সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় গত রোববার ৭ দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে। স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর আয়োজনে এই উৎসব শুরু হয়। উৎসবের সার্বিক সহযোগীতায় রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের ভোগ্য পণ্য “ প্রাণ ম্যাংগো ফ্রুট ড্রিংক” এবং “ফ্রুটফান বিস্কুট”।

রোববার সন্ধ্যা সোয়া ৭টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ৭দিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।

বৈশাখী উৎসবের আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।

আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এস.আর ওসমান গনি সজীব ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। উদ্বোধনী আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উৎসব উপলক্ষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেলায় ২৬টি স্টল বসানো হয়েছে। উৎসবের প্রথম দিনেই দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ৭দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

botvনিউজ:

যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর সোনাগাজী উপজেলার মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে “বাংলাদেশ মানবাধিকার কমিশন স্টুডেন্ট উইং ব্রাহ্মণবাড়িয়া” নামের একটি সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সোহান মাহমুদ, সুমাইয়া আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষকের কাছে যদি শিক্ষার্থীরা নিরাপদ না থাকে তাহলে কেউ নিরাপদ থাকতে পারবে না। বক্তারা নুসরাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। শিক্ষার্থীদের সবার হাতে ছিল ‘বোন নুসরাত হত্যার বিচার চাই’ ‘যৌন নিপীড়নমুক্ত শিক্ষাঙ্গণ চাই’ ‘নারীকে নারী নয়, নারীকে মানুষ ভাবুন’ সহ নানা শ্লোগানযুক্ত প্ল্যাকার্ড।

এদিকে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

উল্লেখ্য, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। এ ঘটনায় রাফির মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলাও দায়ের করেন। গত ৬ এপ্রিল সকালে নুসরাত চলমান আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যায়। এ সময় মাদরাসার এক ছাত্রী তাঁর বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে নুসরাত ওই বিল্ডিংয়ের চার তলায় যান।

সেখানে মুখোশ পরা চার-পাঁচজন তাঁকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার চারদিন পর গত বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত।
###

নুসরাত হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

botvনিউজ:

আজ ১৪ এপ্রিল (রোববার) ব্রাহ্মণবাড়িয়ার কৃতি কন্যা, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও নারী মুক্তিযোদ্ধা দিলারা হারুনের সপ্তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে আজ রোববার সকালে পৌর এলাকার শেরপুরে মরহুমার কবরে ফাতেহা পাঠ, কোরখানখানি ও এতিমদের মাঝে খাবার পরিবেশন করা হবে। তার আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য ২০১২ সালের ১৪ এপ্রিল বিকেলে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
###

আজ সাবেক সংসদ সদস্য দিলারা হারুনের সপ্তম মৃত্যুবার্ষিকী

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া।

উপজেলা কৃষি অফিসার মুন্সি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুব আলম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরে খরিপ-১-মৌসুমে আউশ ধান চাষে প্রণোদনার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণের লক্ষ্যে সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১ হাজার ৮শত কৃষকের তালিকা করা হয়েছে।

প্রত্যেক কৃষক ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি ধান বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমপিও সার পাবেন।

শুক্রবার উপজেলার সুহিলপুর ইউনিয়নের ২০০ জন কৃষকের মধ্যে এই উপকরন বিতরন করা হয়।
###

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক ড. আব্দুল হাকিম।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ ৬০ জন অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
###

নাসিরনগরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ

ফেনীর সোনাগাজী উপজেলার মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বাঙ্গরা-গাজীরহাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে স্থানীয় জাঙ্গাল বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার যৌন নিপীড়নের প্রতিবাদ করায় পরীক্ষা কেন্দ্রে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়েছে। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে নুসরাত। এই হত্যাকান্ডের ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে এসব ঘটনার বারবার পুনরাবৃত্তি হবে।

মানববন্ধনে উপজেলার কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা “ বোন নুসরাত হত্যার বিচার চাই’ ‘অধ্যক্ষসহ জড়িতদের ফাঁসি চাই” সহ নানা শ্লোগান সংবলিত প্লেকার্ড নিয়ে অংশ নেয়।
উল্লেখ্য, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে।

