botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দোকান থেকে মেয়াদোর্ত্তীন খাবার কিনে খেয়ে মাদরাসার ১২ ছাত্রী অসুস্থ্য হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীপুর কেরাতুল ক্যাডেট মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অসুস্থ্যদের মধ্যে ৪জনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৬জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। বাকীরা প্রাথমিক চিকিৎসা নেয়। খবর পেয়ে পুলিশ মুদি দোকানী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন জানান, মঙ্গলবার সকালে মাদ্রাসার ছাত্রীরা মাদ্রাসা সংলগ্ন জহিরুল ইসলামের মুদি দোকান থেকে আচার, জুস, চানাচুর খায়। এতে ১২ ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে।

পরে অসুস্থ্য শিশুদের মধ্যে ৪জনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৬জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। ২জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তিনি বলেন, এ ঘটনায় দোকানী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান জানান, শিশুরা পেট ব্যাথার কথা বলেছে।
###

 

 

বিজয়নগরে মেয়াদোর্ত্তীন খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ্য ॥ দোকানী গ্রেপ্তার

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বে-সরকারি ক্লিনিকের ছাদ থেকে চারদিনের শিশু পুত্রকে ছুড়ে ফেলে হত্যার পর মা সীমা আক্তারের-(২৫) ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনার ৪দিন পর গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুম ইফতেখারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অপর দুই সদস্য হলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ এষনা পাল ও জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আজহারুর রহমান তুহিন। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সিভিল সার্জন ডাঃ নিশীত নন্দী মজুমদার কমিটি গঠনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, আগামী তিন দিনের মধ্যে কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে গত ১৯ অক্টোবর সকাল সাড়ে ৮টার জেলা সদরের পুরাতন জেল রোডস্থ পাঁচতলা বিশিষ্ট বে-সরকারি ক্লিনিক “দি ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার ও স্পেশালাইজ্ড হাসপাতাল” এর ছাদ থেকে নিজের চারদিন বয়সী ছেলে সন্তানকে নিচে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যার পর মার সীমা আক্তারও লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।

আত্মহত্যাকারী সীমা আক্তার আখাউড়া উপজেলার কল্যানপুর গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে ও সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের লেবানন প্রবাসী মোঃ মনির হোসেনের স্ত্রী। গত এক বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল।

ক্লিনিক সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর বিকেলে প্রসববেদনা জনিত কারনে ল্যাব এইড হাসপাতালের পার্শ্ববর্তী লাইফ কেয়ার শিশু ও জেনারেল হাসপাতাল নামে একটি বে-সরকারি ক্লিনিকে ভর্তি হন সীমা আক্তার। ওইদিন রাতেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তান জন্ম দেন তিনি। ১৯ অক্টোবর হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার কথা ছিল সীমার।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি, তবে লাইফ কেয়ার শিশু ও জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতককে নিয়ে মায়ের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে বাংলাদেশ স্কাউট নাসিরনগর শাখার উদ্যোগে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সামনে মানববন্ধনে মিলিত হয়।

এ সময় নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, উপজেলা স্কাউট কমিশনার মোঃ আবদুল কুদ্দুস প্রমুখ। বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে ব্যক্তিগতভাবে আন্দোলন শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে যা সরকারিভাবে পালিত হচ্ছে। তাই দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে।
###

নাসিরনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।সোমবার দুপুরে ইংরেজি দৈনিক অবজারভারের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আয়েশা আহমেদ লিজা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিকেলে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলায় আয়েশা আহমেদ লিজা অভিযোগ করেন, একটি বে-সরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন। এ মন্তব্য সকল নারী সাংবাদিকদের জন্য অবমাননাকর হয়েছে।

বাদিপক্ষের আইনজীবী তানবীর ভূঁইয়া সাংবাদিকদের জানান, ৫০০/৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার আসামী মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতকে অনুরোধ করা হয়। আদালত বিকেলে দেয়া এক আদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিষ্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উজেলার শেখ হাসিনা (সিমনা-ব্রাহ্মণবাড়িয়া) সংযোগ সড়কে দুটি ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে বিজয়নগরের পত্তন এলাকার লইসকা ও বালিয়াজুড়ি নদীর উপর ব্রীজ দুটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।এ উপলক্ষে সিমনা শিবির এলাকায় এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুধী সমাবেশে মোকতাদির চৌধুরী এমপি বলেন,সিমনা ব্রাহ্মণবাড়িয়া সড়কটি তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর এলাকার কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে। তিনি বলেন সড়কটি নির্মাণ হলে জেলা শহরের ওপর দিয়ে বয়ে চলা তিতাসের পূর্ব পাড়ে নতুন নতুন শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে। জেলা শহর সম্প্রসারিত হবে। এতে জেলার মানচিত্রটাই পাল্টে যাবে বলে তিনি মন্তব্য করেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ,বিজয়নগরে উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাজ মো ইয়াছিন,বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া,বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ভূইয়া,ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার,মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনি,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দিপক চৌধুরী বাপ্পী,পত্তন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য,২০১০ সালের ১২ মে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কটি নির্মাণের ঘোষণা দেন। পরে গত বছরের জুন মাসে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে সাড়ে আট কিলোমিটার দৈর্ঘ্য এবং ২৪ ফিট প্রস্থ বিজয়নগরের সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের নির্মাণ কাজ শুরু হয়। গতকাল শনিবার সকালে সিমনা ব্রাহ্মণবাড়িয়ায় (শেখ হাসিনা)সড়কের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নে লইসকা নদীর উপর ৩৩ কোটি টাকা ব্যয়ে ২৪০ মিটার এবং বালিয়াজুড়ি নদীর উপর ২১ কোটি টাকা ব্যায়ে ১৭৫ মিটার সেতু দুটি নির্মাণ করা হবে।ব্রীজ গুলো নির্মিত হলে জেলা সদরের সাথে বিজয়নগর উপজেলার সরাসরি সড়ক যোগযোগ স্থাপিত হবে।
                                                                                                                            ###

