botv-নিউজ:

আশুগঞ্জ উপজেলার চর-চারতলা ও চর-লালপুর চরে ইজারাদারদের ড্রেজিংয়ের কারনে দেড়শ একর ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। মেঘনা নদীতে বালু মহালের নির্ধারিত জায়গা থাকলেও মালিকানাধীন ফসলি জমিতে একাধিক ড্রেজারের মাধ্যমে মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। মাটি কেটে নেওয়ায় কারনে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জেলা প্রশাসকের কাছে কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করলেও ড্রেজার মালিকরা তাদের বালু উত্তোলন অব্যাহত রেখেছেন। অভিযোগকারীরা জানান, ইজারাদাররা বালু উত্তোলনে মানা হচ্ছে না বালু মহালের কোন নিয়ম কানুন।
লিখিত অভিযোগে বলা হয়, আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীর পাশের চর-চারতলা, চর-লালপুর, রায়পুরা ও বেগমাবাগ এলাকার বালু মহাল ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ছাত্রদল নেতা সেলিম পারভেজ, চর-চারতলা গ্রামের জয়নাল মিয়া, লালপুরের ডা. ফারুক, রফিক ও

নরসিংদীর চানপুরের সুলতান মিয়া ইজারা নেয়। প্রভাবশালী ইজারাদাররা বালু মহালের নির্ধারিত জায়গায় ড্রেজিং না করে বালু মহালের নিয়ম কানুনের তোয়াক্কা না করে বিএস খতিয়ানের নক্সাভুক্ত মালিকানাধিন চরে রাতের আধাঁরে ড্রেজিং করে। এতে প্রায় ১’শ ৫০ একর ফসলি জমি কেটে নিয়ে যায় প্রভাবশালীরা। এতে করে জমির মালিকরা ব্যাপক ক্ষতির সম্মুক্ষীন হয়েছেন। অতিরিক্ত গভীর করে মাটি কেটে নেয়ায় প্রতিনিয়ত ভাঙছে ফসলী জমি।

এতে করে প্রতিদিন ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। ইজারাদারদের সাথে বিষয়টি কথা বললেও তারা বিষয়টি আমল দিচ্ছেননা। এতে করে যেকোন সময় উভয় পক্ষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বাঁধতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। তাই ভুক্তভোগী ৮০ জন কৃষক প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দাখিল করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, বর্তমানে সততা, ফাইভস্টার, মৌসুমী, মায়ের দোয়াসহ কয়েকটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজিং করার সময় আশপাশে সতর্কতা চিহ্ন দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। নদীর তীর থেকে প্রায় ৩’শ ফুট দূরে মাটি ড্রেজিং করার কথা থাকলেও সেটিও মানছেনা ইজারাদাররা। বালু মহালের নির্দিষ্ট সীমানা দেয়া থাকলেও এর কোন তোয়াক্কা না করে যত্রতত্রভাবে মাটি ড্রেজিং করা হচ্ছে।

সকাল সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাটি কাটার কথা থাকলেও রাতের অন্ধকারে মাটি কাটা হচ্ছে। তারা বলেন, এতে করে মেঘনা নদীর চরলালপুর ও চরচারতলা মৌজাসহ কয়েকটি এলাকার ফসলি জমি ভেঙ্গে নদীতে বিলীন হতে চলেছে।
এদিকে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি আপোষ করেছেন ড্রেজার মালিকরা। ক্ষতিগ্রস্ত এলাকা মাটি দিয়ে ভরাট করে দেয়ার আশ্বাস দেওয়া হয় তাদেরকে। তবে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেননি তারা।

লালপুরের ক্ষতিগ্রস্ত কয়েকজন জমি মালিকের সাথে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে যখন নদীতে পানি বেশী ছিল তখন আমরা বিষয়টি টের পাইনি। পানি কমার সাথে সাথে আমরা বুঝতে পারি আমাদের ফসলি জমি কেটে নেয়া হয়েছে। আমরা এই বিষয়ে তাদের সাথে কথা বললেও তারা আামাদের কোন পাত্তাই দেয়নি। তাই আমরা বাধ্য হয়েই অভিযোগ করেছি।

ক্ষতিগ্রস্ত জমির মালিক খলিলুর রহমান জানান, আমরা অভিযোগ দেয়ার পর তড়িঘড়ি করে ড্রেজার মালিকরা আমাদের সাথে আপোষ করার জন্য প্রভাবশালীদের নিয়ে শালিসে বসে। তারা আমাদের ক্ষতিগ্রস্ত এলাকা মাটি দিয়ে ভরাট করে দেয়ার আশ্বাস দেন। এ ব্যাপারে ড্রেজার মালিক মোঃ সেলিম পারভেজ ও জয়নাল মিয়া জানান, আমরা বালু মহালের ইজারার নিয়ম অনুযায়ী নদীতে ড্রেজিং করেছি। সব ধরনের নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। ফসলি জমি আমরা ড্রেজিং করি নাই। যে অংশে ভাঙ্গনের সৃস্টি হয়েছে তা সরকারী জায়গা। তবে এলাকাবাসীর অনুরোধে আমরা ক্ষতিগ্রস্ত জমি যেন ঢেউয়ের কারনে ভেঙে না যায়