এ ঘটনায় রাফির মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। গত ৬ এপ্রিল (শনিবার) সকালে নুসরাত আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যায়। এ সময় মাদরাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে নুসরাত ওই বিল্ডিংয়ের চার তলায় যান। সেখানে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।
###

নুসরাত হত্যার বিচার দাবিতে নবীনগরে শিক্ষার্থীদের মানববন্ধন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের জুয়েল মিয়া-(২৬) হত্যাকান্ডেরর রহস্য উদঘাটন করেছে পুলিশ। জুয়েল মিয়া পরকীয়ার বলি হয়েছেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। জুয়েল হত্যাকান্ডের পুরো তদন্ত কাজ তদারিক করেন তিনি।
এ ঘটনায় পুলিশ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী হারুন মিয়া-(৩০) ও তাঁর স্ত্রী আসমা খাতুনকে-(২৪)-গ্রেপ্তার করেছে। অভিযুক্ত আরো পাঁচজন পলাতক রয়েছেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, নাসরিনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের মরহুম আলতাব আলীর ছেলে হারুন মিয়া চট্টগ্রাম জেলার আনোয়ারায় ফেরি করে কসমেটিক বিক্রি করেন। বাড়িতে হারুনের স্ত্রী আসমা একাই থাকেন। একটি বিয়ের অনুষ্ঠানে আসমার সাথে একই এলাকার ডেকোরেটার্স কর্মী জুয়েল মিয়ার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

সংবাদ সম্মেলনে আলমগীর হোসেন বলেন, পরকীয়া প্রেমের সূত্র ধরে বাড়িতে কেউ না থাকার সুযোগে জুয়েল ও আসমা একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হয়। বিষয়টি জানতে পেরে হারুন মিয়া তাঁদের দু’জনকে সতর্ক করে দেয়। কিন্ত কোনো কাজ হয়নি।
এ কারণে গত ১৫/২০দিন আগে হারুন মিয়া রাগ করে আসমার মাথার চুল কেটে দেন এবং জুয়েলকে হত্যার পরিকল্পনা করতে থাকেন।

পরিকল্পনা অনুযায়ী গত ১৪ মার্চ রাতে আসমার মাধ্যমে ফোন করে জুয়েলকে বাড়িতে ডেকে আনেন হারুন। পরিকল্পনার অংশ হিসেবে আসমার সাথে জুয়েল শারীরিক সম্পর্কে মিলিত হওয়ার পর হারুন লাঠি দিয়ে জুয়েলকে আঘাত করেন। পরে হারুনের ছোট বাচ্চার শার্ট দিয়ে জুয়েলের পা এবং আসমার গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো হয়।
পরে হত্যাকান্ডে অংশ নেয়া বাকিরা ধারালো ছুরি দিয়ে তাঁকে মুখম-লসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে করে মৃত্যু নিশ্চিত করে লাশ একটি ডোবায় ফেলে দেয়।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, হত্যাকান্ডের পর হারুন মিয়া আনোয়ারায় চলে যান। ঘটনার পাঁচদিন পর ১৯ মার্চ জুয়েলের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকান্ডের ঘটনায় নিহত জুয়েলের চাচা আব্দুল হকের করা মামলার সূত্র ধরে পুলিশ তদন্ত কাজ শুরু করে। গত ৮ এপ্রিল ভোরে চট্টগ্রামের আনোয়ারা থেকে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী হারুনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেয়া তথ্যমতে ৯ এপ্রিল সকালে চাপরতলা গ্রাম থেকে আসমাকেও গ্রেফতার করা হয়। তবে হত্যকান্ডের ঘটনায় জড়িত আরও পাঁচজন পলাতক রয়েছেন। তাঁদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান আলমগীর হোসেন।

উল্লেখ্য গত ১৯ মার্চ সকাল সাড়ে আটটায় চাপরতলা গ্রামের খন্দকারবাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে জুয়েলের লাশ উদ্ধার করে পুলিশ। জুয়েল চাপরতলা গ্রামের মরহুম আনব আলীর ছেলে।
###