শেখ হাসিনা সড়কে ৫৪কোটি টাকা ব্যায়ে দুই ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মোকতাদির চৌধুরী এমপি

botvনিউজ:

সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপূজার ছুটি শেষে খোলার আগেই ফের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ছয়দিন বন্ধ থাকার পর রবিবার থেকে এই বন্দর দিয়ে আমদানি-রফতানী কার্যক্রম শুরু হওয়ার কথা ছিলো।

তবে আগরতলা বন্দরে আমদানি-রফতানিকারক সংগঠনের নতুন কমিটি গঠন ও কালীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর পর্যন্ত পণ্য নিতে অনীহা প্রকাশ করেছেন সেখানকার ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার পণ্য আমদানি-রফতানি শুরুর কথা ছিল।

কিন্তু হঠাৎ করে আগরতলার ব্যবসায়ীরা জানিয়েছেন তারা ২৫ অক্টোবর পর্যন্ত আমাদের কাছ থেকে কোনো পণ্য নেবেন না। ২৬ অক্টোবর শুক্রবার বন্ধের দিন। আগরতলার ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তের কারণে বেশ কয়েকটি পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে বলেও জানান তিনি।

এর আগে দুর্গাপূজা উপলক্ষে দু’দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখা হয়। তবে ওই সময়ে দু’দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
###

দূর্গাপূজার ছুটি শেষে খোলার আগেই আখাউড়া স্থল বন্দর ফের বন্ধ

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া-৪-(কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের পক্ষে তিন লাখ পোস্টার লাগানোর কাজ শুরু হয়েছে। ওই দুই উপজেলার জনপ্রতিনিধিদের উদ্যোগে রবিবার থেকে এসব পোস্টার লাগানো শুরু হয়। পোস্টারে আনিসুল হকের ছবি দিয়ে নৌকা প্রতীকে ভোট আহবান করা হয়েছে।

এক হিসেব থেকে দেখা যায়, প্রায় চার লাখ ৪৯ হাজার জনসংখ্যার মধ্যে কসবা ও আখাউড়ায় ভোটার সংখ্যা প্রায় তিন লাখ ১৬ হাজার। সেই হিসেব মতে, মন্ত্রীর পক্ষে ভোটার প্রতি একটি করে পোস্টার লাগানো হচ্ছে।

মন্ত্রীর সহকারি একান্ত সচিব ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন তিন লাখ পোস্টার লাগানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা নিজ দায়িত্বে এসব পোস্টার লাগাচ্ছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব পোস্টার লাগানো হচ্ছে। দুই দিনের মধ্যে পোস্টার লাগানোর কাজ শেষ করার কথা। একেকজন জনপ্রতিনিধি ১০ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত পোস্টাট লাগাচ্ছেন।

এখানে উলে¬খ্য, গত শনিবার কসবা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আনিসুল হককে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আখাউড়া উপজেলাতেও আনিসুল হকের বিকল্প ভাবছেন না আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
###

কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে জনপ্রতিনিধিদের প্রচারনা

botvনিউজ:

দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো সরকার গঠনের মাধ্যমে দেশ ও জনগণের সেবার সুযোগ দেওয়ার জন্য নৌকা মার্কায় ভোট দিকে জনগনকে আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।

গত শনিবার বিকেলে বিজয়নগর উপজেলার লক্ষীমুড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, আউলিয়ানগর মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উপজেলার পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের তৃতীয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এই আহবান জানান।

অনুষ্ঠানে তিনি বিজয়নগর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনি, জেলা পরিষদের সদস্য সৈয়দা নাখলু প্রমুখ।
###

কর্মকান্ডের উদ্বোধনকালে নৌকা মার্কায় ভোট চাইলেন মোকতাদির চৌধুরী এমপি

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র দেলোয়ার হোসেন হৃদয় হত্যা মামলায় সিআইডি কর্মকর্তা মোঃ আলমগীরের বিরুদ্ধে মনগড়া চার্জশিট দেয়ার অভিযোগে উঠেছে। অভিযোগ করা হয়েছে, চার্জশিটে বাদীর নাম ভুল দেয়ার পাশাপাশি বেশ কয়েকজন আসামীকে বাদ দেয়া হয়েছে।

গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ অভিযোগ আনা হয়। এ সময় ওই মামলার তদন্তকারি কর্মকর্তা মোঃ আলমগীরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয়। এলাকাবাসীর পক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে,

পৌর এলাকার পূর্ব মেড্ডার মোঃ ইউনুস মিয়ার ছেলে ও পৌর এলাকার কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র দেলোয়ার হোসেন হৃদয় গত ২০১৭ সালের ৬ নভেম্বর হত্যাকান্ডের শিকার হন। এ ঘটনায় পরদিন হৃদয়ের বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি। গত ১৪ নভেম্বর মামলাটির তদন্তভার নিয়ে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন সিআইডি’র পরিদর্শক মোঃ আলমগীর। ওই চার্জশিটে বাদী হিসেবে নবীনগর উপজেলার মোহল্লা গ্রামের মুনসুর আলীর ছেলে হাজি মোঃ ইব্রাহিমের নাম উল্লেখ করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আসামী পক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে সিআইডি’র পরিদর্শক মোঃ আলমগীর মনগড়া চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বাদীর নাম পরিবর্তনের পাশাপাশি অভিযুক্ত বেশ কয়েকজনকে বাদ দেয়া হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মামলার বাদী জাকির হোসেন, মাদ্রাসা ছাত্র মোঃ হাবিবুল্লাহ, মোঃ শাহাদাৎ আলী প্রমুখ।
###

মাদ্রাসা ছাত্র হৃদয় হত্যা মামলা সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি বাজারের সরকারি সম্পত্তি লিজ দেয়া নিয়ে পৌরসভা ও প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। পৌর এলাকার আনন্দ বাজার, গোকর্ণঘাট বাজার ও বর্ডার বাজারের খাস ভূমি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) অস্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করে ব্যক্তিখাতে লীজ প্রদান করেছেন বলে পৌরসভার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে পৌরসভার মাহবুবুল হুদা সম্মেলন কক্ষে পৌর মেয়র নায়ার কবির এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জনস্বার্থে অবিলম্বে ব্যক্তিমালিককে দেয়া এসব লীজ স্থগিত করে উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, ‘পৌর এলাকার দেড়শ বছরের পুরোনো আনন্দ বাজার, গোকর্ণঘাট বাজার ও মধ্যপাড়া বর্ডার বাজারটি ২০০৯ সালের গেজেট ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হাট-বাজার ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ি বছরের পর বছর ধরে পৌরসভা ইজারা দিচ্ছে। তবে সম্প্রতি সদর উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার (ভূমি) সরকারি গেজেট ও নীতিমালাকে অগ্রাহ্য করে পৌর কর্তৃপক্ষকে পাশ কাটিয়ে ওইসব বাজারের বিভিন্ন অংশ ব্যক্তির কাছে ইজারা প্রদান করেছেন। এতে পৌরসভার ইজারা প্রদান প্রক্রিয়া বন্ধ রয়েছে। এ অবস্থায় ক্ষুদ্র ব্যবসায় ধস নামার পাশাপাশি ক্রেতাদেরকেও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।’

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার উপস্থিত থেকে ওই ইজারা বাতিলের দাবি জানান। তিনি বলেন, ঐতিহ্যবাহি বাজারের কোটি কোটি টাকা মূল্যের সরকারি খাস ভূমি তথা “তহ বাজার” ব্যক্তিখাতে লীজ দেওয়ার বিষয়ে পৌরসভা জড়িত নয় এবং স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীও অবগত নন।’
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ সোহেল রানা বলেন, ‘মাঠ পর্যায়ের মতামত নিয়ে কাগজপত্র তৈরী করে ইউএনও’র কাছে পাঠানো হয়। এক্ষেত্রে আমি ইজারা দেয়ার কেউ না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইন অনুসারে জেলা প্রশাসক বাজারের ওইসব সরকারি সম্পত্তির মালিক। নিয়ম অনুসারেই সকল প্রক্রিয়া সম্পন্ন করে তিনি লিজ দিয়েছেন।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস বলেন,‘ এসিল্যান্ডের অফিস থেকে আমার কাছে লীজের কাগজপত্র আসার পর আমি কাগজপত্র অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর কাছে পাঠিয়ে দিয়েছি। লীজ দেওয়ার কোন এখতিয়ার আমার নেই। পৌর কর্তৃপক্ষ কেন আমার বিরুদ্ধে অভিযোগ আনলেন তা আমি বুঝতে পারছি না।’
এ ব্যাপারে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান গতকাল রবিবার বিকেলে বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের বিধি অনুসারে ওইসব বাজার লিজ দেয়া হয়েছে। তারপরও যদি কোনো বিষয় থাকে তাহলে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করা যেতে পারে। ’
###

 

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি ইজারা নিয়ে পৌরসভা ও প্রশাসনের দ্বন্দ

ফেসবুকে আমরা..