botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র দেলোয়ার হোসেন হৃদয় হত্যা মামলায় সিআইডি কর্মকর্তা মোঃ আলমগীরের বিরুদ্ধে মনগড়া চার্জশিট দেয়ার অভিযোগে উঠেছে। অভিযোগ করা হয়েছে, চার্জশিটে বাদীর নাম ভুল দেয়ার পাশাপাশি বেশ কয়েকজন আসামীকে বাদ দেয়া হয়েছে।
গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ অভিযোগ আনা হয়। এ সময় ওই মামলার তদন্তকারি কর্মকর্তা মোঃ আলমগীরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয়। এলাকাবাসীর পক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে,
পৌর এলাকার পূর্ব মেড্ডার মোঃ ইউনুস মিয়ার ছেলে ও পৌর এলাকার কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র দেলোয়ার হোসেন হৃদয় গত ২০১৭ সালের ৬ নভেম্বর হত্যাকান্ডের শিকার হন। এ ঘটনায় পরদিন হৃদয়ের বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি। গত ১৪ নভেম্বর মামলাটির তদন্তভার নিয়ে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন সিআইডি’র পরিদর্শক মোঃ আলমগীর। ওই চার্জশিটে বাদী হিসেবে নবীনগর উপজেলার মোহল্লা গ্রামের মুনসুর আলীর ছেলে হাজি মোঃ ইব্রাহিমের নাম উল্লেখ করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আসামী পক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে সিআইডি’র পরিদর্শক মোঃ আলমগীর মনগড়া চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বাদীর নাম পরিবর্তনের পাশাপাশি অভিযুক্ত বেশ কয়েকজনকে বাদ দেয়া হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মামলার বাদী জাকির হোসেন, মাদ্রাসা ছাত্র মোঃ হাবিবুল্লাহ, মোঃ শাহাদাৎ আলী প্রমুখ।
###
Leave a Reply