সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রতিবন্ধী নারী (৩৫)-কে পালাক্রমে ধর্ষনের ঘটনায় লিটন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার হরষপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিটন হরষপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
এর আগে রোববার রাতে ভিকটিমের ভাগ্নি ( বোনের মেয়ে) বাদি হয়ে বিজয়নগর থানায় চারজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ২/১জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, উপজেলার হরষপুর গ্রামের লিটন একই এলাকার জসিম, ফয়সাল ও নাহিদ।

ভিকটিমের পারিবারিক সূত্র জানায়, মানসিক প্রতিবন্ধী ওই নারীর বাড়ি কুমিল্লা জেলায়। স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর তিনি তার বড় বোনের মেয়ের (ভাগ্নি) সাথে বিজয়নগর উপজেলার হরষপুর খেয়াঘাট এলাকায় বসবাস করেন। গত ১১ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১১টার দিকে ভিকটিমের ভাগ্নি তাকে বাসায় রেখে বাইরে গেলে খালি বাসায় আসামীরা তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে অসুস্থ্য অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত রোববার চিকিৎসক তাকে ছাড়পত্র দেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবিরের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
###

বিজয়নগরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার-১

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার তরুণ সংবাদ কর্মী ও রাজনৈতিক কর্মী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সকলের প্রিয় ও পরিচিত মুখ রেফাতুল ইসলাম উদয় গতকাল সন্ধ্যায় মোটর সাইকেল দূর্ঘটনায় চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন) তার বয়স হয়েছিলো মাত্র ২৭ বছর। মৃত্যুকালে তিনি বাবা, মা, দুই ভাই, স্ত্রী ও চার বছরের এক শিশু পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

রবিবার সকাল ১০টায় নিয়াজ মোহাম্মদ স্কুল মাঠে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতা-কর্মীবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয় স্বজন ও বন্ধুগণ উপন্থিত ছিলেন। এরপর মরহুমের লাশ তার গ্রামের বাড়ি আখাউড়ার গঙ্গাসাগর গ্রামে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য গত ১৩ সেপ্টেম্বর শক্রবার বিকেলে রসুলপুরে বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে বের হয় তিনি। ফেরাত পথে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পরে গিয়ে পিছনের সিটে বসা উদয় মাথায় আঘাত পান। তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তর তার বাঁচার সম্ভবনা নেই বলে জানান। পুনরায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসতালে আনার কিছুক্ষণ পর ১৪ সেপ্টেম্বর রাত সারে ৯টায় তিনি মৃত্যু বরণ করেন।
###

মটোরসাইকেল দূর্ঘটনায় রেফাতুল ইসলাম উদয় এর অকাল মৃত্যু, জানাজা ও দাফন সম্পন্ন।

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত এ খেলার প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত) উম্মে ফাতেমা নাজমা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এ এস এম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুর রাশেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজীজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার,

শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মাহফুজ আলী প্রমুখ। খেলায় সরাইল সদর ইউনিয়ন শাহবাজপুর ইউনিয়কে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে জয় লাভ করে। খেলা পরিচালনা (রেফারি) করেন আবদুল্লাহ আল মতিন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
###

সরাইলে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সরাইল সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বামী পরিত্যক্তা এক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হরষপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিম বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওই নারীর পারিবারিক সূত্র জানায়, ওই নারীর বাড়ি কুমিল্লা জেলায়। স্বামী পরিত্যাক্তা হওয়ায় তিনি বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় ভাগ্নির সাথে বসবাস করতেন ও কাপড়ের ব্যবসা করতেন।

গত বুধবার বেলা ১১টায় ওই নারীকে বাসায় একা রেখে তার ভাগ্নি বাজারে যান। ফিরে দেখেন ওই নারী কান্নাকাটি করছে। পরে ওই নারী তাকে জানায়, স্থানীয় আব্দুল মান্নানের ছেলে লিটন, নুরুল ইসলামের ছেলে জসিম ও আব্দুল জব্বারের ছেলে ফয়সাল তাকে পালাক্রমে ধর্ষণ করেছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবির জানান, এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
###

