botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে গান গাইতে এসে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে মাদরাসা ছাত্রদের হামলার শিকার হন দেশের প্রখ্যাত বাউল শিল্পী শামসুল হক চিশতি ওরফে চিশতি বাউল।

গত শনিবার রাত ৮টায় জেলা সদরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এ সময় মাদরাসা ছাত্ররা মেলার মঞ্চ ও চিশতি বাউলের গাড়ি ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, গত শনিবার রাতে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত তিনদিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে মঞ্চে সঙ্গীত পরিবেশন করার সময় ইসলাম ধর্ম নিয়ে গানের কথা মিলিয়ে বক্তব্য দেন চিশতি বাউল।

বিষয়টি জানতে পেরে স্থানীয় কান্দিপাড়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার ছাত্ররা শহরে বিক্ষোভ শুরু করে। পরে তারা স্টেডিয়ামে গিয়ে মেলার মঞ্চ ও মাইক ভাঙচুর করেন।
পরে বাউল শিল্পী শামসুল হক চিশতি তার গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় তার ওপরও হামলা করে বিক্ষুব্ধ ছাত্ররা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিশতি বাউলকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পরে থানায় নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে চিশতি বাউল বলেন, অসুস্থতার কারণে আমার কথা এলোমেলো হয়ে গেছে। আমি এ ঘটনার জন্য অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী।
এদিকে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে রাতেই জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় ছাত্র-শিক্ষকদের সাথে বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক করেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, একটি গানকে কেন্দ্র করে মাদরাসা ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছিলেন। বিষয়টির সমাধান হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় উন্নয়ন মেলায় গান গাইতে এসে বাউল শিল্পী শামসুল হক চিশতি

BOTV নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই(দ:) ইউনিয়নের পয়াগ-নরসিংসার বোর্ড অফিস বাজারে দিন দিন অনিয়মের পাল্লা ভারী হচ্ছে। প্রকাশ্যে চলছে চাঁদাবাজি আর জবর-দখল। পরিষদের কিছু স্বার্থান্বেষী মহল বে-আইনী ভাবে সেন্ডিকেট বানিয়ে এসব অনিয়ম করছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বরাবর লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার হয়নি।

এলাকার খোজ নিয়ে জানা যায়, এই নব্য আওয়মীলীগনেতা পরিচয়দারী সেন্ডিকেট বাহীনি ইউনিয়ন পরিষদের পাশে সরকারি জায়গা দখল করে বেশ কয়েকটি দোকান-ঘর করে ভাড়া দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। পরিষদের রাস্তার দুই পাশে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনার জন্য যানবাহন সহ জন সাধারণের চলাফেরা চরমভাবে বিঘ্ন হচ্ছে।

 

এই ব্যাপারে ৮-৪-১৮ইং তারিখে সচেতন ব্যাক্তি সাইফুল ইসলাম বাদী হয়ে জেলা প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করলে এখনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পয়াগ-নরসিংসার বোর্ড অফিস বাজারের দোকানদার জাবেদ মিয়া জানান, বাজারের সভাপতি আব্দুর রহমান প্রতিমাসে আমার কাছ থেকে ৪০০ টাকা ভাড়া নেই। এমন প্রায় অর্ধশতাধিক দোকান রয়েছে। যার সবগুলোর ভাড়া কমিটি নামক কথিত সেন্ডিকেটের পকেটে যায়।

###

 

পয়াগ-নরসিংসার বাজারে জবর-দখল ও চাঁদাবাজি অভিযোগের ৬ মাসেও প্রশাসন নিরব

botvনিউজ:

দীর্ঘদিন পর আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন। গত রবিবার ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তালেবের লোকজন পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করে। এ ঘটনায় অরুয়াইল বাজারে থমথমে পরিবেশ বিরাজ করছে। যে কোন মূহুর্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করে আসছে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। গত ৩০ আগষ্ট তারা চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গত রোববার বিকেলে উপজেলা সহকারি মৎস্য অফিসার মকসুদ হোসেন চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের তদন্ত করতে অরুয়াইল যান । তদন্তকারী কর্মকর্তা মকসুদ হোসেন প্রথমে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তালেবের অফিসে বসে ভুক্তভোগীদের সাথে কথা বলেন। পরে যান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। সেখানে যাওয়ার পর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মকসুদ হোসেনের কাছে জানতে চান তিনি প্রথমে কেন পরিষদে গেলেন না। তিনি তদন্তকারী কর্মকর্তার উপর ক্ষিপ্ত হন।

পরে চেয়ারম্যানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলকারীরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তালেবের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।
এই মিছিলের কিছুক্ষন পর আবু তালেবের নেতৃত্বে পাল্টা মিছিল বের হয়। মিছিলকারীরা অরুয়াইল বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চেয়ারম্যান মোশাররফের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। এতে করে অরুয়াইল বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের সর্তকতার কারনে কোন অঘটন ঘটেনি।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা মকসুদ হোসেন বলেন, তদন্তে প্রাথমিকভাবে অনিয়ম-দুর্নীতির কিছুটা সত্যতা পাওয়া গেছে।
এদিকে সোমবার ঘটনার নিষ্পত্তি করতে অরুয়াইলে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন।
###

সরাইলে ইউপি চেয়ারম্যান ও সভাপতির পাল্টাপাল্টি মিছিল

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব শত্রুতার জের ধরে আবুল কালাম-(৪০) নামে এক কৃষককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকেরা। সোমবার সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতবস্থায় আবুল কালামকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকোল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এলাকাবাসী ও আহত আবুল কালামের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে আবুল কালাম পানিতে ভিজিয়ে রাখা পাট গাছ থেকে পাট ছাড়ানোর কাজ করার সময় একই গ্রামের আক্কাস খান পায়েল-(২৫), হুমায়ূন কবির-(৬০), আনিস-(২০) এবং আবু হানিফ (২২) তাকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। তার চিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ ময়নুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
###

পূর্ব শত্রুতার জের কসবায় কৃষককে কুপিয়ে জখম

ফেসবুকে আমরা..