ফলোআপঃ নাসিরনগরে জুয়েল হত্যাকান্ড পরকীয়ার বলি জুয়েল ॥ দম্পতি গ্রেফতার

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় একমাত্র কন্যা কামরুন নাহার তুর্ণার হত্যাকারীদের বিচার ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে অবস্থান কর্মসূচী পালন করেছেন এক বৃদ্ধ পিতা মফিজুল হক-(৭৫)।

বুধবার দুপুর ১২টায় একমাত্র কন্যা তুর্ণার ছবি সংবলিত একটি ব্যানার গলায় ঝুলিয়ে একাই ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করেন অসহায় পিতা মফিজুল হক। এ সময় বৃদ্ধ মফিজুল হক মৃত্যুর আগে কন্যা হত্যার বিচার দেখে যাওয়ার আকুতি জানান। একমাত্র কন্যার ছবি বুকে জড়িয়ে প্রেসক্লাবের সামনে তার অবস্থান শহরবাসীর নজর কাড়ে। এসময় তার আহাজারীতে পথচারীদের চোখও অশ্রুসজল হয়ে পড়ে।

প্রেসক্লাবের সামনে অবস্থানকালে বৃদ্ধ মফিজুল হক জানান, গত ২০১২ সালের জানুয়ারী মাসে জেলার আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের আমিরুল হকের ছেলে আরিফুল হক রনির সাথে তাঁর একমাত্র কন্যা, ঢাকার ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্তনাতকোত্তর করা কামরুন নাহার তুর্ণাকে বিয়ে দেন। দাম্পত্য জীবনে তাঁদের একটি মেয়ে সন্তানও রয়েছে। ]

গত ২০১৭ সনের ২৪ এপ্রিল লম্পট স্বামী আরিফুল হক রনি তার একমাত্র কন্যা কামরুন নাহার তুর্ণাকে নৃশংসভাবে হত্যা করে। হত্যার পর ঘাতক স্বামী তুর্ণার লাশ বাড়ির ছাদের ওপর পরিত্যক্ত পানির ট্যাংকের ভেতর লুকিয়ে রাখে।

এ ঘটনায় পরদিন মফিজুল হক বাদী হয়ে রনিসহ অজ্ঞাত সহযোগীদের আসামী করে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই গত ২১ মে রনি আদালতে আত্মসমর্পণ করে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। পরবর্তীতে রনি হাইকোর্ট থেকে জামিনে কারামুক্ত হন রনি।

মফিজুল হক আরো জানান, এক পর্যায়ে রনির পরিবারের সদস্যরা মামলা তুলে নেয়ার জন্য তাকে নানাভাবে চাপপ্রয়োগসহ নানাভাবে হুমকি দিতে থাকে। এ ঘটনায় তিনি আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

তিনি আরো বলেন, এক পর্যায়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের মাধ্যমে মামলাটি আপোস-নিষ্পত্তির প্রস্তাব দেন তারা। আপোসের প্রস্তাব তিনি প্রত্যাখান করায় তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, তার একমাত্র কন্যা তুর্ণার নামে চরচারতলা গ্রামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেছেন তিনি এবং তার জায়গায় একটি মসজিদ নির্মাণ করতে চান।

তিনি অভিযোগ করে বলেন, ওই জায়গা ঘাতক রনির পিতা আমিনুল হক ছুট্টু মিয়া জবরদখল করে আছেন। এমতাবস্থায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অসহায় পিতা মফিজুল হক বলেন, তুর্ণা হত্যা মামলার সাক্ষী শেষ পর্যায়ে। তিনি আশাবাদী যে, স্বল্প সময়ের মধ্যে মামলার রায় হবে। সে জন্যই প্রতিপক্ষের লোকেরা বেপরোয়া হয়ে তাকে উপর্যুপরি নানাভাবে হুমকি দিচ্ছে। তিনি আশংকা করছেন তাকে যে কোন সময় হত্যা করে তার পুরো সম্পত্তি গ্রাস করতে পারে আসামী পক্ষের লোকেরা ।
এ ব্যাপারে রনির পিতা আমিনুল হক ছুট্টুর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি সামনাসামনি কথা বলবেন বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে বিএনপি নেতা জাকির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সমাজে অনেক কিছুই আপস হয়। দুটো পক্ষই আমার আত্মীয়। আমার কাছে আপোসের প্রস্তাব দিয়েছে। চাপ প্রয়োগের কিছু নাই। বাদী সন্তুষ্ট না হলে না করবেন।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, মফিজুল হক তাঁকে হুমকি দেয়ার কোনো অভিযোগ থানায় করেছেন কিনা সেটি আমার জানা নেই। তবে অভিযোগ করে থাকলে বিষয়টি তদন্ত করে আদালতকে জানানো হবে।
###

