সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিনঁ সঙ্গীতাঙ্গণে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর উদ্যোগে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

লায়ন্স ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এ.টি.এম ফয়জুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিবন্ধীদের নিয়ে মূল আলোচনা করেন লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক গর্ভনর আনিসুর রহমান।

প্রতিবন্ধীদের সেবায় আমরা “এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মোঃ আবু সাঈদ, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ, প্রেসক্লাবের সভাপতি সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম প্রমুখ। অনুষ্ঠানে ১৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
###

ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একই সময়ে ও একই স্থানে উপজেলা আওয়ামীলীগের বিবাদমান দুই গ্রুপ সভা আহবান করায় ১৪৪ ধারা জারি করে উপজেলা সদরের সরকারি হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। শনিবার দুপুর থেকে আজ রবিবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

আশুগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এটিএম মুর্শেদ এই ১৪৪ জারি করেন।শনিবার দুপুর থেকে এ সংক্রান্ত মাইকিং শুরু করে উপজেলা প্রশাসন।
উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, দলীয় সাংগঠনিক অবস্থার জোরদার করার জন্য গত ১ সপ্তাহ আগে উপজেলা সদরের সরকারি হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের হল রুমে দলের বর্ধিত সভা আহবান করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ। শনিবার বিকেল ৩টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

গত শুক্রবার সন্ধ্যায় একই স্থানে একই সময়ে পাল্টা প্রতিবাদ সভা আহবান করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া।
এনিয়ে উভয় গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন শনিবার দুপুর থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত সরকারি হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয় ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করে মাইকিং শুরু করেন।

১৪৪ ধারা জারির পর হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার গ্রুপ প্রতিবাদ সভা স্থগিত করলেও আবু নাছের আহমেদের গ্রুপ শহরের পূর্ব বাজারে বিওসি ঘাটে বর্ধিত সভা করে।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এটিএম মুর্শেদ জানান, একই স্থানে ও একই সময়ে উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি বর্ধিত সভা ও প্রতিবাদ সভা আহবান করায় আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশংকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার দুপুর থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি বহাল থাকবে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম বলেন, আইন-শৃংখলা পরিস্থিতি অবনতির আশংকায় এবং উত্তেজনা ঠেকাতে সভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া বলেন, আওয়ামীলীগের নামে যে বর্ধিত সভা আহবান করা হয়েছে এই সভাকে প্রতিবাদ জানানোর জন্য পাল্টা প্রতিবাদ সভা আহবান করা হয়ছিল। তিনি বলেন, প্রশাসন ১৪৪ জারি করায় আমাদের সভা স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদ বলেন, দলের সাংগঠনিক অবস্থা জোরদার করার জন্য উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা আহবান করা হয়েছিল। আমাদের সভা বানচালের জন্য এখানে পাল্টা প্রতিবাদ সভা আহবান করে প্রতিপক্ষ গ্রুপ।
###

একই সময় ও একটি স্থানে আওয়ামীলীগের পাল্টা-পাল্টি সভা আহবান আশুগঞ্জে ১৪৪ ধারা

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যসেবা সপ্তাহ কার্যক্রম উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের বহিঃ বিভাগের চিকিৎসা সেবা দিয়েছেন চিকিৎসকরা ও অন্তঃ বিভাগে সিজার করেছেন গাইনী কনসালটেন্টরা।

সারা বাংলাদেশে প্রতিটি জেলা সদর হাসপাতাল গুলোর মত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালেও স্বাস্থ্যসেবা কার্যক্রম উপলক্ষে ৫দিন ব্যাপী চিকিৎসা সেবার আজ ৪র্থ দিনে হাসপাতালের বহিঃ বিভাগে চিকিৎসাসেবা ও অন্তঃ বিভাগে সিজার করেছেন গাইনী কনসালটেন্টরা।

৪র্থ দিনেও হাসপাতালের প্রতিটি কক্ষে জুনিয়র ও সিনিয়র কনসালটেন্টগন রোগীদের চিকিৎসা দিয়েছিল এবং ওটিতে অপারেশন করেছেন গাইনী কনসালটেন্টরা ।

