন বিষয়ের খোজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন এই প্রকল্পের পরিচালক ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা শহিদুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আরিফুল আমিনসহ বাংলাদেশ রেলওয়ের কয়েকজন কর্মকর্তা।

পরির্দশন শেষে এই প্রকল্পের পরিচালক শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ভারতের ঠিকাদারী প্রতিষ্ঠান টেক্সমেকো রেল এবং ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই প্রকল্পের কাজ করছে। প্রকল্প কাজে কোন জটিলতা নেই তবে ধানের ফসলের জন্য কিছু এলাকায় কাজ বন্ধ রয়েছে তারপরও যথা সময়ে কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আখাউড়া রেলওয়ে প্রকৌশল বিভাগ জানায়, বাংলাদেশের আখাউড়া গঙ্গাসাগর স্টেশন এলাকা থেকে সীমান্ত গ্রাম শিবনগর পর্যন্ত বাংলাদেশ অংশের ১০ কিলোমিটারের মধ্যে ৭ কিলোমিটার কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান ভারতের টেক্সমেকো। এই কাজের জন্য জন্য ২৪০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তবে বাংলাদেশ অংশের পুরো ১০ কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৭৭ কোটি ৮১ লাখ টাকা।

প্রকৌশল বিভাগ আরো জানায়, বাংলাদেশের দিকে প্রথম রেলস্টেশন হবে আখাউড়া গঙ্গাসাগর। ভারতের নিশ্চিন্তপুর হবে সীমান্ত স্টেশন ও রেল ইয়ার্ড। আখাউড়া-আগরতলা রেল সংযোগ হবে ডুয়েল গেজ। বাংলাদেশ অংশে ১০ কিলোমিটার মূল রেলপথ ছাড়াও ৪ দশমিক ২৫ কিলোমিটার লুপ লাইন রাখা হবে। ৩টি মেজর ও ২০টি মাইনর ব্রীজ নির্মাণ হবে।

আখাউড়া, গঙ্গাসাগর ও নিশ্চিন্তপুর স্টেশনে কম্পিউটার নিয়ন্ত্রিত সিগনালিং ব্যবস্থাও স্থাপন করা হবে। এই রেললাইন নির্মাণ কাজ তদারকি করছে বাংলাদেশ রেলওয়ে ও ভারতের ইরকন।
###

এগিয়ে চলছে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মান কাজ পরিদর্শন করলেন ভারতের প্রতিনিধিদল

botvনিউজ:

সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপূজার ছুটি শেষে খোলার আগেই ফের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ছয়দিন বন্ধ থাকার পর রবিবার থেকে এই বন্দর দিয়ে আমদানি-রফতানী কার্যক্রম শুরু হওয়ার কথা ছিলো।

তবে আগরতলা বন্দরে আমদানি-রফতানিকারক সংগঠনের নতুন কমিটি গঠন ও কালীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর পর্যন্ত পণ্য নিতে অনীহা প্রকাশ করেছেন সেখানকার ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার পণ্য আমদানি-রফতানি শুরুর কথা ছিল।

কিন্তু হঠাৎ করে আগরতলার ব্যবসায়ীরা জানিয়েছেন তারা ২৫ অক্টোবর পর্যন্ত আমাদের কাছ থেকে কোনো পণ্য নেবেন না। ২৬ অক্টোবর শুক্রবার বন্ধের দিন। আগরতলার ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তের কারণে বেশ কয়েকটি পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে বলেও জানান তিনি।

এর আগে দুর্গাপূজা উপলক্ষে দু’দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখা হয়। তবে ওই সময়ে দু’দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
###

দূর্গাপূজার ছুটি শেষে খোলার আগেই আখাউড়া স্থল বন্দর ফের বন্ধ

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া-৪-(কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের পক্ষে তিন লাখ পোস্টার লাগানোর কাজ শুরু হয়েছে। ওই দুই উপজেলার জনপ্রতিনিধিদের উদ্যোগে রবিবার থেকে এসব পোস্টার লাগানো শুরু হয়। পোস্টারে আনিসুল হকের ছবি দিয়ে নৌকা প্রতীকে ভোট আহবান করা হয়েছে।

এক হিসেব থেকে দেখা যায়, প্রায় চার লাখ ৪৯ হাজার জনসংখ্যার মধ্যে কসবা ও আখাউড়ায় ভোটার সংখ্যা প্রায় তিন লাখ ১৬ হাজার। সেই হিসেব মতে, মন্ত্রীর পক্ষে ভোটার প্রতি একটি করে পোস্টার লাগানো হচ্ছে।

মন্ত্রীর সহকারি একান্ত সচিব ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন তিন লাখ পোস্টার লাগানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা নিজ দায়িত্বে এসব পোস্টার লাগাচ্ছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব পোস্টার লাগানো হচ্ছে। দুই দিনের মধ্যে পোস্টার লাগানোর কাজ শেষ করার কথা। একেকজন জনপ্রতিনিধি ১০ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত পোস্টাট লাগাচ্ছেন।

এখানে উলে¬খ্য, গত শনিবার কসবা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আনিসুল হককে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আখাউড়া উপজেলাতেও আনিসুল হকের বিকল্প ভাবছেন না আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
###

কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে জনপ্রতিনিধিদের প্রচারনা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সকালে সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অর্নাস কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অলিম্পিয়াড উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজন জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ, সাধারন সম্পাদক একেএম শিবলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়েই সুন্দর ও সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সেই যোগ্যতা রাখেন। তিনি বলেন, আমি আশা করি আগামী নির্বাচনে বিএনপিসহ দেশের সকল রাজনৈতিকদল অংশ গ্রহণ করবে।

অলিম্পিয়াডে ব্রাহ্মণবাড়িয়া জেলার ১১টি কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
###

সুজনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত

ফেসবুকে আমরা..