সেজন্য মাটি ফেলে আমরা একটি বাধঁ দিয়ে দিচ্ছি। বিষয়টি সামাজিকভাবে মিমাংসা করা হয়েছে।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তার বলেন, জেলা প্রশাসকের কাছ থেকে একটি চিঠি পেয়ে সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে। এ ব্যাপারে এলাকার ক্ষতিগ্রস্তরা আমাদের কাছে তাদের লিখিত বক্তব্য জমা দিয়েছেন। আমরা আমরা একটি তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠিয়েছি।
###

অবৈধ বালু উত্তোলনের দেড়শ একর ফসলি জমি নদীতে বিলীন

botv-নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রতিবারের ন্যায় এ বছরও ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে নার্সারী থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষার্থীরা চিত্রাংকন প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি আল- মামুন সরকার। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লা¬াহ্, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান দিলারা আক্তার খান,

কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এ জেড এম আরিফ হোসেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সহ সেমিনার সচিব মোহাম্মদ হামজা মাহমুদ, গভঃ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর সহ সভাপতি মুহম্মদ মুসা,

সঙ্গীত শিল্পী মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ভাষা সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি এস আর এম ওসমান গণি সজিব ও চিত্রাংকন প্রতিযোগিতা উপ কমিটির আহবায়ক মূমতাহেনাহ বেগম তিথি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, ভাষা সাহিত্য কেন্দ্র বিভিন্ন দিবসে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার যে আয়োজন করে থাকে এটি অত্যন্ত ভালো উদ্যোগ।

আমি এ উদ্যোগকে সাধুবাদ জানায়। আজকের যে শিশুরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে তারা মহান মুক্তিযুদ্ধ সমন্ধে জানবে, তারা বঙ্গবন্ধুকে জানবে, তারা আমাদের দেশকে জানবে। ভাষা সাহিত্য অনুশীলন কেন্দ্রের মত আমাদের আরো অনেক সংগঠন এই ধরণের কর্মসূচী চালিয়ে যাচ্ছে সারাদেশে। বর্তমান প্রজন্মকে জানাতে হলে এ রকম উদ্যোগ যুগান্তকারী বলে আমি মনে করি। (প্রেস বিজ্ঞপ্তি)
###

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লিটন কোচিং সেন্টারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং দোয়া মাহফিল শুক্রবার উপজেলার দাতঁমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রাক্তন শিক্ষক মাওলানা নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সুশান্ত কুমার দাস,

প্রভাষক মনিরুল ইসলাম কামাল,পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মাওলানা রহিম নেওয়াজ ভূইয়া, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতেকুর রহমান খসরু, মাওলানা সিরাজুল ইসলাম।

বক্তব্য রাখেন শংকর দেবনাথ, সেন্টু লাল সরকার, বিদায়ী শিক্ষার্থী উজ্জল মিয়া, মারিয়া আক্তার চৈতি, জুই সরকার, কৃতি শিক্ষার্থী মাস্তরা আক্তার, নিপা আক্তার,মিশু আক্তার প্রমূখ। পরে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কোচিং সেন্টারের কর্ণধার লিটন দেবনাথ।
####

নাসিরনগরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

botv নিউজ:

আগামী ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে (২৩মার্চ )শুক্রবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু, সদস্য প্রফেসর নজির আহমদ, প্রধান শিক্ষক মোস্তফা কামাল, মোঃ আল আমীন প্রমুখ।

সভায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপনে সপ্তাহব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, মানববন্ধন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী সমাবেশ, বিভিন্ন মসজিদে জুম্মার নামাজে ইমাম কর্তৃক দুর্নীতি বিরোধী বক্তব্য প্রদান ও দুর্নীতি বিরোধী চলচ্চিত্র প্রদর্শন।
###

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপনে ব্রাহ্মণবাড়িয়ায় সভা অনুষ্ঠিত

 

botv-নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোঃ আইয়ূব খান অংশ গ্রহণ করেন না বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ(২২মার্চ) বৃহস্পতিবার সকালে স্বল্পোন্নত থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও তিনি অনুপস্থিত ছিলেন।এনিয়ে সরকারি-বে-সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নানা কথা আলোচিত হচ্ছে।

অভিযোগকারীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা অংশ গ্রহণ করলেও সমাজসেবা অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোঃ আইয়ূব খান অনুপস্থিত থাকেন।