সদর হাসপাতালের ১০৯(ক) কক্ষে- ডাঃ শ্যামল রঞ্জন দেবনাথ, ১০৯(খ) ডাঃ মোহাম্মদ আলী, ১১০ কক্ষে- ডাঃ নিজামউদ্দিন, ডাঃ শাহজাহান, ১১১ কক্ষে- ডাঃ ইছা মোঃ বাকের, ও ডাঃ মোঃ মনির হোসেন, ১১২ কক্ষে- ডাঃ এম এ এহসান, ১১৫ কক্ষে- ডাঃ মাহফিদা আক্তার হ্যাপী ও শারমীন হক স্বর্না, ২১২ কক্ষে- ডাঃ ফখরুল আলম আশেক, ২১৫ কক্ষে- ডাঃ আজহারুর রহমান তুহীন, ২১৬ কক্ষে- ডাঃ মোঃ ফরহাদ হোসেন সাহেদ, ৩০২ কক্ষে- ডাঃ মোঃ রাজীব আহসান, ৩০৩ কক্ষে- ডাঃ মোঃ শফিকুল ইসলাম, ৩০৭ কক্ষে- ডাঃ এ কে এম নিজামউদ্দিন। সদর হাসপাতালের ওটিতে ডাঃ ফৌজিয়া আখতার, ডাঃ মারিয়া পারভীন, ডাঃ মাফিদা আক্তার হ্যাপি, ডাঃ নুরুল আমিন ভুইয়া পিয়াল, ডাঃ খোকন দেবনাথ, ডাঃ মোশফাকুর রহমান পলাশ এর নেতৃত্বে ২-৪ টি সিজার করা হয় ।

সদর হাসপাতালের তত্ত্বাবধারক ডাঃ শওকত হোসেন বলেন- সারা বাংলাদেশের কর্মসূচি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্বাস্থ্যসেবা সপ্তাহ কার্যক্রম উপলক্ষে ১৬-২০ এপ্রিল পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে ।

 

শুক্রবারেও চলছে সদর হাসপাতালে বহিঃ বিভাগে চিকিৎসাসেবা

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুতগামী ট্রাক ও সিএনজি-চালিত অটোরিকশা সংঘর্ষে মো. হানিফ নামে এক আড়াই বছরের শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রাধিকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের দরুইল গ্রামের মোরশেদ মিয়ার ছেলে। এ ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী আহত হয়েছেন। এরা হলেন, নিহত হানিফের বাবা মোরশেদ মিয়া (৩০) ও মা নাজমা বেগম (২৫), মিলন মিয়া (২৮) এবং রাশেদা বেগম (৩৫)।
এর মধ্যে নিহত হানিফের বাবা মোরশেদ মিয়া ও মা নাজমা বেগমকে মূমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত হানিফের নিকট আত্মীয় নাইমা আক্তার জানান, হানিফের বাবা নবীনগর দরুইল উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারীর কাজ করে। হামিফের মা নাজমা বেগম অসুস্থ থাকায় শুক্রবার সকালে সিএনজি যোগে জেলা শহরে চিকিৎসার জন্য আসছিল। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়াণ চন্দ্র দাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে রাধিকা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।

ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

###

ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল শিশুর, বাবা-মা আহত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বোরো ধানে চিটা পড়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। উপজেলার আকাশি বিলে রোপন করা বোরো ধানে চিটা পড়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। স্থানীয় কৃষি অফিস সূত্র জানায়, কোল্ড ইনজুরির কারণে ধানে চিটা পড়েছে।

স্থানীয় কৃষকরা জানান, তারা বর্তমানে ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু জমির ধানে চিটা পড়ায় তাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ার উপক্রম। ধানে চিটা পড়ায় পথে বসতে হবে উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রামের পাশ্ববর্তী আকাশী বিলের অনেক কৃষক পরিবারকে। বর্তমানে এসব জমি থেকে নামে মাত্র ধান পাওয়া যাবে। ভুক্তভোগীরা এ ঘটনার জন্য দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতাকেই দায়ী করেছেন।

জেঠাগ্রামের ভুক্তভোগী কৃষক সফিক মিয়া বলেন, তার জমির ফসল নষ্ট হয়ে গেছে। এজন্য ইটভাটাও দায়ি।

একই গ্রামের কৃষক তাহের মিয়া বলেন, তিনিসহ তার তিন ভাই প্রায় ২০ কানি (এক কানি ৩০ শতাংশ) জমিতে বোরো ধানের আবাদ করেছেন কিন্তু প্রায় সব জমির ফসলই নষ্ট হয়ে গেছে। ধানের মধ্যে চাল নেই। তিনি বলেন, সময় মতো দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ না পাওয়ায় এবং পার্শ্ববর্তী ইটভাটার কারনে ধানে চিটা হয়েছে বলে তিনি মনে করছেন। তিনি আরো বলেন, বিআর-২৮ জাতের ধানে চিটা বেশী দেখা দিয়েছে। অধিকাংশ কৃষক তাদের খরচের টাকাও ঘরে তুলতে পারবেন না।

এদিকে ঘটনার খবর পেয়ে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিচ্ছুজ্জামান ক্ষতিগ্রস্ত ধানি জমি পরিদর্শন করেছেন। তিনি বলেন জমিতে আগাম ধান রোপন করায় ও আবহাওয়াজনিত কারণে চিটা হতে পারে। তিনি কৃষকদেরকে দ্রুত ধান কেটে নেয়ার পরামর্শ দিয়ে বলেন, নতুবা জমিতে ধান ঝরে পড়তে পারে।

এদিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের হাওরেও আকস্মিক শিলাবৃষ্টির পাশিপাশি ধানে চিটা হয়ে বেশীর ভাগ জমির ফসলই নষ্ট হওয়ার কথা জানিয়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নাসিরনগর উপজেলায় ১৭ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২শ হেক্টর জমিতে ব্রি-২৮ জাতের ধান চাষ করা হয়। ঝড় আর শিলাবৃষ্টির কারণে উপজেলায় ৩ হাজার ৬শ হেক্টর জমির পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
###

নাসিরনগরে বোরো ধানে চিটা ॥ দিশেহারা কৃষকরা

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার দুপুরে ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সচেতনামূলক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার উপজেলা সার্চ অর্গানাইজেশনের উদ্যোগে কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে.এম হুমায়ূন কবির।

সংগঠনের সভাপতি রাকিবুল হক রোমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন, কসবা থানার উপ- পুলিশ পরিদর্শক রুবেল মিয়া ও সাংবাদিক খ.ম. হারুনুর রশীদ ঢালী।

বক্তব্য রাখেন সাংবাদিক সোহরাব হোসেন, সজল আহাম্মদ খান, সার্চ সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আলী হোসাইন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজে ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন একটা মারাত্মক ব্যাধি। এই ব্যাধি থেকে আজকের প্রজন্মকে রক্ষা করতে হলে সকলকে সচেতন হয়ে প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
###

ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে কসবায় সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

botvনিউজ:

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা ওয়ার্কার্স পার্টির সহ-সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সদস্য কমরেড নজরুল ইসলাম, অ্যাডভোকেট নাসির মিয়া, জেলা নারী মুক্তি সংসদের সহ-সভাপতি রোকেয়া রহমান, জেলা ছাত্রমৈত্রীর আহবায়ক মুহয়ী শারদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশের মানুষ নুসরাত হত্যার বিচারের দাবিতে ফুঁসে ওঠেছে। আমরাও একাত্মতা প্রকাশ করে নুসরাত হত্যায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তারা বলেন, এ ঘটনার সাথে জড়িতদের ফাঁসিতে ঝুলানো উচিত। বক্তারা বলেন, কারা কারা এই ঘটনার সাথে জড়িত তা তদন্তে বের হয়ে এসেছে। তাই এই হত্যার কান্ডের দ্রুত বিচার কার্য সম্পন্ন করার জন্য সরকারের কাছে আহবান জানান তাঁরা।

মানববন্ধনে জেলা ওয়ার্কার্স পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে। এ ঘটনায় রাফির মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা ছাদে ডেকে নিয়ে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত জাহান মারা যান।
###

মাদরাসার ছাত্রী নুসরাত হত্যাকারীদের বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সম্মেলন গত মঙ্গলবার বিকেলে পৌর এলাকার কাউতলী বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সভাপতি মুফতী আশরাফুল ইসলাম বিল্লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শামস আল ইসলাম ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতী আব্দুর রহমান গিলমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ প্রমুখ।

সম্মেলন শেষে মুফতী আশরাফুল ইসলাম বিল্লালকে সভাপতি এবং হাফেজ মাওলানা শামস আল ইসলাম ভূইয়াকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষনা করা হয়।
###

ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত আশরাফুল সভাপতি ॥ শামস সম্পাদক

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের টয়লেটে এক নারীর ভিডিও ধারনের অপরাধে সুজন ঋষি-(২৫) নামে এক যুবকের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গত সোমবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেন থেকে আটকের পর তাকে ভ্রাম্যমান আদালতে তোলা হয়।

দন্ডপ্রাপ্ত সুজন উপজেলার আজমপুর গ্রামের স্বর্গীয় সনাতন ঋষির ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি সোমবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি দেয়ার সময় এক নারী যাত্রী টয়লেটে যান। এ সময় সুজন ওই নারীর ভিডিও ধারণ করলে অন্যান্য যাত্রীরা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

পরে তাকে আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হকের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক জানান, গোপনে নারীর ভিডিও ধারণের দায়ে ওই যুবককে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
###

নারীর ভিডিও ধারণ করায় আখাউড়ায় যুবকের ৬ মাসের কারাদন্ড

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঐতিহ্যবাহী শুটকি মেলা ও “বিনিময় প্রথা” অনুষ্ঠিত হয়। বাংলা পুঞ্জিকার তারিখ অনুযায়ী যুগ যুগ ধরে পহেলা বৈশাখ (১৫ এপ্রিল) নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামে জমে উঠে ঐতিহ্যবাহী এই শুটকি মেলা। প্রতি বছরের মতো গত সোমবার কুলিকুন্ডা গ্রামে জমে উঠে দিনব্যাপী এই শুটকি মেলা।

