সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৮ তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার ফাইনাল ও পুরষ্কার বিতরনী গতকাল বুধবার সকালে উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে কুন্ডা উচ্চ বিদ্যালয় ৩-২ গোলে ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা।

অনুষ্ঠানে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
###

নাসিরনগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

সুমন আহম্মেদঃ
র্দীঘ প্রায় ৬ বছর জাতীয় টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত থাকা হাবিবুর রহমান পারভেজ চ্যানেলটির স্টাফ রিপোরর্টার হিসেবে পদোন্নতি পেয়েছেন।

আজ বুধবার এশিয়ান টেলিকাস্ট লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ শেখ কাদির স্বাক্ষরিত একটি নিয়োগপত্র তার হাতে তুলে দেয়া হয়েছে। একই সাথে সাংবাদিক নুরুন্নবী ভূঁইয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে গত ২০১৩ সালের ১ ডিসেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি দায়িত্ব পান সাংবাদিক ও সংস্কৃতিকর্মী হাবিবুর রহমান পারভেজ।

গত ২০১৬ সালের শেষের দিকে সারাদেশের ৬৩ জেলা প্রতিনিধি নিয়োগ একদিনের নোটিশে বাতিল করেন এশিয়ান টেলিভিশন র্কতৃপক্ষ। কিন্তু যোগ্যতা ও সততা বিবেচনায় সারাদেশের মধ্যে শুধুমাত্র তার নিয়োগই বহাল রাখেন র্কতৃপক্ষ।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় জন্ম নেয়া হাবিবুর রহমান পারভেজ র্বতমানে সামাজিক ও সাংস্কৃিতক সংগঠন আবরণির নির্বাহী পরিচালক এবং ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টেলিভিশনের সম্পাদক। তাছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয় জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ছিলেন।

হাবিবুর রহমান পারভেজ ২০০০ সালে তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের সদস্য হওয়ার মধ্য দিয়ে সাংগঠনিক র্চচা শুরু করেন। ২০০৪ সালে তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক, ২০০২ সালে যুগান্তর স্বজন সমাবেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, ২০০৫ সালে প্রথম আলো বন্ধুসভার সহ-সভাপতি, ২০০৮ সালে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম-আবায়ক, ২০০৯ সালে ঘাতক-দালালর্ নিমূল কমিটির প্রচার সম্পাদক, ২০১০ সালে কালের কন্ঠের পাঠক সংগঠন ‘ শুভসংঘ’ এর সাধারণ সম্পাদক হয়ে কাজ করেন। তিনি ২০১৩ সালে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আহবায়ক এবং ২০১৪ সালে জেলা নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্রহন করেন। এছাড়া তিনি জেলা শিল্পকলা একাডেমী, পাবলিক লাইব্রেরী, রেড ক্রিসেন্ট, এপেক্স ক্লাব ও সম্মিলিত সাংস্কৃিতক জোটের সাথে যুক্ত আছেন।

###

এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পেলেন সাংবাদিক ও সংস্কৃতিকর্মী পারভেজ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের ট্রাকের হেলপার সবুর আলী-(২০) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকান্ডের তিন মাস পর হত্যাকান্ডে জড়িত সুজন-(২৮) এবং রমজান-(২০) নামক দুই যুবককে গ্রেপ্তারের মধ্য দিয়ে ক্লুলেস এই হত্যাকান্ডের রহস্য উম্মোচিত হয়েছে।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান সাংবাদিকদেরকে এই তথ্য জানান।
ট্রাকের হেলপার সবুর আলী আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের সরকার বাড়ির মরহুম রহমত আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, মোবাইল ফোনে লুডু খেলায় বাজিতে হেরে সবুর আলীর কাছে হাওলাত টাকা চেয়ে না পাওয়ায় সুজন এবং রমজান ট্রাকের হেলপার সবুরকে হত্যা করে। গ্রেপ্তারকৃত সুজন ও রমজান আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান জানান, ট্রাকের হেলপার সবুর আলী তার দুই বন্ধু সুজন এবং রমজানের সাথে প্রায়ই ট্রাকে বসে মোবাইল ফোনে বাজিতে লুডু খেলতো।

গত ৪জুন রাতেও বাজিতে মোবাইলে লুডু খেলে তারা। বাজিতে সবুরের কাছে হেরে যায় সুজন ও রমজান। পরে তারা সবুরের কাছে কিছু টাকা হওলাত চায়। সবুর টাকা দিতে রাজী না সুজন ও রমজান সবুরকে এলোপাথারী পিটিয়ে হত্যা করে লাশ ট্রাকের উপর ফেলে যায়।

