botvনিউজ:

দীর্ঘ নয় বছর পর গত বুধবার রাতে ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিকে প্রত্যাখ্যান করে ব্রাহ্মণবাড়িয়ায় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিত নেতা কর্মীরা।

এসময় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা ‘ছাত্রদলের এই কমিটি মানি না’ মানি না বলে শ্লোগান দেন। বিক্ষুব্ধরা নব-গঠিত কমিটিকে প্রতিহতের ঘোষণা দেন।
এর আগে গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে হাফিজ উল্ল¬াহকে সভাপতি ও রুবেল চৌধুরী ফুজায়েলকে সাধারণ সম্পাদক করা হয় করে জেলা ছাত্রদলের সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়। হাফিজ উল্লাহ জেলা ছাত্রদলের সদ্য সাবেক হওয়া কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সাত সদস্যের কমিটিতে জেলা ছাত্রদলের সদ্য সাবেক হওয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজহার হোসেন চৌধুরী দিদারকে সিনিয়র সহ-সভাপতি, অথৈই মোল্লা ও সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাহ্ উদ্দিন মোল্লাকে সহ-সভাপতি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সমীর চক্রবর্তীকে যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহীনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয় ।

ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জানান, আজহার হোসেন চৌধুরী দিদার, হাফিজ উল্ল¬াহ, সজিবুর রহমান, অথৈই মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর ও বাইজিদ আহমেদ হেলাল এবং রুবেল চৌধুরী ফুজায়েল জেলা ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। সালাহ্ উদ্দিন মোল্ল¬া, সাঈদ হাসান, শাহীনুর রহমান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন।

পৌর ছাত্রদলের আহবায়কের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা ছাত্রদল নেতা সাঈদ হাসান বলেন, একটি সিন্ডিকেটের মাধ্যমে একটি পকেট কমিটি করা হয়েছে। যারা মাঠ পর্যায়ে ছিল না এবং দলীয় কর্মকান্ড পালন করতে গিয়ে যাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, তাদেরকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সাধারণ সম্পাদকের পদ পাওয়া রুবেল চৌধুরী ফুজায়েল ও যুগ্ম সম্পাদক সমীর চক্রবর্তীর বিরুদ্ধে একটিও মামলা নেই।

সভাপতির পদ পাওয়া হাফিজ উল্লাহ’র বিরুদ্ধে একটি মাত্র মামলা রয়েছে। সে দলে তেমন সক্রিয়ও ছিল না। সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়া শাহীনুর রহমান একজন ইয়াবা ব্যবসায়ি। ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে শাহীনুর অনেকদিন ঢাকার জেলা কারাগারে ছিল। সাঈদ হাসান বলেন, দ্রুত ছাত্রদলের এই কমিটি প্রত্যাহার করা না হলে আগামী দিনে এই কমিটির সকল সভা, মিছিল এবং সব ধরণের কর্মসূচী আমরা প্রতিহত করব। প্রতিহত করতে যা প্রয়োজন তাই করা হবে। যদি দ্রুত এই কমিটি বাতিল না করা হয়, তাহলে সংবাদ সম্মেলন করে ছাত্রদল নেতারা দল থেকে নিজেদের প্রত্যাহার করবে।

এদিকে গতকাল বেলা তিনটার দিকে বৃষ্টিতে ভিজে জেলা শহরের কলেজপাড়া এলাকা থেকে পৌর ছাত্রদলের পদ থেকে পদত্যাগ করা সাঈদ হাসান ও ছাত্রদলের নবগঠিত কমিটিতে জেষ্ঠ্য-সভাপতির পদ পাওয়া আজহার হোসেন চৌধুরী দিদারের নেতৃত্বে ছাত্রদলের নেতারা মোটর সাইকেলে করে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে। মিছিল জেলা শহরের জেলা পরিষদ মার্কেট, কালীবাড়ি মোড়, পাওয়ার হাউজ রোড, কান্দিপাড়া ও টিএ রোড এলাকা প্রদক্ষিণ করেন। এসময় নেতাকর্মীরা নব গঠিত ‘ ছাত্রদলের এই কমিটি মানি না’ বলে শ্লোগান দেন।
জেলা ছাত্রদলের নব ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতির পদ পাওয়া আজহার হোসেন বলেন, তৃণমূল ও কর্মী সমর্থকদের চাহিদার বাইরে এই কমিটি দেয়া হয়েছে। এটি একটি অকার্যকর কমিটি। কারণ সভাপতির পদ পাওয়া হাফিজ মাঠের আন্দোলনে ছিল না এবং নেই। সভাপতি হিসেবে সে অযোগ্য। আমরা এই কমিটিকে প্রত্যাখান করি। কমিটিতে ছাত্রদলের ত্যাগী নেতাদের কোনো মূল্যায়ন করা হয়নি।