বিজয়নগরে গণধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার “আমার গ্রাম-আমার শহর” শীর্ষক আলোচনা সভা গত শনিবার সকালে নাসিরনগর ইনষ্টিটিউট অব লাইফস্টক সাইন্স এন্ড টেকনোলজি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বদরুজোদ্দা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে এবং ডাঃ কাওসার হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈদ, এলজিইডি ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মোঃ শিরাজুল ইসলাম, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বদরুজোদ্দা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন, আগামী পাচঁ বছরের পরিকল্পিত উন্নয়নে দেশের প্রতিটি মফস্বল এলাকার গ্রামকে শহরে পরিণত করা হবে। শহরের সুবিধা নিশ্চিত করা হবে। সেই আলোকে নাসিরনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়ন কর্মকান্ড করে গ্রামকে শহরের সুবিধার আওতায় আনতে কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগীতা কামনা করেন।
###

নাসিরনগরে আমার শহর আমার গ্রাম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, শির্ক্ষাথীদের সবার আগে মানুষের মতো মানুষ হতে হবে। কেউ বেকবেঞ্চের হলে সমস্যা নেই, শুধু প্রয়োজন দৃঢ় মনোবল ও ঐকান্তিক চেষ্টা। মাদক কোন সুষম খাদ্য তালিকায় নেই, এগুলো দেহের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য তথা দেশের জন্য ক্ষতিকর। সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে ক্লাসে নিয়মিত আসতে হবে, লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে।

পাশাপাশি খেলাধূলায়ও অংশগ্রহন করতে হবে। এ সময় তিনি আরো বলেন, র্স্মাট ফোনের অপব্যবহার রোধ করতে নৈতিক-সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ করতে হবে। অনুষ্ঠানে তিনি আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নেওয়া প্রয়োজন।বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে সামাজিক সচেতনতায় গড়ে তুলতে হবে।

তিনি গত শনিবার সকালে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, বাল্যবিবাহ নিরোধ, রোড ট্রাফিক সাইন, মাদক সংক্রান্ত অপরাধ, মোবাইল ফোন অপব্যবহার ও নৈতিক-সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে স্কুল শির্ক্ষাথীদের সম্পৃক্তকরণ বিষয়ক কর্মসূচিতে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।

স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন। পরে প্রশ্নোত্তর পর্বে বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিন্ময় ভট্টার্চায্য।
###

বাল্যবিবাহ, ইভটিজিং রোধে সামাজিক সচেতনায় গড়ে তুলতে হবেঃ এসপি আনসিুর রহমান

সুমন আহম্মেদঃ
ইউএস-এইড এবং ইউকে-এইড এর সহযোগীতায় ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনায় “ জুলাই-সেপ্টেম্বর সিনিয়র লিডারস ফেলোশীপ” প্রোগ্রামের গত বুধবার অনুষ্ঠিত আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির ২৭জন সিনিয়র নেতার গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে, ডিআই এর বাংলাদেশের সমন্বয়ক মিস কেটিক্রোক এর কাছ থেকে “ ফেলোশীপ সনদ” গ্রহণ করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।
###

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক “ ফেলোশীপ সনদ” গ্রহণ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সভার আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছেন নবীনগর পৌর সভার বর্তমান মেয়র ও নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দিন।

বৃহস্পতিবার দুপুরে নির্দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল শেষে নবীনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি থেকে পদত্যাগের ঘোষনা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা ও পৌর মেয়র মাঈন উদ্দিন বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কারনে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পৌর নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং দাবিদার ছিলাম। কোনো কারন ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে আমাকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে।

মেয়র মাঈন উদ্দিন বলেন, জনগন আমার পক্ষে থাকার পরও কোনো কারণ ছাড়া, মেয়র পদে দায়িত্ব পালনকালীন অবস্থায় আমাকে দলের মনোনয়ন না দেয়ায় দলীয় কর্মকান্ড থেকে ও দলীয় পদ থেকে পদত্যাগ করছি। আমার কর্মের মূল্যায়ন করবে নবীনগর পৌরসভাবাসী। তারাই আমার দল ও প্রতীক। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমার বিজয় সুনিশ্চিত।