মেলায় প্রায় দুই শতাধিক জাতের শুটকির পসরা নিয়ে বসেন দোকানিরা। শুটকির মধ্যে ছিলো বোয়াল, গজার, শোল, বাইম, ছুড়ি, লইট্টা, পুটি ও টেংরাসহ নানান জাতের দেশীয় মাছের শুঁটকি। তবে দেশী মাছের শুঁটকির প্রাধান্যই ছিল বেশী। এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও আমদানি করা বিভিন্ন প্রজাতির শুটকি।

মেলায় নাসিরনগর ও আশপাশ এলাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট ও সুনামগঞ্জের ব্যবসায়ীরা শুটকি নিয়ে আসেন। সামুদ্রিক অনেক বিরল জাতের মাছের শুটকি ছাড়াও ইলিশ ও কার্প জাতীয় বিভিন্ন মাছের ডিমের শুটকি উঠে এই মেলায়।

শুটকি ছাড়াও এ মেলায় আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে “বিনিময় প্রথা” অর্থ্যাৎ পণ্যের বিনিময়ে পণ্য। ভোরে এই মেলা বসার পর সকাল ১০টা পর্যন্ত বিনিময়ের মাধ্যমে শুটকি বিক্রি করা হয়।

স্থানীয়রা জানান, প্রায় দুইশ বছরেরও অধিক সময় ধরে বাংলা পুঞ্জিকার তারিখ অনুযায়ী পহেলা বৈশাখে এই মেলা বসছে। দেশের বিভিন্ন স্থান থেকে শুটকি ব্যবসায়ী ছাড়াও বাহারি শুটকির আকর্ষণে দূর-দূরান্ত থেকে ভোজন রসিকরা মেলায় আসেন শুটকি কিনতে। পছন্দের শুটকি কিনে তারা হন তৃপ্ত ।

মেলায় শুটকি কিনতে আসা উপজেলার জেঠা গ্রামের নাসির মিয়া জানান, আমি যখন ছোট তখন বাপ-দাদার সাথে এই মেলা এসেছি। আর এখনও শুটকি নেয়ার জন্য মেলায় আসি।

কুলিকুন্ডা গ্রামের বাসিন্দা, সাবেক মেম্বার বাচ্চু ভুইয়া জানান, শত বছরের বেশী সময় ধরে নিয়মিত ভাবে এই মেলা বসছে। এখনো বহু পুরনো প্রথা প্রচলন থাকায় আমরা ধারণা করছি, এ মেলা আদিম কালের। তিনি বলেন, আলু, ডাল, সরিষা, পেয়াজ, রসুনসহ এলাকার কৃষকরা তাদের উৎপাদিত নানা পণ্যের বিনিময়ে শুঁটকি ক্রয় করেন। তবে এই রীতি দিন দিন হ্রাস পাচ্ছে।

তিনি বলেন, একদিনের মেলায় লাখ লাখ টাকার শুটকি বিক্রি করা হয়। শুটকি বিক্রির লাখ লাখ টাকা নিয়ে ব্যবসায়ীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে। তিনি বলেন, এবারের মেলায় প্রায় দুইশতাধিক জাতের শুটকির পসরা সাজিয়ে বসেন দোকানীরা। তবে এবার শুটকীর আমদানি বেশী হলেও দাম ছিল চড়া।

স্থানীয়দের মতে ব্যতিক্রমধর্মী শুটকি মেলার পাশাপাশি পণ্যের বিনিময়ে পণ্য যুগ যুগ ধরে চালু রয়েছে। এই মেলা নাসিরনগরের ঐতিহ্যকে প্রদর্শন করে।
এদিকে উপজেলা সদরের লঙ্গণ নদীর তীরেও একই দিনে বসে “বিনিময় প্রথা” অর্থ্যাৎ পণ্যের বিনিময়ে পণ্য। ভোরে এ মেলা বসার পর সকাল ১০টা পর্যন্ত বিনিময়ের মাধ্যমে বিক্রি চলে। এখানে বিক্রি হয় মৃৎশিল্পীদের হাতের তৈরি মাটির হাঁড়ি ও তৈজসপত্র।

স্থানীয় কুমারদের হাতের তৈরি হাড়ি, পাতিল, কলস, ঝাঁঝর, থালা, ঘটি-বাটি, পুতুল ও প্রদীপ মেলায় মানুষের নজরকাড়ে। গ্রাম্য মেয়েদের সামান্য পয়সা সংগ্রহের জন্য নানা ডিজাইনের মাটির ব্যাংকও বিক্রি হয়েছে এ মেলায়।
###

নাসিরনগরের ঐতিহ্যবাহী শুটকি মেলা অনুষ্ঠিত

ফেসবুকে আমরা..