একমাত্র কন্যা হত্যার বিচার চেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধ পিতার অবস্থান কর্মসূচী

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া সদর ও তথ্য কমিশন বাংলাদেশ আয়োজিত জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনঅবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের সচিব মোঃ তৌফিকুল আলম, তথ্য কমিশনের সাবেক সচিব মোঃ মুহিবুল হোসেইন।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর কবির। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়–য়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেন, জনগনই সকল ক্ষমতার উৎস। জনগন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক। তাই জনগনের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক। প্রজাতন্ত্রের দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তা জনগনের সেবায় নিয়োজিত থাকতে হবে। জনগনের সেবা তাদের দৌড়গোড়ায় পৌছে দিতে হবে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে।

প্রত্যেকটা সরকারি সরকারি কার্যালয়ে তাদের ওয়েবসাইট চালু করতে হবে। জনগনের জন্য সকল তথ্য ওয়েবসাইটে দিতে হবে।
তিনি বলেন, দেশের ১৫ কোটি মানুষ এখন মোবাইল এবং ৯ কোটি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। প্রতিটি ইউনিয়নে তথ্য কেন্দ্র চালু করতে হবে।
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ আরো বলেন, তথ্য না জানলে জনগন তাদের অধিকার ও সেবা সমূহ সম্পর্কে অবহিত হয়না। তাই জনগনের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। এই আইন প্রয়োগ করে সমাজের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে হবে, দুর্নীতিরোধ করতে হবে। তিনি বলেন, দুর্নীতিরোধে অবাধ তথ্য প্রবাহের কোন বিকল্প নেই।

 

সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান তথ্য কমিশনার বলেন, অনুসন্ধ্যানমূলক প্রতিবেদন করতে গেলে যদি কোনো কর্মকর্তা তথ্য দেয়ার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করেন তাহলে তথ্য অধিকার আইনে কমিশনে অভিযোগ করা যাবে। অভিযুক্ত সেই কর্মকর্তার বিরুদ্ধে জরিমানা সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে তথ্য কমিশন। অনুসন্ধ্যানী সাংবাদিকতার জন্যে সাংবাদিকদের প্রয়োজনে সরাসরি তথ্য কমিশনে আবেদন করার কথা বলেন তিনি।

জনঅবহিতকরণ সভায় সদর উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত

সুমন আহম্মেদ ব্রাহ্মবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় পুকুর পাড়ের দূর্গা মন্দিরের প্রতিমা ভাং-চুর করে, ফ্যান-লাইট চুরি করে নিতে ব্যার্থ হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অভিযোগ করা হয়েছে ।

আজ সোমবার সকাল ৮টায় মন্দিরে পূজার জন্য গেলে দেখা যায় মন্দিরের প্রতিমা ভাং-চুর অবস্তায় পরে আছে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয়রা জানায় মন্দিরের ফ্যান-লাইট,ইলিকট্রিক ওযার ও অনান্য জিনিস পএ খুলে কাগজের কাটুনে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ভারপ্রাপ্ত ওসি সেলিম উদ্দিন জানায়,আমি ঘটনাস্থলে পরির্দশন করেছি মন্দিরের প্রতিমা ভেঙ্গে ফেলে রেখেছে। বিষয়টি তদন্ত করে দেখছি কোন দুরবৃত্ত কে এই বিষযে ছার দেওয়া হবে না।

###

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মন্দিরের প্রতিমা ভাং-চুর ,থানায় মামলা

ফেসবুকে আমরা..