ঘটনার পরদিন নিহতের মা হনুফা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ গত ৬ সেপ্টেম্বর প্রযুক্তির সহায়তায় জড়িত থাকার সন্দেহে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পঞ্চবটী এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী নরসিংদী জেলার নারায়নপুর থেকে রমজানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামী সবুর আলীকে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবান বন্দি প্রদান করে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
###

আশুগঞ্জের ট্রাকের হেলপার সবুর হত্যা মামলার রহস্য উদঘাটন ॥ দুই খুনী গ্রেপ্তার

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অর্থায়নে উপজেলার ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী এর উদ্বোধন করেন।

দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং গণসচেতনতা গড়ে তোলার লক্ষে দুর্নীতি দমন কমিশন এই উদ্যোগ গ্রহণ করেছে।
সততা স্টোরের উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী শিক্ষার্থীদেরকে দুর্নীতি মুক্ত রাখা এবং দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার জন্য শপথ বাক্য পাঠ করান।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবদুর রহিম, সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান শেখ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইয়ার খান, সারোয়ার আলমসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
###

নাসিরনগরে সততা স্টোরের উদ্বোধন

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধর্ষণ মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারকে ধর্ষকের লোকজন ক্রমাগত চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। মামলা প্রত্যাহার না করলে একাধিক মামলা দিয়ে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। ইতিমধ্যে একটি গ্রুপ মিথ্যা মামলাটি নথিভুক্ত করতে থানায় দৌড়ঝাঁপ করছে।

পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের (বড়পাড়া) হিরা মিয়ার ছেলে মোস্তাকিম মিয়া-(২৫) গত ২০ জুন রাতে একই গ্রামের পূর্বপাড়ার তালাকপ্রাপ্তা দরিদ্র এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মোস্তাকিম ওই নারীর আপত্তিকর ছবি মুঠোফোনে ধারণ করে। এর পর ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করার ভয় দেখিয়ে এবং বিয়ের প্রলোভন দিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করে। ওই নারী বর্তমানে ১১ সপ্তাহের অন্তঃসত্বা। বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হলে মোস্তাকিমের সাথে ওই নারীর বিয়ের প্রস্তাব করেন গ্রামবাসী। এতে বেকে বসেন প্রভাবশালী মোস্তাকিমের পরিবার। তারা টাকা দিয়ে ওই বাচ্চাটি নষ্ট করার চেষ্টাও করেছে।

বাধ্য হয়ে ওই নারী বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সরাইল থারায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় মোস্তাকিম মিয়া, তাঁর পিতা হিরা মিয়া (৫০) ও মাতা জুরিনা বেগমকে (৪৬)। পুলিশ ওই দিন রাতেই মোস্তাকিম মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

মোস্তাকিম মিয়া বর্তমানে জেল হাজতে রয়েছে। গত শুক্রবার সরেজমিনে গিয়ে জানা যায়, মোস্তাকিমের পরিবারের লোকজন বেশ প্রভাবশালী। হিরা মিয়া গত বুধবার রাতে প্রভাবশালীদের মাধ্যমে তাঁর বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ওই নারীর পরিবারের লোকজনের বিরুদ্ধে সরাইল থানায় এজহার একটি দাখিল করেন। সেই সাথে গ্রামে প্রচার করতে থাকেন ধর্ষণ মামলা প্রত্যাহার করা না হলে আরও মামলা দিয়ে সবাইকে এলাকা ছাড়া করে। গত শুক্রবার দুপুরে হিরা মিয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বসত ঘরে ঝুলছে তালা। হিরা মিয়ার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। হিরা মিয়ার নিকটাত্মীয় ও তাঁর প্রতিবেশীরা জানান, ধর্ষিতার মামলা দায়েরের পর থেকে হিরা মিয়া ও তাঁর লোকজন খুবএকটা বাড়িতে থাকেন না। তবে হিরা মিয়ার বাড়িতে ভাঙচুর বা লুটপাটের কোন ঘটনা ঘটেনি।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন বলেন,‘ ধর্ষণের ঘটনার সত্যতা রয়েছে। তবে হিরা মিয়ার দায়ের করা অভিযোগের ব্যাপারে শনিবার সরেজমিনে একজন কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। এ ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। সরাইল থানায় কোন মিথ্যা মামলা নথিভুক্ত হয় না। তাই হিরা মিয়ার অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে না।
###

সরাইলে ধর্ষণ মামলার বাদীকে হুমকির অভিযোগ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম-(১৭) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার লামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের আলম মিয়ার ছেলে এবং স্থানীয় হীরাপুর নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। এ সময় দুর্ঘটনায় মাসুম খন্দকার নামে অপর আরোহী আহত হয়।

হাসপাতালে আহত মাসুম খন্দকার জানায়, রোববার দুপুরে সাইফুল এবং মাসুম উপজেলার হীরাপুর থেকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে ঢাকা-আগরতলা সড়কের আখাউড়া লামারবাড়ী এলাকায় একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে তারা মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে।

আহবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ আরিফুল ইসলাম জানান, মাথায় গুরুতর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই সাইফুল মারা গেছে।

###

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে পৌর এলাকার মেড্ডা সবুজবাগের একটি পুকুরপাড় থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে সবুজবাগ এলাকার একটি পুকুরপাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এই নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে নবজাতকের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে দু-একদিন আগে নবজাতকটি ভূমিষ্ঠ হয়েছে। রাতের আঁধারে কেউ পুকুরপাড়ে তার লাশ ফেলে রেখে গেছে।

###

ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতকের লাশ উদ্ধার

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় গত শুক্রবার গানে, নাচে ও আলোচনায় বিশ্বের সুরের সাধক, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ পরিচালনা কমিটির সভাপতি হায়াত-উদ- দৌলা খাঁন।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি আল-মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ওস্তাদ আলাউদ্দিন খাঁ গবেষক ও সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ পরিচালনা কমিটির সদস্য মনজুরুল আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার। বক্তব্য রাখেন সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ পরিচালনা কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন। উপস্থিত ছিলেন সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ পরিচালনা কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা এবং সঙ্গীতাঙ্গনের শিক্ষক মোঃ হেলাল উদ্দিন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, আমরা যথাযথভাবে সঙ্গীতের এই কিংবদন্তীকে মূল্যায়ন করতে পারছি না। তার জীবনী আমাদের জানতে হবে এবং পরবর্তী প্রজন্মকে জানাতে হবে। কারণ তিনি নিজ ধর্মের প্রতি যেমন অনুরাগী ছিলেন অন্য ধর্মের প্রতিও তাঁর সমান শ্রদ্ধাভক্তি ছিল। তিনি বলেন, ১৯৩৫ সালে তিনি নৃত্যশিল্পী উদয় শঙ্করের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। তিনিই ভারতীয় উপমহাদেশের রাগসঙ্গীতকে সর্বপ্রথম পাশ্চাত্যের শ্রোতাদের নিকট পরিচিত করান। ভারতের লোকজন তাঁর জন্যই ব্রাহ্মণবাড়িয়ার শিবপুরের নামের সঙ্গে পরিচিত। তিনি ক্ষোভ নিয়ে বলেন, কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়ায় এক হামলায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের যাদুঘরে হামলা চালিয়ে ওস্তাদ আলাউদ্দিন খাঁর সকল স্মৃতি চিহ্ন পুড়ে ফেলেছে দুর্বৃত্তরা। কিন্তু তারা আমাদের হৃদয় থেকে তাঁর চেতনা পুড়তে পারেননি এবং পারবেনও না।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সঙ্গীত, সাহিত্য, সাংবাদিক সমাজের বিশিষ্ট ব্যক্তি, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা মঞ্চে স্থাপিত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
এর আগে শুক্রবার সকালে সঙ্গীতাঙ্গণের মিলনায়তনে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর মৃত্যু দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি সঙ্গীতাঙ্গনের শিশু শিল্পিদের অংশ গ্রহনে উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চাঙ্গ যন্ত্র সঙ্গীত ও উচ্চাঙ্গ নৃত্য উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রায় ১০০জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় ৬০জনকে পুরস্কৃত করা হয়।
বিশ্বখ্যাত এই সঙ্গীতজ্ঞের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে। সরোদ বাদ্যযন্ত্রের কিংবদন্তী এই সুরের সাধক ১৯৭১ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারে পরলোক গমন করেন।
###

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

সুমন আহম্মেদঃ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদের প্রার্থীরা
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের বিশেষ সাধারণ সভা গতকাল শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ জায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ শাহআলম, ইউনিট লেভেল অফিসার রাকিবুল হাসান, রেডক্রিসেন্ট ইউনিটের ২০১৯-২০২১ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার গোলাম মহিউদ্দিন খান খোকন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, পরিচালক আলহাজ্ব আবুল খায়ের, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ফারুকুল ইসলাম, মোঃ কাচন মিয়া, জেলা পরিষদের সদস্য ও

রেডক্রিসেন্ট ইউনিটের ২০১৯-২০২১ নির্বাচনের কমিশনার মোঃ সাদেকুর রহমান শরীফ, জেলা নাগরিক কমিটির সহ-সভাপতি ও কাউতলী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সাঈদুর রহমান সাঈদ, পৌর কাউন্সিলর মোঃ খবির উদ্দিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ, রেডক্রিসেন্ট ইউনিটের ২০১৯-২০২১ নির্বাচনের কমিশনার আনোয়ার হোসেন সোহেল, রেডক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডঃ গোলাম মহিউদ্দিন আহমেদ স্বপন, অ্যাডঃ শাহানুর ইসলাম, আশিকুর রহমান পাঠান, বিশিষ্ট ব্যাংকার দেওয়ান আবিদুর রহমান,সাবেক ফুটবলার মোঃ বাছির, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ নবী খান পলাশ প্রমুখ।