আজহার হোসেন চৌধুরী ও সহ-সভাপতির পদ পাওয়া সালাহ্ উদ্দিন মোল্লা বলেন, দলের নেতাদের বিষয়টি জানিয়েছি। এই কমিটি প্রত্যাহার করে নতুন কমিটি গঠন না করলে আমরা নিয়মতান্ত্রিকাভাবে দল থেকে পদত্যাগ করব।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটির সভাপতি হাফিজ উল্লাহ বলেন, যোগ্যতার ভিত্তিতেই কেন্দ্রীয় ছাত্রদল এই কমিটি করেছেন। ২০০৬ সালের অক্টোবর মাসে দলের জন্য আমার বড় ভাই অ্যাডভোকেট শেখ মোঃ হাবিব উল্ল¬াহ খুন হয়েছেন। আন্দোলন সংগ্রামে সবসময় মাঠে ছিলাম। আমার বিরুদ্ধে ১২টি মামলাও রয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা বলেন, ছাত্রদলের পদ বঞ্চিত নেতরা আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছে। কিন্তু এই কমিটি গঠনের সময় কেন্দ্রীয় ছাত্রদল জেলা বিএনপির মতামত নেওয়ার প্রয়োজনও মনে করেনি। কিভাবে এই কমিটি হয়েছে এটা তাঁরাই ভালো বলতে পারবে।

এ বিষয়ে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও আকরামুল হাসানের মুঠোফোন বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
###

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

 

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনা কমিটির সভা গত বৃহস্পতিবার সন্ধ্যায় লাইব্রেরির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

লাইব্রেরি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে এবং সম্পাদক সহকারী অধ্যাপক জামিল ফোরকানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন লাইব্রেরি ব্যবস্থাপনা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা হাজী আবদুল বাকি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনির হোসেন ভুইয়া, প্রধান শিক্ষক আবদুর রহিম, প্রধান শিক্ষক এবিএম সালেম, শাহ আলম, আজিজুর রহমান চৌধুরী, শিবলী চৌধুরী, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমুখ।

উল্লেখ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার এই উপজেলায় যোগদানের পর পরই তিনি অবহেলিত উপজেলা পাবলিক লাইব্রেরিটি মেরামত করে সৌন্দর্যবর্ধন করেছেন এবং লাইব্রেরিতে পাঠক বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করছেন।
###

নাসিরনগরে পাবলিক লাইব্রেরি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

botvনিউজ:

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় থেকে দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

নিরাপত্তার স্বার্থে শুক্রবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কোন রুটে দূরপাল্লার কোনো রুটে বাস ছেড়ে যায়নি। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পরিবহন নেতারা জানিয়েছেন, বাস ও চালকদের নিরপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর পৌর বাস টার্মিনাল ও পৈরতলা বাস স্ট্যান্ড থেকে ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অভিমুখে কোনো বাস ছেড়ে যায়নি।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম মিয়া জানান, নিরাপত্তার স্বার্থে বাস না চালানোর জন্য কেন্দ্রীয় ফেডারেশনের নির্দেশনা হয়েছে এবং চালকরাও বাস চালাতে অপারগতা প্রকাশ করেছেন। এর ফলে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
###

বাস ও চালকদের নিরপত্তার স্বার্থে ব্রাহ্মণবাড়িয়া থেকে বাস চলাচল বন্ধ

botvনিউজ:

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্রাহ্মণবাড়িয়া কুমিলা¬ মহাসড়কে আখাউড়া সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার তন্তর বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সড়ক ও জনপথ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদের নির্দেশে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে তন্তর বাজারে অবৈধভাবে গড়ে উঠা ১৫টি দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানকালে সড়ক ও জনপথ বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী ভূইয়া রেদওয়ানুর রহমানসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ নিয়ে তিন দফায় তন্তর বাজার এলাকা থেকে অবৈধভাবে গড়ে তোলা ৪০টি দোকান উচ্ছেদ করা হয়।
###

সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আখাউড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

botvনিউজ:

জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান ৭ সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটি অনুমোদন দেন।

কমিটিতে শেখ মোঃ হাফিজ উল্লাহকে সভাপতি এবং রুবেল চৌধুরী ফুজায়েলকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আজহার হোসেন চৌধুরী দিদার, সহ-সভাপতি অথৈই মোল্লা ও সালাহ্ উদ্দীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী এবং সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি রাশেদ কবির আখন্দ নতুন কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের কমিটি গঠিত শেখ হাফিজ সভাপতি, ফুজায়েল সম্পাদক

botvনিউজ:

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাস থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজসহ বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী চৌরাস্তায় গিয়ে কিছুক্ষণ অবস্থান নেয়।

পরে মিছিলটি সেখান থেকে পুনরায় ঘুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বলেন, আমাদের যে ভাই-বোনকে নির্মমভাবে বাস চাপা দিয়ে হত্যা করা হয়েছে আমরা তার সুষ্ঠু বিচার চাই। ঢাকায় নয় দফা দাবিতে আমাদের যে আন্দোলন চলছে দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবেনা। এদিকে বৃহস্পতিবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সকালে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেইট বন্ধ রাখা হয়।
###

৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

botvনিউজ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি কর্মসূচি শুরু হয়েছে।বুধবার প্রথম দিনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে “প্রাথমিক শিক্ষা জাতীয়করণে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির।

সদর উপজেলা শিক্ষা অফিসার আবদুস সামাদ আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাঢ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।

এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে মাসব্যাপি মিলাদ ও দোয়া, আবৃত্তি, আলোচনা, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোকচিত্র প্রদর্শনী, খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হবে।
###

জাতির জনকের শাহাদাৎ বার্ষিকিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি কর্মসূচি শুরু

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মুন্সেফপাড়ায় অবস্থিত হলি ক্রিসেন্ট শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে একজন ভুয়া চিকিৎসককে সনাক্ত করেছেন সিভিল সার্জন। পরে ওই চিকিৎসককে চেম্বর থেকে বের করে দিয়ে আর কোনদিন চেম্বারে না বসার নির্দেশ দিয়ে তিনি হাসপাতালটি সিলগালা করে দেন।

খোঁজ নিয়ে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় মুন্সেফপাড়ার হলি ক্রিসেন্ট শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শনে যান ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নিশিত নন্দী মজুমদার। তিনি হাসপাতালে গিয়ে দেখেন মোঃ রেজাউল করিম নামে একজন ভুয়া চিকিৎসক রোগী দেখছেন। তিনি ওই চিকিৎসকের কাগজপত্র দেখতে চাইলে রেজাউল করীম কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে সিভিল সার্জন এই ভুয়া চিকিৎসককে চেম্বার থেকে বের করে দেন ও ভবিষ্যতে আর চেম্বারে না বসার নির্দেশ দেন।
পরে সিভিল সার্জন ওই হাসপাতালটিকে চিকিৎসক ও টেকনেশিয়ান না থাকায় সিলগালা করে দেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালটিতে ভুয়া চিকিৎসক রেজাউল করিম দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে রোগী দেখতেন। তিনি বলেন, রেজাউল করিম একজন ভূয়া ডাক্তার। তার কোন ধরনের কাগজপত্র নেই। সে এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিল। তিনি বলেন, পরে প্রয়োজনীয় চিকিৎসক ও টেকনেশিয়ান ছাড়া হাসপাতাল পরিচালনার জন্য হাসপাতালটিকে সিলগালা করে দেয়া হয়। ভবিষ্যতে ভুয়া চিকিৎসক পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হলে বলেও সংশ্লিষ্টদেরকে জানিয়ে দেয়া হয়েছে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া চিকিৎসক সনাক্ত ॥ বে-সরকারি হাসপাতাল সিলগালা

ফেসবুকে আমরা..