সর্বশেষ স্বল্পোন্নত থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে (২২মার্চ )বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানেও তিনি বরাবরের মতো অনুপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার বিকেলেই তিনি কোন ধরনের ছুটি ছাড়াই ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করেন।এ ব্যাপারে সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোঃ আইয়ূব খানের সাথে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি জাতীয় দিবসের অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকি।

মাসিক সমন্বয় সভায় যোগদানের জন্য আমি বৃহস্পতিবার চট্টগ্রাম ছিলাম তাই বৃহস্পতিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি।
###

জাতীয় দিবসের অংশ গ্রহণ করেন না ব্রাহ্মণবাড়িয়ার সমাজসেবার ডিডি

botv-নিউজ:

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে প্রচারাভিযান ও সেবা সপ্তাহের অংশ হিসেবে  বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার ১হাজার একশত দুইটি প্রাথমিক বিদ্যালয়ে র‌্যালি এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মেড্ডা (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপপরিচালক মোঃ সুলতান মিয়া।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে, পিটিআইএর সুপার মোঃ আবদুল মান্নান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস সামাদ আকন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান হাফিজ প্রমুখ।

অভিভাবক সমাবেশে আগামী ২ এপ্রিল থেকে প্রতিটি শিক্ষার্থীকে টিফিন বক্সে খাবার ও বিশুদ্ধ পানীয় জলের বোতল দেয়ার জন্য মা’দের প্রতি আহবান জানানো হয়।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ১১০২ টি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

botv-নিউজ :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

বিকেল সাড়ে তিনটার দিকে শহরের কান্দিপাড়া মাদরাসা রোডে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকদল নেতা দেলোয়ার হোসেন দিলীপের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম দিদার, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন, জেলা ছাত্রদল নেতা আশরাফুল কমল, পৌর ছাত্রদলের আহবায়ক সাঈদ হাসান সানি, স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াছ প্রমুখ।

(প্রেস বিজ্ঞপ্তি)

খালেদা’র মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

botv-নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অগ্নিকান্ডে এক কৃষকের গোয়ালঘর সহ ৫ গরু পুড়ে ছাই হয়ে গেছে।

এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে আখাউড়া উপজেলার ছয়ঘড়িয়া।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ ফুরকান মিয়া জানান, মঙ্গলবার রাতে তার গোয়ালঘরে আগুন লাগে।

এতে ৫টি গরুসগ গোয়ালঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

তিনি বলেন, গোয়াল ঘরে দেওয়া মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ ব্যাপারে উপজেলার মোগড়া ইউপির চেয়ারম্যান মনির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
###

আখাউড়ায় গোয়াল ঘরে অগ্নিকান্ডে ৫ গরু ভস্মিভূত

botvনিউজ:

ভারতের কলকাতা থেকে আসা স্টিল পাইপের চালান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দর থেকে সড়কপথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় পৌছেছে। গতকাল মঙ্গলবার দুপুরে পাইপের সর্বশেষ চালান আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলায় যায়। স্থল বন্দর সূত্রে জানা গেছে, গত সাতদিনে ৫৫৬.৯৭ টন স্টিল পাইপ ত্রিপুরায় যায়।
এর আগে ভারতের কলকাতার খিদিরপুর নৌ-বন্দর থেকে ৫৫৭ মেট্রিক টন স্টিল পাইপ নিয়ে এমভি-৩ নামের একটি ভারতীয় জাহাজ গত ১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দরে নোঙ্গর করে।
পরে ত্রিপুরার বিধান সভার নির্বাচন পরবর্তী সহিংসতাসহ নানা জটিলতায় এসব পাইপ ত্রিপুরায় নেয়া সম্ভব হচ্ছিল না। গত ১৪ মার্চ থেকে টেইলর (লরি) দিয়ে আশুগঞ্জ নৌ-বন্দর থেকে সড়ক পথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় এই স্টিল পাইপ পাঠানো শুরু হয়।

সর্বশেষ গতকাল মঙ্গলবার দুপুর ২টায় সর্বশেষ চালানটি আখাউড়ার স্থল বন্দর দিয়ে ত্রিপুরায় পৌছে।
সিএন্ডএফ এজেন্ট মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আক্তার হোসেন জানান, গতকাল মঙ্গলবার দুপুর ২টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে স্টিল পাইপের সর্বশেষ চালানটি ভারতের ত্রিপুরায় পৌছে।
এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে স্টীল পাইপের সর্বশেষ চালান ত্রিপুরার আগরতলায় পৌছেছে।
উল্লেখ্য, ট্রানজিট পণ্যের আওতায় বিনা শুল্কে এসব পণ্য বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে। তবে এসব পণ্য পরিবহনে সাধারন পণ্যের মতো বন্দরের চার্জসহ আনুষাঙ্গিক খরচ দিতে হচ্ছে।

আখাউড়া স্থল বন্দর দিয়ে ত্রিপুরায় গেছে ৫৫৭ টন ভারতীয় পাইপ

ফেসবুকে আমরা..