সাধারণ সভায় নির্ধারিত সময়ে কোরাম পূর্ন না হওয়ায় সভার সভাপতি মোঃ জায়েদুল হক আজ রোববার সকাল ১০টা পর্যন্ত সভা মুলতবী ঘোষনা করেন। আজ রোববার সকাল ১০টায় একই স্থানে মুলতবী সভা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

রেডক্রিসেন্ট ইউনিটের ২০১৯-২০২১ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রেডক্রিসেন্ট ইউনিটের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ঘোষিত তফসিল মোতাবেক বিভিন্ন পদে একাধিক মনোনয়নপত্র বিক্রি হলেও মনোনয়নপত্র দাখিলের দিন প্রতিটি পদে একটি করে মনোনয়নপত্র দাখিল হওয়ায় নির্বাচন কমিশন কর্তৃক যাচাই-বাছাই শেষে প্রত্যেক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নির্বাচনের আর আবশ্যকতা নাই। আজ রোববার অনুষ্ঠিতব্য মুলতবী সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষনা করা হবে বলেও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
###

ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার বিকেলে একপক্ষ সম্মেলন এবং অপর পক্ষ বঙ্গবন্ধুর খুনীদের রায় কার্যকর দাবির সভা করেছে।

একপক্ষের নেতৃত্বে দেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজী ছফিউল্লাহ মিয়া। অপর পক্ষে ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবু নাসের। দলের বিভক্তির কারনে পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানগন।

শুক্রবার বিকেলে উপজেলার লালপুরে দু’পক্ষের কর্মসূচী চলার সময় মাঝখানে ছিলো পুলিশ। নির্ধারিত সময়েই সম্মেলন ও সভা করেছে উভয়পক্ষ। ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও সম্পাদককে ছাড়াই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সম্পাদক যোগ দেন অপর পক্ষের সভায়। এ নিয়ে দিনভর ছিলো চরম উত্তেজনা। তবে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, সম্মেলনকে ঘিরে আশুগঞ্জ আওয়ামী লীগের বিরোধ স্পষ্ট। উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি হিসেবে ইউনিয়ন পর্যায়ে সম্মেলন করার ঘোষণা দেন আহবায়ক মোঃ ছফিউল্লাহ মিয়ার পক্ষ। অন্যদিকে ইউনিয়নসহ সকল ইউনিটের মেয়াদ থাকায় সম্মেলন না করার পক্ষে যুগ্ম-আহবায়ক আবু নাসেরের পক্ষ।
এ অবস্থায় গতকাল শুক্রবার বিকেলে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ডাকে হাজি ছফিউল্লাহ’র পক্ষে হিসেবে পরিচিত লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল খায়ের। অন্যদিকে বঙ্গবন্ধু খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিতে সভা ডাকেন লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মোর্শেদ আলম।

বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ মিয়া ও সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমানকে ছাড়াই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল খায়ের এতে সভাপতিত্ব করেন। তিনিই নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ ছফিউল্লাহ মিয়া।

একই সময়ে সম্মেলনের অনতিদূরেই মোঃ মোর্শেদ আলমের সভাপতিত্বে সভা করে ইউনিয়ন আওয়ামী লীগ। ওই সভায় সভাপতিসহ অন্যান্যদের অনুপস্থিতির সম্মেলনটি অবৈধ বলে দাবি করা হয়। একই সাথে বিষয়টি কেন্দ্রীয় ও জেলা নেতাদেরকে অবহিত করার কথা বলা হয়।

এ বিষয়ে সম্মেলনের উদ্যোক্তা মোঃ আবুল খায়ের বলেন, ‘সকল পর্যায়ের নেতা-কর্মীকে নিয়ে আমরা সম্মেলন করেছি। সেখানে বর্তমান সভাপতিকে বাদ দিয়ে আমাকে সভাপতি করা হয়েছে। একটি পক্ষ সভা বাধাগ্রস্থ করার জন্য আরেকটি সভা ডাকে। এতে কোনো সমস্যা হয় নি।

অপর সভার উদ্যোক্তা মোর্শেদ আলম বলেন, ‘সভাপতি ও সম্পাদককে ছাড়া কোনো সম্মেলন হতে পারে না। এটা আমরা মানি না। এছাড়া কমিটির মেয়াদ এখনো ১১ মাস রয়ে গেছে। বিষয়টি আমরা কেন্দ্রীয় ও জেলার নেতাদেরকে অবহিত করেছি।
###

আশুগঞ্জ আওয়ামী লীগে উত্তেজনা সভাপতি-সাধারণ সম্পাদককে ছাড়াই সম্মেলন!

ফেসবুকে আমরা..