সংবাদ সম্মেলনে মেয়র মাঈন উদ্দিনকে মনোনয়ন না দেয়ার প্রতিবাদে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাও পদত্যাগের ঘোষণা দেন।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জানান, নিয়মতান্ত্রিকভাবে কেন্দ্র থেকে বিএনপির প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। তিনি বলেন, মেয়র মাঈন উদ্দিনের পদত্যাগের বিষয়টি আমি শুনেছি।

উল্লে¬খ্য, আগামী ১৪ অক্টোবর নবীনগর পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন।
###

পুনরায় মনোনয়ন না পেয়ে বিএনপি ছাড়লেন নবীনগরের পৌর মেয়র মাঈন উদ্দিন

সুমন আহম্মেদঃ
আগামী ১৪ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার পৌর সভার নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে বিভিন্ন রাজনৈতিক দলের ৯০জন প্রার্থী নির্বাচনের রির্টানিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও বিএনপি থেকে একাধিক প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে মেয়রপদে ১১জন, ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬৫ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা আসনে ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত অ্যাডভোকেট শিব সংকর দাস, বিএনপি মনোনীত মোঃ সাহাবুদ্দিন, বিএনপির বিদ্রোহী বর্তমান মেয়র মোঃ মাঈন উদ্দিন, জাতীয় পার্টির মোঃ আবু জাহের, নির্দলীয় বশির আহমেদ সরকার, নির্দলীয় মলাই মিয়া, ফারুক আহমেদ, মোঃ ইসহাক।

মেয়র প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকসহ মিছিল সহকারে এসে রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার জিল্লুর রহমানের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট শিব শংকর দাস এবং বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শাহাবউদ্দিন নিজেদেরকে যোগ্য দাবি করে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মাঈন উদ্দিন নবীনগর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, পৌরবাসী তার কাজের মূল্যায়ন করবেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তার বিজয় সুনিশ্চিত।

নবীনগর পৌর সভার নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই, ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ অক্টোবর ভোট গ্রহণ।

উল্লেখ্য ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত নবীনগর পৌরসভাটি প্রথম শ্রেণীর পৌরসভা। পৌরসভার মোট ভোটার ৩৪ হাজার ২৭৯ জন।
###

নবীনগর পৌর সভার নির্বাচনে মেয়র-কাউন্সিলর পদে ৯০জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় ধর্ষক কাজী পাপেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করেছে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা বাইপাস মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেয়। ভিকটিম ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

মানববন্ধন চলাকালে ভিটটিমের পিতা বলেন, গত ২২ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে তার শিশু কন্যা ও ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ছাত্রী ঘাটুরা গ্রামের গ্যাস সংযোগের ঠিকাদার কাজী পাপেল এর বাড়ীতে দুধ দিতে গেলে কাজী পাপেল তাকে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এ সময় তার কন্যা কান্নাকাটি শুরু করলে তাকে ছেড়ে দেয়া হয়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে তিনি পরদিন নিজে বাদী হয়ে কাজী পাপেলকে প্রধান আসামী করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই দিন সন্ধ্যায় ধর্ষক কাজী পাপেলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বলেন, মামলা দায়েরের পর থেকেই মামলা প্রত্যাহারের জন্য কাজী পাপেলের পরিবারের লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন।

মানববন্ধনে অংশ নেয়া ঘাটুরা গ্রামের ইউপি সদস্য ও ঘাটুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খন্দকার মহসিন অভিযোগ করে বলেন, এর আগেও কাজী পাপেল এলাকায় একাধিক ধর্ষনের ঘটনা ঘটায়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে ঘাটুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুন নাহার বলেন, আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ধর্ষকের ফাঁসির দাবি জানাই।
###

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ফেসবুকে আমরা..